Mymul Bipul

Mymul Bipul আসসালামু আলাইকুম। Hello. I am a professional video editor, content creator and social media expert. Follow me to learn more. Thanks.

আমাদের মুসলিমদের বিয়েতেই মনে হয় সবচেয়ে বেশি গুনাহ হয়ে থাকে।  🥺🙏 কিভাবে? চিন্তা করে দেখেন, আপনি আত্মীয় স্বজন, পাড়া-প্রতিব...
15/11/2024

আমাদের মুসলিমদের বিয়েতেই মনে হয় সবচেয়ে বেশি গুনাহ হয়ে থাকে। 🥺🙏 কিভাবে? চিন্তা করে দেখেন, আপনি আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীদের, বন্ধু সহপাঠীদের, কলিগদের সহ নানান মানুষকে দাওয়াত কর থাকেন। ফলাফল একেতো সবাই আসে, ছেলেমেয়েদের একটা অবাধ মেলামেশার সৃষ্টি হয়। তারপর আবার বিশাল একটা অংশের নামাজই হয়না। যোহরের সময় ছেলেপক্ষ যায়, ফলাফল বিশাল একটা অংশের যোহর নামাজ হয়না। বিশেষ করে আমাদের মা বোনেরা, বাড়ির মহিলাদের নামাজটায় হয়না, ছেলেরা অনেক সময় মসজিদে গেলেও মেয়েদের হয়না। আসল জিনিস বাদে সবই হয়। নামাজ বাদে খানা পিনাই সময় নষ্ট। আর বিয়ের হাবিজাবি করতে করতে আসর সময় চলে আসে, আর দেখা যায় তখন নামাজ না পরেই বরযাত্রীরা রওনা দেই। মানে আবারো বিশাল একটা অংশের নামাজ হয়না। মানে একটা ভালোকাজ করতে গিয়ে ১০১টা (উপমা) গুনাহের কাজ হয়ে যাচ্ছে।
তারসাথে ২/৩ দিন ধরে গানবাজনা হয়, যা আরও ভয়াবহ সমস্যা। পুরো মহল্লার মানুষের পেরেশানি সৃষ্টি করে।

আসতাগফিরুল্লাহ।
আল্লাহ আপনি আমাদের এমন বিয়ের অনুষ্ঠান করা থেকে দূরে রাখেন। আমিন।

অত্নী-স্বজনদের খুশী করতে গিয়ে এতো বিশাল গুনাহ করার চেয়ে বিয়ের অনুষ্ঠানের আগে মৃত্যু ঢের ভালো। কারণ কাল কিয়ামতে কোন আত্মীয় আমার গুনাহের ভাগ নিবেনা। 🙏🥺

ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহ মুক্ত ভাবে বিয়ে করার তাওফিক দান করুক। আমিন 🤲

06/11/2024

কোন একদিন মহল্লার মসজিদে মাইকিং করে বলা হব, অমুকের ছেলে তমুক আর পৃথিবীতে নাই। আমার জানাজায় হয়তো বন্ধু, আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা আসবে। কেউ হয়তো চিৎকার করে কাদবে, কেউবা কোরআন পরবে, কেউ কেউ অনেক দিন পর দেখা হওয়ায় বিভিন্ন রকম আলাপ জুড়ে দেবে। পুরো বাড়িতে কিছুটা শোক আর কিছুটা সকলের পুনর্মিলনের আমেজ তৈরী হবে। অপরদিকে আমার করব তৈরী হবে খুব সুন্দর করে, বাঁশের বাতা তৈরী, চাটায় আনা হবে, সাদা কাপড়, আতর-সুরমা কতো কিছু। কি অদ্ভুত তাইনা, হাসান? এক নিশ্বাসে কথোগুলো বললো আদনান।

একটি বড় নিশ্বাস ছেড়ে মাথা নারছে হাসায়। হুম ঠিকই বলেছিসরে ভাই। আচ্ছা আদনান আজ হটাৎ এমন কি হলো যে তুই এমন বুজুর্গ-দার্শনিক টাইপ কথা বলছিস?

তেমন কিছু নাই যোহর নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে একটু ফেসবুকে চোখ বুলিয়ে ঘুমাবো ভাবলাম, কিন্তু সামনে মিজানুর রহমান আজহারী সাহেবের একটা লেকচার সামনে আসলো। সেটা শোনার পরে ঘুম পালালো আর করব নিয়ে চিন্তা করতে লাগলাম।

তখন আবার আবু ত্বহা আদনান সাহেবের আরেকটি লেকচার আসলো সেটিও একটু শুনালাম। যদিও দুজনের লেকচারার সামান্য কিছু অংশ এই দু থেকে পাঁচ মিনিট কেটে কেউ একজন ফেসবুক পেজে ছেড়েছে।
তো সেখানে তিনি আবার বললেন ২০ বছর পড়াশোনা করে ২০ সুরা বা হাদিসও মুখস্থ করতে পারলাম না।

তখন থেকেই ভাবনাটা ঝেকে বসেছে, মানে আমরাও তো তাই জীবনের ২০,২৫ বছর চলে যাচ্ছে অথচ কিছুই জানিনা নিজের ধর্ম সম্পর্কে। তাহলে করবে যে এতো আয়োজন করে আমাকে রেখে আসা হবে তারপর আমার কি হবে? কি করবো আমি? কি অযুহাত দেখবো?

তখন কি বলবো মুভি দেখতে দেখতে নামাজের সময় পাইনি। ক্রাশের পিছনে ছুটেই সময় পার করেছি। আর কুল হওয়ার জন্য ফেসবুকে ছবি আর মিম শেয়ারেই ব্যাস্ত ছিলাম। আসলে তো সারাদিন আড্ডাবাজিতেই সময় গুলো শেষ করেছি। কি বলবো? কি জবার দেবো? এসব ভাবলেই ভয়ে করছে। ভয়ও না ঠিক আফসোস হচ্ছে খুব আফসোস। এতো এতো গুলো বছর, মাস, দিন শুধু হেলায় অবহেলায় কাটালাম।

হুম একদম ঠিক বলেছিসরে আদনান। আমার মনে হয় তাহলে আমাদের এখন থেকেই সচেতন হওয়া উচিত আরও বেশি। আলহামদুলিল্লাহ তুইও তো নামাজ পড়া শুরু করছিস। আর নিরাশ হলে চলবে না বন্ধু। আরে আমি বান্দাকে ক্ষমা করতে ভালোবসি। তাই বেশি বেশি তওবা করি আর পেছনের ফেলে আসা জীবনের পাপ গুলোকে সরণ করে মাফ চাই। "ইনশাআল্লাহ" আল্লাহ আমাদের সুযোগ দিবেন।
চল যায় আসরের নামাজ পড়ে আসি আজান শুরু হয়েছে। আর হুম আমি কিন্তু তোর থেকে সিরাতের বইটা নিবো। কথা গুলো বলে শেষ করলো হাসায়।

চল চল যায় নামাজ পড়তে। বলেই আদনান আর হাসান উঠে হাঁটা শুরু কলো। পেছনে ফেলে আসা সবুজ মাঠটাও হয়তো বলছে যাক যুবকদের সঠিক পথের সন্ধান মিললো।

গল্প: চলো বদলায়।
লেখা : মো: মাইমুল হাসান।

সালাউদ্দিন আইয়ুবী ছিলেন একজন প্রখ্যাত মুসলিম সেনাপতি ও নেতা, যিনি ১২শ শতাব্দীতে ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের জন্...
30/10/2024

সালাউদ্দিন আইয়ুবী ছিলেন একজন প্রখ্যাত মুসলিম সেনাপতি ও নেতা, যিনি ১২শ শতাব্দীতে ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের জন্য মহান বিজয় অর্জন করেন। মূলত তিনি আইয়ুবী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পুরো নাম সালাহ আদ-দীন ইউসুফ ইবনে আইয়ুব এবং তিনি ইসলামিক ইতিহাসে তার সামরিক দক্ষতা, ন্যায়বিচার এবং ক্ষমার জন্য বিশেষভাবে পরিচিত।

প্রারম্ভিক জীবন:
সালাউদ্দিন আইয়ুবী ১১৩৭ বা ১১৩৮ সালে বর্তমান ইরাকের তিকরিতে জন্মগ্রহণ করেন। তার পিতা, নাজম আদ-দীন আইয়ুব, একজন সম্মানিত কুর্দি কর্মকর্তা ছিলেন। তরুণ সালাউদ্দিন তার চাচা আসাদ-আদ-দীন শিরকুহর অধীনে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সিরিয়ার নেতা নূর আদ-দীনের অধীনে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক ও সামরিক উত্থান:
সালাউদ্দিন তার চাচার সাথে মিশরে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং পরে ফাতিমীয় খেলাফতের পতনের পর মিশরের ভিজিয়ার (প্রধানমন্ত্রী) হিসেবে নিযুক্ত হন। ফাতিমীয় খেলাফত শেষ করে তিনি মিশরে সুন্নি ইসলামের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং মিশরকে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেন।

ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ:
সালাউদ্দিনের সামরিক দক্ষতা এবং তার ইসলামি ঐক্যের আহ্বানে ক্রুসেডারদের বিরুদ্ধে একটি বড় জোট গঠন করা সম্ভব হয়। তিনি ১১৮৭ সালে হাতিনের যুদ্ধ (Battle of Hattin) পরিচালনা করেন, যা ক্রুসেডারদের বিরুদ্ধে অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত। এই যুদ্ধে তিনি ক্রুসেডারদের একটি বিশাল বাহিনীকে পরাজিত করেন এবং জেরুজালেমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল পুনরুদ্ধার করেন।

জেরুজালেম পুনরুদ্ধার:
হাতিনের যুদ্ধে বিজয়ের পরে সালাউদ্দিন ১১৮৭ সালে জেরুজালেম শহর পুনরুদ্ধার করেন, যা ক্রুসেডারদের জন্য একটি বড় ধাক্কা ছিল। জেরুজালেম পুনরুদ্ধারের পর তিনি সেই শহরের অধিবাসীদের প্রতি মহানুভবতা প্রদর্শন করেন। সাধারণত যুদ্ধের পর বিজয়ীরা শহরের অধিবাসীদের হত্যা করত বা দাসে পরিণত করত, কিন্তু সালাউদ্দিন এই প্রথা অনুসরণ না করে শহরের অধিবাসীদের জীবনের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন।

শেষ জীবন ও মৃত্যু:
সালাউদ্দিন তার জীবনের শেষ বছরগুলো ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় কাটান। ১১৯৩ সালের ৪ মার্চ, দামেস্ক শহরে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় তিনি খুবই সাধারণ জীবনযাপন করছিলেন এবং তার নিজের জন্য সামান্য ধনসম্পদ রেখেছিলেন।

সালাউদ্দিনের অবদান ও উত্তরাধিকার:
সালাউদ্দিন ইসলামী ইতিহাসে একজন ন্যায়পরায়ণ, ক্ষমাশীল এবং সাহসী নেতা হিসেবে পরিচিত। তিনি মুসলিম বিশ্বের মধ্যে একতা স্থাপনের চেষ্টা করেছিলেন এবং মুসলমানদের জন্য একটি গর্বিত উত্তরাধিকার রেখে গেছেন। ইসলামী ঐতিহ্যে সালাউদ্দিনের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় এবং তার জীবন এবং সংগ্রাম প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে রয়ে গেছে।

যে বিষয় গুলো নিয়ে আমাদের সমাজে খুব কম কথা হয়।মুসলিমদের থেকে একটা জিনিস খুব সুক্ষ্ম ভাবে বা চালাকির সাথে সরিয়ে নেওয়া হয়েছ...
20/10/2024

যে বিষয় গুলো নিয়ে আমাদের সমাজে খুব কম কথা হয়।

মুসলিমদের থেকে একটা জিনিস খুব সুক্ষ্ম ভাবে বা চালাকির সাথে সরিয়ে নেওয়া হয়েছে। সেটা কি পরে বলছি।

ধরুন সফলতা বলতে আপনি কি বুঝেন? জীবনে ভালোকিছু করা? Right 🙂 ছোট বেলা থেকেই আমাদের শিখানো হয় বড় হয়ে তোমাকে ভালোকিছু হতে হবে। ডাক্তার, ইন্জিনিয়ার ইত্যাদি কিছু একটা হতে হবে। আবার একটু বড় হলেই বা পড়াশোনা শেষে আপনাকে ভালো চাকরি করতে হবে। মোদ্দা কথা টাকার মালিক হতে হবে।

অনেক টাকার চাকরি বা ব্যবসায়ি তো হলেন তারপর?🤔 ও আচ্ছা একটা একটা ভালো বিয়ে করতে হয়, তারপর বাড়ি একটা থাকলে আরও একটা বানাতে হবে। ১তালা থাকে ৪/৫ তালা করতে হবে। তবেই আপনি সফল। মানে আবার বয়স যতো হবে আপনি সফল হবে, পুরো এই জার্নিতে আপনি কোথাও এটা শিখবেন'না যে আপনাকে জীবনে সফল হতে টাকা ছাড়া আর কিছু লাগে।

কিন্তু আপনার যে মৃত্যু হবে। আপনি যে পরকালে যাবেন। জান্নাত-জাহান্নাম আছে। এই কনসেপ্ট'টায় খুবই চালাকির সাথে মুসলিমদের থেকে সরানো হয়। এবং বস্তুবাদী জীবনের গোলামে পরিণত করা হয়।

আপনার মনে হয় এটা এখন হচ্ছে? 😃 আপনি তাহলে বোকার সর্গে আছেন। 🐸 চিন্তা করেনতো আপনার বাবা দাদারা কি করতো৷ একি সফল হও, ছেলে মেয়ে মানুষ করো ইত্যাদি। একি সার্কেলে চলছে সবকিছু।

বছরের পর বছর। যুগের পর যুগ। পরকাল যে আছে এটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে।

আচ্ছা চিন্তা করেনতো। আপনি যদি পশ্চিমাদের মতো না চলেন। আপনি একটা গাড়ি যদি না হয়, একটা বাড়ি যদি না থাকে তাহলে কি আপনার জীবনের কোন মূল্য নাই? কিন্তু তখন তারা বুঝাবে আপনি হলেন সবচেয়ে ব্যার্থ-অসফল একজন।

অথচ আল্লাহ বলছেন আপনি সবসময়ই নিজের থেকে নিচের দিকের মানুষকে দেখুন। আর ভাবুন আপনি কতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার কি জানেন আমরা এখন আলহামদুলিল্লাহ এর সঠিক মানেই বুজিনা৷ সর্বাবস্থায় যে শুকরিয়া "আলহামদুলিল্লাহ" বলতে হয়। মানে যা আছে তাতেই সন্তুষ্টি থাকা, তা আমরা করিনা।
এখন আমরা আলহামদুলিল্লাহ বললেও। ভাবি আরে আমারো যদি ঐজিনিসটা থাকতো। মানে আল্লাহ যা দিয়েছ আলহামদুলিল্লাহ কিন্তু আমাকেও একটা IPhone দাও, আমাকেও একটা বাইক দাও, আমাকেও একটা গাড়ি দাও, বাড়ি দাও ইত্যাদি। মানে প্রকৃতি আলহামদুলিল্লাহ এর বিশ্বাস নাই করে দেওয়া হয়েছে।

আপনি আপনার নিজের জীবন থেকেই খুজে দেখেন, আমরা কেও এখন নিজের অবস্থান থেকে খুশি না, আমাদের জীবনের একটাই লক্ষ্য বা উদ্দেশ্যে আরও চাই, আরও চাই,, চাই আর চাই। এর যেন কোন শেষ নাই।

খুবই দীর্ঘদিন ধরে আমাদের জাতিগত ভাবে মুসলিম বিশ্বাস গুলো থেকে সরানোর জন্য, পরকালের কনসেপ্ট বা প্রকৃতি আলহামদুলিল্লাহ এর কারণ থেকে দূরে বহু দূরে নিয়ে যাওয়া হয়েছে।

তাই আমাদের উচিৎ বস্তুগত জীবনের মোহের মধ্যে থেকে বের হয়ে প্রকৃতি জীবনের অর্থ বুঝা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা।

আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের বস্তুবাদী ফেতনা থেকে হেফাজত করুন। আমিন।

আসসালামু আলাইকুম।

22/08/2024

সারা জীবন বইয়ে আমাদের পড়ানো হয়লো ইতিহাসে পাকিস্তান সবচেয়ে খারাপ এবং শত্রুর দেশ। ছোট বেলা থেকেই তাই ওদেরকে শত্রুই ভাবলাম এবং ঘৃণাও করলাম। কিন্তু এইছিল আমাদের নিয়ে করা মানুষিক গেমপ্ল্যান। 😵‍💫🤫

আসলে পাকিস্তানকে আজীবন যতোটা খারাপ দেখানো হয়েছে, ততোটা খারাপ পাকিস্তান কখনোই ছিল না। আমাদের চোখে পাকিস্তানকে খারাপ বানানো হইছে প্ল্যান মাফিক, স্বার্থ হাসিলের জন্য। প্রচুর এক্সাম্পল দেওয়া যাবে ইতিহাস থেকে।
এখনো যদি আপনি না বুঝেন vaরter মতো বন্ধু থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকা আমাদের জন্য ঢের ভালো, তাহলে তিন বেলা পিকচেশন মাফিক এক চামচ করে গু খাইয়েন। তাও যদি মগজ খোলে। 🙏😐

05/08/2024

বিজয়ের আনন্দে অতি উৎসাহী হয়ে আমরা দেশের সম্পদের খতি না করি। কারণ

দেশটাও আমাদের দেশের সম্পদও আমাদেরই। 🙏❤️

ষ্যাঁড়কে চেনেন? না আপনি চেনেন না। আগে ভাবতাম মনে হয় একটু বয়স হয়েছে তাই হয়তো ভুলভাল হয়ে যায়, মুখ ফসকে নানান ফাউ পেচাল বের...
17/07/2024

ষ্যাঁড়কে চেনেন? না আপনি চেনেন না। আগে ভাবতাম মনে হয় একটু বয়স হয়েছে তাই হয়তো ভুলভাল হয়ে যায়, মুখ ফসকে নানান ফাউ পেচাল বেরিয়ে যায়।😁

কিন্তু না উনিতো আসলে বানর থেকে সৃষ্টি তাই সবসময়ই বুজে শুনেি বাঁদরামি করে বেড়ান। বনবিভাগের কাছে বিনীত অনুরোধ 🙏🙏 সুন্দর বনের গহীন জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসন।। প্লিজ প্লিজ। 🙏😐🙏🐸

#বয়কটজাফরইকবাল #বয়কট #কোঠা

16/07/2024

প্রিয় বাংলাদেশটা যেন লাল হয়ে যাচ্ছে, কতো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও যদি আপনার কষ্ট না লাগে, আপনি ব্যাথিত না হন, তাহলে আপনার বিবেকে এবং মস্তিষ্কে ময়লা জমে আঠা দিয়ে আটকে গেছে, যার আর কোন দিন উঠবে না।

#কোঠা

22/05/2024

জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি উপদেশ মেনে চলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

১. সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন এবং তার দিকে মনোযোগ দিন। লক্ষ্যগুলি লিখে রাখুন এবং তা অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।

২. কঠোর পরিশ্রম এবং নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করুন এবং আপনার দক্ষতা উন্নত করতে থাকুন।

৩. আপনার ক্ষেত্রের বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করুন এবং পেশাগত সম্পর্ক তৈরি করুন। ভালো সম্পর্ক অনেক সময় সুযোগ এবং সহায়তা নিয়ে আসে।

৪. নিজের দক্ষতা এবং জ্ঞান উন্নত করতে থাকুন। বই পড়ুন, কনটেন্ট দেখুন, ইউটিউবের ফ্রি কোর্স করুন এবং নতুন কিছু শিখতে সবসময় প্রস্তুত থাকুন।

৫. নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। কঠিন সময়ে হাল ছেড়ে না দিয়ে সামনে এগিয়ে চলুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।


এই পয়েন্টগুলি মেনে চললে আমরা আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফল হতে পারবো ইনশাল্লাহ।

18/05/2024

পড়ালেখা নাকি Content Creation করব? 😕😒

আলহামদুলিল্লাহ। تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ সকল...
10/04/2024

আলহামদুলিল্লাহ। تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ সকল মুমিনদের জন্য ঈদকে আনন্দের অনুভূতি প্রকাশ করার মধ্যেম করেছে। সকলের ঈদ ভালো এবং আনন্দময় হোক এই কামনা করি। আমিন।

26/03/2024

আমরা রমজান মাসেও মানুষকে ঠকিয়ে ব্যবসা করি। অথচ উচিত ছিল স্বল্প লাভে বিক্রি করা।
👏 #সাবাসবাঙালি

22/01/2024

এক লোক রেগুলার গা*জা খায়, কিন্তু সে মনে মনে সেটাকে ধনিয়া পাতা ভাবে। 😐🫡 আচ্ছা সে কি কোন ভুল করে?? মনই তো আসল তাইনা? 🤔😁☹️

20/09/2023

আল্লাহ যাকে সম্মানিত করতে চান তাকে নিন্দা করে আটকানো যায় না। তার প্রমাণ হলো Tanzim Hasan Sakib তাকে নিয়ে যতো সমালোচনা হয়েছে তার থেকে বেশি সে সকলের ভালোবাসা আর সম্মান পেয়েছে। আলহামদুলিল্লাহ।

18/09/2023

একজন ক্রিকেটার যখন ইসলামিক কোন পোস্ট করে তখন সে নারী বিদ্বেষী 👏😐 কিন্তু কেউ যখন আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতি ও সম-কামীতা প্রচার করে, নারীদের খোলামেলা চলতে উৎসাহিত করে তখন সে সমাজসেবক! 🙄

বাহ বাহ বাহ👏👏

18/09/2023

এবার ৬ রানে হারছে🫡🫢

25/02/2023

ছাত্র অবস্থায় যে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় সবার শেখা উচিত
The 5 most important things you need in life.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymul Bipul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

I’m a Digital Marketing and SEO expert

Hello.

I am a Digital Marketing and S E O expert. My almost 3 years of experience. I work in different marketplaces and local marketplaces. I always work with dedication and honesty. Customer development is my main goal. The kind of service I provide is to create, set up, customize and manage different social accounts and pages. Such as: Facebook, Twitter, Instagram, Pinterest, LinkedIn, etc. I also recommend to improve the business and move forward. I have about 3 years of experience. Working full-time as a digital marketer, manager and advertiser has helped me improve my marketing strategies, so let's succeed together.

Thanks.

Mymul Bipul