Think A Step Ahead

  • Home
  • Think A Step Ahead

Think A Step Ahead We provide quality educational content so that anyone
can learn anything,at anytime,from anywhere completely free of cost.

20/08/2021
26/03/2020

জাপানের কয়টা লোক মিডলইস্টে গিয়ে কামলা দেয় ?
চীনের কয়টা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি আছে ?
দক্ষিন কোরিয়া কি ভাষার জন্য জীবন দিয়েছিল ? তাহলে তারা নিজের ভাষায় কিভাবে শিক্ষা কার্যক্রম চালায় ?
৯ মাস যুদ্ধ করে আমাদের এতো অহংকার । তাহলে গাজার লোকগুলো এতোগুলো বছর ধরে অবরুদ্ধ থাকার পরেও কিভাবে কোভিডের আক্রমন ঠেকিয়ে রেখেছে ?
৯০ লাখ জনসংখ্যার ছোট্ট ইসরাইল যার চারপাশে এতো এতো বিরোধী রাষ্ট্র , তার সীমান্তেও কি আমাদের দেশের সীমান্তের মতো এতো লোক মারা যায় ? অথচ আমাদের পাশেই তো বন্ধু রাষ্ট্র । একটু হিসাব করে দেখবেন কতোজন সীমান্তে মারা যায় প্রতিবছর ?

একটা দেশের উন্নতির মানদণ্ড শুধু গার্মেন্টস আর জনশক্তি রপ্তানী ? এইটার ফলাফল দেখতে চান ? তাহলে দেখুন ...

অপ্রিয় সত্যি কথা হলো পিপিই কিংবা মাস্ক এগুলো আবেগের বশে কোন সংগঠন বা স্বেচ্ছাসেবক দিয়ে বানানোর জিনিস না ।

যেখানে ভ্যাক্সিনেশন ভাইরাস ঠেকানোর শতভাগ গ্যারান্টি দিচ্ছে না সেখানে হ্যান্ডস্যানিটাইজার নিয়ে বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানো রীতিমত বোকামি ।

পদক্ষেপগুলো অবশ্যই ইতিবাচক । তবে দীর্ঘ সময়ের জন্য ইফেক্টিভ নয় ।

যে কোন দূর্যোগ এলেই নিজের বেতনের অর্ধেক কেটে জনসেবায় বিলিয়ে দেয়া ভালো । তবে আরো ভালো হতো যদি আমাদের প্রস্তুতি হতো নলেজের উপর ভিত্তি করে । আবেগের উপর ভিত্তি করে নয় ।

খোদ আমেরিকাতেই বায়োটেকনোলজির উপর প্রায় সাড়ে এগারো হাজারের মতো প্রতিষ্ঠান রয়েছে । ওদের ছেলেমেয়েরা সেখানে কাজ করার সুযোগ পায় নিয়মিত ।

দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৪৬ টি ।
সবগুলোতে যদি একটা করে কেমেস্ট্রি ডিপার্টমেন্ট থাকে তাহলে স্বাধীনতার এতোগুলো বছর পরে সেই সকল কেমেস্ট্রি ডিপার্টমেন্টের আউটপুট হলো বোতল ভর্তি হ্যান্ড স্যানিটাইজার "'উদ্ভাবন ""

কেউ বলে নাই আমরা ভাইরাসটাকে ডিকোড করতে পেরেছি ...

কেউ বলে নাই এইটা ঠেকানোর ইউনিক আইডিয়া আমাদের মাথাতেই আছে ।

কেউ বলে নাই এই বছর খেলাধুলায় বাজেট কমিয়ে দেন । অতিরিক্ত টাকাটা দিয়ে ভালো মানের দুইটা ল্যাব করেন ।

বসে বসে ফ্লোরা ম্যাডামের ভুল ধরাটাই কি সব ?

আমরা যখন হ্যান্ডস্যানিটাইজার আর পিপিই নিয়ে হাহাকার করছি ,হোমকোয়ারান্টাইনের নামে মজা লুটছি তখন চাইনিজ আর আমেরিকান সাইন্টিস্টরা মিলে করোনাভাইরাসদের জিনোমিক সিকোয়েন্স করার কাজে ব্যস্ত আছেন ।

চীনের উপর অভিযোগ ছিল কোভিড -১৯ তাদের হাতেই গড়া একটা বায়োলজিক্যাল উইপন । কিন্তু আমেরিকারই কয়েকটা প্রতিষ্ঠান বয়ান দিয়েছে এটা চীনের তৈরি উইপন নয় । সম্ভবত বাদুর বা শূকর থেকে সরাসরি নতুবা ইন্টারমিডিয়েট কোন হোস্টের মাধ্যমে এটা হিউম্যান সার্কেলে ঢুকে পড়েছে ।

ক্যাম্পাসে একজন ছাত্রনেতার যতোখানি দাপট , একজন খুনের আসামীর যতোটুকু সম্মান তার সিকিভাগ সম্মানও পায় না একটা মেধাবী ছেলে ।

কথায় কথায় মিয়ানমার আর ভারতকে মুতে ভাসায় দিবো বললেও কাজে কর্মেই প্রমাণিত আমাদের দৌড় গার্মেন্টস পর্যন্তই ।

বাংলাদেশ ভালো থাকুক.............

31/10/2019
09/10/2019

Abrar Fahad was attacked in his dormitory days after posting criticism of the government online.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Think A Step Ahead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share