Lutfar rahman

  • Home
  • Lutfar rahman

Lutfar rahman WELCOME OUR PAGE
(1)

27/07/2023

SURAH....
See full video

20/07/2023

"""" কষ্ট মানুষকে কাঁদায় না
নীরব করে রাখে
আরো কাঁদায় তে সুখ যে আসে
আবার চলে যায়
দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় ও
কিছু স্রতি যা একজন মানুষকে
কুঁড়ে কুঁড়ে খায় সারাটি জীবন """"""
'''''মোঃলুৎফর রহমান ''''''

আপনি কি জানেন কেন কাবার উপর দিয়ে উড়তে নিষেধ এবং মক্কায় কোন বিমানবন্দর নেই।  তথ্য আপনাকে চমকে দেবেএই তথ্যই অনেক মানুষক...
18/07/2023

আপনি কি জানেন কেন কাবার উপর দিয়ে উড়তে নিষেধ এবং মক্কায় কোন বিমানবন্দর নেই।

তথ্য আপনাকে চমকে দেবে
এই তথ্যই অনেক মানুষকে ইসলামে নিয়ে এসেছে।

কাবা হল পৃথিবীর কেন্দ্র
এটি কোনো বিচ্যুতি বা বিকৃতি ছাড়াই পৃথিবীর মাঝখানে অবস্থিত এবং কারণ এটি মাধ্যাকর্ষণ কেন্দ্র, এটি স্বাভাবিকভাবেই এই স্থানে চৌম্বকীয় চার্জ আকর্ষণ করে!
এটি সূর্যোদয়কে স্বাগত জানানোর প্রথম পয়েন্ট--
এই কারণে এবং সত্য যে কাবা পৃথিবীর মাধ্যাকর্ষণ কেন্দ্র, পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষের মহাজাগতিক রশ্মির আকর্ষণ এবং সঙ্গমের কেন্দ্রস্থল, বাতাসের স্তরগুলির মধ্যে অকার্যকর অঞ্চল।

তাই কাবাঘরের উপর দিয়ে উড়ে যাওয়া সম্ভব নয় পাখি বা এমনকি বিমান দ্বারা, কারণ এটি একটি চৌম্বকীয় আকর্ষণ কেন্দ্র। এটি প্রকৃতপক্ষে বিজ্ঞান দ্বারা নিশ্চিত করা হয়েছে যে চৌম্বকীয় আকর্ষণের কারণে বিমান এবং পাখি কাবার উপর দিয়ে উড়তে পারে না। আর এ কারণে সৌদি আরবের মক্কা নগরীতে কোনো বিমানবন্দর নেই! এটি আরও ব্যাখ্যা করে যে কেন কাবার চারপাশে প্রচুর সংখ্যক পাখি থাকা সত্ত্বেও তারা কেবল কাবার চারপাশে উড়ে বেড়ায় !

সকল প্রশংসার মালিক মহান আল্লাহ্.
সকল প্রশংসার মালিক মহান আল্লাহ্!
আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

উল্লেখ্য, কাবা হল পৃথিবীর আলো, কাবা থেকে আসা আলো মহাকাশ অতিক্রম করে এবং আকাশের মধ্য দিয়ে আসমানে আল্লাহর ঘরের আলোতে (অর্থাৎ বায়তিল মামুর) যা পৃথিবীতে আল্লাহর ঘরের (অর্থাৎ পৃথিবীতে কাবা) লম্ব।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

যেমন মহান আল্লাহ্ কুরআনকে কিতাবের মধ্যে, কাবাকে মসজিদের মধ্যে, নবীকে মানুষের মধ্যে, জমজমকে পানির মধ্যে,
পৃথিবীকে গ্রহের মধ্যে বরকতময় করেছেন।

মহান আল্লাহ্ আপনাকে, আমাকে, সবাই কে একইভাবে বরকত দান করুন!
______আমীন!🤲

03/05/2023

সময়ের সঙ্গে কালের নিয়মে বয়স বাড়ে যেকোন মানুষের। আর এই কালযাপনের ছাপ পড়ে শরীরে, চুলে, ত্বকে। বার্ধক্যের ছাপ নিয়ে কম-বেশি আমরা সকলেই চিন্তিত। আসলে অতীতের সরল সৌন্দর্য ধরে রাখতে কে না চায়! যদিও তা চিরস্থায়ী করা সম্ভব নয়।

তবে একটু চেষ্টা করলে রুখে দেওয়া সম্ভব অকালবার্ধক্য। অনেক সময় জীবনযাপনের পদ্ধতি, পরিবেশ দূষণ, অনিদ্রা ইত্যাদি নানা কারণে ত্বকে কালো দাগ, বলিরেখা, শুষ্কতার মতো সমস্যা দেখা দিতে পারে।

কিন্তু এসবের ক্ষেত্রে দারুন ফল দিতে পারে নাভির যত্ন। অনেক স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করতে পারে পাশাপাশি সৌন্দর্যও ধরে রাখতে সাহায্য করতে পারে। আসলে আয়ুর্বেদ অনুযায়ী নাভি হলো শরীরের কেন্দ্রবিন্দু।

সারা শরীরের স্নায়ুতন্ত্রের সঙ্গে এর যোগ। তাই সৌন্দর্যসংক্রান্ত সমস্যার চিকিৎসাতেও নাভি ব্যবহার করা যেতে পারে। দেখে নেয়া যাক এক নজরে —

বার্ধক্য ঠেকাতে: অকালবার্ধক্য রুখে দিতে পারে গোলাপ জল। কারণ এতে রয়েছে অ্যান্টিএজিং বৈশিষ্ট্য। নাভিতে কয়েক ফোঁটা অর্গানিক গোলাপ জল দিলে অকালবার্ধক্য রোধ করা সম্ভব।

শুষ্ক ত্বকের সমস্যা: এর জন্য খাঁটি বাদাম তেল গরম করে নাভিতে লাগানো যেতে পারে প্রতিদিন। বাদাম তেলের ফ্যাটি অ্যাসিড নিস্তেজ ও শুষ্ক ত্বকের চিকিৎসা করতে পারে।

ত্বকের ঔজ্জ্বল্য: এর জন্য খাঁটি ঘিয়ের ব্যবহার করা যেতে পারে। ঘুমাতে যাওয়ার আগে খাঁটি ও অর্গানিক ঘি গরম করে নাভিতে কয়েক ফোঁটা লাগিয়ে নিতে হবে। ঘিয়ের অ্যান্টিএজিং বৈশিষ্ট্যের কারণেই ত্বকে বয়সের ছাপ পড়বে না।

ব্রণর সমস্যা: ব্রণ, ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিম তেলের অ্যান্টি-অ্যাকনে উপাদান। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নিম তেল নাভির চারদিকে মালিশ করতে হবে।

ফাটা ঠোঁটের সমস্যা: এমনিতেই ফাটা ঠোঁটের সমস্যায় নারকেল তেল লাগানো হয়। কিন্তু সেই নারকেল তেল গরম করে যদি নাভিতে ঢালা যায় তাহলে আরো নরম হতে পারে ঠোঁট।

সূত্র: নিউজ বাংলা ১৮

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Lutfar rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lutfar rahman:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share