Sabina Easmin

  • Home
  • Sabina Easmin

Sabina Easmin আসসালামু আলাইকুম ৷ কেমন আছেন ৷
(3)

I am Amena Yasmin I have completed Honors graduation from Bhola Government College With your prayers and love, after completing the Masters, you can become a government official with B C S examination

22/01/2024
21/01/2024

☞সুন্দর যে ফুল = Beautiful
☞ রঙিন যে ফুল =Colourful
☞ঘর-ভর্তি ফুল = Houseful
☞হাত-ভর্তি ফুল = Handful
☞ যত্নেলালিত যে ফুল = Careful
☞আশ্চর্য ধরণের ফুল = Wonderful
☞বেদনা দায়ক ফুল = Painful
☞ লজ্জাবতী ফুল = Shameful
☞কৃতজ্ঞতা জানানোর ফুল = Thankful
☞ সাহায্যকারী ফুল = Helpful
☞ সফলতার প্রতীক যে ফুল = Successful
☞ অনেক শক্তিশালী যে ফুল =Powerful
☞মনেশান্তি আনে যে ফুল =peaceful
☞উপকারি যে ফুল= Useful
☞ ক্ষতিকর যে ফুল= Harmful
পড়া শেষে Done লিখতে এবং,শেয়ার করতে ভুলবেন না # Gmm364 # southkorea

21/01/2024

কোরিয়ার সুপার মর্কেট,যেখানে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়।

❤ প্রবাসী আব্দুল মজিদ চাচা এখন দেশে, তিনি অনুরোধ করেছেন নিরাপত্তা তল্লাশি নিয়ে পোষ্ট করতে, প্রবাসী আব্দুল মজিদ চাচার অনু...
21/01/2024

❤ প্রবাসী আব্দুল মজিদ চাচা এখন দেশে, তিনি অনুরোধ করেছেন নিরাপত্তা তল্লাশি নিয়ে পোষ্ট করতে, প্রবাসী আব্দুল মজিদ চাচার অনুরোধে এ পোষ্ট।

✈ 👉 ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের শেষবারের মতো তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়। আপনি আগে থেকেই প্রস্তুত নিলে এই তল্লাশি হবে সহজ ও নিরিবিচ্ছিন্ন। আজকে এ বিষয়ে বাংলা এভিয়েশনের টিপস গুলো জেনে নিতে পারেন।

🎫 আপনার বোর্ডিং কার্ড ও পাসপোর্ট হাতে রাখুন
💻 ল্যাপটপ,📸 ক্যামেরার মতো বড় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি হাতব্যাগ থেকে বের করে আলাদা ট্রেতে রাখুন।
💧 হাত ব্যাগে কোন অবস্থায় ১০০ মিলির উপরে তরল বহন করা যাবে না। ১০০ মিলির নিচে তরল কোন কিছু থাকলে একটি ছোট ব্যাগে রাখুন
✈️ আপনার শার্ট বা প্যান্টের পকেট থেকে পয়সা, চাবির রিং, 📱মোবাইল বা ধাতব অন্য কিছু থাকলে বের করে ট্রে-তে রাখুন।
🥼 আপনি জ্যাকেট বা কোর্ট পড়া থাকলে সেটি খুলে আলাদা ট্রে-তে রাখুন
👟👞 কোন কোন ক্ষেত্রে আপনাকে জুতা-বেল্ট খুলে আলাদা ট্রে-তে রাখতে হবে।
❌ নিরাপত্তা তল্লাশির সময় তাড়াহুড়ো করবেন না।

🧐নিরাপত্তা তল্লাশি শেষে একটু খেয়াল করে দেখে নিন, আপনার সব কিছু আপনি ঠিক মতো নিয়েছেন কিনা, কোন কিছু ফেলে গেলেন না তো!
✅🤝 পোষ্ট শেয়ার করলে আপনার পরিবার, বন্ধু ও পরিচিতজনরা এ বিষয়ে সহজেই জানতে পারবেন।

#বাংলা_প্রবাস

#প্রবাসিপরিবার

তোর ছন্দ কুয়াশা মাখেশিশির ভেজা সবুজ ঘাসে,আমার ছন্দ থাকে তোর হৃদয়েশীতকালীন উষ্ণতা নিতে।এমন গভীরে আদরে লুকাইভোরের শীতে খ...
18/01/2024

তোর ছন্দ কুয়াশা মাখে
শিশির ভেজা সবুজ ঘাসে,
আমার ছন্দ থাকে তোর হৃদয়ে
শীতকালীন উষ্ণতা নিতে।

এমন গভীরে আদরে লুকাই
ভোরের শীতে খুঁজছি তাপ;
জীবন মানে এখন —
তোর ভালবাসার আমি কাঙ্গাল।

শব্দে শব্দে বাঁধি সেতু
শব্দ মিটায় তৃষ্ণা —
ধূসর রাঙা রঙ গুলো আজ;
রঙধনুর সাতরঙে মাখা।

শুভ সকাল 💚🌈 #দক্ষিনকোরিয়া

অবশেষে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট samsung তাদের নতুন ফোন S24 সিরিজ লঞ্চ করেছে বিশ্বে প্রথমবারের মতো এই ফোনে AI প্রযুক্...
18/01/2024

অবশেষে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট samsung তাদের নতুন ফোন S24 সিরিজ লঞ্চ করেছে বিশ্বে প্রথমবারের মতো এই ফোনে AI প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

samsung কর্তৃপক্ষ জানায় এই নতুন ফোনে বেশ কিছু নতুন ফিচার এড করা হয়েছে যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা প্রদান করব।
বিশেষ করে AI প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরা, কল, মেসেজ ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতার পাবে।

সবচাইতে যে ফিচার নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে লাইভ কল চলা অবস্থাতেই অন্য ভাষায়
অনুবাদের সুবিধা। এটাতে মেসেজ ট্রান্সলেট করার প্রয়োজন হবে না রানিং কলে এটি অটোমেটিক অনুবাদ হয়ে ‘রিসিভ কারী’ শুনতে পাবে
প্রায় ১৩ টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে — Korean, Chinese, English, French, German, Hindi, Italian, Japanese, Polish, Portuguese, Spanish, Thai and Vietnamese.

দক্ষিণ কোরিয়ায় আগামীকাল শুক্রবার থেকে প্রি অর্ডার করা যাবে। ৩১ জানুয়ারি থেকে সারা বিশ্বে এভেইলেবল পাওয়া যাবে।
আশা করা যাচ্ছে এই নতুন মডেল পূর্বের সকল রেকর্ড ব্রেক করবে।

এটির তিনটি মডেল আসবে
Samsung galaxy 24,24+ এবং 24 ultra
৬.৮ ইন্সি ডিসপ্লে
৫০০০ এম্পিয়ার ব্যাটারি ৪৫ এম্পিয়ার ফাস্ট চার্জিং সিস্টেম।
বেক ক্যামেরা তিনটি যথাক্রমে থাকবে ২০০ ম্যাগাপিক্সেল, ১২ মেগা পিক্সেল,১০ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ৫০ ম্যাগাপিক্সেল।
১২ জিবি র‌্যামে ২৫৬,৫১২ জিবি ও ১ ট্যারাবাইট ম্যামোরি ।

২৫৬ জিবি ২৪ আল্ট্রা ফোনের দাম পরবে কোরিয়ান উওনে প্রায় ১৬ লাখ উওন বাংলাদেশি টাকায় প্রায় 130000 হাজার টাকা

অভিনন্দন লিও মেসি  #২০২৩ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে...
15/01/2024

অভিনন্দন লিও মেসি #২০২৩ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে হারিয়ে অষ্টমবারের মত জিতলেন ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ড #লিও মেসি

14/01/2024

জীবনে সব লড়াই একাই লড়তে হয়,
মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়,
কেউ পাশে থাকে না!

অতীতকে ছোট করে দেখা উচিত নয় "আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না ৷  #অতীত
14/01/2024

অতীতকে ছোট করে দেখা উচিত নয় "
আবার অতীতকে অতিরিক্ত মূল্য
দেওয়াও ঠিক না ৷ #অতীত

😋😋😋😋
13/01/2024

😋😋😋😋

👍👍👍
13/01/2024

👍👍👍

কোরিয়াতে রাস্তায় আগুন লাগা গাড়ি থেকে ৫০ বছর বৃদ্ধাকে উদ্ধার করে হিরো বনে গেলে ৪জন বাংলাদেশী।

পোচ্ছন সিটির এক কোম্পানিতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন বাংলাদেশী ভাইয়েরা। ফেরার পথে ওনারা দেখেন যে রাস্তার পাশে একটি গাড়িতে আগুন লেগে আছে।তাড়াহুড়ো করে গাড়ির নিকট গিয়ে দেখেন যে, বৃদ্ধা চালিকা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন তাকে দ্রুত গাড়ি থেকে উদ্ধার করে ১১৯ এ কল দেন। দমকল বাহিনী আসতে আসতে গাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ওনারা উদ্ধার না করলে হয়তো বৃদ্ধাকে বাঁচানো সম্ভব হতো না আর এজন্যই পোচ্ছন সিটির দমকল ডিপার্টমেন্ট তাদেরকে প্রসংশা পত্র দিলেন এই বীর সাহসী কাজের জন্য।

এই কর্মের জন্য কোরিয়ার মিডিয়া পাড়ায় প্রশংসিত হচ্ছে বাংলাদেশ।

শুভ সকাল
13/01/2024

শুভ সকাল

12/01/2024

বেলা যদি শেষ হয়ে যায়-
যদি পালকেরা অসুখী ডানায়
যদি সন্ধ্যারও আলো নিভে আসে
বেলাশেষে অবেলায়..
যদি মনে পড়ে স্বপ্নস্নাত এক মুখ
ফিরে এসো গোধুলির রঙিন বেলায়
তখনও তেমনি রবো যে অপেক্ষায়,
নিভৃত, নিবিড় ভালবাসায়..

কোথাও থাকে না কেউ হেরে গেলে বাজি,
জেনে রেখো আমি আছি খুব কাছাকাছি।

১৯৫৪ সালে মওলানা ভাসানী যখন ইউরোপে; ড. ফিরোজা মুখার্জি একদিন তাঁকে তার বাসায় দাওয়াত করলেন। তিনি তখন তাঁর জন্য আরেকজন নিব...
12/01/2024

১৯৫৪ সালে মওলানা ভাসানী যখন ইউরোপে; ড. ফিরোজা মুখার্জি একদিন তাঁকে তার বাসায় দাওয়াত করলেন। তিনি তখন তাঁর জন্য আরেকজন নিবেদিত প্রাণ হোসেনের বাড়ির অতিথি। যিনি অনেক কষ্ট করে হালাল গোশত সংগ্রহ করে নিজেই রান্না করে খাওয়াতেন ভাসানীকে। তো হোসেনসহ সেদিন ভাসানী খেতে বসেছেন ড. ফিরোজা মুখার্জির বাসায়। খাওয়ার সময় হঠাৎ হোসেন তাঁকে বলে উঠলেন-
ঃ হুজুর আপনি আমার রান্না খেতে গিয়ে সব সময় তা হালাল কিনা জিজ্ঞেস করে নেন। কিন্তু ফিরোজার রান্না গোশত খেতে বসে এখন তো কিছু বলছেন না?
বুড়ো খোকার মতো হো হো করে ছাদ ফাটিয়ে হেসে ভাসানী বলে ওঠলেন-
ঃ 'ফিরুজ' তো আমার মা। মায়েরা সাধারণত সন্তানের রান্না নিয়ে ভুল করেন না।...দ্যাখো আমি এখন এখানে মেহমান। একজন মেজবান যা রান্না করবে তা নিয়ে প্রশ্ন তোলা সৌজন্যবোধের বরখেলাপ। আমি আমার রাসূল সঃ-এর সুন্নত মেনে চলেছি।
ফিরোজা মুখার্জি বলেন-
ঃ এই ফিলিংসটার মধ্যে খুব উন্নতমানের মহত্ব আছে। এটা সামথিং। আমি আপ্লুত হয়ে পড়ি। সত্যি ইসলাম এত উদার! আমার চোখে পানি এসে গিয়েছিল। আর এই মওলানা, তিনি প্রেজুডিসিস, রক্ষণশীলতার সবকিছুর উর্ধ্বে। সত্যিকার অর্থেই এক মানুষ।

[মূলঃ জানা অজানা মওলানা ভাসানী, আব্দুল হাই শিকদার] ছবিঃ ভাসানী অ্যালবাম।

দক্ষিণ কোরিয়ার 강원도 প্রদেশে আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠতে চলেছে চতুর্থ Youth Olympic Games (যুব অলিম্পিক গেমস ).বিশ্বের ...
12/01/2024

দক্ষিণ কোরিয়ার 강원도 প্রদেশে আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠতে চলেছে চতুর্থ Youth Olympic Games (যুব অলিম্পিক গেমস ).

বিশ্বের প্রায় ৭৯ টি দেশের রেকর্ড ১৮০৩ জন তরুণ athletes এই গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছে।
"গ্রো টুগেদার, শিন ফরএভার" স্লোগানে অনুষ্ঠিত এই গেম এশিয়াতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গেমসটির গত আসর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় যেখানে ৭৬ দেশের ১৭৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। আয়োজক দেশ হিসাবে
দক্ষিণ কোরিয়ায় ১০২ জন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করার কথা রয়েছে।

আসন্ন গেম গুলোতে যে খেলা গুলো অনুষ্ঠিত হবে তা হল কার্লিং, আইস হকি, আইস স্কেটিং, স্কিইং, বায়থলন, ববস্লেগ এবং লুজ ইত্যাদি। ইতিমধ্যেই অনলাইনে টিকিট বেচা শুরু হয়ে গেছে।

এই ইভেন্টে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তার জন্য প্রায় ১৭০০ নিরাপত্তা কর্মী, জরুরী চিকিৎসার জন্য প্রায় ২৫০ জন মেডিকেল কর্মী, অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার সহ স্থানীয় হসপিটাল গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে একই প্রদেশে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়ে সফলভাবে সম্পূর্ণ হয়েছিল #দক্ষিন কোরিয়া

আসসালামু আলাইকুম।
12/01/2024

আসসালামু আলাইকুম।

প্রথম অভিজ্ঞতা 👍👍
10/01/2024

প্রথম অভিজ্ঞতা 👍👍

Address


Telephone

+821064838814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabina Easmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabina Easmin:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share