Unexpressed emotion

  • Home
  • Unexpressed emotion

Unexpressed emotion It’s all about Unexpressed Emotion🖤🖤🖤

30/09/2021

Classy is when you have a lot to say but you choose to stay silent in front of fools…

👈🏻👈🏻👈🏻
30/09/2021

👈🏻👈🏻👈🏻

Yeah 🖤
30/09/2021

Yeah 🖤

17/09/2021

প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা
নির্বাসিত হতে বাধ্য হয়💔

14/09/2021

কাঁদারও একটা সীমা আছে! সেই সীমা অতিক্রম করার পর, কেউ আর কাঁদতে পারে নাহ।

14/09/2021

আমাদের খুব বেশি ক্ষতি করে ফেলা মানুষগুলোকে ক্ষমা করে দেয়ার মত বড় প্রতিশোধ আর নেই ৷ কাউকে ভুলে থাকার সবচে সহজ উপায় হচ্ছে তাকে ক্ষমা করে দেয়া ৷ কারণ কারোর প্রতি হৃদয়ে জমানো ক্রোধ মানুষটাকে আর ভুলতে দেয় না ৷

14/09/2021

কিছু বন্ধু থাকে যাকে প্রেমিকের থেকে ও বেশি ভাল্লাগে , কিছু বন্ধু থাকে যার দিকে তাকালে মনে হয় ভিতরটা ও দেখে ফেলছে লুকানো যাবে না কিছু ।কিছু বন্ধু থাকে যাকে বলতে হয়না আমি ভাল নেই । সে বন্ধু গুলো হ্যালো বলার আগে বুঝতে পারে কন্ঠস্বর ।যার কাছে হাউমাউ করে কেঁদে ফেলা যায় । যাকে বলা যায় আমার কাছে এখন টাকা নেই দোস্ত । এমন কি তুমি বিবাহিত হলে তোমার শ্বশুর বাড়ীতে ভাল আছো কিনা খোঁজ করে ।সবাই যখন তোমার উল্টো দিকে হাটে ওরা তোমার পাশে দাঁড়ায় থাকবে এমন বন্ধু শুধু ভাগ্যবানরাই পায়। তাই এদেরকেও কখন ও হারাবে না কোন ভাবেই না ।কারন ওরা তোমার মন ভাল করার মেডিসিন ❤️❤️❤️

14/09/2021

যখন একজন মা বলে " আমি ক্লান্ত" তারমানে সে শুধুই ক্লান্ত। ক্লান্ত মানে এটা না যে সে তার বাচ্চাদের উপর বিরক্ত, তাদের কোথাও ফেলে দিয়ে আসতে চায়।

যখন একজন মা কিছু সময় একা থাকতে চায়, একান্তই নিজের কিছু সময় তারমানে এটা দাঁড়ায় না সে তার বাচ্চাদের উপর ত্যাক্ত বিরক্ত। মা হয়ে সে অনুতপ্ত না।

যখন একজন মা বাচ্চাদের নুডুলস বা চিপস খেতে দেয় তারমানে এটা না যে তার বাচ্চারা প্রতিদিন প্রতিবেলা শুধুই নুডুলস বা চিপস খায়। জায়গায় জায়গায় বলে বেড়াবেন না " ও তো রান্নাই করে না!"

আজকে একজন মায়ের বাসায় গিয়ে দেখলে সবকিছু অগোছালো তারমানে এই না যে বাসা সবসময়ই এমন থাকে।

যখন দেখবেন একজন মা তার বাচ্চাদের সাথে চিল্লাচ্ছে তারমানে এই না সে ডাইনী মা। এর আগে ৩০০ বার একই কথা মিষ্টি করে বলেছে যা আপনি শুনেননি বা শুনতে চাননি।

যখন একজন মা ফ্রেন্ডদের সাথে বা স্বামীর সাথে একা ঘুরতে যেতে চায় তারমানে এই না সে আবার সিঙ্গেল হতে চায়। সে ও মানুষ!

যখন একজন মায়ের সন্তান শুকনা বা আপনার ভাষায় " অপুষ্টি" তারমানে এই না সে তার বাচ্চাদের খাওয়ায় না। ডাক্তাররের কাছে এই মায়ের বাচ্চাই ফিট কারন বাচ্চাটা একটিভ এবং সুস্থ। স্থুলতা কখনোই সুস্থতা নয় যদি হয় তাহলে আজকেই ডায়েট করা বন্ধ করে দেন।

কখনোই কারো সিচুয়েশন না জেনে তাকে জাজ করবেন না। একজন মাকে তো মোটেও না। যে মাকে আপনি জাজ করছেন, সত্যির সাথে আরো কিছু মাল মসলা মিক্স করে কানাকানি করছেন সে তার জীবনের সব স্বপ্ন, সবটুকু সময় অন্য কিছু মানুষের নামে লিখে দিয়েছে।

মা ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ পাবেন না যে নিঃস্বার্থভাবে স্যাক্রিফাইস করবে যেভাবে একজন মা প্রতিদিন, প্রতি মূহুর্ত করে যাচ্ছে।

Collected

13/09/2021

মানুষ হারিয়ে গেলে তাকে খুজে পাওয়া সম্ভব কিন্তু বদলে গেলে তাকে পাওয়া অসম্ভব 💔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Unexpressed emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share