Pabel vai mirpur

  • Home
  • Pabel vai mirpur

Pabel vai mirpur মানবিক কাজে সাপোর্ট দিতে আমার এই পেইজে লাইক দিয়ে সবাই এক্টিভ থাকুন।

29/02/2024

সিগারেট যারা বানায় তারা কোটিপতি। মদ যারা বানায় তারা কোটিপতি। মোবাইল যারা বানায় তারা কোটিপতি। এমনকি ধান থেকে চাল যারা বানায় তারাও কোটিপতি কিন্তু ধান যারা চাষ করে তারা গরীব কৃষক.!!!
কপি পোস্ট

25/02/2024

আজকে সবার দোয়া কবুল হোক।
আমিন

25/02/2024
25/02/2024

প্রত্যেক সন্তান ততক্ষণ সৌভাগ্যবান যতক্ষণ তার
মা❤️বাবা পৃথিবীতে
বেঁচে থাকেন
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।

23/02/2024

সেহরির সময় সবার মা নামক (এলার্ম) টা যেন দীর্ঘদিন বেঁচে থাকে
আমিন 🤲

22/02/2024

অনুকরণ নয়, অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন, নিজেকে জানুন,
নিজের পথে চলুন !

20/02/2024

আমাকে এক সেকেন্ডের জন‍্যও হিংসা করেননি এমন কয়জন আছেন দেখি!

বন্ধুত্ব কাকে বলা হয়? নিজেই দেখে নিন 😇মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়!সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে ...
18/02/2024

বন্ধুত্ব কাকে বলা হয়? নিজেই দেখে নিন 😇

মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়!
সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে দিচ্ছিলো না। অনেকটা জোর করেই চেম্বারে ডুকে বলে ফেললো-'তর চেম্বারে ঢুকতে কি সিরিয়াল লাগেরে?'

তুই তুকারী! চেম্বারের ভিতরের প্রায় সবাই হতবিম্ব!

বললাম-' দোস্ত, আমার চেম্বারে ঢুকতে তর কোন প্রকার সিরিয়ালের দরকার নাই।'

এ্যাটেন্ড্যান্ট এর তাকিয়ে সে এবার বললো-'হুনছস, তর স্যারে কি কইছে?'

মধু হলো আমার বাল্যকালের স্কুলবন্ধু। একসাথে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। অতঃপর......

প্রাইমারী স্কুল জী্বনের সব বন্ধু-বান্ধবীদেরকে আজ ভীষণ ভীষণ মনে পরতেছে। ভালো থাকুক সব বন্ধুরা।

- ডাঃ এম নূরুল ইসলাম।

মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট আয়োজিত "গুণী  শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান" এ মিরপুর ইসলামি একাডেমি প্রাঙ্গণে ...
17/02/2024

মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট আয়োজিত "গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান" এ মিরপুর ইসলামি একাডেমি প্রাঙ্গণে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৮জন গুণী শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষকগণ হলেন- মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহতাব আলী, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুস ছাত্তার, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আরজু মিয়া, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ ও কানু প্রিয় চক্রবর্তী, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রসিত কুমার দেব, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান ও দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।

মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শাহীন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি নিরঞ্জন সাহা নীরু, বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি, বাহুবল, হবিগঞ্জের সভাপতি ও মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপিত হাফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আনোয়ার হোসেন সালেহী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আজহারুল ইসলাম মোয়াজ ও নার্সারী মালিক সমিতির সেক্রেটারী মো: ছালেহ আহমদ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত ব্যক্তিত্ব ও অতিথিদের সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেয়া হয়।

15/02/2024

প্রাইমারিতে ২৬ হাজার নারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
প্রশ্নঃ এই ২৬ হাজার নারী কি ২৬ হাজার বেকার পুরুষকে বিয়ে করবে?

উত্তরঃ অবশ্যই না!!!

যদি ২৬ হাজার শিক্ষিত বেকার পুরুষের এই চাকরিটা হতো। তাহলে নিশ্চয়ই আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায় অটোমেটিক ২৬ হাজার পরিবার প্রতিষ্ঠিত হতো এবং ২৬ হাজার নারী ২৬ হাজার প্রতিষ্ঠিত স্বামী পেতো! 😊

অদ্ভুত সমাজ ব্যবস্থায় পুরুষের উপর সংসারের ঝামেলা চাপিয়ে দিয়ে কোঠা দেওয়া হয়েছে মেয়েদের।
এটা কি জাতির জন্য কল্যাণ বয়ে আনবে???

11/02/2024

বাবা মায়ের প্রধান দায়িত্ব হলো, ছোটকাল থেকেই সন্তানকে দ্বীন শিক্ষা দেয়া।

07/02/2024

জান্নাতি হোক সকল মা-বাবা🥺❤️

হায়রে কি অবস্থা অবস্থা।
04/02/2024

হায়রে কি অবস্থা অবস্থা।

এসব ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ হেফাজত করুক।
04/02/2024

এসব ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ হেফাজত করুক।

28/01/2024

তুমি যেমন তোমার জীবন সঙ্গী পাবে তেমন
এটাই বাস্তবতা।

16/01/2024

ধীরে ধীরে আমরা পবিত্র রমজান মাসের দিকে এগিয়ে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ।

14/01/2024

আল্লাহর রহমত আমাদের ওপর আছে বলেই
আমরা এখনো সুস্থ সবল ভাবে বেঁচে আছি আলহামদুলিল্লাহ।

10/01/2024

তোমার ত্রুটির কারণে যদি কেউ কষ্ট পায় এই ত্রুটির বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে এটাই স্বাভাবিক।

05/01/2024

হায়রে বাহুবলের রাজনীতিবিদরা, প্রথমবার নৌকা তারপর ঈগল তারপরে ট্রাক তারপরে লাঙ্গল 😄😄

স্বপ্নচুয়া ইলেকট্রনিক্স উদ্বোধন খালে আমরা সবাই এক প্রেম।
02/01/2024

স্বপ্নচুয়া ইলেকট্রনিক্স উদ্বোধন খালে আমরা সবাই এক প্রেম।

বিভিন্ন বাগানে বাগানে চলছে এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া ঈগল প্রতীকের প্রচারণা৭ তারিখ সারাদিন ঈগল মার্কায় ভোট দিন।
28/12/2023

বিভিন্ন বাগানে বাগানে চলছে এ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া ঈগল প্রতীকের প্রচারণা
৭ তারিখ সারাদিন ঈগল মার্কায় ভোট দিন।

14/12/2023

বাহুবলের নোয়াঐ বাজারে এডবুকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর গণসংযোগ।

08/12/2023

"ইফতারকে" বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো।
আলহামদুলিল্লাহ

03/12/2023

হিম হিম শীতের বাতাস, উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস।

সানশাইন মডেল হাই স্কুলে পিঠা উৎসব।

20/11/2023

বাহুবল মিরপুরে ভ*য়াবহ সড়ক দুর্ঘ*টনা আমরা এত নির্লজ্জ জাতি কেন কেউ এক্সি*ডেন্ট হয়ে পড়ে থাকলে ও গাড়ি নিয়ে হাসপাতালে নিয়ে যেতে চাই না।
এমনটাই জানিয়ে ছিলেন একজন পুলিশ কর্মকর্তা।

17/11/2023

কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে?

17/11/2023

ঝড় বৃষ্টির দিনে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabel vai mirpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share