MD Hafizur Rahman

MD Hafizur Rahman আসসালামুয়ালাইকুম 🥰🥰
সবাই পেজ এ লাইক কমেন্ট করবেন ,,,,,,,,,,,,
~𝐈 𝐖𝐢𝐬𝐡~🥀..একদিন..

গতকাল এক সংবাদ সম্মেলনে বস মেসি তার এসএসসি পরীক্ষার্থী ভক্তদের উদ্দেশ্যে বলেনঃ- ❝ তোমাদের প্রথম পরীক্ষা খারাপ হলে তোমরা ...
01/05/2023

গতকাল এক সংবাদ সম্মেলনে বস মেসি তার এসএসসি পরীক্ষার্থী ভক্তদের উদ্দেশ্যে বলেনঃ-
❝ তোমাদের প্রথম পরীক্ষা খারাপ হলে তোমরা হতাশ হবে না, কারণ আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেই বিশ্বকাপ জিতেছিল৷ আর নকল করলে সাবধানে নকল করবা যেন ধরা না খাও , কারণ আমাদের অতীতের ভুলের জন্য এখনও আমরা কারো কাছে মুখ তুলে বাপ দাদাদের কথা বলতে পারিনা৷ সকল ভক্তদের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো ❞

01/05/2023

কেন্দ্রর সামনে পরিক্ষার্থীদের চাইতে
বয়ফ্রেন্ড এর সংখ্যা বেশি 🥲

- বাবার টাকা নয়-- বাবা থাকাটা জরুরী...!🖤🥀
01/05/2023

- বাবার টাকা নয়-
- বাবা থাকাটা জরুরী...!🖤🥀

01/05/2023

১০০ কোটি টাকা থাকলে ৫০ কোটি ব্যাংকে রাখতাম। ২৫ কোটি ব্যবসায় লাগাইতাম। ৫ কোটি দিয়া বাড়ি কিনতাম।

বাকি রইলো ২০ কোটি। এই ২০ কোটি টাকার ১কোটি দিতাম আব্বুর একাউন্টে, ১ কোটি দিতাম আম্মুর একাউন্টে আর ছোটবোনের নামে ১ কোটি উইল করতাম। ৩ কোটি দিয়া একটা বাড়ি কইরা দিতাম ওদের, সাথে ৩ কোটিতে দুইটা মিডরেঞ্জের গাড়ি আর একটা মিনিবাস। আর ১ কোটি টাকায় গ্রামে জমি কিনা রাখতাম।

এখনো ১০ কোটি বাকি। আমার জন্য একটু দামী গাড়ি কিনতাম, ৩ কোটিতে। ৩ কোটি দিতাম জামাই এর একাউন্টে। ১ কোটি টাকা দিয়া জামাকাপড় আর স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতাম। ২ কোটি দিয়া ওয়ার্ল্ড ট্যুর দিতাম। আর ১ কোটি টাকা দিয়া ঢাকায় কোনো ছিমছাম এলাকায় একটা ছোট্ট কফিশপ দিতাম।

হ, ভাই, এম্নেই ডে ড্রিমিং করি সারাদিন।

30/04/2023

হতাশ হবেন না.......

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৬ টা বাজে, লন্ডনে তখন রাত ১২ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন সফল হবেন,ইনশাআল্লাহ

©Copy post

—নামের প্রথম 𝐖𝐨𝐫𝐝 অনুযায়ী প্রশ্ন করো,আমি 𝐑𝐞𝐩𝐥𝐲 দিবো🤭🤭𝐀-𝐏𝐫𝐞𝐦 𝐤𝐨𝐫𝐨? 𝐁--𝐚𝐦𝐤 𝐯𝐚𝐥𝐨 𝐥𝐚𝐠𝐞.? 𝐂--𝐓𝐮𝐦𝐢 𝐚𝐦𝐚𝐫 𝐤𝐢 𝐡𝐨𝐭𝐞 𝐜𝐡𝐚𝐨.? 𝐃--𝐏𝐫𝐞...
30/04/2023

—নামের প্রথম 𝐖𝐨𝐫𝐝 অনুযায়ী প্রশ্ন করো,আমি 𝐑𝐞𝐩𝐥𝐲 দিবো🤭🤭
𝐀-𝐏𝐫𝐞𝐦 𝐤𝐨𝐫𝐨?

𝐁--𝐚𝐦𝐤 𝐯𝐚𝐥𝐨 𝐥𝐚𝐠𝐞.?

𝐂--𝐓𝐮𝐦𝐢 𝐚𝐦𝐚𝐫 𝐤𝐢 𝐡𝐨𝐭𝐞 𝐜𝐡𝐚𝐨.?

𝐃--𝐏𝐫𝐞𝐦 𝐤𝐨𝐫𝐛𝐚.?

𝐄--𝐤𝐞𝐮 𝐤𝐞 𝐯𝐚𝐥𝐨𝐛𝐚𝐬𝐨.?

𝐅--𝐩𝐫𝐞𝐦 𝐤𝐨𝐲𝐭𝐚 𝐤𝐨𝐫𝐜𝐡𝐨.?

𝐆--𝐁𝐞𝐬𝐭𝐮 𝐤𝐨𝐲𝐭𝐚.?

𝐇--𝐅𝐢𝐫𝐬𝐭 𝐛𝐟 𝐚𝐫 𝐧𝐚𝐦 𝐤𝐢.?

𝐈-- 𝐜𝐫𝐮𝐬𝐡 𝐚𝐫 𝐧𝐚𝐦 𝐤𝐢.?

𝐉--𝐥𝐚𝐬𝐭 g𝐟 𝐚𝐫 𝐧𝐚𝐦 𝐤𝐢.?

𝐊--𝐠𝐨𝐨𝐝 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐡𝐨𝐛𝐚.?

𝐋--𝐭𝐨𝐦𝐚𝐫 𝐤𝐨𝐲 𝐣𝐨𝐧 𝐯𝐚𝐢 𝐛𝐨𝐧.?

𝐌.--𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐡𝐛𝐚.?

𝐍--𝐭𝐨𝐦𝐚𝐫 𝐄𝐱 𝐤 𝐦𝐧𝐭𝐧 𝐝𝐚𝐨.?

𝐎--𝐓𝐫𝐮𝐭𝐡 𝐨𝐫 𝐝𝐚𝐫𝐞 𝐠𝐚𝐦𝐞 𝐤𝐡𝐚𝐥𝐛𝐚 𝐚𝐦𝐚𝐫 𝐬𝐚𝐭𝐡𝐚.?

𝐏--𝐚𝐦𝐚𝐤 𝐧𝐢𝐲𝐚 𝐯𝐚𝐥𝐨 𝐤𝐢𝐜𝐡𝐮 𝐛𝐨𝐥𝐨.?

𝐐--𝐚𝐤𝐭𝐚 𝐠𝐚𝐚𝐧 𝐬𝐮𝐠𝐠𝐞𝐬𝐭 𝐤𝐨𝐫𝐨.?

𝐑--𝐭𝐨𝐦𝐚𝐫 𝐫𝐞𝐚𝐥 𝐧𝐚𝐦 𝐤𝐢.?

𝐒--𝐈𝐧𝐛𝐨𝐱 𝐤𝐨𝐫𝐚 𝐣𝐚𝐛𝐞.?

𝐓-- 𝐜𝐫𝐮𝐬𝐡 𝐤 𝐦𝐧𝐭𝐧 𝐤𝐨𝐫𝐞 𝐩𝐫𝐨𝐩𝐨𝐬𝐞 𝐤𝐨𝐫𝐨.!

𝐔--𝐊𝐢𝐬𝐞 𝐚 𝐩𝐨𝐫𝐨.?

𝐕--𝐤𝐨𝐧 𝐤𝐡𝐞𝐥𝐚 𝐭𝐚 𝐛𝐚𝐬𝐢 𝐯𝐚𝐥𝐨 𝐥𝐚𝐠𝐞.?

𝐖--𝐤𝐚𝐫𝐨𝐫 𝐩𝐫𝐞𝐦 𝐚 𝐩𝐨𝐫𝐞𝐜𝐡𝐨 𝐤𝐨𝐤𝐡𝐨𝐧𝐨.?

𝐗-- 𝐟𝐫𝐧𝐝 𝐡𝐨𝐛𝐚.?

𝐘--𝐨𝐧𝐥𝐢𝐧𝐞 𝐚 𝐟𝐯𝐫𝐭 𝐩𝐚𝐫𝐬𝐨𝐧 𝐤𝐚.?

𝐙--𝐭𝐨𝐦𝐚𝐫 𝐝𝐫𝐞𝐚𝐦 𝐤𝐢.?

𝐃𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐧𝐝
𝐉𝐮𝐬𝐭 𝐟𝐨𝐫 𝐞𝐧𝐭𝐞𝐫𝐭𝐚𝐢𝐧𝐦𝐞𝐧𝐭!

12/11/2022

নবীজির জন্য জীবন দিতে পারবেন

28/09/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
যে দিন আল্লাহ্‌র (রহমতের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন।

১. ন্যায়পরায়ণ শাসক,
২. সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে,
৩. সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে,
৪. সে দু’ ব্যক্তি যারা পরস্পরকে ভালবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহ্‌র জন্য এবং পৃথকও হয় আল্লাহ্‌র জন্য,
৫. সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহবান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’,
৬. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না,
৭. সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিক্‌র করে, ফলে তার দু’ চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে।

(সহিহ বুখারী, হাদিস নং ৬৬০)

23/09/2022

প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন,
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন।
আলহামদুলিল্লাহ 🖤🌸

14/09/2022

V︵❝།།💚🌺ღ᭄

বান্দার!! চোখের!! পানি!!
নাকের!! ডগায়!! পৌঁছানোর!! আগে। আল্লাহ!! তা'আলা!! দোআ!! কবুল!! করে!! নেন।
- হযরত মুহাম্মাদ (সাঃ)❤️🥀

︵❝།།💚🌺ღ᭄

10/09/2022

রাসূল (সাঃ) বলেনঃ

যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তাঁর প্রতিটি আমলের সমান নেকি পাবে।

__(সহীহ মুসলিম-(১৮৯৩) তিরমিযী-(২৬৭১)__

09/09/2022

- খুব বেশি অসুস্থ থাকলে,সূরা ফাতিহা পড়ুন!🙂🌺

- কেননা সূরা ফাতিহা সকল রোগের ঔষধ!❤️🌺

09/09/2022

যে যেখানেই থাকি সর্ব অবস্থায় নামাজ আদায় করবেন তো

ইনশাআল্লাহ 🥰

06/09/2022

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

"রাতের আহার ত্যাগ করো না যদিও তা এক মুঠো খেজুরও হয়। কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয়!"🖤

- (তিরমিজি, হাদিস:১৮৫৬)

06/09/2022

তারাই তো প্রকৃত যোদ্ধা! যারা শয়তান কে পরাজিত করে নামাজ পড়তে যায়।🖤🌺

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when MD Hafizur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share