Life of wafia and yusha

  • Home
  • Life of wafia and yusha

Life of wafia and yusha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life of wafia and yusha, Video Creator, .

29/02/2024

Amazing Hand Fishing Video 2024 | Village Smart Boy Catching Big Fish With Hand In Mud Water Fish Fry Recipe l

29/02/2024

Amazing Hand Fishing Video 2024 | Village Smart Boy Catching Big Fish With Hand In Mud Water

23/02/2024

Butterfly park Chittagong, Bangladesh. Really Amazing Place in Port City .

12/02/2024
06/02/2024
03/02/2024
03/02/2024

চট্টগ্রামে বাসার পাশেই লালদীঘি উদ্যান। সাথে আছে মজার মজার খাবার।সঠিক সময়ে সঠিক সিদ্ধানত নেওয়া উচিত ।

01/02/2024

Annual sports Competition. part-2
AG church School, Chittagong.

31/01/2024

Annual Sports Competition 2024
AG church School, Chittagong. Part -1

** সবার  জানা খুবই দরকার -  সফর অবস্থায় নামায এবং গাড়ির মধ্যে তা পড়ার পদ্ধতিঃপ্রশ্ন: ক. গাড়িতে বসে কিভাবে সালাত আদায় করত...
01/01/2024

** সবার জানা খুবই দরকার -

সফর অবস্থায় নামায এবং গাড়ির মধ্যে তা পড়ার পদ্ধতিঃ

প্রশ্ন: ক. গাড়িতে বসে কিভাবে সালাত আদায় করতে হয়?
খ. সফর অবস্থায় নামাযের পদ্ধতি কি?
গ. যদি ওযু না থাকে এবং গাড়ি থেকে নেমে ওযু করা সম্ভব না হয় বা তায়াম্মুম করারও সুযোগ না পাওয়া যায় তাহলে কিভাবে সালাত আদায় করব?
ঘ. কিবালার দিকে ফিরে সালাত আদায় করা সম্ভব না হলে কিভাবে সালাত আদায় করব?

উত্তর:

🔹ক. গাড়িতে বসে সালাত আদায়ের পদ্ধতি:

যদি সালাতের সময় শেষ হওয়ার পূর্বে গাড়ি থেকে নামার সুযোগ পাওয়া যায় তাহলে গাড়ি থেকে নেমেই সালাত আদায় করতে হবে। কিন্তু যদি গাড়ি থেকে নেমে সালাত আদায়ের সুযোগ না থাকে এবং এ অবস্থায় সালাতের সময় অতিবাহিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে গাড়ির মাধ্যেই সালাত আদায় করতে হবে।

এর পদ্ধতি হল, গাড়ির সিটে বসে কিবলার দিকে মুখ করে সালাত শুরু করার পর ইশারায় রুকু-সেজদা করতে হবে। রুকুর জন্য মাথাটা সামনের দিকে সামান্য ঝুঁকাতে হবে আর সেজদা জন্য তার চেয়ে একটু বেশি ঝুাকাতে হবে। কিবলার দিকে মুখ করে শুরু করার পর গাড়ি অন্য দিকে ঘুরলেও সমস্যা নেই। এতে সালাতের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, উক্ত পদ্ধতিতে কেউ ইচ্ছে করলে, গাড়িতে বসে যতখুশি নফল সালাত আদায় করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে চলতি পথে বাহনে বসে নফল সালাত আদায় করতেন কিন্তু ফরজ সালাতগুলো বাহন থেকে নেমে মাটিতে নেমে আদায় করতেন। তাই যথাসম্ভব ফরয নামাযগুলো গাড়ি থেকে নেমে পড়ার চেষ্টা করতে হবে। কিন্তু কোন কারণে নামা সম্ভব না হলে গাড়িতে আদায় করা যাবে ইনশাআল্লাহ।

🔹 খ. সফর অবস্থায় দু ওয়াক্তের নামায একত্রিত করে পড়া জায়েজ আছে:

দূরে সফর কালীন সময় যোহর, আসর, মাগরিব ও ইশার সালাতকে যেমন যথাসময়ে আদায় করা জায়েজ অনুরূপভাবে যোহর+আসর এবং মাগরিব+ইশাকে একত্রিত করে অগ্রিম বা পিছিয়ে আদায় করা জায়েজ রয়েছে। অর্থাৎ যোহরের সময় প্রথমে যোহরের দু রাকআত ফরয কসর করা তারপর আসরের দু রাকআত কসর সালাত অগ্রিম পড়া।
অথবা যোহরের সময় যোহরের সালাত না পড়ে -তা পিছিয়ে আসরের সময় প্রথমে যোহরের দু রাকআত কসর পড়া তারপর আসরের দু রাকআত সালাত কসর পড়া।
অনুরূপভাবে মাগরিবের সময় প্রথমে মাগরিবের ৩ রাকআত আদায় করা তারপর ইশার দু রাকআত সালাত অগ্রিম পড়া
অথবা মাগরিবকে পিছিয়ে ইশার সময় প্রথমে মাগরিবের ৩ রাকআত আদায় করা অত:পর ইশার দু রাকআত ফরয সালাত কসর পড়া।
কিন্তু ফজর সালাতকে যোহরের সাথে অথবা আসরকে মাগরিবের সাথে অথবা ইশাকে ফজরের সাথে একত্রিত করা বৈধ নয়।

🔹গ. সফর অবস্থায় চার রাকআত বিশিষ্ট ফরয সালাতগুলো কসর তথা দু রাকআত করে পড়া এবং সুন্নত সালাতগুলো না পড়াই সুন্নত:

সফরের ক্ষেত্রে চার রাকআত বিশিষ্ট ফরয সালাত (যেমন যোহর, আসর ও ইশার সালাত) দু রাকআত দু রাকআত করে কসর করা আর অন্যগুলোতে কসর না করা অর্থাৎ মাগরিব ও ফজর সালাতে যেভাবে আছে সেভাবেই আদায় করা সুন্নত।

সফরে বিতির ও ফজরের দু রাকআত সুন্নত ছাড়া অন্য ওয়াক্তের সুন্নত নামায না পড়াই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত। তবে সুযোগ থাকলে অতিরিক্ত নফল সালাত যত ইচ্ছা পড়া জায়েয রয়েছে।

❖ প্রশ্ন: যদি গাড়ি থেকে নেমে ওযু করার মত সুযোগ না থাকে অথবা তায়াম্মুমের জন্য মাটি পাওয়া না যায় অপরদিকে ওয়াক্ত শেষ পর্যায়ে তাহলে কিভাবে সালাত আদায় করতে হবে?

উত্তর: যদি ওযু বা তায়াম্মুম করা কোনটাই সম্ভব না হয় তাহলে ওযু/তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। তারপরও নামায পরিত্যাগ করার কোন সুযোগ নাই।
আল্লাহ তাআলা বলেন:
“আল্লাহ কারো উপর তার সাধ্যাতীত কোন কাজের দায়িত্ব চাপিয়ে দেন না।” (সূরা বাকারা: ২৮৬)
তিনি আরও বলেন:
“অতএব, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে থাকে।” (সূরা তাগাবুন: ১৬)

❖ প্রশ্ন: যদি গাড়িতে কিবলার দিকে ফেরা সম্ভব না হয় তাহলে কিভাবে সালাত আদায় করতে হবে?

উত্তর:
সর্বাত্তক চেষ্টা করতে হবে কিবলার দিকে মুখ করে সালাত শুরু করার। তারপর গাড়ি যদি অন্য দিকে ঘুরে তাহলেও তাতে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করার পরও যদি ফরয সালাতে কিবালার দিকে মুখ ফেরানো সম্ভব না হয় তাহলেও যে দিকে সম্ভব সে দিকে ফিরে সালাত আদায় করলে তা শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
এ ক্ষেত্রেও ওযু ও তায়াম্মুম করার সম্ভব না হলে ওযু/তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করার দলীলগুলো প্রযোজ্য।
আল্লাহু আলাম।
আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

( উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানী), লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় )
(কপি পোস্ট)

30/12/2023

মিউজিক হচ্ছে শয়তানের সুর ।
আর আমারা এই মিউজিক কে ভালোবেসে নানান ধরনের স্টোরি, পোস্ট,সাউন্ড বাক্সে নিজেরাও বাজায় অন্য কেউ তা ভলিউম এ দিয়ে শোনায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, মাফ করুন৷
কানের মধ্যে একফোটা ঠান্ডা পানি গেলেই কতো নাহ কষ্ট হয়৷ আর তাদের কানের মধ্যে গরম সীসা ডেলে দেওয়া হবে, তা হবে কতই নাহ কষ্টদায়ক.. 💔
এবং এসব মিউজিক শুনতে শুনতে মানুষের মনের এতোই পরিবর্তন হয় যে একসময় কোরআন তেলওয়াত শুনলে তার বিরক্ত লাগে। (নাউজুবিল্লাহ)।
প্রিয় বোন একবার ভাবুন,
আপনার দেওয়া এসব মিউজিক লাগানো স্টোরিও আবার Your stories হিসাবে তুলে ধরা হবে।
কি জবাব দিবেন সেদিন? ভেবেছেন কখোনো?
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।🤲
©️

ঘটনা ১।ফলের দোকানে ফল কিনতে গেলে ফলওয়ালা নিজের হাতে ফল প্যাকেটে দিয়ে দেয়। বাসায় নিয়ে এসে দেখি কিছু নষ্ট ফল কীভাবে জানি প...
29/12/2023

ঘটনা ১।

ফলের দোকানে ফল কিনতে গেলে ফলওয়ালা নিজের হাতে ফল প্যাকেটে দিয়ে দেয়। বাসায় নিয়ে এসে দেখি কিছু নষ্ট ফল কীভাবে জানি প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে। সেজন্য চেষ্টা করি এখন নিজ হাতে ফল বেছে নিতে। একদিন টেলিভিশনে খবরে দেখলাম যেসব প্যাকেটে ফল দেওয়া

হয়, সেই প্যাকেটের তলায় ওজন বাড়ানোর জন্য মোটা কাগজ ব্যবহার করা হয়। শুধু তাই না মিষ্টির দোকানের মিষ্টির বাক্সের ওজন এত বেশি যে, এক কেজি মিষ্টি কিনতে গেলে মানুষ পুরোপুরি এক কেজি মিষ্টি পায় না।

ঘটনা ২।

আমার পরিচিত এক অনলাইন খাবারের ব্যবসায়ী এক কেজি গরুর গোশত ক্রেতাকে রান্না করে পাঠান। ক্রেতা সেই রান্না করা গরুর গোশত মেপে দেখেন যে, ওজন এক কেজির কম। তখন ভুল বোঝাবুঝি হয় ক্রেতা-বিক্রেতার মাঝে। অথচ দুজনই নিজেদের দিক থেকে ঠিক ছিলেন। কারণ রান্নার আগের এক কেজি কাঁচা গোশত রান্নার পরে কমে যায়। ক্রেতা ও বিক্রেতা আগে এ ব্যাপারে বলে নিলে ভুল বুঝাবুঝি হতো না।

ঘটনা ৩।

আমি বেশ কিছুদিন বিভিন্ন ব্র্যান্ডের কাপড় বিক্রি করতাম। অনলাইনে বিক্রির সময় আমি ব্র্যান্ডের কামিজগুলোর ছবি দিয়ে দিতাম। কাপড়ের সাথে মাঝে মাঝে মডেলের ছবিসহ পুরো প্যাকেটের ছবি দিয়ে দিতাম। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে ম্যাসেজ দিয়ে জানালেন মডেলের বেপর্দা ছবিগুলো না দিতে। আমি উনার কথা শুনে বেপর্দা ছবি আর কখনো দিইনি।

ঘটনা ৪।

আমার এক আত্মীয় অনলাইনে এক নামকরা বার্গার বিক্রির দোকানের বিজ্ঞপ্তি দেখে বাসায় বার্গার অর্ডার দিয়েছে। বাসায় বার্গার আসার পর দেখা গেল, বিজ্ঞপ্তি হিসাবে ছবিতে যে বার্গার দেওয়ার কথা বলা হয়েছে, সেই বার্গারের সাথে বাসায় পাঠানোর বার্গারের কোনো মিল নেই। পরবর্তীতে সেই নামকরা দোকানে এই ব্যাপারে অভিযোগ করা হয়। তারা এই ব্যাপারটা মানতে নারাজ। এবং এরই প্রেক্ষিতে যখন ভোক্তা অধিকার দফতরে অভিযোগ করার কথা বলা হয়, তখন সেই বার্গার বিক্রির দোকান থেকে আরেকটি বার্গার পাঠিয়ে দেওয়া হয়।

এরকম আরো ঘটনা আছে। আমাদের সমাজের চারপাশের অবস্থা বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ দিলাম।

আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম। শুধু সুদ খাওয়া, মদ খাওয়া, শূকর খাওয়া হারাম না। জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল-হারাম মেনে চলতে হবে। হালাল কাজ করতে গিয়ে মানুষ হারাম পন্থা অবলম্বন করে ফেলে, ফলে হালালটা তখন আর হালাল থাকে না, হারাম হয়ে যায়।

দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় হালাল জিনিস বিক্রি করা বৈধ। কিন্তু বিক্রির পন্থাটা কি হালাল? পন্থা যদি হালাল না হয়, তাহলে সেই পন্থায় অর্জিত সম্পদ কি হালাল হবে?

একটা গায়ে দেওয়ার সাবান বিক্রি হবে। পণ্যের উপাদান থেকে উৎপাদন সব কিছুই হালাল। কিন্তু সেই পণ্য বিক্রি করার সময় অর্ধউলঙ্গ এক নারীর গায়ে সেই সাবানের ফেনা দিয়ে গোসল করানো হচ্ছে, এমন

বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে। বিক্রি করার পন্থাটা একদমই হালাল না।

ওজন দিয়ে কিছু হালাল বস্তু বিক্রি করা হচ্ছে। অথচ সেই ওজনে হেরফের করা হচ্ছে। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীরাও ওজন মাপার যন্ত্রে কারচুপি করে। শুয়াইব আলাইহিসসালামের সময় মাদইয়ানবাসীকে আল্লাহ্ ওজনে কম দেওয়ার জন্য, মজুতদারি করার জন্য, লুটপাট করার জন্য ধ্বংস করে দিয়েছিলেন।

বিক্রির সময় বলা হচ্ছে বিদেশি জিনিস, অথচ দেওয়া হচ্ছে দেশি জিনিস। বলা হচ্ছে পাকিস্তানি কাপড়, দেওয়া হচ্ছে ভারতীয় কাপড়। বিক্রির সময় বলা হচ্ছে আমার কোনো লাভ হবে না, অথচ ঠিকই লাভ করছে। মিথ্যা কথার জন্য হালাল উপার্জন তখন ভেজালে পরিণত হয়। জিনিসের দোষত্রুটি লুকিয়ে বিক্রির জন্য আয় হারাম হয়।

ইদানীং ইউটিউব বা ফেইসবুকে কোনো একটা ইসলামিক লেকচার বা কুরআন তেলাওয়াত শুনতে যাবেন, দেখবেন ভিডিওর মাঝখানে বিজ্ঞপ্তি চলে আসে। কিছু কিছু বিজ্ঞপ্তি খুবই আপত্তিজনক। মাঝে মাঝে এমন অবস্থা হয় যে, সেই বিজ্ঞাপন শেষ না হওয়া পর্যন্ত আপনার ভিডিওর বাকি অংশ শুরু হবে না। স্কিপ করার বা বাদ দেওয়ার কোনো অপশন থাকে না। অর্থাৎ আপনাকে দেখতে বাধ্য করা হচ্ছে। কয়জন মানুষ নিজেকে তখন নিয়ন্ত্রণ করতে পারে?

অথবা দেখা যাচ্ছে যে, আপনার ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করছেন। আপনি সবসময় আপনার চ্যানেলে ইসলামিক

বা শিক্ষণীয় কোনো ভিডিও আপলোড করে থাকেন। যেহেতু আপনি বিজ্ঞাপন থেকে ইনকাম করেন, আপনার চ্যানেলে আপত্তিকর বিজ্ঞাপন চলে আসলো। তার মানে সেই আপত্তিকর বিজ্ঞাপন থেকেও কিন্তু আপনি ইনকাম করে ফেলছেন। ইনকাম তখন হয়ে যাচ্ছে হারাম।

আর এখন অনলাইনে কেনাবেচার যুগে আমরা কতটুকু ইসলামি শরিয়া মেনে চলার চেষ্টা করি? আপনি হিজাব বিক্রি করছেন, এটা অবশ্যই হালাল। কিন্তু সেই হিজাব লাখ লাখ মানুষের সামনে পরিধান করে দেখাচ্ছেন। সেটা কি হালাল? আপনি অনলাইনে ভিডিও আর ছবি দেখে অর্ডার দিলেন হিমসাগর আম, পেলেন ল্যাংড়া আম। সেটা কি বিক্রেতার জন্য হালাল হবে? ভিডিও দেখে গাছে আমের ফুল আসার আগেই আম গাছ কিনে নিলেন। সেই গাছের আম বিক্রি করে কি আপনার হালাল টাকা উপার্জন হবে? হবে না। বিক্রি করার সময় বলছেন, নিজস্ব কারখানার মাল, অথচ নিয়ে এসেছেন চকবাজার পাইকারি দোকান থেকে। এমন অনেক অনেক উদাহরণ দেওয়া যায়।

এখনকার পৃথিবীতে নিজের ঈমান নিয়ে চলা খুব কঠিন। হালাল-হারামের ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে, তাহলে চোখের পলকে আপনি হালাল থেকে হারামে ঢুকে যেতে পারেন। আর শয়তান তো মানুষের সামনে নেক সুরতে খারাপ জিনিসটা উপস্থাপন করে থাকে।

একটা কথা সব সময় মনে রাখা দরকার, সেটা হচ্ছে, হালাল পন্থা মেনে চলা যেমন ইবাদত, হারাম থেকে বেঁচে থাকাটাও ইবাদত। আমরা ছোটোখাটো ব্যাপারগুলোকে খুব তুচ্ছ করে দেখি। আমাদের মনে রাখা দরকার, আমরা যেটাকে তুচ্ছ ভাবছি, সেটা আল্লাহ্‌র কাছে মূল্যবান হতে

পারে।

আমরা এখন এমন ফিতনার মাঝে বসবাস করি, বুঝতেই পারি না যে কোনটা ঠিক, কোনটা বেঠিক। মনে হয়, ভালো কাজটাই তো করছি। কিন্তু ভালোর মাঝেই যে খারাপটা মিশে যাচ্ছে বুঝতে পারছি না। তাই চোখকান খোলা রেখে, প্রতিটা কাজ করার আগে আমাদের ভাবা উচিত, যেই কাজটা করছি, সেটাতে কি আল্লাহ্‌ সন্তুষ্ট হবেন? যদি না হন, তাহলে সেই পথ যত লোভনীয় থাকুক, সেখান থেকে ফিরে আসি। ব্যবসায় বরকত চান? তাহলে বিক্রির সময় সত্য বলে বিক্রি করুন। বরকত আসবে। না হলে বরকত মুছে ফেলা হবে। বুখারীর ২০৭৯ নাম্বার হাদিসে এই ব্যাপারে উল্লেখ করা আছে।

ইদানীং আমার রাসুলুল্লাহ ﷺ-এর দুটো কথা খুব মনে হয়। তিনি একবার বলেছিলেন যে, এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।
[সহীহ বুখারী ২০৫৯]

আরেকবার বলেছিলেন, অন্ধকার রাতের মত ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে বসবে। [সহীহ মুসলিম ২১৪]

আল্লাহ্ আমাদেরকে সকল ফিতনা থেকে বাঁচিয়ে, আমাদেরকে দিয়ে নেক আমল করিয়ে নিয়ে, ঈমানের সাথে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন এবং দুনিয়া, কবর ও আখিরাতে চূড়ান্ত সফলতা দান করুন। আমিন।
___________________
| হালাল ভেবে হারাম কাজ |
তাহ্‌নিয়া ইসলাম খান

#রৌদ্রময়ী

28/12/2023
We will Never forget We will NEVER stop sharingᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ.
24/12/2023

We will Never forget
We will NEVER stop sharing

ᖴᖇᗴᗴ ᑭᗩᒪᗴSTIᑎᗴ.

25/10/2023
12/10/2023

অনেক ভালো লাগার একটা জায়গা ।

My Daughter draw this. She read in class 3 . Alhumdulillah.
02/09/2023

My Daughter draw this. She read in class 3 . Alhumdulillah.

আজ বৃক্ষ মেলার শেষ দিন া অনেক সুন্দর মেলা হয়েছে ,যারা গাছ ভালোবাসো অবশ্যই যাবে া বৃক্ষ মেলার ভিডিও সবার জন্য াhttps://yo...
18/08/2023

আজ বৃক্ষ মেলার শেষ দিন া অনেক সুন্দর মেলা হয়েছে ,যারা গাছ ভালোবাসো অবশ্যই যাবে া
বৃক্ষ মেলার ভিডিও সবার জন্য া
https://youtu.be/9jNtf6MydqE

07/08/2023

Rain Rain…….

11/06/2023

OceanWave l Enjoy with kids l

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Life of wafia and yusha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share