07/09/2023
কাম সাগরের ধাক্কা লেগে মনি লাল পাথর চুয়া'য় :
মানব দেহে তিন রংয়ের পানি আছে।তার
মধ্যে বীর্য সবচেয়ে বেশী মুল্যবান।
কেবল মানুষ ছাড়া, আর কোন প্রাণী প্রজনন
ছাড়া তাদের বীজ নষ্ট করে না।কিন্তু, মানুষ
শ্রেষ্ট জীব হয়েও, যেখানে সেখানে, যখন
তখন, এই মুল্যবান বস্তুটি ফেলে দেয়।
অনেকে নানা কু পথে গমন করে,কেও হাতে,
বিছানায়,কেও বাথরুমের মতো স্থানেও এমন গর্হিত
কাজ করে।
কেও কাবা দর্শনের মন মানসিকতা নিয়ে যখন
"স্ত্রী সংগম করে, তখন তাদের মিলনের
ফলে পবিত্র সন্তান উৎপন্ন হয়।কিন্তু, ক জন
আছে এমন? অধিকাংশই মুখিয়ে থাকে বাসর রাতের
অপেক্ষায় ,কখন ঝাঁপ দেবে সুখের সমুদ্রে।
অনেকে আবার নির্লজ্জ হয়ে বন্ধুদের
কাছে বলে, বাসর রাতে কী কী করেছে।
""কামনা শুন্য অন্তর নিয়ে যৌন মিলন একটি মহান
পুন্যের কাজ।কেননা, এর ফলে পবিত্র সন্তান জন্ম
হয়, এবং এর ফলে মানব জাতীর উদ্ধার প্রাপ্তি সহজ
হয়।
লালন লিখেছেন
""মহাজনের সে ধন এনে ""
ছিটালি তুই উলুবনে।।
কাম ছাড়া যেমন কামেল হওয়া যায়না,তেমনি কাম
কে দমন করতে না পারলে উদ্ধার প্রাপ্তিও সম্ভব নয়।
পৃথিবীতে যত অশান্তি, তার নব্বই ভাগই যৌন
মোহের কারনে।এমন কি যারা ধর্মের নাম
ভাঙ্গিয়ে জংগিপনা করছে, সন্ত্রাস করছে, এখানেও
যৌন মোহ। কেননা, ওরা মনে করছে, এভাবে মানুষ
মেরে জিহাদ করে বেহেশ্তে যাওয়া যাবে, আর
সেখানে সত্তর জন করে হুর পাওয়া যাবে।
দিব্যজ্ঞানীগণের জন্য ইঙ্গিত রয়েছে।
কামেল হতে চাইলেও কাম সাগর পারি দিতে হবে।
আর ডুবে মরার ইচ্ছে থাকলে ডুবে মরবে।
তবে অধিকাংশরাই ডুবে মরে এর অতল জলে।
এখানে সাপ এবং ব্যঙ্গের খেলা চলে। ব্যঙ,
কৌশলে, সাপের মনি চুরি করে নেয়।কিন্তু, ক জন
সাপ আছে তা টের পায়।।???
মা গো মা জী গো জী
করলাম রঙে।
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে।
নদীর নাম কামিনী সাগর,
বাঁকে বাঁকে উঠে লহর,
পারিনা তার সঙে।।
https://www.highcpmrevenuegate.com/utbcddsjcz?key=35571ef6b8c852b46249518724ca24be