07/09/2024
ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্সেস অ্যালামনাই সোসাইটি অফ বাংলাদেশ’-এর শিক্ষার্থীদের উদ্যোগে নোয়াখালী জেলার রামপুর ইউনিয়ন ও ফেনীর ছাগলনাইাইয়া ও দাগনভূঁইয়া এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
স্থানীয় সেচ্ছাসেবীদের সাথে নিয়ে প্রায় ৬০০ পরিবারকে দেওয়া এই উপহার সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, চাল, ডাল, তেল, ওষুধ, স্যানিটারি প্যাড, বিস্কুট, মশার কয়েল, স্যালাইন, লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এএএসবি'র লক্ষ্য ছিল, প্রকৃতপক্ষে যারা ত্রাণের যোগ্য, তাদের কাছে তাদের প্রাপ্য ভালোবাসা পৌঁছে দেওয়া।
সম্প্রতি বাংলাদেশের বন্যার প্রায় ৩০ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে এএএসবি'র এই উদ্যোগ প্রমাণ করে যে যেকোনো দুর্যোগে দেশের অপ্রতিরোধ্য শিক্ষার্থীরা মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত, এবং এটাই এ দেশের অন্যতম সৌন্দর্য। এবারের বন্যায় তা আরও ব্যতিক্রমী হয়ে দৃশ্যমান হলো দেশবাসীর নিকট।