01/12/2021
হ্যালো মুক্তবাক্য বাসী🌻
আপনি কি আপনার অফলাইন জীবন নিয়ে খুশি?
অনেকেই এই কথাটা দেখে ভাববেন অফলাইন জীবন?সে আর এমন কি!খাচ্ছি,কাজ করছি,ঘুমাচ্ছি।এভাবে দিন শেষ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো ছাড়া আমাদের কি আমাদের জীবনকে সুন্দর লাগছে?
তুলনা সকল কষ্টের একটা প্রধান কারন বলা যায়।নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করে কষ্ট পাওয়া এ যেন সোশ্যাল মিডিয়ার অন্যতম অন্ধকার দিক।সোশ্যাল মিডিয়ায় অধিক মাত্রায় একটিভ মানুষগুলোর যে জীবন আপনার কাছে কাঙ্ক্ষিত আপনি হয়তো জানেননা বাস্তব জীবনে তারা আসলেই অতটা ভালো আছে কিনা যতটা আপনি দেখছেন।কারন এখানে তাই আপনি দেখতে পাবেন যেটা আপনাকে দেখানো হবে।হয়তো একটা মানুষ অনেক কষ্টে আছে কিন্তু সে তা প্রকাশ করছে না।আপনার কাছে তার সুখ আর প্রাচুর্য নিয়েই ধরা দিচ্ছে।তখনই আসল সমস্যাটা শুরু হয়।আর আপনি ভাবতে শুরু করেন সব দুঃখ কষ্ট আপনার জীবনে।আপনার জীবনেই সবকিছুর অভাব।আপনার জীবনের উপাদানগুলো, আপনার কাছের মানুষগুলোও আপনার কাছে তখন অসহ্য মনে হয়।কারন আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় আপনার একজন বন্ধু রোজ ঘুরতে যাচ্ছে, সে তার বাবা মাকে সো কল্ড কুল হিসেবে প্রকাশ করছে, বন্ধু বা প্রিয়জনের কাছ থেকে পাওয়া উপহারগুলো নিয়ে পোস্ট দিচ্ছে, প্রতিদিন নিজের যোগ্যতাগুলোকেই প্রকাশ করছে আর আপনি ভাবছেন "হায় আমার জীবনে অভাবের শেষ নেই, আমি জীবনে ভালো কিছুই পাচ্ছিনা।" কিন্তু এমন হতে পারে এর থেকে অনেক ভালো উপাদান আপনার বাস্তব জীবনে আছে যা আপনাকে তাদের থেকেও অনেক ভালো রাখছে কিন্তু আপনি অন্য মানুষের সোশ্যাল জীবনের সাথে নিজেরটাকে তুলনা করে সেই সব বিষয়গুলো নষ্ট করছেন।আসলে সত্যটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার ফেক জীবনে অনুপ্রাণিত হয়ে বাস্তব জীবনের সুখগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অসুস্থ জীবনকে বারবার বেছে নিচ্ছেন।নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করে কাটাচ্ছেন।
এইক্ষেত্রে আমাদের প্রথমই উচিত সোশ্যাল মিডিয়াকে কম গুরুত্ব দিয়ে বাস্তব জীবন নিয়ে বেশি চিন্তা করা।নিজের জীবনের আশীর্বাদগুলোকে খুঁজে বের করা।হয়ত আপনার জীবনে সাপোর্টিভ বাবা মা আছে,ভালো একজন বন্ধু আছে যাদের আপনি গুরুত্বই দিচ্ছেন না সোশ্যাল লাইফ নিয়ে পড়ে থাকার জন্য।এতে এক পর্যায়ে আপনার সাথে তাদের দূরত্ব বাড়বে।আপনি হয়তো সেই দূরত্ব কখনোই কাটিয়ে উঠতে পারবেন না।একটা পর্যায়ে আপনি অন্যের জীবনকে আরও বেশি সুন্দর মনে করবেন আর হতাশাগ্রস্ত হতে শুরু করবেন।অনেক সময় সোশ্যাল মিডিয়ার কারনে আমাদের প্রিয়জনের কাছে চাওয়া পাওয়া অনেক বেড়ে যায়।আমরা কারো উপরই খুশি থাকতে পারিনা, নিজেরাও ভালো রাখতে ব্যর্থ হই কাছের মানুষগুলোকে। আসলে প্রতিটা মানুষের জীবনের পদক্ষেপগুলো, সাম্পর্কিক বিষয়গুলো আলাদা আলাদা।আপনি অন্যের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই দিকগুলোতে নতুনত্ব আনতে পারেন কিন্তু পুরোপুরি স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন না।তাই আপনার উচিত আপনার মতো করে বাস্তব জীবনটাকে অর্থবহ করে তোলা।অন্যের জীবনের সাথে নিজের জীবনের সবকিছু তুলনা না করে নিজের জীবনে, আপনার একান্ত করে পাওয়া উপাদানগুলোকে নিয়ে বাঁচতে শিখুন।দেখবেন আপনার জীবন অন্য দশজনের চেয়ে অর্থবহ হয়ে উঠবে।
সবশেষে নিজেকে ভালোবাসুন,নিজেকে গুরুত্ব দিন।আর ফোনটা রেখে একটু আশপাশে তাকিয়ে দেখুন আপনি এখনই সোশ্যাল মিডিয়াটাকে বাদ দিয়ে কি করে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারেন!!