Yuganayak News Paper

  • Home
  • Yuganayak News Paper

Yuganayak News Paper Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yuganayak News Paper, Media/News Company, .

06/03/2022

গত ৪ মার্চ শুক্রবার বীরভূম জেলার হিমাইতপুর, কৃৃৃষ্ণপুরে এলাকার মানুষের সুচিকিৎসার প্রয়োজনে "ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ"-এর ব্যবস্থাপনায় চালু হল "পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ফিজিওথেরাপী হসপিটাল এণ্ড রিসার্চ ইন্সটিটিউট"-এর | এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন বীরভূম জেলার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অনুব্রত মণ্ডল | একই সঙ্গে উপস্থিত ছিলেন "ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ"-এর চেয়ারপার্সন বিভাসচন্দ্র অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা | এই স্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ার ফলে আর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে ছুটতে হবে না বলেই মনে করেন এলাকাবাসী |

আজ ৬ মার্চ প্রখ্যাত ফুটবল খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্তর স্মরণ সভার আয়োজন করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। সেই স্মরণ সভায় ইস্টব...
06/03/2022

আজ ৬ মার্চ প্রখ্যাত ফুটবল খেলোয়াড় সুরজিৎ সেনগুপ্তর স্মরণ সভার আয়োজন করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। সেই স্মরণ সভায় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার এবং রজত গুহ। ইস্টবেঙ্গল ক্লাবে সুরজিৎ সেনগুপ্তর জার্সি নম্বর ছিল ১৫, সেই বহুল জনপ্রিয় কাপড়ের লাল হলুদ জার্সি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয় প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর পুত্র স্নিগ্ধদেব সেনগুপ্তর হাতে। জার্সি প্রদানের সময় উপস্থিত ছিলেন আরেক প্রখ্যাত খেলোয়াড় সমরেশ চৌধুরী।

03/03/2022
On 25.02.2022 at about 15.15 hrs, acting upon a credible source information Anti-FICN team of STF, Kolkata Police interc...
26/02/2022

On 25.02.2022 at about 15.15 hrs, acting upon a credible source information Anti-FICN team of STF, Kolkata Police intercepted one notorious Jharkhand based drug dealer from the Seven Tanks Lane, Kolkata under Sinthi PS along with a seizure of huge quantity of brown powder like substances appearing to be He**in weighing about 1.341 kg, from his possession which was kept hidden inside the vehicle vide no- HR 13 N 9124. The market value of the seized he**in is Rs 6.7 crores in the International Grey Market The name and particular of the accused person is mentioned below:

Pran Basak @ Prem (46 yrs)
S/o Lt Shambhu Basak
of Vill-Dakshin Begamganj, PO- Begamganj, P.S- Radhanagar, Dist- Sahebganj, Jharkhand

Therefore, the above mentioned accused person was arrested at about 19.15 hrs on 25/02/2022 and was prosecuted Vide STF PS Case no 07 Dt 25/02/2022 U/S 21(c) / 29 NDPS Act

The accused will be produced before the Court of Ld Spl Judge NDPS Court, Bichar bhawan Calcutta on 26/02/2022 during court hours.

25/02/2022

Ukraine and Russia War some video.....

Embassy of India in Ukraine issues advisory to all Indian nationals/students in Ukraine - Govt of India is working to es...
25/02/2022

Embassy of India in Ukraine issues advisory to all Indian nationals/students in Ukraine - Govt of India is working to establish evacuation routes from Romania and Hungary....

23/02/2022

অপূর্ব ব্যানার্জীর উদ্যোগে বীরভূম জেলার ধরমপুরে শ্রী শ্রী ঠাকুরের উপাসনা কেন্দ্র তৈরী হচ্ছে ।

Dr Rupali Basu, Managing Director & CEO, Woodlands Multispeciality Hospital, receives the IMA Lifetime Achievement Award...
21/02/2022

Dr Rupali Basu, Managing Director & CEO, Woodlands Multispeciality Hospital, receives the IMA Lifetime Achievement Award for her contribution to healthcare, in the 30th year of her illustrious professional career, from Janab Firhad Hakim, the Mayor of Kolkata and Cabinet Minister. Also present on the dais are Dr Abul Kasem Molla (extreme left), President, IMA Bengal, and Dr Kakoli Sen, Joint Secretary, IMA Bengal. The award was conferred on Dr Basu at BIMACON 2022, the annual conference of IMA Bengal on Saturday. Under her stewardship, Apollo Hospitals, Kolkata, became the first hospital in eastern India to get the coveted JCI Gold Seal, a feat unmatched by any other hospital in the region till date. Her pioneering leadership in managing hospitals has led to the transformation of Apollo, AMRI, Wockhardt (Now Fortis) and now Woodlands, among others.

প্রয়াত রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে l  আজ সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁর মৃত্যু হয় | উত...
20/02/2022

প্রয়াত রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে l আজ সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁর মৃত্যু হয় | উত্তর কলকাতা থেকে তিনি ন'বার বিধানসভায় নির্বাচিত হন | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর | তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | আজ বিকেলে সাধন পান্ডের দেহ কলকাতায় আনা হবে | আগামীকাল নিমতলা মহাশশ্মানে হবে তাঁর শেষকৃত্য |

!!! ঐতিহাসিক ১৯ ফেব্রুয়ারি দিনটির স্মরণে বজবজ থেকে ছাড়ল স্বামীজী স্পেশাল ট্রেন !!!১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি স্বামী বিবেক...
19/02/2022

!!! ঐতিহাসিক ১৯ ফেব্রুয়ারি দিনটির স্মরণে বজবজ থেকে ছাড়ল স্বামীজী স্পেশাল ট্রেন !!!

১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে এই বাংলায় প্রথম পা রাখেন বজবজের মাটিতে । ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার চিকাগো মহা ধর্ম সম্মেলনে বক্তব্য রেখে পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি । মোম্বাসা জাহাজে স্বামীজীর সঙ্গে ছিলেন প্রায় ২০ জন দেশি-বিদেশী সন্ন্যাসী ও সন্ন্যাসীনি । জাহাজ এসে খিদিরপুর ডকে নোঙর কথা থাকলেও ১৮৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বজবজ জেটিতে অকস্মাৎ কারণে জাহাজটি দাঁড়িয়ে পড়ে । সারারাত জাহাজে কাটিয়ে ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামীজী ও তাঁর সঙ্গীসাথীরা আসেন তৎকালীন বজবজ স্টেশনে । বর্তমান যা ইয়ার্ড মাস্টারের অফিস নামে পরিচিত । সেখানে এসে একটি চেয়ারে বিশ্রাম নেন স্বামীজি । খানিকক্ষণ অপেক্ষা করে টিকিট কেটে শিয়ালদহ'র উদ্দেশ্যে রওনা হন । শিয়ালদহ
স্টেশনে নামার পর স্বামীজীকে প্রায় ২০ হাজার মানুষ শোভাযাত্রা সহ আলমবাজার মঠে নিয়ে যান ।
সেই দিনটির স্মরণে স্বামীজীর পদধূলিপূণ্য পূণ্যভূমি বজবজ থেকে পূর্বরেলের সহযোগীতায় একটি স্বামীজী স্পেশাল ট্রেন শিয়ালদহ যায় । স্বামীজির মূর্তি সহ ট্রেনটিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় বিভিন্ন স্টেশনে । বজবজে এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করে বজবজ পুরসভা ও বজবজ স্বামী বিবেকানন্দ স্মারক কমিটি । স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বজবজ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই অনুষ্ঠানটির প্রথম উদ্যোগ নেন আজ থেকে । যদি শারীরিক অসুস্থতার কারণে শ্রদ্ধেয় গণেশ ঘোষ এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেনি এই প্রথমবার। বজবজে ট্রেনটির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমবাজার মঠের স্বামী কাশিকানন্দ সহ অন্যান্য মহারাজরা । উপস্থিত ছিলেন বজবজ পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান গৌতম দাশগুপ্ত, পুর প্রতিনিধি কৌশিক রায়, অভিষেক সাউ, বজবজ পুরসভার কার্যকরী আধিকারিক লুসি তরফদার, ডাঃ শেখর রায় প্রমুখ |

জীবন যুদ্ধে হেরে গেলেন সাতের দশকের শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল একাত্তর বছর। রেখে গেলেন...
17/02/2022

জীবন যুদ্ধে হেরে গেলেন সাতের দশকের শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল একাত্তর বছর। রেখে গেলেন স্ত্রী ও একমাত্র ছেলে স্নিগ্ধদেব কে। সাতের দশকের শুরুতে তাঁর কলকাতা ময়দানে আবির্ভাব। উনিশশো চুয়াত্তরের মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলেছেন। চুয়াত্তর থেকে উন আশি সাল পর্যন্ত সুরজিৎ ছিলেন ইস্টবেঙ্গল দলের অপরিহার্য ফুটবলার। তাঁর পায়ের জাদুতে মোহিত ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। শুধু ইস্টবেঙ্গল সমর্থকরা নন, আপমর ক্রীড়াপ্রেমী সুরজিৎ সেনগুপ্তর পায়ের জাদুতে মোহিত হয়ে পড়েছেন সাতের দশকে। আটাত্তর সালে তাঁর অধিনায়কত্বে ইস্টবেঙ্গল যুগ্মভাবে ফেডারেশন কাপ জয় করেছে। এছাড়া সেবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল ডুরান্ড কাপ এবং বরদলুই ট্রফি তে। উনিশশো পঁচাত্তরের আই এফ এ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল পরিস্কার পাঁচ শূণ্য গোলে হারিয়েছিল মোহনবাগান কে। পাঁচ গোলের ম্যাচে সুরজিৎ করেছিলেন একটি গোল। বরদলুই ট্রফিতে বিদেশি দল পোর্ট অথরিটির বিরুদ্ধে সুরজিৎ সেনগুপ্তর খেলা আজ ও সবার মুখে মুখে। বিদেশি দলের বিপক্ষে সুরজিৎ ইস্টবেঙ্গল কে চ্যাম্পিয়ন করতে নিজে গোল করার পাশাপাশি সতীর্থ ফুটবলারদের দিয়ে গোল করিয়েছিলেন। শুধু লাল হলুদ জার্সি গায়ে নয়, সন্তোষ ট্রফিতে বাংলা কে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করতে তাঁর বড় ভূমিকা ছিল। এমনকি ভারতীয় দলের জার্সি গায়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব রয়েছে তাঁর। শুধু ফুটবলার হিসেবে নন, একজন তবলা বাদক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের সঙ্গে বেশ কয়েকবার তবলা সঙ্গত করেছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও পদ্মশ্রী কিংবা অর্জুন পুরস্কার পাননি শিল্পী ফুটবলার সুরজিৎ। সে ভাবে স্বীকৃতি না পেলেও বাংলা তথা ভারতীয় ফুটবলে তাঁর অবদান কখনও ভোলার নয়। শিল্পী ফুটবলার হিসেবে সে ভাবে স্বীকৃতি না পেলেও ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে ২০১৮ সালে জীবন কৃতি সম্মানে সম্মানিত করেছিল। তাঁর মৃত্যু তে বাংলা তথা ভারতীয় ফুটবলে এক যুগের অবসান হল।

সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে শোকস্তব্ধ ইস্টবেঙ্গল তাঁবু। ইস্টবেঙ্গল ক্লাবে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা এদিন অর্ধনমিত রাখা হয়।

সুরজিৎ সেনগুপ্তর মৃত্যর খবর আসার পরেই অনুশীলন রত ইস্টবেঙ্গল ক্লাবের হকি খেলোয়াড়রা নীরবতা পালন করেন। সাথে সাথে ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থী এবং কোচেরা ও কিংবদন্তির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং নীরবতা পালন করেন।

17/02/2022

বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস। টেক সাপোর্টের নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা। সল্টলেকের ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ১৬। গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ৫ এর বিপি ব্লকে একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র চালাচ্ছিল এই চক্র। বিদেশি নাগরিকদের মাইক্রোসফটের টেক সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে ডিজিট্যাল টাকা বা ভার্চুয়াল মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করতো এরা। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয় এই চক্র। সেখান থেকে রাজীব ঝা, অভিষেক ভারতী সহ ১৬জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই অফিস থেকে ৩৬টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক, ১৬টি মোবাইল ফোন, ৪টি রাউটার, ২টি সুইচ পোর্ট, ৩৩টি ডেবিট কার্ড, ২টি প্যান কার্ড, ৫টি রাবার স্ট্যাম্প, ১টি সোয়াইপ মেশিন, ৮টি চেক বই, ৩টি রেজিষ্টার, ১টি আই ম্যাক, ১২ পেজের কাস্টমার ডেটা লিস্ট ও নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই সংস্থার চারজন কর্ণধার দিবাকর ধারা, অরূপ তালুকদার, সম্রাট ঘোষ এবং সুরস্রী করের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

গ্রেফতার....
১) রাজীব ঝা (২৮)
২) অভিষেক ভারতী (২৩)
৩) নীলাদ্রি ব্যানার্জী (২৩)
৪) শেখ আজারুদ্দিন (৩০)
৫) বিকাশ শাহ (২৮)
৬) সুমন ঘোষ (৩০)
৭) অনিরুদ্ধ দাস (৩২)
৮) ওয়াসিম আলী (২৫)
৯) কৌশিক ঘোষাল (৩১)
১০) দীপায়ন চক্রবর্তী (৩১)
১১) আর্কজ্যতি দাস (৩১)
১২) সুমন চ্যাটার্জী (২৬)
১৩) সন্দীপন পাল (৩১)
১৪) দীপক গম্ভীর (২৮)
১৫) অনিন্দ্য রায় (৩১)
১৬) দিব্যেন্দু মল্লিক (৩৪)

!!! সি.এ.বি. ওমেন T20  ক্রিকেট প্রতিযোগিতা !!!ইস্টবেঙ্গল ক্লাব বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব l বি.সি.এ. গ্রাউন্ড, কল্যাণ...
15/02/2022

!!! সি.এ.বি. ওমেন T20 ক্রিকেট প্রতিযোগিতা !!!

ইস্টবেঙ্গল ক্লাব বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব l বি.সি.এ. গ্রাউন্ড, কল্যাণী l
প্রথমে ব্যাট করে মহামেডান স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ১১৬/৫
জবাবে ইস্টবেঙ্গল ক্লাব করে ১৮.৪ ওভারে ১১৭/৩

ইস্টবেঙ্গল ক্লাব ৭ উইকেটে বিজয়ী হয় |

চলে গেলেন লতা মঙ্গেশকর...🙏
06/02/2022

চলে গেলেন লতা মঙ্গেশকর...🙏

01/02/2022

“ন্যাশানাল ব্যুরো অফ স্যোশাল ইনভেস্টিগেশন এণ্ড স্যোশাল জাস্টিস” (একটি মানবাধিকার সংগঠন)-এর উদ্যোগে আজ ২৯ শে জানুয়ারী, ২০...
29/01/2022

“ন্যাশানাল ব্যুরো অফ স্যোশাল ইনভেস্টিগেশন এণ্ড স্যোশাল জাস্টিস” (একটি মানবাধিকার সংগঠন)-এর উদ্যোগে আজ ২৯ শে জানুয়ারী, ২০২২, শনিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কুঞ্জছায়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় চেয়ারপার্সন বিভাস চন্দ্র অধিকারী, পশ্চিমবঙ্গের চেয়ারপার্সন গোপাল সাউ , মুর্শিদাবাদ জেলার চেয়ারপার্সন মুস্তাক রশিদ (মোহনলাল) সহ সমাজের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

26/01/2022

দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্রথম কুচকাত্তয়াজ ।

নেতাজির মূর্তি বসাতে বাধা। এই ঘটনায় চাঞ্চল্য হুগলিতে।
21/01/2022

নেতাজির মূর্তি বসাতে বাধা। এই ঘটনায় চাঞ্চল্য হুগলিতে।

আগামী ৮ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির হয়ে প্রচারের পর অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলনও করবেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্...
21/01/2022

আগামী ৮ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির হয়ে প্রচারের পর অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলনও করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Yuganayak News Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share