
10/04/2024
যে বিষয়টা মনে রাখার দরকার সেটা হল ইসলাম এসেছে পৃথিবীর সকল স্থানের ও সকল যুগের জন্য।
রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, যে বিশ্বের এক প্রান্তে কখন চাঁদ উঠলো সেটা ওইদিনই অপরপ্রান্তের মানুষের নিকট পৌঁছানো যাবে[হিজরী সন ও তারিখের প্রবর্তনের প্রেক্ষাপট পড়া যেতে পারে]
রাসূল (সাঃ) এর সময় যেহেতু ইন্টারনেট ছিলনা এজন্য তখন ইসলামের বিধান একরকম ছিল আর বর্তমান যুগে আমরা যেহেতু ইন্টারনেটের কল্যাণে এক মূহুর্তেই পৃথিবীর অপরপ্রান্তের খবর জানতে পারছি তাই এখনকার সময় সারা বিশ্বে একই সঙ্গে ঈদ হবে, সুতরাং এযুগের জন্য ইসলামের বিধান পরিবর্তন হয়ে যাবে?[এখন পৃথিবীতে যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং যোগাযোগ ব্যবস্থা আবার অনুন্নত হয়ে যায় তাহলে কি তখন এই বিধান আবার পরিবর্তন করতে হবে?]
যদি পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলেই সমগ্র পৃথিবীবাসী এর উপর একই সাথে ঈদের বিধান কার্যকর হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় মদিনায় চাঁদ দেখা গেলে সেটা দূরবর্তী অঞ্চলের মুসলিমদেরকে দ্রুত যা নিয়ে আসার জন্য কোন দূত প্রেরণ করেছিলেন এরকম কোন ঘটনার ঘটেছে এ মর্মে সহি তো দূরের কথা কোন জাল বর্ণনা আছে বলেও জানা নেই।
বরং তিনি সহজ মূলনীতি দিয়েছেন যে তোমরা(যে অঞ্চলের মুসলিম হোক, সে অঞ্চলে যখন চাঁদ দেখা যাবে) চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করবে।
- Shakib Mahmud HP