Jknewstv.com

Jknewstv.com ২৪ ঘন্টায় জনগণের কথা ,
দেশ - বিদেশের সব তথ্য পেতে আমাদের পেজে লাইক /ফলো করে সাথে থাকুন

নামাজ সম্পর্কে নিজে জানি ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করেদি।
24/12/2023

নামাজ সম্পর্কে নিজে জানি ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করেদি।

দৌলতপুরে ফেন্সিডিল ও ইজিবাইকসহ গ্রেফতার ১
24/12/2023

দৌলতপুরে ফেন্সিডিল ও ইজিবাইকসহ গ্রেফতার ১

দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান দৌলতপুর ...
24/12/2023

দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি-র উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকার সময় অসহায় শীতার্ত দের মাঝে ১০০ টি কম্বল বিতরন করা হয় , দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি-র সফল সভাপতি মোঃ আব্দুল আলীম সাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সদস্য মোঃ আশরাফ আলী ( দৈনিক জবাবদিহি / পদ্মা টিভি) মোঃ শাহীন আলম (দৈনিক জাতীয় অর্থনীতি / সময়ের টিভি) মোঃ জাহিদ সরকার (দৈনিক স্বর্নযুগ) মোঃ রাজিব হোসেন (দৈনিক আই বার্তা) ।

মোঃ আব্দুল আলীম সাচ্চু বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি-র পক্ষ থেকে আমরা প্রেসক্লাবের সকল সদস্য দেশ,মাটি ও মানুষের সার্থে সারাজীবন নিষ্ঠার সহিত কাজ করে আসছি, আগামীতে ও সবার সহযোগিতা পেলে,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি-র সকল সদস্য কে সঙ্গে নিয়ে বস্ত নিষ্ঠার সহিত কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

26/05/2023

দৌলতপুরে গাঁজাসহ আটক -১

দেশের  সত্তর শতাংশনাগরিক উচ্চশিক্ষা লাভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে:  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিআশিক ইসলাম :  কুষ্টিয...
16/03/2023

দেশের সত্তর শতাংশনাগরিক উচ্চশিক্ষা লাভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আশিক ইসলাম : কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা অঞ্চলের বিজ্ঞান মেলায় এসব কথা বলেন।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১:৩০ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা অঞ্চলের বিজ্ঞান মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভােকেট সরওয়ার জাহান বাদশাহ্।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহাবুবুল আলম জোয়ার্দার, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক ডা. হাসিনা খান।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভকেট হাসানুল আসকার হাসু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভকেট শরিফ উদ্দিন রিমন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন বিশ্বাস ও ধবিজ্ঞান মেলায় খুলনা অঞ্চলের অধ্যক্ষ ও বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো পদ্ধতি চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়ই। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।

এ সময় সাংবাদিকেরা র‍্যাগিং প্রসঙ্গে জিজ্ঞেস করলে দীপু মনি বলেন, র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধ করার চেষ্টা হচ্ছে। অন্যান্য সামাজিক সমস্যার মতোই একটি সমস্যা র‌্যাগিং। শুধু আইন করে বা শিক্ষকদের দিয়ে বলিয়ে হবে না। র‌্যাগিং বন্ধে এর বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনো র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারও কাম্য নয়। র‌্যাগিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।
এসময় তিনি আরও বলেন দেশকে আধুনিক ও দেশের মানুষকে উচ্চশিক্কায় শিক্ষিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় আবদান অনেক বেশি। দেশের সত্তর শতাংশ নাগরিক উচ্চ শিক্ষা লাভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে।

'বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলেন দৌলতপুর থানা পুলিশ কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে পাঁচ টি হারানো মোবাইল...
28/01/2023

হারানো মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলেন দৌলতপুর থানা পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে পাঁচ টি হারানো মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকের নিকট হস্তান্তর করলেন দৌলতপুর থানা পুলিশ।

২৮ জানুয়ারি ২০২৩ ইং রোজ শনিবার দুপুরে দৌলতপুর থানায় হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন,বিভিন্ন সময়ে মোবাইল হারানোর বিষয়ে দৌলতপুর থানায় পাঁচটি জি ডি হয়।

জি ডি হওয়ার সাথে সাথে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস,এম খায়রুল আলমের নির্দেশনায় আমার নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস দল যার সার্বিক দেখাশোনা
করেন,সঙ্গীয় অফিসার নিয়ে এ এস আই হুমায়ুন কবির।
এ এস আই হুমায়ুন কবিরের সহযোগিতায় পাঁচ মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত মোবাইল একটি রিয়েলমি,তিনটি ভিভো ও একটি আইটেল ।
জি ডি মূলে উদ্ধারকৃত মোবাইলের মালিক, মোহাম্মদ হোসেন,রিফাত আলী,রাকিব হোসেন, মোহাম্মদ ছুটন ও মিজানুর রহমান এর নিকট হস্তান্তর করা হয়।

এসময় অফিসার ইনচার্জ মজিবুর রহমান আরও বলেন,পুলিশ সকল সময় মানুষের ক

কুষ্টিয়া দৌলতপুর সম্পর্কে জানতে হলে দেখতে হবে ছবি গুলো,যেখানে আছে বিখ্যাত কিছু জায়গার নাম #আপনার এলাকা কোনটা? দেশ - বিদে...
25/01/2023

কুষ্টিয়া দৌলতপুর সম্পর্কে জানতে হলে দেখতে হবে ছবি গুলো,যেখানে আছে বিখ্যাত কিছু জায়গার নাম
#আপনার এলাকা কোনটা?

দেশ - বিদেশের সব ধরণের তথ্য পেতে আমাদের পেজে লাইক / ফলো করে সাথে থাকুন,ধন্যবাই।

Follow PageToday's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful        
25/01/2023

Follow Page

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful








যে ব‍্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।         ( সূরা ত্বালাক - ৩ )
25/01/2023

যে ব‍্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।
( সূরা ত্বালাক - ৩ )

কি একটা আচ্চাইজ্জ ব্যাপার😳দেখুন কিভাবে টাওয়ার থেকে আস্তে আস্তে জিরাফের জন্ম হয় এবং বানর থেকে জাফ্রষ্যারের জন্ম হয়।🤔সকল...
23/01/2023

কি একটা আচ্চাইজ্জ ব্যাপার😳

দেখুন কিভাবে টাওয়ার থেকে আস্তে আস্তে জিরাফের জন্ম হয় এবং বানর থেকে জাফ্রষ্যারের জন্ম হয়।🤔

সকল তথ্য পেতে লাইক / ফলো করে সাথেই থাকুন।

আলহামদুলিল্লাহভোলায় হিন্দু থেকে মুসলিম হওয়া সংক্রান্ত।নাম পরিবর্তন করে  কুট্টি দেবনাথ থেকে আব্দল্লাহ্ ও মায়া রাণী থেকে...
23/01/2023

আলহামদুলিল্লাহ
ভোলায় হিন্দু থেকে মুসলিম হওয়া সংক্রান্ত।

নাম পরিবর্তন করে কুট্টি দেবনাথ থেকে আব্দল্লাহ্ ও মায়া রাণী থেকে তাছলিমা বেগম।

আল্লার দর্গা বাজারের (কসমেটিকস দোকান) তোতা ইসলাম আর নেই কুষ্টিয়ার দৌলতপুরের সোনাই কুন্ডি নিবাসী আল্লার দর্গা বাজারের (কস...
23/01/2023

আল্লার দর্গা বাজারের (কসমেটিকস দোকান) তোতা ইসলাম আর নেই

কুষ্টিয়ার দৌলতপুরের সোনাই কুন্ডি নিবাসী আল্লার দর্গা বাজারের (কসমেটিকস দোকান) তোতা ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ তোতা ভাই কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

সবশেষ তথ্য জানতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

দৌলতপুরে  টিউবওয়েল স্থাপন করলেন চ্যারিটি পিচ এন্ড স্মাইল ফাউন্ডেশনমোঃ আশিক ইসলাম  : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ...
20/01/2023

দৌলতপুরে টিউবওয়েল স্থাপন করলেন চ্যারিটি পিচ এন্ড স্মাইল ফাউন্ডেশন

মোঃ আশিক ইসলাম : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে চ্যারিটি পিচ এন্ড স্মাইল ফাউন্ডেশনের অর্থায়নে পুরাতন আমদহ বাজার জামে মসজিদের ওযু খানার কাজ ও টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে।

পানির অপর নাম জীবন। এই কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। সুস্থ ও রোগ প্রতিরোধ করার জন্য মানুষের শরীরে প্রতিদিন পানির প্রয়োজন রয়েছে। খাবার ছাড়া জীবনধারণ করা কষ্টকর, কিন্তু পানি ছাড়া জীবন ধারণ করা অসম্ভব। মানুষসহ প্রতিটি প্রাণীর জীবনধারণের জন্য পানির প্রয়োজন অপরিহার্য।

আর এই বিশুদ্ধ খাওয়ার পানি মসজিদ, মাদরাসা, গোরস্তান ও গ্রামাঞ্চলে অবহেলিত মানুষের দ্বারপ্রান্তে ,পৌঁছে দিচ্ছে চ্যারিটি পিচ এন্ড স্মাইল ফাউন্ডেশনে নামের একটি সংগঠন।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টার সময় আমদহ বাজারের নবনির্মাণরত জামের মসজিদের টিউবওয়েলটি উদ্বোধন করেন চ্যারিটি পিচ এন্ড স্মাইল ফাউন্ডেশনে সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ টিটু।

উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আমদহ বাজার মসজিদ কমিটি ও পুরাতন আমদহ বাজার কমিটির সভাপতি পল্লী চিকিৎসক আউলাদ হোসেন সেন্টু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজ হোসেন, মাওলানা শাসাবুল হোসেন, মোঃ মেহের আলী, মোঃ ঝুমর হোসেন, মোঃ আশিক ইসলাম, মোঃ সোবিদ হোসেন, মোঃ জামাল হোসেন সুলতানসহ স্থানীয় ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।

দৌলতপুরের তারাগুনিয়ায় পাট বোঝাই ট্রাকে আগুনকুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া থানার মোড়ে তেল পাম্পের সামনে শুক্রবার দুপুর...
20/01/2023

দৌলতপুরের তারাগুনিয়ায় পাট বোঝাই ট্রাকে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া থানার মোড়ে তেল পাম্পের সামনে শুক্রবার দুপুর ১২:৩০ মিনিটে একটি পাটের ট্রাকে আগুন লেগেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রতক্ষ্যদর্শী ও ভেড়ামারা ফায়ার ষ্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাস্তার ধারে বিদ্যুতের তারে সট সার্কিটের কারণে আগুন ধরেছে।
বিস্তারিত জানতে আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন Jknewstv.com এর

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
19/01/2023

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

সংগ্রহে রাখুন,কাজে লাগবেসংগৃহীত
19/01/2023

সংগ্রহে রাখুন,কাজে লাগবে
সংগৃহীত

সুবাহানআল্লাহ্,,,,,,,!!!আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও ব...
19/01/2023

সুবাহানআল্লাহ্,,,,,,,!!!

আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি.। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে, তার সমান। আর DNA তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয়, তবে তা হবে ৯০০ খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান। যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্টা সংখ্যা হবে ৫০০। আমাদের দেহে মোট কোষের সংখ্যা হলো ৩৭.২ ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে ১১০ মিলিয়ন। লৌহিত রক্ত কণিকা (RBC) আছে ৩০ ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা ১০০ বিলিয়ন। দেহে মোট ব্লাড ভেসেল আছে ৪২ বিলিয়ন, যা ৯৭০০০ কি.মি. লম্বা।

একটু চিন্তা করুন তো! এক হাত লম্বা একটা হেডফোন অতি যত্ন করে রেখে দিলেও জট পাকিয়ে যায়। কিন্তু আপনার দেহের ৯৭০০০ কি.মি. ব্লাড ভেসেল কখনোই জট পাকিয়ে যায় নি।

"এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ঐ সম্প্রদায়ের জন্যে, যারা চিন্তাভাবনা করে।" (সূরা ইউনুস, আয়াতঃ ২৪)

#মানুষ

স্মৃতি...❤
19/01/2023

স্মৃতি...❤

আলহামদুলিল্লাহ!অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,হারিয়ে যাও মেয়েটিকে রুপসা থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল ভর্তি করেছে।ইতি...
19/01/2023

আলহামদুলিল্লাহ!
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
হারিয়ে যাও মেয়েটিকে রুপসা থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল ভর্তি করেছে।

ইতিমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে পরিবারের লোকজন গাজীপুর থেকে রওনা দিয়েছে।। পরিবার সূত্রে যতদূর জানতে পারলাম ও মানসিক রুগি ছিল না।হঠাৎ মানসিক ধাক্কা খেয়ে এমন অবস্থা হয়েছে। বর্তমানে খুলনা মেডিকেলে তার চিকিৎসা চলছে।।

সকলে দোয়া করবেন আল্লাহর রহমতে ভালোভাবে যেন তাকে পরিবারের কাছে তুলে দিতে পারি।

ধন্যবাদ জানাই তাদের কে যারা মেয়েটিকে তার পরিবারের কাছে খুজে পেতে সাহায্য করেছেন।😊
ধন্যবাদ :খুলনা ব্লাড ব্যাংক।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।🙂

আপনার একটি শেয়ার মেয়েটিকে তার পরিবার কাছে পৌঁছে দিতে পারে কিছুক্ষণ আগে এই মেয়েটিকে খুলনা শিব বাড়ী এবং সোনাডাঙ্গা এর মাঝা...
19/01/2023

আপনার একটি শেয়ার মেয়েটিকে তার পরিবার কাছে পৌঁছে দিতে পারে

কিছুক্ষণ আগে এই মেয়েটিকে খুলনা শিব বাড়ী এবং সোনাডাঙ্গা এর মাঝামাঝি সামি হাসপাতালের সামনে পাওয়া গিয়েছে। মেয়েটি কথা বলছে না। বয়স আনুমানিক ১৬-১৮ মনে হচ্ছে। সম্ভবত মানুষিক ভারসম্য হারিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে। যদি কেউ পরিচয় জানতে পারেন তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগের অনুরোধ করা হলো...

দয়া করে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...ফজর- ২ x ৩৬৫ দিন    = ৭৩০ রাকাআতযােহর- ৪ x ৩৬৫ দিন    = ১৪৬০ রাকাআতআসর- ৪x ৩৬৫ দিন     = ...
18/01/2023

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... আমিন।

এক গ'রু থেকে তি'ন বা'চ্চা সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না
18/01/2023

এক গ'রু থেকে তি'ন বা'চ্চা সুবহানাল্লাহ
আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না

আমি ঘুড়ি উরানোর বয়সে উরিয়েছি আমায়! 💔
17/01/2023

আমি ঘুড়ি উরানোর বয়সে উরিয়েছি আমায়! 💔

বাংলাদেশে তৈরি ল্যাম্বরগিনি 😮ময়মনসিংহের মাসকান্দায় একটি ওয়ার্কশপের তৈরি করা হয়েছে এটি।নির্মাতা বলেন প্রায় ১৫ লাখ টাক...
17/01/2023

বাংলাদেশে তৈরি ল্যাম্বরগিনি 😮
ময়মনসিংহের মাসকান্দায় একটি ওয়ার্কশপের তৈরি করা হয়েছে এটি।
নির্মাতা বলেন প্রায় ১৫ লাখ টাকা খরচ করে তিনি এটি বানিয়েছেন।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

17/01/2023

১৪ ফেব্রুয়ারি সম্পর্কে কি বলে ইসলাম। #মিজানুর_রহমান_ আজহারী
একবার হলেও আপনার দেখা উচিত!

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে জেলা প্রশাসক প্রদত্ত শীতবস্ত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক:-কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র উদ্যোগ...
15/01/2023

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে জেলা প্রশাসক প্রদত্ত শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) রোববার (১৫ জানুয়ারি) দুপুর ৩টায় কুষ্টিয়া প্রেসক্লাবের কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে সাংবাদিক পিনু-খোকন সম্মেলন কেন্দ্রে পত্রিকার পরিবেশকসহ গণমাধ্যম সংশ্লিষ্টদের এবং অসহায় ও দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এ সময় বিএফইউজের- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, গবেষক ও পরিবেশ ব্যক্তিত্ব গৌতম কুমার রায়, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সহ-সভাপতি কামরুন নাহার খান, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, তথ্য গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক (ডন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নির্বাহী সদস্য এ এন এম তৌফিক হাসান তপন, হাফিজুর রহমান জীবনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক-১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে!২. কখনও তর্কে ...
15/01/2023

পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক-

১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে!
২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়!
৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন!
৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে!
৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি!
৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে!
৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে!
৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে!
৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন!
১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

#কালেক্ট

বিএফএসএফ প্রতিষ্ঠাতা আবু জাফরকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডিনিউজ ডেস্ক :  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ ...
03/12/2022

বিএফএসএফ প্রতিষ্ঠাতা আবু জাফরকে
হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

নিউজ ডেস্ক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতাও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে হত্যার হুমকির ঘটনায় পল্টন থানায় জিডি করা হয়েছে। শনিবার ৩ নভেম্বর বিকেলে পল্টন থানা তিনি লিখিত অভিযোগ করলে পুলিশ অনুসন্ধানের জন্য জিডিভুক্ত (নং ১৭০) করেন।

অভিযোগে উল্লেখ করেন, গত ৩০ নভেম্বর বিকাল ৪ টা ১৮ মিনিটে মালেক মনি নামে এক ব্যক্তি তাকে ০১৯৩৯ ২৩ ৬৮৯ ৯ নাম্বার ফোন দিয়ে গালাগাল করে হত্যা করে টুকরো টুকরো করবে বলেও হুমকি দেন । ঐ নাম্বার থেকে ৪৮ সেকেন্ড তার সাথে কথোপকথন হয়। এর কিছুক্ষণ আগে মালেক মনি তার নিজের ব্যবহৃত আরেকটি নাম্বার থেকে দুই দফায় গালাগাল এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

এদিকে আহমেদ আবু জাফরকে হুমকির ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তার প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মাদক প্রতিরোধে  দৌলতপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে  পথ সভামোঃ আশিক ইসলাম : দৌলতপুর প্রতিনর: কুষ্টিয়ার দৌলতপুরে "দৌলতপুর  ...
03/12/2022

মাদক প্রতিরোধে দৌলতপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে পথ সভা

মোঃ আশিক ইসলাম : দৌলতপুর প্রতিনর: কুষ্টিয়ার দৌলতপুরে "দৌলতপুর উপজেলা প্রশাসনের' উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) বিকাল ৪টার সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়, কুষ্টিয়া এর পরিদর্শক ও উপ-পরিদর্শক এর উপস্থিততে এই পথ সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার বলেন, মাদকাসক্তি একটি ছোঁয়াচে রোগের মতো। আপনার পরিবারের উঠতি বয়সী সদস্যদের মধ্যে যে কেউ মাদকের পথে পা বাড়াতে পারে। শুরু হতে পারে সামাজিক অস্তিরতা। তাই আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সে দিকে লক্ষ রাখুন।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করতে পারে। একই সাথে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তোলা তুলতে হবে এবং প্রশাসনের পাশাপাশি প্রত্যেক পরিবার, সমাজকেও এগিয়ে আসতে হবে।

মাদকের পথে যেন কোন মানুষ পা না বাড়ায় সে উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পথ সভায় সকলে একাত্নতা ঘোষনা করেন। স্বাভাবিক জীবনে ফেরার জন্য ইতোমধ্য অনেকে সাড়া দিচ্ছেন।অন্ধকার হতে অালোর পানে এ পরির্বতন দৌলপুর তথা সকলের জন্য স্বস্তির নিঃশ্বাস।

দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক কে.এন. আশরাফ উদ্দীন এর দাফন সম্পন্ন দৌলতপুর প্রতিনিধি...
02/12/2022

দৌলতপুর আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক কে.এন. আশরাফ উদ্দীন এর দাফন সম্পন্ন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মরহুম কুতুব উদ্দীন বিশ্বাস এর প্রথম পুত্র ও আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক ও হোমিও ডাক্তার কে.এন. আশরাফ উদ্দীন মিনু বিশ্বাস, (১ ডিসেম্বর ২০২২) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন-( ইন্নাল্লিাহি.........রাজিউন)। তার জানাজার নামাজ শুক্রবার সকাল ১১ টার সময় সোনাইকুন্ডি গ্রামে তার নিজ বাসভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়ে।

জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মাতা-পিতার কবরের পাশে দাফন করা হয়েছে। জানাজার আগে তার স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব মো: রেজাউল হক চৌধূরী, আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবী হাবিবুর রহমান লস্কর, ০৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধূরী, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, আল্লারদর্গা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক ও সহকর্মী মো: নূরুজ্জামান ও বর্তমান প্রধান শিক্ষক কামরুল হাসান, মরহুমের ভাই ফেরদৌস হাসান ও জামাতা জহির রায়হান।



মরহুম কে.এন. আশরাফ উদ্দীন মিনু বিশ্বাস ১৯৮৩ সালে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০১৪ সালে জুন মাসে অবসরে চলে আসেন, তার বয়স হয়েছিল ৬৮ বছর, পাশাপাশি তিনি হোমিও ডাক্তার হিসেবে খ্যাতি লাভ করেন, তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যু কালে স্ত্রী, এক কন্যা ও অগণিত ছাত্র-ছাত্রী সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jknewstv.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share