Taqwa এজেন্সি বিডি

  • Home
  • Taqwa এজেন্সি বিডি

Taqwa এজেন্সি বিডি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taqwa এজেন্সি বিডি, Social Media Agency, .

We are specializes in Social Media Advertising (Facebook/Instagram/Google/YouTube), Graphics design, SEO, Web Design and Development with excellent customer satisfaction.

লগো কত প্রকার ও কি কি?লগো হচ্ছে একটা ব্যবসায়ের অঙ্গ। একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বৈশিষ্ঠের মধ্যে লগোও একটি গুরুত্বপ...
05/03/2022

লগো কত প্রকার ও কি কি?
লগো হচ্ছে একটা ব্যবসায়ের অঙ্গ। একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বৈশিষ্ঠের মধ্যে লগোও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ঠ। যদিও এটি অতি ক্ষুদ্র একটি বৈশিষ্ঠ, কিন্তু একটি লগো আপনার ব্যবসায়ের সাফল্যের জন্য আনেক ক্ষেত্রে দায়ী। লগো আমদের জীবনের একটি অংশ হয়ে দাড়িয়েছে। আপনি ঘুম থেকে উঠে সকালের নাস্তা করতে গেলে লগো চোখে পড়ে, আপনার গাড়িতে লগো, অফিসের কম্পিউটারে লগো। বলতে গেলে লগো আমাদের আশপাশটা দখল করে নিয়েছে। এবং আমাদের চারপাশে এক এক লগো এক এক রকম। কিন্তু সবলগোই কোন ছবি এবং বর্ণ এবং কোন শেইফ এর সমন্বয়ে তৈরি হয়। প্রত্যেক লগো আপনাকে আলাদা উপলদ্বি দিবে।

আমাদের আশেপাশের সমস্ত লগোকে গঠনগত দিক দিয়ে ৭ ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি লগোর আলাদা সুবিধা বা অসুবিধা রয়েছে। তাই আপনার ব্যবসায়ের শুরুতে আপনি কোন ধরণের লগো আপনার ব্যবসায়ের জন্য ঠিক করবেন সেটা ভেবে নেওয়া জরুরী। নিচে ৭ প্রকার লগোর নাম ও তার বিবরণ দেওয়া হয়েছে।
১. ওয়ার্ডমার্ক
২. লেটারমার্ক
৩. পিক্টোরিয়াল মার্ক
৪. অ্যাবস্ট্রাক্ট মার্ক
৫. ম্যাসকট
৬. কম্বিনেশন মার্ক
৭. অ্যাম্বলেম

Abstract Mark: আবস্ট্রাক্ট লোগো সাধারণত কোম্পানির আইডিয়া , গুণাগুণকে উপস্থাপন করে।আবস্ট্রাক্ট লোগো শেপ কিংবা ছবিভিত্তিক হয়ে থাকে। এটা হতে পারে আপেল/ফুল। রঙ এবং অন্যান্য স্টাইলের মিশ্রণে ডিজাইন করা হয় এই ধরণের লোগো।
Mascot Logo: ম্যাসকট শব্দটা শুনলেই কার্টুন বা ফানি কিছুর কথা প্রথমে মাথায় আসে। মুলত ম্যাসকট লোগো বিভিন্ন ইলাস্ট্রেশন ভিত্তিক কার্টুন বা কোন ফানি শেইফ বা ছবির সাথে কালার যোগ করে ডিজাইন করা হয়। এই লোগো ডিজাইনের মুল থিওরি হচ্ছে ব্রান্ড বা পন্যকে বন্ধু ভাবাপন্ন, মিশুক, আনন্দদায়ক, মজা ইত্যাদি এমন কোন কিছুকে উপস্থাপন করা । ম্যাসকট লোগো সাধারনত শিশু বা ফ্যামেলিকে টার্গেট করে ডিজাইন করা হয়। খেলাধুলার পণ্যতেও ম্যাসকট লোগো ব্যবহার করা হয়। মাস্ককোটস লোগোর শ্রেষ্ঠ উদাহর বলা যায় কেএফসির লোগো কে ।
Combination Mark: কম্বিনেশন মার্ক লোগো হচ্ছে উপরের সবধরনের লোগোর সমন্বয়ে গঠিত লোগো ডিজাইন কম্বিনেশন মার্ক লোগোতে ছবি বা পণ্যের সাথে টেক্সটের সমন্বয় থাকে । বর্তমানে নতুন কোন ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য লোগো ডিজাইনের ক্ষেত্রে কম্বিনেশন মার্ক সবচেয়ে বেশী ব্যবহার হয়। কারণ এতে ওয়ার্ড থাকায় কোম্পানীর নাম যেমন থাকছে ,তেমনি শেইফ ব্যবহারের ফলে কোম্পানীটির নির্ধারিত প্রতীক ব্রান্ড হিসেবেও প্রতিষ্ঠিত পাচ্ছে । উদাহরন হিসবে যদি বার্গার কিং এর কথা ধরি তবে , বার্গার কিং থেকে যদি বার্গার কিং নামটা ফেলে দেওয়া হয় তারপরও মানুষ এটাকে বার্গার কিংয়ের লোগোহিসেবেই বুঝে নেবে। ঠিক একইভাবে বার্গারের ছবিটা তুলে ফেলা হয় তারপরও বার্গার কিং নামেই মানুষ চিনবে।
Emblem Logo: এমব্লেম লোগো টেক্সট এবং আইকন বা সিম্বল সমন্বয়ে ডিজাইন করা হয়। এই ধরণের লোগোর ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে । সাধারণত এই লোগো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন এবং সরকারী সংস্থা সূমহে ব্যবহার করা হয়। এছাড়াও কফিশপ ,ফুড বা পানীয় ভিত্তিক ব্যবসা বা কোম্পানীর ক্ষেত্রে এই লোগোর ব্যবহারের প্রচলন আছে ।
Letter Mark: লেটার মার্ক লোগোর আরেক নাম “মনোগ্রাম লোগো” । এই লোগোতে সাধারনত এক থেকে চারটি অক্ষর বা বর্ণ ব্যবহার করা হয় । কোম্পানির নামের প্রথম অক্ষর কিংবা বড় নামের ক্ষেত্রে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর নিয়ে সংক্ষিপ্তকরণ পদ্ধতিতে এই লোগো তৈরি হয় ।এটিও টাইফোগ্রাফি ভিত্তিক লগো অর্থাৎ লেটার মার্ক লোগোতেও টেক্সট অথবা ফন্ট দিয়ে ডিজাইন করা হয়। যেমন ঃ ওয়ার্ডপ্রেস, ম্যাকডোনাল্ডস,নাসা, এইচবিও ইত্যাদি । লেটারমার্ক লগো দেখতে এবং উচ্চারণগত দিক দিয়ে অনেকটা অন্যান্য লগোর চাইতে সহজ হয়।
pictorial Mark: একটি প্রতীক নিয়ে যে লোগো ডিজাইন করা হয় তাকে পিক্টোরিয়াল মার্ক লোগো বলে । এই লোগো ওয়ার্ড মার্ক বা লেটার মার্কের সম্পুর্ণ বিপরীত অর্থাৎ এই লোগোতে কোন লিখা বা কোম্পানির নাম থাকেনা। ডিজাইনের মাধ্যমে কয়েকটা শেইফকে ব্যবহার করে একটি ছবি বা প্রতীক দাড় করানো হয়। পিক্টোরিয়াল মার্ক লোগোর মাধ্যমে কাস্টমারদের বার্তা দেওয়া হয় কোম্পানির কেমন পন্য বাজারে রয়েছে । তাই সাধারণত নতুন ব্যবসায়ের ক্ষেত্রে এই লোগোর ব্যবহার খুবই কম , কারণ এইলোগোতে কোম্পানির নাম এড়িয়ে যাওয়া হয়। পিক্টোরিয়াল মার্ক লগো কাস্টমার দেখলে অটোমেটিক কোম্পানির পন্য সম্পর্কে কাস্টমারের মনে ধারণা চলে আসে। তবে নতুন কোম্পানির বেলায় সেটা তেমন ঘটে না।
Wordmark: ওয়ার্ড মার্ক লোগো সাধারণত টাইপোগ্রাফি ভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ টেক্সটের মধ্যেই কোম্পানির নাম বা ব্রান্ড নাম থাকে এবং এধরণের লোগো শুধু মাত্র একটি ব্যবসার নামের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়। যেমন: google, cocacola, visa ইত্যাদি ।এই ধরনের লোগোর মুল উদ্দেশ্য থাকে কোম্পানির নামকে ব্র্যান্ড করা। ওয়ার্ডমার্ক লগোতে কোন প্রতীক বা কোন গ্রাফিক নিদর্শণ ব্যবহার করা হয় না । শুধু মাত্র ফন্ট এবং কালার দিয়েই এই ধরনের লোগো ডিজাইন করা হয়। যে কোন কোম্পানীর সংক্ষিপ্ত এবং সতন্ত্র নামের সাথে এই ধরণের লোগো বেশ ভালো মানায়। তবে নতুন ব্যবসার ক্ষেত্রে ওয়ার্ডমার্ক লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নাম ছোট এবং ইউনিক হওয়া জরুরী। কারন কম্পানির নাম দেখেই মানুষ যেন বুঝতে পারে কোম্পানীর সার্ভিস সম্পর্কে এবং কি ধরনের রয়েছে সেটা বদলে দিতে পারে।

ফেসবুক মার্কেটিং কি?ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। ফেসবুক ব্যবহার করে...
01/03/2022

ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ের ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। ফেসবুক ব্যবহার করে কোনো কোম্পানির পণ্য বা সেবাকে গ্রাহকরের কাছে পৌঁছে দেয়া অথবা কোম্পানির ব্র্যান্ডিং ও ভিজিবিলিটি বৃদ্ধি করাই হচ্ছে ফেসবুক মার্কেটিং।
শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটে ব্যবহার বেড়ে যাওয়ায় মানুষ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিনের বেশিরভাগ সময় কাটায়। এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত ফেসবুক। তাই পণ্যের ডিজিটাল প্রচারণাকে আরো জোরদার করার জন্য ফেসবুক কেন্দ্রিক যে মার্কেটিং পরিচালনা করা হয়, তাই মূলত ফেসবুক মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং এ সাধারণত কোন পণ্য বা সেবার বিজ্ঞাপন তৈরি করে সেটিকে সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়। ফেসবুকের অ্যাডভান্সড সব ফিচারের কল্যাণে ফেসবুক মার্কেটিং এখন বেশ কার্যকরী এবং ফলপ্রসূ। এ ব্যবস্থায় একজন মার্কেটার তার পণ্য কিনতে সর্বাধিক আগ্রহী এমন সব গ্রাহককে সহজেই খুঁজে নিতে পারে।
ফেসবুক মার্কেটিং কত প্রকার?
ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।
ফ্রি ফেসবুক মার্কেটিং
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক পেজ খোলে সেই পেজের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের পন্য প্রচার করাই হচ্ছে ফ্রি ফেসবুক মার্কেটিং। আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমানে ফ্যান ফলোয়ার থাকলে খুব সহজে আপনি ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারবেন।
তাছাড়া আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করেও আপনার পন্যের প্রচার ঘটাতে পারেন। এ ছাড়াও ফেসবুক প্রোফাইল ও ফেসবুক ম্যাসেজঞ্জার দিয়ে আপনি ফ্রি ফেসবুক মার্কেটিং করতে পারবেন। সাধারণত ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান ফ্রি ফেসবুক মার্কেটিং করে থাকে।
পেইড ফেসবুক মার্কেটিং
টাকার বিনিময় ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক পেইড মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট হিসেবে শো হয় এবং ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আকারে শো হয়।
ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া যায় না। সে জন্য প্রথমে আপনার কোম্পানির নামে একটি ফেসবুক পেজ তৈরি করে নিতে হবে। তারপর ফেসবুক পেজে আপনার পন্যের বিস্তারিত তথ্য সংযোজন করে আপনার পন্যের বিজ্ঞাপন দিতে পারবেন।
ফেসবুকের জনপ্রিয়তা
সারাবিশ্বে প্রায় ৩ বিলিয়ন মানুষ প্রতিমাসে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী শুধু ফেসবুকই ব্যবহার করেন আনুমানিক ২.৯১ বিলিয়ন মানুষ। আর এর মধ্যে অন্তত ২.৩ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুকে লগিন করে থাকেন।
অপরদিকে প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড করা হয় প্রায় ৩৫০ মিলিয়ন। যা সত্যিই বেশ অবিশ্বাস্য। প্রতি মিনিটে জনপ্রিয় এই প্লাটফরমে ৫,১০,০০০ টি কমেন্ট, ২,৯৩,০০০ টি স্ট্যাটাস এবং ১,৩৬,০০০ টি ছবি আপলোড হয়ে থাকে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা ঠিক কতখানি।
ফেসবুক মার্কেটিং কেন করবেন?
আমি ইতিমধ্যে পরিসংখ্যানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এটা কত বড় মার্কেটপ্লেস হতে পারে আপনার জন্য। এত এত এক্টিভ ইউজার আপনি আর কোথায় এত সহজে ফ্রিতে পাবেন? বাংলাদেশের ১৬ থেকে ৩০ বয়সী লোকজনের প্রায় ৮০% লোক ফেসবুকে নিয়মিত এক ঘন্টা সময় ব্যয় করে।
বাংলাদেশের দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০% এর বেশি লোক ফেসবুক ব্যবহার করেন। বুঝতেই পারছেন, শুধুমাত্র বাংলাদেশেই আপনি লক্ষ লক্ষ ইউজার পেয়ে যাচ্ছেন অতি সহজে, যারা আপনার সম্ভাব্য ক্রেতা হতে পারে।
ফেসবুকের মাধ্যমে আপনি আপনার নিজস্ব ব্লগ, ওয়েবসাইটের ট্রাফিক-ও বাড়াতে পারেন।
আপনি যেকোন শহর, দেশ, বয়েস, লিঙ্গ হিসেবে সার্চ করেও আপনার কাস্টোমার এখানে টার্গেট করতে পারবেন।
অনান্য মার্কেটিং এর তুলনায় এটি খুব দ্রুত কার্যকরী ও খরচ কম।
খুব অল্প সময়েই আপনি আপনার পেজ বা কোম্পানির ব্রান্ডিং করতে পারবেন এখানে।
খুব সহজে কাঙ্খিত গ্রাহক খুঁজে পাওয়া যায়।
আপনার পেজ, গ্রুপ, আইডিতে অধিক ফলোয়ার থাকার মানে হচ্ছে আপনার গ্রাহক পাওয়ার চান্স অনেক বেশি। আর এই ফ্রেন্ড বা ফলোয়ার এত সহজে অন্য কোন সোশ্যাল প্লাটফর্মে পাওয়া সম্ভব নয়।
এখানে চেষ্টা করেছি, “ফেসবুক মার্কেটিং কি এবং কেন প্রয়োজন” তার বিস্তারিত জানাতে।
তারপর ও কারো কোন কিছু জানার থাকলে অথবা সাপোর্ট লাগলে আমাদের পেইজে নক দিবেন।

© বুষ্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই? | আমরা তখনই স্বার্থক যখন আমাদের ক্লায়েন্টরা সন্তুষ্ট!অনেকেই জিজ্ঞাসা করে...
28/02/2022

© বুষ্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই? | আমরা তখনই স্বার্থক যখন আমাদের ক্লায়েন্টরা সন্তুষ্ট!

অনেকেই জিজ্ঞাসা করে আমরা ডলার রেট এতো বেশি
কেনো নিচ্ছি!?

* আমরা কোনো কুপন ব্যাবহার করি না। আমাদের দ্বারা আপনার পেইজের কোনো ক্ষতি আমরা চাই না। তাই অরিজিনাল ডলার ব্যবহার করি। আর ডলার রেট তো আমাদের সবারই জানা।

ঐ আমরা আমাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে
থাকি কাজ শেষ হয়ে যাওয়ার পরেও।

তাই দাম নয় কাজের মান বিবেচনা করুন, হুমরি খেয়ে সস্তার ভোগান্তি কিনতে যাবেন না!🙏

আমাদের সার্ভিস সমূহ:
পেইজ প্রমোট পোস্ট বুস্ট
ভিডিও বুস্ট
লাইভ বুস্ট
এছাড়াও ওয়েবসাইট, ডোমেইন নিউজপোর্টাল, ইকমার্স সাইট বানিয়ে নিন স্বল্প মূল্যে!

লোগো ডিজাইন, ফেসবুক কাভার ও ব্যানার ও বিজ্ঞাপনের জন্য গ্রাফিক্সের কাজ করা হয়।

→ ডলার রেট ১২০ টাকা বিস্তারিত জানতে আজই কল বা পেইজে ম্যাসেজ করুন।

Phone: 01980238680,01674154143

Address


Telephone

+8801980238680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa এজেন্সি বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa এজেন্সি বিডি:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share