ওয়ান মিনিট আইসক্রিম, চাঁদপুর
দার্জিলিং থেকে গ্যাংটক এসে হতাশ
শিলিগুড়ি নামার পরপরই অনেকে কনফিউজড হয়ে যান কিভাবে দার্জিলিং পৌঁছাবেন। অনেকেই আবার পড়ে যান দালালদের ট্যুর প্যাকেজের খপ্পরে। মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে কোথায় কি করলাম শেয়ার করলাম এই ট্র্যাভেল ভ্লগে।
৩৮০০ টাকায় (ঢাকা-শিলিগুড়ি) মিতালী এক্সপ্রেস এর অভিজ্ঞতা। My experience of Mitali Express
একসময় সিকিম বা দার্জিলিং যাওয়ার জন্য খুব জনপ্রিয় মাধ্যম ছিল মৈত্রী এক্সপ্রেস ট্রেন। যেটা ঢাকা থেকে সরাসরি চলে যায় ভারতের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। ২০২৩ সালে ট্রাভেল ট্যাক্স বাড়ার পর থেকে এই ট্রেনের টিকিটের দাম গিয়ে ঠেকে ৩৮০০ টাকায়। এখন প্রশ্ন আসে আসলে এত টাকায় এই ট্রেন সার্ভিস is this worth it?
নংরিয়াটের দোতলা জীবন্ত সেতু। Double Decker Living Root Bridge of Nongriat
Do like, share and subscribe
মেঘালয়ের দীর্ঘতম জীবন্ত সেতু। Single longest Root bridge of Meghalaya.
এগুলা কি দেখলাম চেরাপুঞ্জির লংসোফি গ্রামে। What we saw in Loong Shofi Cherrapunji
নকালি কাই ফলস, মাউসুমাই কেভ, সেভেন সিসটার ফলস। Nohkalikai Falls, Mawsmai Cave, Seven Sisters.
চেরাপুঞ্জির Dainthlen Falls ও Wei Sawdong Falls
Journey to Cherrapunji, Mawkdok Dympep Valley, Wah-Kaba Falls
মেঘের মধ্যে আমাদের গাড়ি হারিয়ে ফেললাম
দারাং, ছবির মতো সুন্দর একটি গ্রাম। Darrang, a picturesque village in Meghalaya.
উমগট নদির স্বচ্ছ পানির ছবির সাথে পরিচিত অনেকেই। কিন্তু যে ছবিটা সব থেকে বেশি ভাইরাল সেটাকে অনেকে সোনাংপেডেং ভেবে ভুল করে। সেই স্বচ্ছ পানির নদীর ছবিটা যেখান থেকে নেয়া হয়েছিলো আজকে আমি চলে এসেছি সেখানে, দারাং নামের ছবির মতো সুন্দর একটি গ্রামে।
The crystal clear water of river umgot is pretty popular across web. But for some strange reason the picture that is most viral has is not of the real place. It is often mistaken as a photo of shnongpdeng. Today i found the origin of this beautiful photo. Which is Darrang, a picturesque village in Meghalaya.
সোনা়ংপেডেং এর এক্টিভিটি। Things to do in Shnongpdeng
Shnongpdeng a beautiful village beside umgot river offers some breathtaking scene to it's visitor. Staying here for one night feels almost like a dream as you are surrounded by the beauty of Cristal clear water of umgot river and mountains.
জাফলং বা ডাওকি বাজার থেকে মাত্র ৭.৫ কিলো দূরে স্বপ্নের মতো সুন্দর একটি গ্রাম সোনাংপেডেং। এই গ্রামের থেকে স্বচ্ছ পানির উমগট নদির যে দৃশ্য দেখা যায় তা বর্ণনাতীত।
Where I stayed in Shnongpdeng (Meghalaya, India) সোনাংপেডেং এ রাতে থাকার ব্যবস্থা।
Shnongpdeng a beautiful village beside umgot river offers some breathtaking scene to it's visitor. Staying here for one night feels almost like a dream as you are surrounded by the beauty of Cristal clear water of umgot river and mountains. Finding the perfect spot according to your need can be challenging. Watch this video to get an idea of "Where to stay in Shnongpdeng"
জাফলং বা ডাওকি বাজার থেকে মাত্র ৭.৫ কিলো দূরে স্বপ্নের মতো সুন্দর একটি গ্রাম সোনাংপেডেং। এই গ্রামের থেকে স্বচ্ছ পানির উমগট নদির যে দৃশ্য দেখা যায় তা বর্ণনাতীত। নিজের চাহিদা মত রাতে থাকার জায়গাটা খুজে নেয়া কিন্তু একটু চ্যালেঞ্জই, তাই ভিদিওটি দেখে খুজে নিন আপনার জন্য মাননশই থাকার জায়গা।
ঢাকা থেকে যেভাবে ডাওকি (মেঘালয়, ভারত) গেলাম। বাই রোড যাওয়ার নিয়ম কানুন
বাই রোড ইন্টারন্যাশনাল ট্র্যাভেল কিভাবে করতে হয়? কি কি পূর্ব প্রস্তুতি নিতে হয় এবং তামাবিল বর্ডার ক্রস করার পরেই কি কি দেখতে পাবেন ডাউকি বাজারে জানার জন্য ভিডিওটি দেখুন।
Wah-Kaba Falls
Reporting from wah-Kaba Falls
Swimming in the transparent water of umgot
Guilty pleasure part 3
Lime drink and amul cool
Trying Indian FMCG
7 packets finished so far
Reporting from Meghalaya
At Meghalaya
They don't want to be another brick in the wall. হাতিয়ার কমলা দিঘীরপাড় দেখার সময় এই ছোট ছোট পর্যটক গুলির সাথে দেখা হয়ে গেল। পরে জানতে পারলাম তারা স্কুল পালানো দুষ্ট ছেলের দল, চিল করতে আসছে সাগর পাড়ে 😏
মাওয়া ঘাটে আড়াই মিনিটে কাটা ছারা ইলিশের লেজের ভর্তা
লালনের দোল উৎসবের সময় কুষ্টিয়া ভ্রমণ
আজ আমরা এসেছি গরাই নদির তিরে অবস্থিত কুষ্টিয়া শহরে। ঘুরে দেখবো কুষ্টিয়া শরের আসে পাসে, শহরের আদুরে রবি ঠাকুরের শিলাইদাহর কুঠিবারি। খেয়ে দেখবো কুষ্টিয়ার বিখ্যাত খাবার দাবার এবং সব শেষে নিব ফকির লালন শাহের দোল পূর্ণিমা উৎসবের অভিজ্ঞতা। আর শেয়ার করব এই ২ দিন এক রাতের ঘোড়া ঘুরি কিভাবে মাত্র ২৫০০ টাকায় শেষ করলাম, এ সি বাসে আপ ডাউন করেও।
লালন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তাঁর শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। প্রতি বছর তার জন্ম উপলখখে ২০-২৩ মার্চ এছারা মৃত্যু দিবসে ১৬ অক্টোবরেও ৩ দিন ব্যাপী মেলা আয়োজন করা হয়।
যেকোনো শুক্র শনিবার ঘুরে আসতে পারেন কুষ্টিয়া থেকে।
২ দিন ১ রাতের প্ল্যান
খরচঃ
Ac বাসে আপ ডাউনঃ ৬০০ + ৬০০= ১২০০
হোটেল ভারাঃ ১০০০/২ = ৫০০ টাকা জন প্রতি
৪ বেলা খাবারঃ ৬০০
টমটম ভারা = ২০০
মোটঃ ২৫০০ টাকা জন