U r m i l a

U r m i l a Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from U r m i l a, Video Creator, .

17/05/2020

মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ।
—হুমায়ূন আহমেদ

17/05/2020

ঝগড়ার পরে সে-ই প্রথম কথা বলে, যার কাছে সম্পর্কের গুরুত্ব সবচেয়ে বেশি। সে-ই বেশি ভালোবাসে।

17/05/2020

ভুল মানুষ জীবনে এ বারবারই করে, আর তার দায়ভার সারা জীবন বয়ে চলে, সিদ্ধান্ত নেয়ার পূর্বে অবশ্যই চিন্তা করা উচিত।

16/05/2020

একটি সম্পর্ক ভালমতো গড়ে তুলতে দুজনেরই আন্তরিকতা ও আগ্রহের প্রয়োজন হয়। কিন্তু সেই সম্পর্ককে মেরে ফেলতে শুধুমাত্র একজনের অবহেলাই যথেষ্ঠ।

16/05/2020

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভালবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে।

16/05/2020

এমন কারো সাথে বন্ধুত্ব করো, যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।

10/05/2020

নিজের একটা চিন্তা অন্যের কাছ থেকে ধার করা দুটো চিন্তার চেয়ে অনেক বেশি দামি।
—ম্যাক্সিম গোর্কি

10/05/2020

কেউই এতটা বর্বর নয় যে, সে সভ্য হয়ে উঠতে পারবেনা।
—হোরেস (রোমান কবি)

10/05/2020

যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায়না, তাকেই বলে দুশ্চিন্তা।
—রবীন্দ্রনাথ ঠাকুর

08/05/2020

আমি যতই মানুষ চিনেছি, ততই কুকুরকে ভালোবেসেছি।
—মার্ক টোয়েন

06/05/2020

~কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! 🙂

~ মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে.! 😐❤️

02/05/2020

কিছুই চিরকাল স্থায়ী হয় না, এমনকি বেদনাও হয় না,, এ থেকে দূরে চলে আসা সময়ের বিষয় মাত্র, সময় সর্বদা সবকিছু নিরাময় করে,, আমি বলছি না যে দাগ খুব বেশি চলে যাবে, তারা যেখানে ছিলো সেখানেই থাকবে,,এটাতো শুধু বেদনা মাত্র। আপনি যদি সত্যিকারের বন্ধু পেতে যথেষ্ট ভাগ্যবান হোন তবে পলায়ন করাও সহজ ,, আমি করেছিলাম তাই বিশ্বাস করি

01/05/2020

তাকেই জীবন সঙ্গী করো, যার একমাত্র অপশন হচ্ছো তুমি! তাকে নয়, যার অনেকগুলো অপশনের মধ্যে তুমিও একটা অপশন।

01/05/2020

কে কি বলল তাতে আপনার কি! কারোর কথায় গুরুত্ব দেয়া ছেড়ে দিন। নিজের জীবন কীভাবে কাটাবেন, কী কাজ করে ভালো থাকবেন তা আপনার একান্ত ব্যাপার। আপনার জীবনের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব অন্য কারোর হাতে কখনোই দেবেন না।

27/04/2020

আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্যধারণ ততো বেশি সহজ হবে।

26/04/2020

সকল সিদ্ধান্তই একটু ভেবে চিন্তে নেওয়া উচিৎ। ছোট্ট একটা ভুল সিদ্ধান্তই আপনার জীবনের গল্প চেইঞ্জ করে দিতে পারে।

26/04/2020

জীবন মানে অনিশ্চিত ভ্রমণ ৷
―উইলিয়াম শেক্সপিয়র

26/04/2020

ভালোবাসি ভালোবাসি করার নাম ভালোবাসা না। শত ভুল বোঝাবুঝির পরও, শত বাধা অতিক্রম করেও হাত ধরে পাশাপাশি চলতে শেখার নাম ভালোবাসা।

26/04/2020

❝কথা এমন ধারালো যে বলতে বলতে কখন কাকে ক্ষত–বিক্ষত করবে কেউ জানে না।❞

~সমরেশ মজুমদার

25/04/2020

হাজারো দোষ করেও আমরা নিজেকে ভালবাসি।। অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃনা করতে আমরা দ্বিধা করিনা।

25/04/2020

যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী। যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী।

24/04/2020

সরকার বলেছিলো- ঘুষ খাওয়া অন্যায়!!🚫
বাঙালি শুনেছিলো-ঘুষ খাওয়া অন্য
আয়!!😁💵💴💰

সরকার বলেছিলো-ঘরে থাকো! 🏠
বাঙালি শুনেছিলো- ঘুরতে থাকো🏃🐸

23/04/2020

ক্ষমা তাকে করো, যে ভুল করেছে। ক্ষমা তাকে করিও না, যে বেইমানী করেছে।

23/04/2020

“যেকোনো সম্পর্ক সফল হতে তিনটি বিষয় প্রয়োজন হয়– পারস্পরিক যোগাযোগ, প্রশংসা ও পারস্পরিক বোঝাপড়া।”
—মিরান্ডা কের (মার্কিন মডেল)

23/04/2020

পৃথিবীর শ্রেষ্ঠ পাগলামি হলো কাউকে ভালোবাসা, কারণ ভালোবাসার আগে আমরা জানি ভালোবাসায় প্রচুর পরিমান কষ্ট আছে, তারপরও আমরা সেই ভালোবাসার পিছে ছুটি, আর জেনে শুনে কষ্টকে আপন করে নিই, আর সেইটা হলো সবচেয়ে বড় পাগলামো।

23/04/2020

কাছের মানুষ বিশ্বাসভঙ্গ করলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বার বার মনে হয়: এই মানুষটা কি করে এই কাজ করতে পারলো?

22/04/2020

ভাল ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম সহানুভুতি।
—হুমায়ূন আহমেদ

21/04/2020

ভালবাসার অর্থ হলো যাকে তুমি ভালবাসো তার মত জীবন যাপন করা।
—টলস্টয়

21/04/2020

কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙ্গে পড়ো না, বরং তাদের বিষাক্ত সাহচর্য থেকে মুক্ত হতে পেরেছো বলে স্বস্তির নি:শ্বাস নাও।

21/04/2020

বাহ্যিক সৌন্দর্য দেখে মোহিত হয়ে অন্তরের সৌন্দর্যের কথা ভুলে যেও না। ফরমালিন যুক্ত ফল দেখতে চকচকে হলেও ভিতর কিন্তু বিষাক্ত!!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when U r m i l a posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share