স্বপরিবারে ঘুরে বেরিয়েছি হাতিরঝিলে । Night Vision Of Hitir Jheel
সেদিন ছিল ২২ শে ফেব্রুয়ারি । আমার একমাত্র ছেলের জন্মদিনের ঠিক পরদিন । সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম হাতিরঝিলে খালাতো বোনের বাসায় । খালাতো বোনের বাসার ঠিক পেছন দিকে হাতিরঝিল। সন্ধ্যার পর সবাইকে নিয়ে হাতিরঝিলে ঘুরাঘুরি করে তারপর আমরা বাসায় চলে আসি।
আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, ধন্যবাদ।
The Ekushey Book Fair or Amar Ekushey Grantha Mela
এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়, ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর[১] কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই ৩২টি বই ছিলো চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই।
শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্র গ্রহণ । 19 November 2021 Chandra Grahan
১৯ নভেম্বর চন্দ্রগ্রহণ সময়সূচি | 19 November 2021 Chandra Grahan | 19 November 2021 Lunar Eclipse Time
#kakatua #bangladesh
সাকরাইন ২০২২ এর পুরো ভিডিওটি দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করুন : https://youtu.be/Nm43vfG6Gy4
কেন্দ্রীয় শহীদ মিনার ইতিহাস ও ঐতিহ্য । History of Shaheed Minar
কেন্দ্রীয় শহীদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু।
Source: https://bn.wikipedia.org/wiki/কেন্দ্রীয়_শহীদ_মিনার
পুরাতন ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির । Dhakashwari National Temple of Old Dhaka
#মন্দির পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ও জাতীয় মন্দির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য প্রদান ও এটি পৈ পৈ করে ঘুরে দেখাবে।
আশা করি ভিডিও টি আপনাদের কাছে ভালো লাগবে।
লালবাগ কেল্লা ইতিহাস ও ঐতিহ্য । Lalbagh Fort Dhaka | Kakatua
লালবাগের কেল্লা (কিলা আওরঙ্গবাদ) ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ।[১] এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ্ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরি, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
#kakatua
#কাকাতুয়া
#Kakatua_Channel
#কাকাতুয়া_চ্যানেল