বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পরিদর্শন করেন মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩১ জানুয়ারি (বুধবার) টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের বিটিসিএল টেলিকম কম্পাউন্ড ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)।
https://youtu.be/L4GGLxVsfVg
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এলাকায় বেজা এর অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে দখলের জায়গা পূণরুদ্ধারে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে বেপজা অর্থনৈতিক অঞ্চল ; মীরসরাই, চট্টগ্রাম।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উপকূলীয় কেওড়া বন উজাড় করে অবৈধভাবে পুকুর খনন করায় ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বেজা ও মীরসরাই উপজেলা প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
‘জমি বরাদ্দ নিলেও শিল্প গড়ছেন না ব্যবসায়ীরা’ কেন?
নাগরিক টেলিভিশনের কর্পোরেট শো ‘বিজকাশন’-এর এই পর্বে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
Bangladesh Economic Zones Authority -BEZA
উস্থাপনায়- সাইদ আরমান
প্রযোজনায়- নূরুল আলম তরিত
Nagorik TV
ফেনী থেকে মীরসরাই পর্যন্ত সুপারডাইক নির্মাণ করছে সরকার (পানি সম্পদ মন্ত্রণালয়), যার একপাশে "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর" আর অন্যপাশে বঙ্গোপসাগর। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অবকাঠামোসহ সুপারডাইকটি নির্মাণের ফলে প্রায় ১৬০০০ একর ভূমি reclaim হয়েছে, যেখানে বিভিন্ন ধরণের শিল্প কল-কারখানা, অবকাঠামো, অফিস প্রভৃতি স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে বাংলাদেশে দেশী বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিবেশ তৈরী হয়েছে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কর্মসংস্থানের চাহিদা পুরণসহ জাতীয় প্রবৃদ্ধি অর্জনে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকা বন্যা ও জলোচ্ছ্বাস হতে রক্ষা পাবে, ভূমিক্ষয় দূরিভূত হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে, বাণিজ্যিক বিনিয়োগের প্রবৃদ্ধি ঘটবে,
চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড ও ফেণীর সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক স্থাপিত "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে" গত ১৪ জুলাই (শুক্রবার) বন্যানিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন প্রকল্পের কাজ পরিদর্শন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। পরিদর্শনকালে বাপাউবো মহাপরিচালক, রমজান আলী প্রামাণিকসহ মীরসরাই বেজার প্রকল্প পরিচালক, বাপাউবো চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, মীরসরাই, সহকারী কমিশনের(ভূমি), মীরসরাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা/প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনের পূর্বে স্থানীয় প্রশাসন, বেজা, পাউবো, বাংলাদেশ নেভী ও চীনা পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এর বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ উপমন্ত্রী।
News of Bangladesh Economic Zones Authority -BEZA on 20 November 2022 at Bangladesh Television
Bangladesh Economic Zones Authority -BEZA এর আওতাধীন ৫০টি শিল্প এবং অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত বক্তব্য।
Bangladesh Television