14/08/2021
সাংবাদিক - সাকিব আল হাসান কি সবসময় আপনার কথা মানে?
গুরু সালাউদ্দিন স্যার - হুম সবসময় মানে!
যেমন টাকার কথা বলি, ওই বয়সে সাকিব যত বড় বড় টাকার অফার পাচ্ছিল, মাথা ঘুরে যাওয়ার মতো।
আমি ওকে বলেছি, টাকা নিয়ে ভেবো না ; আমার সাথে থাকো।
প্রথম দুই বছর মাসে আড়াই হাজার টাকা করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আড়াই হাজার টাকা ওর জন্য যথেষ্ট।
আমি যদি ওকে উত্তরাতে দিতাম সেখানে সে এক লাখ পেত, কিন্তু আমার কাছে মনে হয় ছাত্র হিসেবে আড়াই হাজার টাকাই যথেষ্ট। কখনো এটা নিয়ে টু-টা শব্দ করেনি।
পরেও অনেকবার এমন করেছি, অন্য টিম ১৭ লাখ টাকা অফার করেছে! কিন্তু আমি বলেছি এই ক্লাবে খেলবে ১০ লাখ টাকা পাবে। আমি জানতাম কম টাকা পাওয়াটা ক্লাবে ওর জন্য নার্সিং ভালো হবে।
আমি ওকে বলতাম, সাকিব খেলাটাই গুরুত্বপূর্ণ, টাকা এক সময় তোমার পেছনে দৌড়াবে। এখন তো টাকা সাকিবের পেছনে দৌড়ায়। 😎
একজন সাকিব উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সালাউদ্দিন স্যার 💞💞💞 (সংগৃহীত)।