Tasfi creation

  • Home
  • Tasfi creation

Tasfi creation Allah knows everything

27/03/2024

আসলেই মানুষকে জানা সব থেকে কঠিন কাজ 🥀

21/03/2024

Dear Allah ❤️🌸

18/10/2023

মুজিব এতো রোমান্টিক ছিল
সমাজ বইয়ে তো ছিল না....

06/10/2023

"হাড্ডি যেমন গোস্তো হয় না"
অনার্স লাইফে থিওরি কখনো মুখস্ত হয় না..!

04/08/2023

হার্ট কে প্রশ্ন করলাম:
"What is love?"
হার্ট Ans দিল-"আমার কাজ হলো
রক্ত পাম্প করা।🥀
অযথা সিলেবাসের বাইরে
প্রশ্ন করিস না!!!"🙂

02/08/2023

বেগম রোকেয়ার কারণে এখনো পর্যন্ত সংসারের চাবি আঁচলে বাঁধতে পারি নাই।😊🤣

26/07/2023

ইন্টারের সাইন্সের ছেলেপেলে ঘাসফড়িং এর ব্যাপারে যতটুকু জানে তার একভাগের অর্ধেকও ঘাসফড়িং নিজেও তার সম্পর্কে জানেনা।

18/07/2023

রাজকুমারী শুধু রাজপ্রাসাদে হয় না,,,
গরিবের ঘরেও কিন্তু রাজকুমারী হয়.. 🥰🥀

17/07/2023

উত্তর আর দক্ষিণ চিনতে'ই তো আমি ভুল করি,,,
আর মানুষ চিনাটা তো বিলাসিতা ছাড়া কিছু না..!!

প্রকৃতি আর ফুলের  মুগ্ধতায় আপনি আটকাতে বাধ্য!❀🥰
17/07/2023

প্রকৃতি আর ফুলের মুগ্ধতায় আপনি আটকাতে বাধ্য!❀🥰

14/07/2023

মা বলেছিলো "পড়া লেখা না করলে তোকে রিক্সাওয়ালার কাছে বিয়ে দিবো"
আমিও মাকে বলে দিছি রিক্সাওয়ালা যদি হয় আমেরিকার তাহলে আমিও বিয়ে করবো..🌻🫢

ছেলে শোধ করতে চায় বাবা'র ঋণ!ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন প...
12/06/2023

ছেলে শোধ করতে চায় বাবা'র ঋণ!
ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?

আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?

বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো।

আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।

★বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?

ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।

তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।

- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।

ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!

- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

সংগৃহীত

09/06/2023

হাজারো নারীকে স্প!র্শ করে দেখো আলাদা কিছুই খুঁজে পাবেনা, কিন্তু এক নারীতে আস'ক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোঁখ তুলে ও তাকাতে ইচ্ছা করবেনা!'❤️🥀

21/05/2023

❤️🥀

প্রকৃতির ঐশ্বর্য সুন্দর মাখা  কাঠগোলাপ। প্রকৃতিকে মুগ্ধ করার আরেক নাম কাঠগোলাপ।  #কাঠগোলাপ ❤️🌸
05/05/2023

প্রকৃতির ঐশ্বর্য সুন্দর মাখা কাঠগোলাপ। প্রকৃতিকে মুগ্ধ করার আরেক নাম কাঠগোলাপ।
#কাঠগোলাপ ❤️🌸

Address


3641

Alerts

Be the first to know and let us send you an email when Tasfi creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share