Phïlösøphïçäl Lífè

  • Home
  • Phïlösøphïçäl Lífè

Phïlösøphïçäl Lífè Loading...

03/07/2022

যে হারিয়ে গেছে তাকে
খুঁজে পাওয়া যায়

যে সেচ্ছায় নিখোঁজ তাকে
খুঁজে পাওয়া গেলেও
বুঝে পাওয়া যায় না...

30/06/2022

সময় নাও ধৈর্য ধরো
তারপর সম্পর্ক গড়ে তোলো

মনে রেখো হঠাৎ করে গড়ে
ওঠা সম্পর্ক হঠাৎ করেই
হারিয়ে যায়...

30/06/2022

চাপা পড়ে যায় স্বপ্ন যত
ভুলে যায় জীবনের মানে

একমুঠো ভাতের মূল্য কত
শুধু পথশিশুরা জানে...

30/06/2022

অশ্রু না থাকলে
চোখ এতো সুন্দর হতো না

কষ্ট না থাকলে
আনন্দের মর্ম বোঝা যেত না...

29/06/2022

অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে
কেনা গেলেও সুখ কেনা যায় না

কথাটা কতটা সত্যি জানিনা
তবে অর্থ না থাকলে সুখের
অনুভূতিটা আসে না...

29/06/2022

একটা কথা মনে রাখবেন
অহংকার সবসময় নিজেরই
বোঝার কারণ হয় দাঁড়ায়....

29/06/2022

মেয়েদের ভালোবাসতে শেখো

কার বৌ,কার গার্লফ্রেন্ড
এটা দেখার দরকার নেই
😎😎

29/06/2022

সময়ের মূল্য অনেক
তাই কাউকে দ্বিতীয়বার

তোমার সময় নষ্ট করার
সুযোগ দিও না...

29/06/2022

যখন চেনা মানুষ অচেনার
মতো ব্যবহার করে

বুঝতে হবে সে তোমার সাথে
দূরত্ব বাড়াতে চাইছে...

29/06/2022

জীবনে সেরা শিক্ষাটা
পাওয়ার জন্য কারো না
কারো কাছে একবার

হলেও ঠকে যাওয়াটা
খুব দরকার...

29/06/2022

সম্পর্ক কখনো বৃষ্টির
মতো হওয়া উচিত নয়

যা ঝরে শেষ হয়ে যায়
বরং সম্পর্ক বাতাসের

মতো হওয়া উচিত,যা
নিস্তব্ধ থাকে, কিন্তু সর্বদা
আশেপাশেই থাকে ...

29/06/2022

অতীত শিখায়
বর্তমান কাদায়

আর ভবিষ্যত
বেঁচে থাকার স্বপ্ন দেখায়...

29/06/2022

কখনো কখনো সব
সত্যিটা জানার পরেও

চুপচাপ সব মিথ্যা টাও
শোনা দরকার

কিছু মানুষ
কতটা নাটক করছে
সেটা দেখার জন্য...

29/06/2022

কারো সাথে কথা বলাটা
অভ্যাসে পরিণত করবেন না

যখন সে আর কথা বলতে
চাইবে না , তখন আপনি
অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন...

29/06/2022

সবসময় একটা কথা মনে রাখা উচিত

কেউই নিখুঁত নয়
দোষ গুণ মিলেই মানুষ...

28/06/2022

বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে
যাওয়ার নাম ভালোবাসা নয়...

বাস্তবতার সাথে যুদ্ধ করে
প্রিয় মানুষটার পাশে থাকার
নাম ভালোবাসা...

28/06/2022

যারা বলে পাশে থাকব
বিশ্বাস করুন সবার আগে
তাঁরাই পাশ কাটিয়ে চলে যাবে
আপনার খারাপ সময়ে...

28/06/2022

সবকিছুর বিকল্প কাউকে না
কাউকে খুঁজে পাবে...

তবে "মার" বিকল্প শুধু "মা" কে ছাড়া
আর কাউকে খুঁজে পাবে না....

28/06/2022

যদি সহজেই কাউকে পাত্তা দাও
সে তোমায় সস্তা ভাববে...

যদি সহজেই কাউকে গুরুত্ব দাও
সে তোমায় গুরুত্বহীন ভাববে...

সহজেই যদি কাউকে ভালোবাসো দাও
অবহেলা করবে...

যদি সহজেই কাউকে বন্ধু ভাবো
বিশ্বাসঘাতকতা করবে...

কাউকে সম্মান দিলে সে সেটা
দুর্বলতা ভাববে...

তাই চাহিদার থেকে বেশি
কিছু দিয়ে ফেলো না....

28/06/2022

মিথ্যা কথা বলে চালাক

হওয়া যায় , তবে কখনো

মিথ্যা দিয়ে বড় মানুষ

হতে পারবে না,বড় মানুষ

হতে হলে সত্যের পথে

থাকতে হয়।

28/06/2022

অভিজ্ঞতা থেকে বলছি

সকলকে ভালো রাখতে

গিয়ে নিজেকে কখনো

ভালো রাতে পারবে না

সবার প্রথমে নিজেকে

ভালো রাখতে শেখো,

তবে সকলকে ভালো

রাখতে পারবে।

28/06/2022

একা থাকলে ভালো থাকবে কি না জানি না

তবে এটা বলতে পারি

খারাপ মানুষ গুলোর থেকে

অনেকটাই বেঁচে থাকবে।

28/06/2022

No matter,who you are

Where you From

Your skin Colour

Your gender Identity

Just Speak
✌️Yourself✌️

বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত এমন কোন কিছু নিয়ে বিতর্ক হওয়া জাতির জন্য লজ্জাজনক 😡হোক সেটা কপালের টিপ কিংবা পোশাক ।...
28/06/2022

বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত এমন কোন কিছু নিয়ে বিতর্ক হওয়া জাতির জন্য লজ্জাজনক 😡

হোক সেটা কপালের টিপ কিংবা পোশাক ।✌️

কে কোন পোশাক পরিধান করবে, কোন স্টাইলে চলবে এটা সম্পূর্ণ ব্যক্তির স্বাধীনতা।💪

এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারিনা, হোক সে ঘরের বৌ, বোন,মা কিংবা বাহিরের কেউ ।😠

কাউকে জোর করে যেমন বোরখা পরানো ঠিক হবে না তেমনি আবার শাড়িও পরানো ঠিক হবে না ।🥱

অর্থাৎ পোশাক পরিচ্ছদে যে যেটাতে আরাম বোধ করবে তাকে সেইটা পরতে দেওয়া উচিৎ।🍌

28/06/2022

Money and Success are

more important than Love.

28/06/2022

সূচনা যতটা সুন্দর ও মধুর হবে 🤗

উপসংহারে বিচ্ছেদ অনিবার্য 🤔

28/06/2022

I don't want to be very

rich🥱.

But I want to do a lot in

life🤗

28/06/2022

যে অন্যের ধ্যানে মগ্ন 👀

আমি তার সাধনা করি না☠️

28/06/2022

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা আমাদের দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে নেই। যারা পাকিস্তান পন্থী, স্বাধীনতা বিরোধী এবং ধর্মের নামে জঙ্গিবাদের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। দেশকে জঙ্গিবাদ এবং স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাঁচাতে হলে দেশে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে একদলীয় গনতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যেখানে রাষ্ট্রের নির্বাহী ও সরকার প্রধান হবেন একজন রাষ্ট্র্রপতি। পার্লামেন্ট হবে দুই কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষ হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চ কক্ষ হবে সিনেট। নিম্ন কক্ষের সদস্য সংখ্যা হবে ২০০ এবং উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হবে ১০০। বিভাগ হবে ১০টি এবং প্রতি বিভাগে জেলার সংখ্যা হবে ৫টি অর্থাৎ জেলা হবে ৫০টি। প্রতি জেলায় নিম্ন কক্ষের আসন সংখ্যা হবে ৪টি করে এবং উচ্চ কক্ষের আসন সংখ্যা হবে ২টি করে। বিচার বিভাগ , নির্বাচন কমিশন, দূর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকতে হবে স্বাধীন। একদলীয় শাসন ব্যবস্থা হলেও নির্বাচন থাকবে যেখানে জনগণ পার্লামেন্ট সদস্যদের এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি সদস্যদের নির্বাচিত করবে। আবার এই পার্লামেন্ট সদস্যরাই প্রেসিডেন্ট নির্বাচন করবেন। কোন রাষ্ট্র ধর্ম থাকবে না অর্থাৎ রাষ্ট্র ধর্ম হবে নিরপেক্ষ। এই শাসনব্যবস্থা ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। কারন এদেশের মানুষ বিভক্ত। দেশের উন্নয়ন অগ্রগতির ব্যাপারে তারা দেশপ্রেমের পরিচয় দেয় না। দেশে এক শ্রেণীর মানুষের মধ্যে ধর্মের বিকৃত বড়ি এমনভাবে খাওয়ানো হয়েছে যে তারা জঙ্গিবাদ, সহিংসতা, বোমা হামলা করে ইসলাম কায়েম করতে চায়। তারা নিজেদেরকে দেশের মধ্যে আলাদা জাতি মনে করে। আর মুসলিম জাতি কি 😕 আমরা যে বাঙালী জাতি এটা বলতে খুব কষ্ট হয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইহুদি এটাতো একটা সম্প্রদায়। এশিয়ার বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের দিকে তাকালে দেখা যায় জঙ্গীবাদের ভয়াবহ চিত্র। তাই দেশকে রক্ষা করতে হলে একদলীয় গনতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোন বিকল্প নেই। কারন দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলো এ দেশটাকে পাকিস্তান বানানোর অপচেষ্টা লিপ্ত। তাই একদলীয় গনতান্ত্রিক শাসনব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। একদলীয় গনতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে পারেন আমার স্বপ্ন।যদি এমনটি হয় তাহলে আমরাই হবো একদলীয় গনতান্ত্রিক শাসনব্যবস্থার প্রথম দেশ😘 যেখানে স্বাধীনতা বিরোধীরা আর মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না।

28/06/2022

জীবনে যা কিছু অনিবার্য

অবহেলা না করে ভালোবাসা উচিৎ

তাতে কষ্ট কম হবে

(যেমন মৃত্যু)

28/06/2022

আমি খোঁজ রাখি না তার,যে আমার খোঁজ রাখে না😊

আর খোঁজ রাখি না তার,যার সঙ্গে আমার যাচ্ছে না😊

28/06/2022

জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু

আর অসুবিধার কথা শুনে যে পালিয়ে যায়,পরিবর্তন হয়ে
যায় সে ছিল একজন সুযোগ সন্ধানী

28/06/2022

বহু পুরুষে আসক্ত এমন নারীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নয়🙏

হোক সেটা বন্ধুত্ব কিংবা অন্য কোন সম্পর্ক

তাতে সম্মান এবং জীবন দুটোই হুমকিতে থাকে 🤢

28/06/2022

টাকা-পয়সা,বাড়ি-গাড়ি
রুপ-যৌবন

এ সবকিছুই এ flowing পৃথিবীতে ক্ষণস্থায়ী🧟

তাই inflating এর কিছু নেই 🙏

28/06/2022

কষ্টগুলো ঢেলে দাও

কালিতে!!

28/06/2022

ভদ্রলোক সেই !

যে অন্যের আত্মাকে আঘাত

না করে কথা বলে

28/06/2022

প্রেম হচ্ছে না পাওয়া

আমরা যা কিছু পেলাম না😑

অর্থাৎ যা কিছু হারিয়েছি

তাই প্রেম

কি হিংসা হচ্ছে,জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী রাজাকার, পাকিস্তান পন্থী হতচ্ছাড়ার দল, তোদের কোন কুচক্র বাংলাদেশের এগিয়...
28/06/2022

কি হিংসা হচ্ছে,জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী রাজাকার, পাকিস্তান পন্থী হতচ্ছাড়ার দল, তোদের কোন কুচক্র বাংলাদেশের এগিয়ে যাওয়াকে থামাতে পারবে না😁

আমারা আমাদের জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে এবং জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী দৃঢ় নেতৃত্বের উপর ভিত্তি করে এ দেশকে উন্নতির শিখরে নিয়ে যাব ইনশাআল্লাহ
😍😍

Address


Website

forher

Alerts

Be the first to know and let us send you an email when Phïlösøphïçäl Lífè posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Phïlösøphïçäl Lífè:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share