Tareq Hasan

Tareq Hasan শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে স?

07/06/2022

Join us in the Journey to inspire the world.

07/06/2022

আমার এই পেজটিতে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে এখানে আর কোনো পোস্ট বা ভিডিও আপলোড করা হবে না। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা দয়া করে এই নতুন পেজটিতে লাইক দিয়ে ফলো করুন।
ধন্যবাদ ❤️❤️
# # ফেসবুক পেজ

https://www.facebook.com/Tareq-Hasan-113335294718908/

# # ফেসবুক গ্রুপ

https://www.facebook.com/groups/246006144408804/?ref=share

Join us in the Journey to inspire the world.

https://youtu.be/RrtuBcAtCY8
30/05/2022

https://youtu.be/RrtuBcAtCY8

কে বেশি কষ্ট পাবে? তুমি ? নাকি যে তোমাকে ঠকিয়েছে?|কেউ প্রতারণা করলে কি করবে/ videoJoin My page : https://w...

21/05/2022

রোমান্টিক আবহাওয়া ? | My First Vlog | Daily Vlog Part 1 | Rainy Day | Nature | Romantic Weather

21/05/2022

সুখে থাকার জন্য এই পদ্ধতি টি মেনে চলুন || Bangla Motivational Story || Motivational Video in Bangla

17/05/2022

22 থেকে 28 বছর বয়সে কী হয় ?|Bangali Status Video | |Motivational speech |Bangla Motivation

16/05/2022

কিছুতেই তাকে ভুলতে পারছ না ?|| Break Up Motivation || Motivational video in bangla | After Breakup

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
14/05/2022

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! এটা ভাবার কোনো কারণ নাই যে, যারা "ভাবী" টার প্রশংসা করছে, এরা "ফ্রি মাইন্ড" এ ইনোসেন্ট মন নিয়ে করছে! নাহ, এরা অবশ্যই অবশ্যই অবশ্যই কুমতলব নিয়েই প্রশংসা করে!! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই কুকুর হইতে সাবধান।
©

13/05/2022
13/05/2022

সময় তোমারও আসবে || Powerfull Motivational Video in Bangla | Bangla Motivation | Motivational Speech

Eid Mubarak 🌙🌙
03/05/2022

Eid Mubarak 🌙🌙

19/03/2022

হাজিরন বেগমের পানের দোকান | Amazing Paan Shop in Bangladesh | Fire paan || Bangladeshi Street Food

04/03/2022

হাওয়াই মিঠাই

04/03/2022

নাফিজের পাগলামি এবং চা এর রিভিও

03/03/2022

পার্বতীপুর স্টেশনের বিখ্যাত পেয়ারা মাখা

Do not return the beggar empty-handed.Because it is God's mercy on you because He sent His creation to you❤️❤️
17/02/2022

Do not return the beggar empty-handed.
Because it is God's mercy on you because He sent His creation to you❤️❤️

17/02/2022

ভুলেও নিজের দুর্বলতা গুলো কখনও কারোর সাথে শেয়ার করবেন না || Don't Reveal Anything you Know || Don't do this || Bangla motivational Video
inspirational video
life problem solution
self development
personality development

17/02/2022
যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
12/02/2022

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

llঅনার্স মাস্টার্স পাশ করা ২৬/২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়...। আর পড়...
12/02/2022

ll
অনার্স মাস্টার্স পাশ করা ২৬/২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়...।
আর পড়ালেখা না জানা ১২/১৪ বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪/১৫ হাজার টাকা হয়..।

কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা..।
আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা যদিও সর্বত্র হয়না...।
তাহলে আমরা কোথায় যাবো...?
স্কুলে না ফ্যাক্টরীতে...?

তাই বলে আমি লেখাপড়াকে ছোট করে দেখছিনা বা দেখার সাহসও আমার নেই। আমি বলতে চাচ্ছি দুটো বিষয় সঠিক মূল্যায়িত হচ্ছে কি?

হাজার হাজার - লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত তখন...!
রাষ্ট্র পড়ালেখা করার জন্য পরিবেশ তৈরী করে
কিন্তু পড়ালেখা শেষ করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেনা...?

অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে, ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়..।
আসলেই কি পাওয়া যায়...?
নাকি মোটা অংকের Donation দিতে হয় অথবা স্বজনপ্রীতির কোটা পাইতে হয়...।

ভাল রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন...?
রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরী দিতে না পারে, তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলো বন্ধ করে দেন। তখনই কিছু করবে জনগন তাহলে।
তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এতো কষ্ট করতে হতো না..। টাকা গুলো অন্তত সঞ্চয় হতো..।

আমার মনে হয় দেশে সকলেরই উচ্চশিক্ষায় শিক্ষিত হবার দরকার নেই। যারা গবেষণা বা শিক্ষকতা করবেন তারাই বেশি শিক্ষিত হোক। এরচেয়ে বরং কর্মমূখি শিক্ষার প্রয়োজন। সহজ ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে হবে সরকারী পর্যায়ে থেকে। এটা অন্তত উদ্যোক্তা তৈরী করবে ঘরে ঘরে। এরাই কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

বড় বড় লাঘব বোয়ালরা হাজার কোটি টাকা পায় অথচ ক্ষুদ্র উদ্যোক্তা লোন পায়না তেমন। ধনীদের কাছ থেকে শেষে সরকারের সেইটাকা পাবারও নিশ্চয়তা নেই, চলে যায় বেগম পাড়ায়। কথায় শুধু ফুলঝুরি দিয়েন না। নাকের সামনে মূলো না ঝুলিয়ে বাস্তবে এদেরই এগিয়ে নিয়ে পরিবর্তন করতে হবে দেশের।

এই সত্যটা মনে হয় চীন অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিল। তাই তখন চীনারা সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় বেশী গুরুত্ব দিয়েছিলেন যার ফলস্বরূপ এখন চীনের প্রতিটি ঘর এখন এক একটা ফ্যাক্টরী। ঘরে ঘরে উদ্যোক্তা। তারা জনসংখ্যা কে জনশক্তি তে রুপান্তর করে বিশ্ববাজার দখল করে এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকে ল্যাং মেরে নামিয়ে হয়ত আগামী ৩০/৪০বছর পর নেতৃত্বের আসনে বসবে।

যাহোক, চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না...।
অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না..।
না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়া-পড়শির খোটা সহ্য করতে...

আফসোস অনেকেরই...

12/02/2022

কাউকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না.!!
সময়ের ব্যবধানে তুমিও
একদিন ঠকে যাবে।🙂🥀

25/01/2022

Who will Choose the right one Challenge || Guess Challenge || Lucky Cup Challenge
funny video ,bangla vlog, family vlog and entertainment, cousin challenge video

24/01/2022
24/01/2022

Water Pouring Challange || Don't Spill the Water CLALLANGE || || Challange Video

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tareq Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share