28/06/2017
# # # নতুন র্যানসমওয়্যার আক্রমণ # # #
Petya বা Petya-সদৃশ নতুন র্যানসমওয়্যার ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগের WannaCry-য়ের প্রকোপই এখনও শেষ হতে পারেনি, অথচ অপারেটিং সিস্টেমের সে একই দূর্বলতা ব্যবহার করে নতুন আক্রমণ হয়ে গেলো। আশ্চর্যজনকভাবে WannaCry এর পর যে পরামর্শগুলো দেয়া হয়েছিলো, বিশেষ করে প্যাচগুলো অ্যাপ্লাই করে সিস্টেম আপডেট করা, অনেক বড় বড় নামকরা প্রতিষ্ঠানই সেটা করেনি।
এবার Petya আক্রান্ত হলে কি কি দুসংবাদ আছে তার কয়েকটা তুলে দিই-
১। দূর্ভাগ্যজনকভাবে Petya-য়ের ধরণ WannaCry-য়ের চেয়েও জঘন্য। এটি শুধু বেছে বেছে কিছু ফাইল এনক্রিপ্ট করে না, পুরো হার্ডডিস্কের (মাস্টার বুট রেকর্ড এবং মাস্টার বুট ফাইল) নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
২। নিজের ঘর মেরামত করে রাখবেন, কিন্তু প্রতিবেশীর ঘর মেরামতে হেল্প করবেন না, সেটা হবে না। হিসেব সোজা; একই নেটওয়ার্কের অন্য কম্পিউটার আক্রান্ত হলে, প্যাচ বা নিয়মিত আপডেট করা, নিরাপত্তার নিয়ম-কানুন মেনে চলা আপনার নিরীহ কম্পিউটারও আক্রান্ত হতে পারে।
৩। র্যানসমওয়্যার আক্রান্ত কম্পিউটারের ক্ষেত্রে সাধারণত বিটকয়েন ব্যবহার করে যে র্যানসম দেয়ার সুযোগ থাকে, সে সুযোগ এখানে নেই, সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
আতঙ্কিত হবার কিছু নেই। বাংলাদেশে এখনো আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। আপাতত নীচের কাজগুলো করতে পারেন-
ক) সমস্ত দরকারী ফাইলের ব্যাকআপ রাখুন। পেন ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এমনকি ক্লাউডে গুগল ড্রাইভ বা ড্রপবক্সেও রাখতে পারেন।
খ) অ্যান্টিভাইরাস এবং সিস্টেম আপডেইটেড রাখুন, সিকিউরিটি প্যাচগুলো অ্যাপ্লাই করে রাখুন। সেটা কি করে করতে হয় না জেনে থাকলে গুগলের সাহায্য নিতে পারেন।
গ) Petya ( হুবহু Petya নয় বলে, অনেকে NotPetya নামেও ডাকছেন) আক্রান্ত হয়েছেন বুঝতে পারলে (সাধারণত নীচের ছবিগুলোর মত এরকম কিছু স্ক্রিনে আসবে), সিস্টেম রিবুট বা রিস্টার্ট করবেন না, সরাসরি পাওয়ার অফ করে দিবেন। সেক্ষেত্রে, লাইভ সিডি বা অন্য কম্পিউটারে হার্ড ডিস্ক লাগিয়ে ড্যাটা উদ্ধার করা যাবে। আক্রমণ সুসম্পন্ন হওয়ার জন্য একবার সিস্টেম রিস্টার্ট লাগে, সেটাই করা যাবে না।
---
ফিজিক্যাল ও ডিজিটাল, দুই জীবনই সুস্থ রাখুন।