![শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেনে বেড়েছে চুরি. ব্যর্থ রেল পুলিশ?সামনে শারদ উৎসব তার আগে চোরেদের বাজার বেশ ভালই কাটছে। সমস্ত ট...](https://img5.medioq.com/598/537/994894315985374.jpg)
07/10/2024
শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেনে বেড়েছে চুরি. ব্যর্থ রেল পুলিশ?
সামনে শারদ উৎসব তার আগে চোরেদের বাজার বেশ ভালই কাটছে। সমস্ত ট্রেনে ভিড়ের জন্য পাঁ ফেলা দুস্কর আর তাতেই কেল্লা ফতে চোরেদের। ভিড়ে যখন নাজেহাল অবস্থা ঠিক সেই সময় পকেট থেকে উধাও আপনার মোবাইল থেকে মানিব্যাগ। শুধু কি তাই উধাও হয়ে যাচ্ছে আপনার মূল্যবান জিনিসপত্র। আর প্রশাসন সেতো ব্যাস্ত উৎসবে।
তবে যাত্রী দের কথায় বতর্মানে চুরির সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। ট্রেনে যাতায়াত করতে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। চতুর্থীর দিনে শিয়ালদা বনগাঁ শাখা একাধিক চুরির ঘটনা ঘটেছে এমনটাই দাবি করছেন নিত্যযাত্রীরা। তবে কেন বারবার চুরি আটকাতে ব্যর্থ হয় প্রশাসন প্রশ্ন উঠে যায়?
রেল পুলিশ চুরি আটকাতে তবে কি ব্যর্থ?