30/11/2021
আমাদের THE E TALKS এর আজকের স্পেশাল এপিসোড এর অতিথি FFBC (Free Fire Bangladesh Championship) এর প্রথম আসরের প্রথম রানার আপ টীম The Jawbreakers এর IGL এবং সম্পূর্ণ ট্যুরনামেন্ট এর Top Fragger এর টাইটেল বিজয়ী JB-FREAK22. তার এক্সপেরিয়েন্সটি সবার সাথে তুলে ধরা হলো।
নামঃ তানভীর শাহরিয়ার
ঠিকানাঃ চট্টগ্রাম
বয়সঃ ১৯ বছর
ডিভাইসঃ iphone 12 pro max
কয় ফিঙ্গারে খেলেনঃ 2 ফিঙ্গার
বর্তমানে কোথায় কোন বিষয়ে পড়াশুনা করছেন?
উত্তরঃ HSC year 19-20 Batch, CHITTAGONG SUNSHINE COLLEGE
ফ্রী ফায়ার খেলার শুরুটা কিভাবে?
উত্তরঃ বড় ভাইয়া থেকে দেখে খেলা শুরু করি।
শুরুতে কোন ডিভাইসে খেলতেন?
উত্তরঃ Samsung S4 mini
The Jawbreakers এর যাত্রার শুরুটা কিভাবে?
উত্তরঃ সেজম গিল্ডে ছিলাম। ৩ স্কোয়াড থেকে ৪জন ছিল। একসাথে কিছু ট্যুরনামেন্ট এ যাওয়া, লং টাইম একসাথে স্পেন্ড করা, ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং কম্বিনেশন দেখা যাওয়ায় স্কোয়াড করার ডিসিশন নেওয়া হয়।
ইস্পোর্টস খেলার ক্ষেত্রে ডিভাইস কতটা ভূমিকা পালন করে?
উত্তরঃ ডিভাইস অনেক ভালো একটা ইমপ্যাক্ট ফেলে বাট এভারেজ ডিভাইস দিয়েও ভালো খেলা পসিবল যদি স্কিল এবং ফোকাস থাকে।
পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন?
উত্তরঃ আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি।
টীমে কার সাথে সবচেয়ে বেশি কম্ফোর্ট ফীল করেন এবং কার সাথে বেশি মতের অমিল হয়?
উত্তরঃ সবার সাথে কম্ফোর্টেবল এবং মতের অমিল হয় না কারণ সবাই ১ লীডে খেলে।কেউ আমার কথা অমান্য করে না।
FFBC তে ১ পয়েন্টের জন্য টাইটেল মিস হওয়াটা কিভাবে নিয়েছিলেন?
উত্তরঃ এটা আমরা ভাগ্যকে দোষ না দিয়ে নিজেদের ব্যর্থতা হিসেবে নিয়েছি যাতে নেক্সট টাইম ১ পয়েন্টে না হেরে ১০ পয়েন্টে জিতি।
এবারের FFBC এর ২য় আসর নিয়ে কোন আলাদা প্ল্যানিং ছিল?
উত্তরঃ জ্বি।অবশ্যই নতুন ট্যুরনামেন্ট,নতুন স্ট্র্যাটেজি।
টীমে কোন নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে?
উত্তরঃ সম্ভবত।
নিজের আরো কোন কোন দিক ইম্প্রুভ করা উচিত বলে মনে করেন?
উত্তরঃ ইমপ্রুভমেন্ট এর কোন ধরাসীমা নেই। যার কারণে সব দিকে ইমপ্রুভ করার আশা রাখি।
লোকাল ট্যুরনামেন্টে কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং কোন কোন বিষয়ে আরো সচেষ্ট থাকা উচিৎ?
উত্তরঃ লোকাল ট্যুরনামেন্টে হ্যাক নিয়ে অনেক সমস্যা ফেইস করতে হয় যেমন এন্টেনা ইউজার,রিকয়েল রিডিউস হ্যাক অথবা ফাইল ইউজার। আশা করব গ্যারেনা খুব দ্রুত ব্যবস্থা নিবে।
লোকাল ট্যুরনামেন্টের স্ক্যাম বা এসকল অনিয়ম এড়াতে নতুন টীমগুলোকে কি সাজেশন দিবেন?
উত্তরঃ যে ট্যুরনামেন্টে ভালো টীমগুলো থাকবে না এবং হোস্ট অপরিচিত হবে, সেসকল ট্যুরনামেন্ট ইগ্নোর করা।
JB এর ব্যুটক্যাম্প কখন দেখতে পাব?
উত্তরঃ ইনশাআল্লাহ নেক্সট FFBC এর সময়।
বাংলাদেশ এবং বিদেশ প্রত্যেকটির একটি করে পছন্দের টীমের নাম বলুনঃ
উত্তরঃ Swag and Loud
ইস্পোর্টস এর সমৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি?
উত্তরঃ ইনফ্লুয়েন্সারদের ইস্পোর্টসমুখী হওয়া এবং গ্যারেনা এর পেইজ থেকে ইস্পোর্টস নিয়ে বাড়তি এটেনশন অথবা পোস্ট দেওয়া যাতে সবাই ইস্পোর্টস সম্পর্কে জানতে পারে।
নতুন প্লেয়ারদের উদ্দেশ্যে কোন সাজেশন রয়েছে?
উত্তরঃ যত সম্ভব টাকা ওয়েস্ট না করা। স্কিন এবং ড্রেস ম্যাটার করে না। ইস্পোর্টস প্লেয়ারদের জন্য স্কিল ডেভেলপমেন্ট এ ফোকাস করা উচিৎ।
আপনার ড্রীম টীম বানাতে হলে কাদের রাখবেন (JB এর প্লেয়ার ছাড়া)?
উত্তরঃ loud will, evos sam , navi skyrix, me 😂
JB-FREAK22 এর
ফেইসবুক পেইজ লিংকঃ FREAK 22 YT
ইউটিউব চ্যানেল লিংকঃ
https://youtube.com/channel/UC6YjmRsUNgra_WHA9rFlGCw
ইস্পোর্টস বিষয়ক আপডেট পেতে আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হয়ে নিনঃ- Free Fire Esports Bangladesh