Fahima Aktar Freelancer

  • Home
  • Fahima Aktar Freelancer

Fahima Aktar Freelancer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahima Aktar Freelancer, Digital creator, .

25/09/2022

Assalamualaikum everyone

ইদ মোবারক তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
10/07/2022

ইদ মোবারক

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর, regular ভালো ভালো ভিডিও আপলোড করার পর চ্যানেলে subscribers এবং views বাড়বে।কিছুদিন...
28/05/2022

নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর, regular ভালো ভালো ভিডিও আপলোড করার পর চ্যানেলে subscribers এবং views বাড়বে।

কিছুদিন পর যখন চ্যানেলে ১০০০ subscribers বা তার থেকে বেশি হবে তখন আপনি YouTube Monetization এর জন্য apply করতে পারবেন...

Monetization apply করে active করার পর আপনার YouTube video তে বিজ্ঞাপন দেখানো হবে Google adsense এর তরফ থেকে..

নিজের চ্যানেলে monetization চালু করার জন্য শর্ত হচ্ছে
👉YouTube চ্যানেলে টোটাল ১০০০ subscriber থাকতে হবে।
👉 টোটাল ৪০০০ ঘন্টা ভিডিও ভিউ সময় থাকতে হবে।
মানে, আপনার সব ভিডিও গুলো মিলিয়ে টোটাল ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে।

এই শর্ত পূরণ করার পর monetization এর জন্য YouTube এ apply করতে পারবেন এবং YouTube টিম যদি চ্যানেলকে approve করে তাহলে আপনিও নিজের আপলোড করা video দ্বারা advertisement লাগিয়ে অনলাইন টাকা আয় করতে পারবেন।

ইউটিউব চ্যানেলে Monetization কি ভাবে চালু করবো...? Continue ✍️✍️

🎉🎉 শেখার মানুষিকতা নিয়ে শুরু করাটা বদলে দিতে পারে আপনার লাইফস্টাইল।🎉🎉ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোর্স।🎉🎉 ডিজিটাল ম...
28/05/2022

🎉🎉 শেখার মানুষিকতা নিয়ে শুরু করাটা বদলে দিতে পারে আপনার লাইফস্টাইল।

🎉🎉ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোর্স।
🎉🎉 ডিজিটাল মার্কেটিং শিখে আপনি চাকরি, পড়াশোনা বা ঘরের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন। এমনকি এই দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানিতে ফুল টাইম জবও করতে পারেন।

🎉🎉কোর্সের টপিক
💥 Facebook Marketing
💥 Instagram marketing
💥 Pinterest marketing
💥Twitter marketing
💥 LinkedIn marketing
💥 Google marketing
💥 Yahoo marketing
💥 YouTube marketing
💥 WordPress
💥 Woo-commerce
💥 On Page SEO
💥 Off Page SEO
💥 Email Marketing
💥 Lead generation
💥 Affiliate marketing
💥 Shopify
💥 Drop Shipping
💥 Content writing
💥 Fiverr.com
💥 Upwork.com
🎯কোর্সের মেয়াদঃ ৫ মাস
🎯ক্লাসঃ৩৮টি ২ টি ধাপে লেভেল -১ এবং লেভেল-২ ( সপ্তাহে ২ দিন)ক্লাস
🎯রেগুলার এসাইনমেন্ট এবং পরীক্ষা
🎯বিনা পূজিতে উদ্দোক্তা হওয়ার সুযোগ।
🎯কাজ পাওয়ার পরে তা করায় সাহায্য করা
🎉🎉এই সব গুলো টপিক আপনি একটি কোর্সেই শিখতে পারবেন। এই কোর্স গুলো যদি আপনি আলাদা ভাবে করতে যান তাহলে আপনাকে আরো বেশি খরচ করতে হবে। কিন্তু আমাদের এখানে আপনি এক সাথেই সব কোর্স টপিক পেয়ে যাচ্ছেন স্পেশাল স্কলারশিপের মাধ্যমে ৫০% +ছাড়ে।

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাঁদের কথা চিন্তা করে ফ্রি ক্লাস ।ফ্রিল্যান্সিং A to Z এবং অনলাইন ক্যারিয়ার বিষয়ক ফ্রি ...
23/05/2022

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাঁদের কথা চিন্তা করে ফ্রি ক্লাস ।

ফ্রিল্যান্সিং A to Z এবং অনলাইন ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার করতে Apply করুন ।

অনলাইন লাইভ ফ্রি সেমিনার ও প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করতে ,
দেরি না করে এখুনি যোগাযোগ করুন ।

কোর্সের বিষয় সমূহ
------------------------------

✔গ্রাফিক ডিজাইন
✔ডিজিটাল মার্কেটিং
=====================

আসসালামু আলাইকুম 🥰 #ফ্রিল্যান্সিং কি? #কিভাবে শুরুটা করবেন? #কিভাবে শিখবেন? #কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন? #আপনি কিভাবে ...
22/05/2022

আসসালামু আলাইকুম 🥰

#ফ্রিল্যান্সিং কি?
#কিভাবে শুরুটা করবেন?
#কিভাবে শিখবেন?
#কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন?
#আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন?
প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে, আজ সন্ধ্যা ৭ঃ১৫মিনিটে ফিউচারনেট ফ্রিল্যান্সিং কমিউনিটি চমৎকার একটি ফ্রি ক্লাসের আয়োজন করেছেন।

#রেজিষ্ট্রেশন চলছে!

21/05/2022

How are you 🙂? Guy's.....

🏆  আপনি কি বেকার?♥ আপনি কি স্টুডেন্ট?🏆 আপনি কি চাকুরি করেন?♥ আপনি কি ব্যাবসা করেন?🏆 আপনি কি পার্ট টাইম অথবা ফুল টাইম কিছ...
13/11/2021

🏆 আপনি কি বেকার?
♥ আপনি কি স্টুডেন্ট?
🏆 আপনি কি চাকুরি করেন?
♥ আপনি কি ব্যাবসা করেন?
🏆 আপনি কি পার্ট টাইম অথবা ফুল টাইম কিছু একটা করতে চাচ্ছেন?
🥰🏆তাহলে ফ্রিল্যান্সিং করুন, এটি একটি মুক্ত পেশা
আপনি আপনার নিজ ইচ্ছা মত কাজ করতে পারবেন.
তবে কাজ করতে হলে আপনার মধ্যে থাকতে হবে ধৈর্য
ইচ্ছাশক্তি আর মন বল,
International marketplace এ কাজ করতে হলে থাকতে হবে আপনার মধ্যে Skill, আপনি কাজ না জানলে কোন কাজ করেই সফলতা পাবেন না,
আপনার একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যত উজ্জ্বল করবে,অথবা ******★***etc
👉💚🏆 আপনি চাইলে আমাদের ইনস্টিটিউট এ ফ্রি liveClass করতে পারেন,
ক্লাস করে ভালো লাগলে আমাদের সাথে কাজ করবেন,
আমরা যে সকল ক্লাস গুলো করে থাকি🥰
👉🏆 ডিজিটাল মার্কেটিং👈
👉💚গ্রাফিক্স ডিজাইন👈
👉🏆 ওয়েব ডিজাইন 👈
👉💚স্পকেন ইংলিশ 👈
🏆🏆🏆আর যারা চাকরি খুজছেন একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন চাকরি হচ্ছে না,
ব্যবসায় উন্নতি করতে পারছেন না, তাদের জন্য আছে কিছু স্পেশাল ক্লাস, 👈🏆
👉🤝💚🏆আমাদের ক্লাস অংশগ্রহণ করতে চাইলে ইনবক্স করুন , ফ্রী ক্লাসে যুক্ত হতে চাইলে ইনবক্স করুন 🏆🏆🤝🤝🤝💚💚সাথে থাকার জন্য ধন্যবাদ 🥰
fariya sheikh

Digital marketing এর সব গুলা ক্লাস এর তালিকা 🙂🙂
13/11/2021

Digital marketing এর সব গুলা ক্লাস এর তালিকা 🙂🙂

গবেষণা সংস্থা বিআইডিএসের এক জরিপে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস শিক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশ বেকার।শিক্ষ...
29/09/2021

গবেষণা সংস্থা বিআইডিএসের এক জরিপে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস শিক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশ বেকার।
শিক্ষিত বেকারত্বের কিছু প্রধান কারণ হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার দক্ষতার অভাব। আমরা শুধু জেনারেল পড়াশোনা দিকে বেশি ফোকাস। সত্যি কথা বলতে আমাদের বেকার থাকতে হতো না যদি আমরা জেনারেল পড়াশুনার পাশাপাশি নিজের কারিগরি স্কিল ডেভেলপমেন্ট করতে পারতাম।প্রাইভেট এবং সরকারি কোম্পানি গুলো বলছে চাকুরির অভাব নেই বরং অভাব রয়েছে দক্ষ জনশক্তির। আমরা যদি আমাদের বেকারত্ব দূর করতে চাই অবশ্যই আমাদেরকে জেনারেল পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। আর এই বেকারত্ব দূর করার অন্যতম একটি কর্মক্ষেত্র হচ্ছে ফিনান্সিং সেক্টর। সেখানে সকল পেশার মানুষ তার সকল প্রফেশনকে ঠিক রেখে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে ইচ্ছামত ইনকাম সোর্স বের করতে পারে। সুতরাং যারা এখনও বেকার রয়েছেন আপনার চাইলেই ফ্রিল্যান্সিং এর সুন্দর একটি ক্যারিয়ার করতে পারেন। আজই শুরু করুন ফ্রিল্যান্সিং এ আপনার পথ চলা।
ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করবো,
বেকারত্ব বাংলাদেশ গড়বো।

একটা বিষয় খেয়াল করে দেখেছি! আপনি কয়েকজনকে ফ্রিল্যান্সার হওয়ার পথ বাতলে দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন।💯💯তখন স্বভাবতই তাদেরকে ...
14/09/2021

একটা বিষয় খেয়াল করে দেখেছি!
আপনি কয়েকজনকে ফ্রিল্যান্সার হওয়ার পথ বাতলে দিচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন।💯💯

তখন স্বভাবতই তাদেরকে জিজ্ঞেস করবেন, "আপনাদের ধৈর্য আছে তো?" কিংবা "টাকা আয়ের চিন্তা বাদ দিয়ে আগে স্কিলড হতে পারবেন তো?"
তাদের প্রত্যকের উত্তর হবে, "জ্বি ভাই! পারবো!" কিংবা "আমার প্রচুর ধৈর্য ভাই! কোনো সমস্যা নেই!" অথবা "হ্যা ভাই! আগে শিখবো, তারপরে আয়!"
পরের দিন তাদের সাথে দেখা হলে, তারা জানতে চাইবে, "ভাই কয়দিনে আয় করতে পারবো?"
একটা সহজ আর স্ট্রেইট কাট কথা বলি!
আপনার ধৈর্য নেই, আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই! কোনো দরকার নেই! ✍️✍️

মার্কেটিং হোক কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, ৬ মাস-১ বছর যদি ধৈর্য ধরে কাজ শিখতে না পারেন, তাহলে বাদ দিন! আপনাকে দিয়ে ধান্দামি হবে, ফ্রিল্যান্সিং হবে না! ✍️✍️

আপনারাই শেষে ছয় মাসের মধ্যে ১ মাস কাজ শিখে আয় করতে না পেরে, যারা ধৈর্য ধরে ৯ মাস কাজ শিখে যাচ্ছে তাদের ডিমোটিভেট করছেন। তাই, আপনি দয়া করে তাদের থেকে দূরে থাকুন, যারা ৫০০০ টাকা খরচ করে হলেও কষ্ট করে কাজ শিখছে। কয়েক শ' হাত দূরে থাকুন!✍️✍️

এখন অনেকেই হয়তো বলবেন, "ভাই আমি গত ৩ বছর ধরে কাজ শিখে আসছি! তারপরেও কাজ পাচ্ছি না!"
আমি বলবো, "আপনি মিথ্যুক! কারণ, আপনি স্কিলড নন! আপনি কাজ শিখে আসছেন বা শিখেছেন, এই কথাটা মিথ্যা! বাংলাদেশে স্কিলড কেউই বসে থাকে না! সে কোনো না কোনভাবে নিজেকে সামাল দিতে পারে!"✍️✍️

দয়া করে এখন বাংলাদেশে বেকার কতজন আর আকার কতজন, এসব পরিসংখ্যান আমাকে দেখাতে আসবেন না!✍️✍️
কারণ, যে স্কিলড সে শুধু নিজের কাজেই নয়, বরঞ্চ কাজ খোঁজা থেকে শুরু করে নিজের স্কিলের বাইরেও সে আয়ত্ব করে রাখে; আর এমন মানুষ কেউই বেকার নেই! ✍️✍️

আপনি বেকার হলে, আপনার দোষ সবার আগে! হয়তো কোনো না কোনো ভুল আপনার অতীতে করে এসেছেন, হয়তো স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলোতে ফাঁকি দিয়ে রমনা পার্কে বসে গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন, হয়তো টিকটকের মতো পপুলার একটা সোশ্যাল মিডিয়াকে ভুল কাজে ব্যবহার করেছেন!
কিছু না কিছু ভুল তো আপনি করেছেনই!
সরকার খারাপ, দেশে চাকরি নেই, বাইরে দেশে অনেক চাকরি; ইত্যাদি উদ্ভট সব কথাবার্তা না বলে আগে দেখুন আপনি স্কিলড কি না, সত্যিকার অর্থেই স্কিলড কি না!✍️✍️

লোক দেখানো আর ভুলভাল নামাজ পড়ে স্বর্গের আশা যেমন করা যায় না, তেমনি লোক দেখানো আর ভুলভাল স্কিল দিয়ে নিজেকে বেকার থেকে আকারে পরিবর্তন করা যায় না!
স্টে পজিটিভ স্টে স্ট্রং 🔥

fariya sheikh
.....✍️✍️✍️

আসালামুআলাইকুম আপনাদের সবার মনে এই প্রশ্ন আছে। ফ্রিল্যান্সিং কি? কেন শিখবেন ফ্রিল্যান্সিং?চলুন তাহলে জেনে নিই এই প্রশ্ন ...
14/09/2021

আসালামুআলাইকুম

আপনাদের সবার মনে এই প্রশ্ন আছে।

ফ্রিল্যান্সিং কি? কেন শিখবেন ফ্রিল্যান্সিং?

চলুন তাহলে জেনে নিই এই প্রশ্ন গুলোর উওর।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি?👤👤

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ঠিক কত ধরনের কাজ করতে পারবেন তার কোন শেষ নেই। ... আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করবেন। এছাড়াও এ ধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই।

ফ্রিল্যান্সিং কি??🤔🤔

সহজ কথায় ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। যার মাধ্যমে আপনি ঘরে বসে বিশ্বের যেকোনো দেশের, যেকোনো
প্রতিষ্টানের কাজ করে দিতে পারবেন।

ফ্রিল্যান্সিং কেন করবেন?? 🤔🤔

ফ্রিল্যান্সিং করার মূল কারণ স্বাধীননতা, ফ্রিলেন্সিং এর
মাধ্যমে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায় কাজ করতে পারেন।আপনি চাইলে কাজ করবেন নইলে করবেন
না,তা আপনার ব্যাপার।
ফ্রলেন্সিং এর কোন বিষয় নিয়ে কাজ করবেন? 🤔

গ্রাফিক্স ডিজাইন

ওয়েব ডিজাইন এবং ডেভলেপমেন্ট

ডিজিটাল মার্কেটিং

লেখালিখি এবং ট্রান্সলেটিং

প্রোগ্রামিং

ভিডিও এডিটিং
এ সব বিষয় থেকে আপনি আপনার মন মতো একটি বেচে নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে সম্পূর্ণ গাইড লাইন পেতে আমাকে ইনবক্স করুন ❤️❤️

fariya sheikh


Winner

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, অনেকেই ফ্রিল্যান্সিং শিখার জন্য হ্যল্প চাচ্ছিলেন, নানা ব্যস্ততার কারনে কারো স...
13/09/2021

আসসালামু আলাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন,
অনেকেই ফ্রিল্যান্সিং শিখার জন্য হ্যল্প চাচ্ছিলেন, নানা ব্যস্ততার কারনে কারো সাথে কথা বলার সুযোগ হয়ে উঠে নি,

🔰 যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য কিছু সিট খালি আছে, আগামীকাল থেকে নতুন ব্যাচ শুরু হবে,
কোর্স ফিঃ ১২ হাজার টাকা ছিলো, এখন যারা এডমিশন নিবেন ৫০% ডিসকাউন্টে ৬ হাজার টাকায় নিতে পারবেন,

শুধু মাত্র তারাই ইনবক্স করবেন, যারা ১০০% শুরু করবেন,
আপনার সাথে কথা বলে যদি মনে হয় আপনি সব ক্লাস ঠিকঠাক করতে পারবেন তাহলে আপনার ১০০% আর্নিং রেস্পন্সিবিলিটি আমি নিবো, এবং আপনাকে লাইফটাইম সাপোর্ট করবো ইনশাআল্লাহ,
একটা টিম হয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেদের একটা অবস্থান তৈরি করবো ইনশাআল্লাহ,
যারা ভালো কিছু করতে চান, তার ইনবক্স করুন,

প্রয়োজন শুধু হার না মানা জেদ… ❤️ ......
11/09/2021

প্রয়োজন শুধু হার না মানা জেদ… ❤️
......

Congratulations🎉🎉🎉Shyamoli Jahan Shimu Sister...our brand new JRM.মেয়েরাও চাইলেই পারে!...শুধু প্রয়োজন সঠিক একটি গাইড লাই...
29/08/2021

Congratulations🎉🎉🎉
Shyamoli Jahan Shimu Sister...
our brand new JRM.

মেয়েরাও চাইলেই পারে!...
শুধু প্রয়োজন সঠিক একটি গাইড লাইন এবং সঠিক একটি সিদ্ধান্ত।
হ্যা আমি শিমু আপুর কথাই বলছি!..
যিনি পড়ার লেখার পাশাপাশি একজন মেয়ে হয়েও আমাদের ফিউচারনেট ও ইজেনের সাথে কাজ করে এখন কোম্পানির জেআরএম পদবী এচিভ করেন।

দোয়া করি এভাবেই এগিয়ে যাক আমাদের দেশের মেয়েরা।
ঘরে থেকেই করুক ফ্রিল্যান্সিং করে আয়।
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপু।

আপনার পরবর্তী এচিভমেন্ট আরো দ্রুত চলে আসুক এই প্রত্যাশা করছি।



🌷🌹প্রতিবছর যুক্তরাষ্ট্রের ফোর্বস  সাময়িকী বিশ্বের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে। গত বাইশ বছরে যার নাম সতেরো বার...
28/08/2021

🌷🌹প্রতিবছর যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী বিশ্বের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে।

গত বাইশ বছরে যার নাম সতেরো বার শীর্ষে ছিল তার নাম বিল গেটস।

🌹🌷৭৮.৯ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ নিয়ে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন ঠিকই, কিন্তু তাঁর সাফল্যের পেছনে অনেক উত্থান পতন আছে; আছে খারাপ সময়ে হতাশা কাটিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করার উদ্যোগ।

🌹🌷বিভিন্ন সাক্ষাৎকার ও ভাষণে তিনি তরুণদের উদ্দেশ্যে চমৎকার সব পরামর্শ দিয়েছেন। বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তির তরুণদের উদ্দেশ্যে দেয়া উল্ল

যত দ্রুত সম্ভব শুরু করে দিন
বিল গেটস সব সময় একটি কথা বলেন,

🌹🌷“এখনই শুরু করে দিন”। কারণ আজ যে আইডিয়া মাথায় নিয়ে আপনি ঘুরছেন, তা যদি বাস্তবায়ন করতে না পা্রেন তাহলে ঠিক কয়েক বছর পর দেখবেন আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না।

27/08/2021

💞💞💞 CONGRATULATIONS 💞💞💞 Taposhi Ray আপু
💞💞💞 WELCOME TO THIS SECTOR 💞💞💞

আমাদের জীবন অনেক গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে। আর একটি সুন্দর এবং সু-সংগঠিত জীবন পরিচালনা করা যায় সুন্দর পরিকল্পনা এবং একটি সুন্দর ক্যারিয়ার গঠনের মাধ্যমে।

আমাদের দেশে বর্তমান সময়ে ক্যারিয়ার গঠন করা অনেক কঠিন একটা কাজ আমাদের সবার কাছে। কিন্তু আমরা যদি একটু ভালো ভাবে চিন্তা করে দেখি তাহলে ক্যারিয়ার গঠন অনেক সহজ এবং সুন্দর ভাবে গঠন করা যায়। আর বর্তমান যুগে ক্যারিয়ার গঠনের সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং।
Taposhi Ray আপুকে অসংখ্য অভিনন্দন যে আপনি আপনার জীবনের একটি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। এবং আপনি যদি হতাশ না হন এবং শেষ পর্যন্ত সাথে থাকতে পারেন এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি অবশ্যই এর মাধ্যমে আপনার জীবন কে সুন্দর ভাবে এবং আপনার ক্যারিয়ার কে ভালো ভাবে গড়ে তুলতে পারবেন ।

ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে,,,
Reza
Team
Winner Family
......heaven of Free Lancer...&&&

🕋     Jummah mobarak 🖤🕋
27/08/2021

🕋
Jummah mobarak 🖤🕋

ফেসবুকের নেশায় খারাপ হয়ে যাওয়া ছাত্রটিরগল্প"বিশেষ_করে_SSC_HSC_পরীক্ষার্থীদের_পড়ার_অনুরোধ_রইলো ! তবে সবার জন্যে শিক্ষনীয় ...
27/08/2021

ফেসবুকের নেশায় খারাপ হয়ে যাওয়া ছাত্রটির
গল্প"
বিশেষ_করে_SSC_HSC_পরীক্ষার্থীদের_
পড়ার_অনুরোধ_রইলো ! তবে সবার জন্যে শিক্ষনীয় হবে ৷
মাথায় চুকচুকে করে তেল দেয়া ও বাম পার্শ্বে
চুল ফাঁক করে সিথি করা সাদাসিদা ভদ্র ছেলেটার নাম
আব্দুল
করিম।
যাকে কলেজে কম বেশি সবাই চিনে।কলেজের
মুখ বরাবরি এই করিমের জন্যেই উজ্জ্বল।যেমনি
সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তেমনি তার নম্র
ব্যবহার।
তবে এই করিমের পোঁষাক আশাক দেখে
অনেক সুন্দরি মেয়েদের কাছে সে ক্ষ্যাত
নামে পরিচিত।
এই করিম কে আবার অনেকই চিনেই না।কারণ সে
ঠিক সময়ে কলেজে আসবে আর টিফিন টাইমে
যাষ্ট টিফিনটা নিয়েই পড়তে বসবে।তাই অনেকের
কাছে সে আবার অপরিচিতও।
তাই তার তেমন বন্ধু বা মেয়ে বন্ধুও নেই।
আব্দুল করিম এইবার এইচএসসি পরিক্ষা দিবে।মায়ের
অনেক বড় আশা এইচএসসি পরিক্ষায় ভালো একটা
স্কোলার্শিপ নিয়ে মেডিকেলে পড়বে।
আর গরীব ও অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা দিবে।
তাই মায়ের স্বপ্নের কথা ভেবে পড়া শুনাতে খুব
মন দিয়ে পড়তে থাকে।
করিমের পরিক্ষার বাকি আর ৫ মাস।খুব ভালো ভাবেই
সব কিছুই চলছিলো।এমন সময় এক বন্ধুর মাধ্যমে
জানতে পারে ফেসবুকে নাকি অনেক ভালো
ভালো কলেজের টিচারদের সাজেসন্স পাওয়া যায়।
তাই করিম তার আম্মুকে একথা বুঝিয়ে বললে তিনি ধার
করে কিছু টাকা সংগ্রহ করে তার ছেলেকে একটা
এন্ড্রয়েড ফোন কিনে দেয়। তার পরেরদিন সকালে কলেজে এসে তার এক
পরিচিত বন্ধুর কাছে থেকে একটি ফেসবুকের
আইডি খুলে নেয়।তার বন্ধু কয়েকটা সাজেসন্স
গ্রুপে জয়েন দিয়ে দেয় এবং সাথে কয়েকটা
রেডিও পেজে ও লাইক দিয়ে দেয় যাতে গল্প
টল্প পড়তে পারে এবং সকল বিষয়ে একটু একটু
ধারনা দিয়ে দেয় কিভাবে কি করতে হবে।
সব কিছু ভালো ভাবেই চলতে ছিলো।সাজেসন্স
গ্রুপ গুলা থেকে খুব ভালো ভালো কিছু সংগ্রহ
করে অধ্যায়ন করতে থাকে।
একদিন অনিচ্ছা সত্ত্বেও করিম একটি বিষয়ে
সাজেসন্স লিখে গ্রুপে পোষ্ট দেয়!
সেই পোষ্টায় কম সময়ে অনেক লাইক কমেন্ট
আসতে থাকে।মনে মনে করিম অনেক খুশি।
সেই দিনের মত করিম ফেসবুক থেকে বের
হয়ে পড়তে বসে।পরেরদিন সকালে আর
ফেসবুকে না ঢুকে কলেজ থেকে এসে
একদম বিকালে ঢুকে।
ঢুকে দেখে একটা মেয়ে অনেক গুলা
মেসেজ করেছে! তার মধ্যে কয়েকটা
মেসেজ এমন ছিলো- ভাইয়া আপনি তো অনেক
ব্রিলিয়ান্ট,আপনি আমার অনেক উপকার করেছেন,
আপনাকে অনেক ধন্যবাদ!
এসব মেসেজ সিন করতেই হঠাৎ মেয়েটি আবার
মেসেজ করলো-
_হাই, ভাইয়া?
_হ্যালো, জ্বি বলেন?
_ভাইয়া আপনি যে সাজেসন্স গুলা দিয়েছিলেন তা
আমার টেষ্ট পরিক্ষায় ৮৫% কমন পরেছিলো।
আপনাকে অন্নেক অন্নেক ধন্যবাদ।
_হুম ওয়েলকাম।তবে এতোটা কারো উপকারে
আসবে তা ভাবিনি!
_ভাইয়া আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি?
_আপনি আমার ফ্রেন্ড হবেন?হা হা হা
_হাসলেন যে? ফ্রেন্ড হওয়ার যোগ্যতা বুঝি আমার
নেই ভাইয়া?
_হাসলাম এই জন্যে যে আপনিই প্রথম আমার
মেয়ে বন্ধু হতে চাইতেছেন। এর আগে
কোনো মেয়ে হতে চাইনি তো তাই।
_তাই নাকি? এতো ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্টের
আবার মেয়ে বন্ধু নেই! অনেক মজার ব্যপার
তো!
_হ্যা তাই হয়তো।
_কি তাই হয়তো?
_ঐ যে বল্লেন মজার ব্যপার তো!
_ও আচ্ছা! তো আমি আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট
দিচ্ছি এক্সেপ্ট করেন কেমন?
_আচ্ছা ঠিক আছে! আজ তাহলে আসি।বাই টা টা
মেয়েটার সাথে কথা বলতে বলতে দেখে ১১ টা
বেজে গেছে!
টাইমটা একদমি খেয়াল করেনি! সেদিন একটু পড়েই
ঘুমিয়ে পরে।
এবং মেয়েটাকে নিয়ে নানা কথা ভাবতে থাকে।আর
মনে মনে করিম খুব খুশি।কারণ তার একটি মেয়ে
বন্ধু হয়েছে।
করিমের প্রতিদিন মেয়েটার সাথে এখন তার
মেয়েটার সাথে নিয়মিত কথা হয়। সকল সময়ে
মেয়েটির সাথে চ্যাটিং এ সে ব্যস্ত সময়
কাটাইতেছে। কোচিং এ গিয়েও ফাষ্টের বসা ছাত্রটা
এখন শেষের বেঞ্চের দিকে বসে মেয়েটার
সাথে চ্যাট করে।ব্যাপারটা অনেক টিচারের
চোখেও পড়েছে কিন্তু ভালো ছাত্র বলে
কেউ কিছুই বলেনি!
করিমের এমন পরিবর্তন দেখে জিসান ডেকে
বললো-
_দেখ করিম, তুই অনেক ভালো ছাত্র।তোর
কাছে ভালো কিছু পাওয়ার আশায় অনেকেই পথ
চেয়ে আছে।আর তোর কাছে আমরা বন্ধু গুলাও
চাই তোর মায়ের স্বপ্নটা পূরণ কর।
_তো আমি আবার কি করলাম?! লেখা পড়া তো
করতেছি।যে লেখা পড়া করতেছি তাতেই সেই
রকম রেজাল্ট হবে।আর তাছাড়াও আমার সব জিনিসি
পড়াই আছে
_যতই পড়া থাক তবুও! আর তুই যে অপরিচিত একটি
মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করতেছিস তার
জন্যে আফসোস করতে হবে!!
_যা তো জ্ঞান দিতে হবেনা।তুই যা নিজের লেখা
পড়া ঠিকমত!
জিসান সেদিন মন খারাপ করে করিমের কাছে
থেকে আসলেও সে জানে এর শেষ পরিণিতি কি!
তার অনেক খারাপ লাগতেছিলো করিমের জন্যে।
এমন একটা অভাবি সংসারে বেড়ে ওঠা ফুলটা অকালেই
ঝরে যাবে!
এই দিকে করিম রাত দিন ব্যস্ত সময় কাটাইতেছে
ফেসবুকের সেই মেয়েটির সাথে।
ফাইনাল পরিক্ষার আর বাকি ২ দিন।সবাই পড়া শুনায় ব্যস্ত
আর করিম ব্যস্ত চ্যাটিং নিয়ে।এমন অবস্থা করিমের
দেখে তার মূর্খ্য মাও কিছু বললে নানা কথা বলে
রাগারাগি করে।
তাই করিমের মা ও কিছু বলেনা খালি কান্না করে!
করিমের পরিক্ষা শুরু হয়েছে।এখনো তার পড়া শুনায়
ঠিকমত মন নেই। কোনো রকমে বইটা পড়েই
সেই মেয়ের সাথে চ্যাটিং করে ঘুমিয়ে যায়!
এই অবস্থায় সকালে উঠেই পরিক্ষা দিতে যায় করিম।
সবাই পরিক্ষার ভালো ভাবেই দিচ্ছিলো কিন্তু
করিমের কেন জানি মন মত প্রশ্ন গুলো আসেনি।
জিসান কে বলে প্রশ্নটা এতো কঠিন করার কি
দরকার এক্সামিনারের?!
জিসান খালি করিমের মুখের দিকে তাকিয়ে হতাশার
নিঃশ্বাস ফেলে।
কারণ প্রশ্ন গুলো মটেও কঠিন হয়নি।
করিমের পরিক্ষা শেষ অনেক কয়দিন আগেই।
আজ রেজাল্ট দিবে তার।তার মা মানুষের বাড়িতে
কাজ করে কিছু টাকা জোগাড় করেছে।
তার ছেলে করিমের রেজাল্ট হলে সবাইকে মিষ্টি
খাওয়াবে।আর টিচারেরাও অনেক আশা নিয়ে আছে
করিমের উত্তম রেজাল্টের।
সময় এখন ২ টা।রেজাল্ট পাবলিসড হয়েছে।
করিম খুব তারাতারি রেডি হয়ে কলেজে গেলো।
কিন্তু কলেজে গিয়ে দেখলো করিমের
রেজাল্ট তো পাশের লিষ্টে নেই!
চারদিকে কেমন যেনো অন্ধকার নেমে
আসলো করিমের ।সে যেনো চারপাশে কিছুই
দেখতে পাইতেছেনা।ব্যপারটা খেয়াল করে
দেখলো জিসান।সে নিজে গিয়ে দেখলো
রেজাল্টশিট।
আবার একরাশ হতাশা তার চোখে পরলো! হ্যা করিম
সত্যিই ফেল করেছে।তাও আবার তিন
সাবজেক্টে।
করিম অনেক রাতে বাসায় ফিরলো।তার মা এখনো
পথ চেয়ে আছে ভালো একটা রেজাল্টের
আশায়।
বাসায় ঢুকার সাথে সাথেই-
_বাপ অনেক ভালো রেজাল্ট হয়েছে নাহ? ঘড়ে
মিষ্টি এনে রাখছি যা তার বন্ধুদের খাইয়ে দিয়ে আয়?
_না, মা! আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি।আমি
ফেল করেছি! (কান্না জড়িত কন্ঠ)
_না....
কথাটি বলেই করিমের মা অজ্ঞান হয়ে যায়।
অনেকখন পরে করিমের মায়ের জ্ঞান
ফিরেছে।এখন তিনি ঘুমাইতেছে।এই ফাঁকে
ফেসবুকের সেই মেয়েটিকে মেসেজ
করলো করিম-
_কি করো?
_এই তো আমার বফ এর সাথে কথা বলতাছি! তোমার
রেজাল্টের খবর কি?
_আমি ফেল করেছি!আর তোমার বফ আছে
আগে তো বলোনি?
_আমি জানতাম তুমি ফেল করেছো!আর বফ
আজকেই বানিয়েছি একটা ব্রিলিয়ান্ট ছাত্রকে কে!
_তুমি আমার কাছে এই বলে একবারো খবর নিবেনা?
_প্রয়োজন ছিলোনা।ভালো থেকো।আর
ফেল করা একটা ছাত্রের সাথে আমার কথা বলার
প্রয়োজন আছে বলে মনে করিনা!
তারপর আর কথা বলার সুযোগ না দিয়েই মেয়েটি
ব্লক মেরে দেয়ে করিম কে।
সব কিছুই যেনো আজ শেষ করিমের।তার
আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিলোনা!
# অনুরোধ : তাই পরিক্ষার্থীদের কাছে আমার
অনুরোধ ফেবুতে অযাথা কারো সাথে চ্যাটিং বা
সময় নষ্ট না করে পড়া শুনায় মন দিন।
আর সবার স্বপ্ন কে পূরণ করুন।
তবেই লেখাটা স্বার্থক।

-fahima-

মজার কিছু শব্দার্থঃ☞ MAN= মানুষ→GO=যাওয়া আরMANGO= আম।☞ SEA= সাগর→SON= পুত্র আরSEASON= ঋতু।☞ SO= সুতরাং→ON=উপরে আরSOON=শী...
23/08/2021

মজার কিছু শব্দার্থঃ
☞ MAN= মানুষ→GO=যাওয়া আর
MANGO= আম।
☞ SEA= সাগর→SON= পুত্র আর
SEASON= ঋতু।
☞ SO= সুতরাং→ON=উপরে আর
SOON=শীঘ্রই।
☞ NIGHT=রাত→QUEEN =রানী
NIGHT-QUEEN=রজনীগন্ধা
☞ GO=যাওয়া→AT=প্রতি
GOAT=ছাগল।
☞ FOR=জন্য→GET=পাওয়া
FORGET= ভুলে যাওয়া।
☞ LESS= সামান্য→ON= উপরে
LESSON= পাঠ ।
☞ FAT= মোটা→HER= তার
FATHER=পিতা

পড়া শেষ done লিখতে ভুলবেন না 👈👈

কেমিক্যাল ফ্লোরে পরতে পারে, যায়গার সংকট হতে পারে, পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যালে বিষ্ফোরণ ঘটতে পারে। কেমিক্যাল মিশানের ...
22/08/2021

কেমিক্যাল ফ্লোরে পরতে পারে, যায়গার সংকট হতে পারে, পরস্পর বিক্রিয়াকৃত কেমিক্যালে বিষ্ফোরণ ঘটতে পারে। কেমিক্যাল মিশানের সময় ছিটকে মুখে ত্বকে ও চোখে লাগতে পারে এবং ড্রাম পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। খালি ড্রাম পরিবেশের ক্ষতি করে এছাড়া বাতাসে মিশে মানুষের শ্বাস নিঃশ্বাসের সাথে দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে।,✅✅✅

------fahima........

1.Barbel: (বার্বেল)-শিং মাছ2.Butter Fish: (বাটার ফিশ)-পাবদা মাছ3.Breeding Fish: (ব্রিডিং ফিশ)-পোনা মাছ4.Carp: (কার্প)-কা...
22/08/2021

1.Barbel: (বার্বেল)-শিং মাছ
2.Butter Fish: (বাটার ফিশ)-পাবদা মাছ
3.Breeding Fish: (ব্রিডিং ফিশ)-পোনা মাছ
4.Carp: (কার্প)-কাতল মাছ
5.Crab: (ক্র্যাব)-কাঁকড়া
6.Crocodile: (ক্রোকোডাইল)-কুমির
7.Climbing fish: (ক্লাইম্বিং ফিস)-কই মাছ
8.Catfish: (ক্যাটফিস)-মাগুর মাছ
9.Dry fish: (ড্রাই ফিস)-শুঁটকি মাছ
10.Eel fish: (ইল ফিস)-বাইন মাছ
11.Earth wrom: (আর্থ ওয়ার্ম)-কেঁচো
12.Fri: (ফ্রাই)-পুঁটি মাছ
13.Hilsha Fish: (হিলশা ফিস)-ইলিশ মাছ
14.Lobster: (লবস্টার)-গলদা চিংড়ি
15.Lizard: (লিজার্ড)-টিকটিকি
16.Leech: (লিচ)-জোঁক
17.Mackerel: (ম্যাকারেল)-সামুদ্রিক মাছ
18.Mango-fish: (ম্যাগো ফিশ)-তপসে মাছ
19.Oyster: (অয়স্টর)-ঝনুক
20.Salmon: (স্যামন)-রুই মাছ
21.Snake: (স্নেক)-সাপ
22.Shark: (শার্ক)-হাঙ্গর
23.Snail: (স্বেইল)-শামুক
24.Soal fish: (সোলফিশ)-মাগুর মাছ
25.Shrimp: (শ্রিম্প)-চিংড়ি মাছ
26.Sheat fish: (শিটফিস)-বোয়াল মাছ
27.Trout: (ট্রাউট)-মৃগেল মাছ
28.Tortoise: (টরটইস)-কচ্ছপ
29.Tadpole: (ট্যাডপোল)-ব্যাঙাচি
30.Walking fish: (ওয়াকিং ফিশ)-শোল মাছ
31.Whale: (হোয়েল)-তিমি 🐟 মাছ

শুভ রাত্রি 💖💖💖💖💖..... ...... #
05/08/2021

শুভ রাত্রি 💖💖💖💖💖..... ...... #

💐💐 Congratulations💐💐  Humayun Kabir কিছু কিছু সিদ্ধান্ত যে হুট করেই নিতে হয়,তার প্রমাণ দিলেন..✊সময়ের সাথে তাল মিলিয়ে নিজ...
31/07/2021

💐💐 Congratulations💐💐 Humayun Kabir
কিছু কিছু সিদ্ধান্ত যে হুট করেই নিতে হয়,তার প্রমাণ দিলেন..✊
সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যাত্রা শুরু করেছেন...!
বর্তমান পরিস্থিতি তে অযথা সময় নষ্ট না করে নিজের স্কিল ডেভেলপ করার সিদ্ধান্ত নিয়েছেন Humayun Kabir 👩‍💻👩‍💻
ধন্যবাদ Future Net টিম কে এই সময়ে এতো সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য...!🌹🌹
Future Net এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন.!. তার সফলতা কামনা করছি.!.।.💕💕
Nur
freelancing family
Winner

💐💐 Congratulations💐💐 Roy ভাইয়াকে। কিছু কিছু সিদ্ধান্ত যে হুট করেই নিতে হয়,তার প্রমাণ দিলেন..✊সময়ের সাথে তাল মিলিয়ে নিজেক...
31/07/2021

💐💐 Congratulations💐💐 Roy ভাইয়াকে।

কিছু কিছু সিদ্ধান্ত যে হুট করেই নিতে হয়,তার প্রমাণ দিলেন..✊

সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যাত্রা শুরু করেছেন...!
বর্তমান পরিস্থিতি তে অযথা সময় নষ্ট না করে নিজের স্কিল ডেভেলপ করার সিদ্ধান্ত নিয়েছেন @ Shuvonkor Roy Iভাইয়া🙎‍♂️🙎‍♂️
Jayed Islam ধন্যবাদ ভাইকে।যার কারনে এরকম একটি সিদ্ধান্ত বাস্তবায়নে সফল হয়েছি।
ধন্যবাদ Future Net টিম কে এই সময়ে এতো সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য...!🌹🌹🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

Future Net এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন.!. তার সফলতা কামনা করছি.!.।.💕💕


30/07/2021
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাফ্রিল্যান্সিং কাজ করার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূ...
28/07/2021

সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

একটি ভুল সিদ্ধান্তের জন্য আপনার লাইফে ব্যাপক ক্ষতি হতে পারে।

আসসালামু আলাইকুম!  অগ্রিম ঈদুল আযহার  শুভেচ্ছা ও অভিনন্দন!  সকলের জন্য এই মহামারিতে  পরিবারের সাথে আনন্দময় সুস্থতার সাথ...
20/07/2021

আসসালামু আলাইকুম! অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন! সকলের জন্য এই মহামারিতে পরিবারের সাথে আনন্দময় সুস্থতার সাথে ঈদ উদযাপন করুক এই কামনা করি !

free lancing family

15/07/2021

#জিলহজ্ব_মাসে_করণীয়_বিশেষ_কিছু_আমল_ফজিলত_ও_কিছু_জানা_অজানা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
আল্লাহর কাছে অতি পছন্দনীয় প্রিয় আমল।

🔲 #জিলহজ্ব_মাস_কবে_থেকে_শুরু_হবে ?

🔰আরবী বছরের শেষ মাস হল জিলহজ্ব মাস।
এই বছর ১১ই জুলাই, রবিবার যিলক্বদ মাসের ২৯ তারিখ। ঐ দিন সন্ধ্যায় চাঁদ উঠলে যিলহজ্ব মাস শুরু হবে, নতুবা এর পরের দিন সোমবার সন্ধ্যা থেকে যিলহজ্ব মাস শুরু হবে ইন শা আল্লাহ।

🔲 #রোযাসমূহ_কবে_থেকে_রাখবো ?

🔰 যদি ১১ই জুলাই, রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে ঐ দিন রাতেই সাহরি খেয়ে ১২ জুলাই সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন।

★ আর যদি ১১ তারিখ চাঁদ দেখা না যায় তাহলে ১২ তারিখ সোমবার রাতে সাহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন ইন শা আল্লাহ।

🔲 #কয়টি_রোজা_রাখবো ?

🔰 জিলহজ মাসের শুরু থেকে ৯ তারিখ পর্যন্ত রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) সিয়াম পালন করতেন। সর্বমোট নয়টি রোজা। সবগুলো রোজা রাখাই উত্তম।অধিক সাওয়াব। সবগুলো রোজা রাখতে না পারলেও সাধ্যমত রোজা রাখার চেষ্টা করবেন। তবে অন্তত শেষের দুইটি রোজা রাখার চেষ্টা করবেন।

▪রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন,

▪صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

আরাফাহ্ দিবসের সাওম সম্পর্কে আমি আল্লাহ্‌র কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে (অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহসমূহ আল্লাহ তা'য়ালা মাফ করে দিবেন)। -[সহিহ মুসলিম হাদিস নং- ২৬৩৬]

★ এই রোজাগুলো হচ্ছে নফল রোজা। তাই যাদের রমজানের কাযা রোজা রয়েছে, তারা প্রথমে কাযা রোজাগুলো রাখবেন এবং শেষে দু'টি অথবা একটি রোজা নফলের নিয়তে রাখবেন। (অর্থাৎ আরাফার দিনের রোযাটি আরাফার (নফল) নিয়তে রাখবেন)

🔲 #আরাফার_রোযা_কবে_রাখবো?

🔰 ৯ই জিলহজ্ব হচ্ছে আরাফার দিন।অর্থাৎ আরাফার রোজা যিলহজ্ব মাসের ৯ তারিখে রাখতে হয়। সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ হয়। তাই মুহাক্কিক অধিকাংশ আলেমগনের মতামত হচ্ছে, বাংলাদেশের চাঁদ দেখার উপর নির্ভর করে আরাফার রোজা রাখতে হবে ঈদের আগের দিন অর্থাৎ ৯ই যিলহজ্ব তারিখে।

🔲 #রোযা_রাখতে_গিয়ে_যদি_সাহরি_খেতে_না_পারি

🔰 সাহরি খাওয়া সুন্নাত । তবে ইচ্ছাকৃত ভাবে সাহরি খাওয়া ত্যাগ করা যাবে না। যদি ঘুমের কারনে উঠতে না পারেন, তাহলে কিছু না খেয়ে, শুধু রোজার নিয়ত করে নিলেই রোযা হয়ে যাবে ইন শা আল্লাহ ✅

🔲 #আমি_তো_কুরবানী_করবো_না_তাহলে_আমিও_কি_রোযাগুলো_রাখতে_পারবো ?

🔰 এই রোযাগুলো নফল । কুরবানীর সাথে সম্পৃক্ত নয়। তাই রাখলে সাওয়াব পাবেন। না রাখলে কোনো গুনাহ হবে না।

🔲 #শুনেছি_যারা_কুরবানী_করবেন_তারা_চুল_নখ___ইত্যাদি_কাটবেন_না?

🔰 জ্বী! যারা কুরবানী করবেন তাদের জন্য সুন্নত হচ্ছে, যিলহজ্ব মাস শুরু হওয়ার পর থেকে কুরবানী না করা পর্যন্ত চুল, নখ, অবাঞ্চিত পশম ইত্যাদি পরিষ্কার না করা। এজন্য যিলহজ্ব মাস শুরু হওয়ার পূর্বেই এই কাজগুলো করে নিতে হবে।

★ যারা কুরবানী করবেন না তারাও যদি এই আমলটি করেন তাহলে একটি মাকবুল কুরবানী করার সাওয়াব পাবেন ইন শা আল্লাহ। (আবু দাউদ, হাদিস নং-২৭৯১)

★ এই আমলটি সকলের জন্য প্রযোজ্য। তাই এই আমলটি করতে চাইলে যিলহজ্ব মাস আসার পূর্বেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে।

🔲 #তাকবীরে_তাশরীক_কি?

🔰তাকবীরে তাশরীক হলঃ-
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ،
لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ
ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ
★ উচ্চারণঃ-
আল্লহু আকবার আল্লহু আকবার
লা~ ইলাহা ইল্লাল্লহু
ওয়াল্লহু আকবার আল্লহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ

🔲 #তাকবীরে_তাশরিক_কিভাবে_পড়বো?

🔰 প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলার উপর প্রত্যেক ফরজ নামায শেষে একবার করে তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব। পুরুষেরা উচ্চস্বরে পড়বেন এবং মহিলারা নিম্নস্বরে পড়বেন। (অর্থাৎ নিজেরা যেন শুনতে পারেন এমন স্বরে পড়বেন)

🔲 #কবে_থেকে_এবং_কখন_কখন_পড়তে_হবে?

০৯ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১০ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১১ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১২ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১৩ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর)

★ মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাযের সালাম ফিরানোর পর একবার পুরুষেরা উচ্চস্বরে এবং মহিলারা নিম্নস্বরে তাকবীরে তাশরীক পড়বেন ।

🔲 #কুরবানীর_সাথে_আকিকা_দেওয়া_যাবে?

🔰 জ্বী যাবে। আকিকার মূল উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা করা। সন্তান জন্মের ৭ দিনের দিন মধ্যে আকিকা করা সুন্নত। যিনি কুরবানী করতে পারেন তিনি চাইলে একটু কষ্ট করে আকিকাও করতে পারেন। তাই সুন্নত পদ্ধতি হলো আকিকা আলাদাভাবেই ৭ দিনের দিন করা। (ছেলের জন্য দুটি ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল) কিন্তু কেউ যদি কুরবানীর সাথেই আকিকা দিয়ে দিতে চান তাহলে সেটিও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।

🔲 #যারা_বিভিন্ন_দেশে_থাকেন_তারা__কবে__থেকে__রোযা_রাখবেন?

🔰 যে যেই দেশে থাকবেন আপন দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে রোযা রাখবেন। অর্থাৎ চাঁদ কবে উঠবে সেদিকে লক্ষ্য রাখবেন।

কেমন হতো যদি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থেকেও উপার্জন করতে পারতেন? হ্যাঁ, আমরা এখানে ফেসবুক নিয়েই কথা বলছি। বর্তম...
15/07/2021

কেমন হতো যদি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থেকেও উপার্জন করতে পারতেন? হ্যাঁ, আমরা এখানে ফেসবুক নিয়েই কথা বলছি। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং-এর জন্য ফেসবুক একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তবে, ফেসবুকে অর্থোপার্জনের জন্য কারও সাহায্য ছাড়াই নিজে থেকে শুরু করাটা একটু ভয়ের কারণ মনে হতে পারে। কখনও কখনও সঠিক পণ্য কিংবা কন্টেন্ট ও অনলাইনে আপনার অবস্থান শক্ত করতে যথেষ্ট নয়।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

তাই আর সময় নষ্ট না করে ফেসবুক মার্কেটিং কোর্স টা করে ফেলি চলুন????? “Facebook Marketing” কোর্স👌👌👌👌👌👌👌


fariya sheikh

বর্তমান বাংলাদেশের বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার বলে সম্প্রতি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান...
15/07/2021

বর্তমান বাংলাদেশের বেকারের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার বলে সম্প্রতি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, ২৬ লাখ ৭৭ হাজার জনের মধ্যে ১০ লাখ ৪৩ হাজার শিক্ষিত তরুণ-তরুণী, যাঁরা উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পাস। আর ৪০ শতাংশ হলো অর্ধশিক্ষিত বেকারের সংখ্যা।

বাংলাদেশের বেকারত্বের হারের দিকে তাকালে আমরা উচ্চশিক্ষিতদের বেশি দেখতে পাই।

অন্যদিকে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেকারের সংখ্যা প্রায় তিন কোটি।

প্রতিষ্ঠানটি আরও আভাস দিয়েছে, কয়েক বছরে তা দ্বিগুণ হয়ে ৬ কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার ৩৯ দশমিক ৪০ শতাংশ হবে।

আইএলওর হিসেবটিকে পর্যবেক্ষকেরা বাংলাদেশের প্রকৃত বেকারের সংখ্যা মনে করে।

fariya sheikh


07/07/2021

  freelancer  fariya sheikh  🏆🏆🏆🏆 winner
07/07/2021

freelancer
fariya sheikh
🏆🏆🏆🏆 winner

🌻🌻🌻ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বিজনেস, 📚📚পণ্য কিংবা সার্ভিসকে ফেসবুকের ...
07/07/2021

🌻🌻🌻ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বিজনেস, 📚📚পণ্য কিংবা সার্ভিসকে ফেসবুকের মাধ্যমে প্রমোট করা হয়। ✌️✌️✌️অর্থাৎ আমরা যখন ইন্টারনেট মার্কেটিংয়ের কাজটা ফেসবুকের মাধ্যমে করে থাকি তখন থাকে ফেসবুক মার্কেটিং বলা হবে।,🌳🌳🌳🌳🌳

  fariya sheikh
07/07/2021

fariya sheikh


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahima Aktar Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share