M S R F

M S R F Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M S R F, Video Creator, .

22/09/2023

কাউকে কষ্ট দিচ্ছেন
☺ সমস্যা নাই। কষ্ট পেতে পেতে মানুষটার মন শক্ত হয়ে যাচ্ছে।

পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে মানুষটা একদিন ড্যাম কেয়ার টাইপ কেউ হয়ে হাসিমুখে চলা শিখে যাবে। কাউকে অবহেলা করছেন
সমস্যা নাই।

আপনার অবহেলা মানুষটার সেলফ রেসপেক্ট বাড়াচ্ছে। নিজের প্রতি যত্নশীল হওয়ার সুযোগ করে দিচ্ছে। কারো সাহায্য ছাড়াই মানুষটা বেঁচে থাকা শিখছে।
কাউকে ঠকাচ্ছেন
সমস্যা নাই।

আপনি আসলে প্রমাণ করছেন, ঐ মানুষটা আপনার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। নিজেকে সরিয়ে আপনি ঐ মানুষটার লাইফে বেস্ট কাউকে আসার সুযোগ করে দিচ্ছেন।

ইউ আর ডুয়িং আ গ্রেট জব

কিন্তু কারো সাথে প্রতারণা করতে গিয়ে নিজেকে ঠকালে সমস্যা।
আপনি এমন একজনকে ঠকালেন, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো।

আপনার লাইফে আসা বেস্ট গিফট ছিলো সেই মানুষটা। আপনি আসলে তাকে ঠকাননি। লাইফের বেস্ট গিফট.টা হারিয়ে নিজেকে ঠকিয়েছেন। আর নিজেকে ঠকালেই সমস্যা।

লাইফটা বুমেরাং এর মতো। আপনি যা দিবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। হিসেব একচুলও এদিক সেদিক হবেনা। আপনি সেদিন বুঝবেন, ঠকে যাওয়ার অনুভূতি।

#গল্প : ঠকে যাওয়ার অনুভুতি
#গল্পের_শহর_poetry
#জ্বীন_রহস্য

#গল্পঃসারপ্রাইজ__poetry_কাব্য
#রহস্য___poetry_কাব্য
#সাইকোর_রোমান্টিক_অত্যাচার_পর্ব

21/09/2023

#গল্পঃএকজন পরোপকারী অফিস প্রধান

আব্দুল হালীমের স্ত্রী রাবেয়া একজন বিদুষী, পতিপরায়ণা এবং অন্যান্য সদগুণে গুণান্বিতা নারী। আব্দুল হালীমও একজন চরিত্রবান যুবক। সে যে অফিসে কাজ করে সে অফিসের অন্যান্য ব্যক্তি ও কর্মচারীরাও সৎ এবং মানবদরদী। কর্তব্যে তাকে কোন দিন অবহেলা করতে দেখা যায় না। এজন্য অফিস প্রধান তার প্রতি অতি প্রসন্ন।

আব্দুল হালীমের বিবাহিত জীবনের ছ’বছর পর তাদের ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান জন্মলাভ করে। ফলে তাদের নিরাশার জীবনে আশার সঞ্চার হয়।

সদা প্রফুল্ল এবং কাজে একনিষ্ঠ আব্দুল হালীমকে সন্তান লাভের পর আর পূর্বের মতো দেখা যায় না। তার হাসিমুখে বিষাদের ছায়া বিরাজমান। সে যেন বড় রকমের কোন এক দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে। সে সত্যি সত্যি একটি যন্ত্রণার শিকার। তার সন্তানটি হার্টে একটি ছিদ্র নিয়ে জন্মেছে। ফলে সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে না। হার্ট অপারেশন ছাড়া এর কোন বিকল্প নেই। আর এ কাজে অন্ততঃ ৩/৪ লাখ টাকা প্রয়োজন। এ অপারেশন দেশেও হবে না। এতো টাকা আব্দুল হালীমের নেই এবং এতো টাকার সম্পদও নেই। তাই তার মুখমণ্ডলে দুশ্চিন্তার কালো মেঘ।

স্ত্রী রাবেয়া এ বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে, এতো টাকা সংগ্রহ করা তাদের সামর্থ্যরে বাইরে। তাই চিকিৎসার অভাবে তাদের বহুদিনের প্রত্যাশিত ধনকে ধুকে ধুকে তার চোখের সামনে মৃত্যুবরণ করতে হবে ভেবে সে নীরবে অশ্রু বিসর্জন দেয়।

আব্দুল হালীমের বোন তাসনীম ভাইয়ের বাসায় থেকে লেখাপড়া করে। ভাইয়ের আশা বোন উচ্চশিক্ষিতা হ’লে তাকে একজন ভাল পাত্রের হাতে তুলে দিবে। তাসনীম শিশুটির অবস্থা প্রত্যহ প্রত্যক্ষ করছে। তাই সে একদিন ভাবীকে ডেকে বলল, ‘ভাবী, আমি আর পড়াশুনা করব না। বাড়ী চলে যাব’। হঠাৎ করে ভাবী তার এরূপ সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে, ‘আমি তোমাদের আর খরচ বাড়াতে চাই না। তোমরা আমার জন্য যে খরচ কর, তা বাঁচিয়ে শিশুটির চিকিৎসা করে তাকে সুস্থ করে তোল’।

ভাবী তাকে তার এ সিদ্ধান্ত পরিত্যাগ করতে বলে এবং বলে, ‘তুমি এ সিদ্ধান্ত তোমার ভাইকে কখনো বলো না। তাহলে তিনি দারুণ কষ্ট পাবেন। আমরা নিশ্চিত ধরে নিয়েছি, আমরা তাকে সুস্থ করে তুলতে পারব না। তার মৃত্যু অবধারিত। কারণ চিকিৎসার অত টাকা আমরা কোথায় পাব’?

রাবেয়ার শাশুড়ীর নামে কিছু সম্পত্তি আছে। নাতির চিকিৎসার জন্য তিনি তা বিক্রি করে দিতে চান।

মেয়ে হওয়া সত্ত্বেও তুমি যদি এখনো কোনো ছেলের সাথে রিকশায় না ঘুরো, কোনো ছেলের সাথে কাশফুল দেখতে না গিয়ে থাকো, তাহলে অভ...
20/09/2023

মেয়ে হওয়া সত্ত্বেও তুমি যদি এখনো কোনো ছেলের সাথে রিকশায় না ঘুরো, কোনো ছেলের সাথে কাশফুল দেখতে না গিয়ে থাকো, তাহলে অভিনন্দন তুমি মেয়ে না মহারানী, মহীয়সী তুমি সেরা তোমার তুলনা কারো সাথে হয় না!❤️

20/09/2023

#গল্পঃ বুদ্ধিমান বালক
✍️ গল্পের শহরগল্পের শহর - PoetryPoetry

(১) খলীফা মামূনুর রশীদ তাঁর একটি ছোট্ট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, বৎস এটা কি? বাচ্চা উত্তরে বলল, এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, অলসতা দূরীভূত হয় ও সচেতনতা ফিরে আসে এবং একাকী থাকার সময় সঙ্গী হয়। খলীফা আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল-হামদুলিল্লাহ, আলাহ আমাকে এমন ছেলে দিয়েছেন, যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশী দেখে।

(২) আছমা‘ঈ বলেন, আমি আরবের একজন কিশোরকে বললাম, হে বৎস! তুমি কি এটা পছন্দ কর যে, তোমাকে এক লক্ষ টাকা দিব এবং তুমি আহাম্মক (বোকা) হবে। সে উত্তরে বলল, না। আমি বললাম, কেন? সে বলল, হ’তে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আহাম্মক দোষটি আমার সাথে সংশ্লিষ্ঠ হয়ে যাবে।

শিক্ষা : অনেক সময় ছোট্ট বাচ্চাদের মুখ থেকে এমন জ্ঞানগর্ভ কথা বের হয়, যা কল্পনাও করা যায় না।

#অনুগল্প
#গল্পের

20/09/2023

#গল্পঃযোগ্য পাত্র নির্বাচন
✍️ গল্পের শহরগল্পের শহর - PoetryPoetry

সুলতান ইবরাহীম বৃদ্ধ হয়ে পড়েছেন। বয়সের ভারে ন্যুব্জ। ক্রমশই দুর্বল হয়ে পড়লেন তিনি। সুলতান বুঝতে পারলেন, তাঁর দিন ফুরিয়ে এসেছে। তাঁর চিন্তা যে, একমাত্র কন্যা জাহানারার এখনও বিয়ে হয়নি। রাজকন্যা সুন্দরী, তার বিয়ের বয়স হয়েছে। ইতিমধ্যে অনেকেই তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। কিন্তু তার যোগ্য বর আজও খুঁজে পাননি সুলতান। একদিন সুলতান কন্যা জাহানারাকে ডেকে বললেন, মা, এবার আমি তোমার বিয়ে দেব। রাজকন্যা বললেন, কিন্তু তুমি কিভাবে বর নির্বাচন করবে বাবা?

সুলতান বললেন, আমার কোন পুত্রসন্তাই নেই। তোমার স্বামীই হবে আমার এই রাজ্যের ভাবী সুলতান। যে ভালভাবে রাজ্য শাসন করতে পারবে এবং প্রজাপালন করতে পারবে আমি তার সঙ্গেই তোমার বিয়ে দেব। রাজকন্যা বললেন, কিন্তু তুমি কিভাবে যোগ্য বরকে নির্বাচন করবে?

সুলতান বললেন, সে ব্যবস্থা আমি করব। আগে যারা রাজকন্যার বিয়ের জন্য এসেছিল, তাদের মধ্যে তিনজনকে যোগ্য বর হিসাবে মনে মনে বাছাই করেছিলেন সুলতান। তিনি একদিন দূত পাঠিয়ে তিনজন যুবরাজকে ডেকে
আনলেন রাজসভায়। তিনজন যুবরাজই ছিলেন বয়সে যুবক এবং বীর। তাদের নাম ছিল খালিদ, যুবায়ের ও ছাবিত। তিনজনই ছিল দেখতে সুদর্শন এবং আচরণ ও কথা-বার্তায় ভদ্র।

রাজকন্যা বুঝে উঠতে পারল না, সে কিভাবে এই তিনজনের মধ্য থেকে একজনকে তার স্বামী হিসাবে বাছাই করবে। তাই সে তার বাবার উপর বর নির্বাচনের ভারটা ছেড়ে দিল। যুবরাজ তিনজন সুলতানের সামনে হাযির হ’লে সুলতান বললেন, আমি তোমাদের ডেকে পাঠিয়েছি। কারণ, আমি এবার আমার কন্যাকে পাত্রস্থ করতে চাই। যুবরাজ তিনজন হাসিমুখে মাথা নত করল।

সুলতান বললেন, তোমরা তিনজন আমার রাজ্য শাসনের উপযুক্ত। ভবিষ্যতে তোমরা সুলতান হ’তে পার। কিন্তু তোমাদের মধ্যে একজনের হাতে আমার কন্যাকে অর্পণ করতে হবে। তাই আমি তোমাদের তিনজনের মধ্যে একজনকে নির্বাচন করার জন্য একটি পরিকল্পনা করেছি। আজ পূর্ণিমা। আজই তোমাদের এক মাসের জন্য দেশ ভ্রমণে পাঠাতে চাই। আজ হ’তে ঠিক এক মাস পরে পূর্ণিমায় তোমরা সফর শেষে ফিরে আসবে এই
রাজসভায়। তোমরা প্রত্যেকেই রাজকন্যার উপযুক্ত বিবেচনা করে সবচেয়ে মূল্যবান উপহার নিয়ে আসবে। সে উপহারের গুণাগুণ বিচার করেই তোমাদের যোগ্যতা নির্ণয় করা হবে। যুবরাজ তিনজন আশান্বিত হয়ে সেদিনই দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল।

19/09/2023

#গল্পঃ শিকারী ও ঘুঘু
✍️ গল্পের শহরগল্পের শহর - PoetryPoetry

নদীর তীরের একটি গাছের উঁচু ডালে একটি ঘুঘু বসে নদীর পানির দিকে চেয়ে আছে। সে দেখতে পেল, একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে। পিঁপড়ার প্রতি তার দয়া হ’ল। তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল। পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল।

পিঁপড়াটির বাসা ঐ গাছের কাছেই। একদিন সে গাছে ঘুঘুটি বসে রয়েছে। এক শিকারী ঘুঘুকে লক্ষ্য করে তার ধনুকে তীর সংযোগ করল। সে তীর ছুঁড়তে যাচ্ছে, এমন সময় ঐ পিঁপড়াটি এসে তার পায়ে শক্ত কামড় বসিয়ে দল। কামড়ের চোটে সে জোরে ‘উহ’ করে উঠল। পাখীটি শব্দ শুনে উড়ে গেল। তীর লক্ষ্যভ্রষ্ট হ’ল।

শিক্ষা : বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।

#গল্পের
#অনুগল্প

19/09/2023

#গল্পঃ সিংহ ও ইঁদুর
✍️ গল্পের শহরগল্পের শহর - PoetryPoetry

এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি ছোট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল। ফলে সিংহের ঘুম ভেঙ্গে গেল। সে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হ’ল। ইঁদুরটি অত্যন্ত বিনয়ের সুরে বলল, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। সময়ে আমিও আপনার উপকারে আসতে পারি। একথা শুনে সিংহটি হেসে বলল, তুই এত ছোট জীব হয়ে আমার কি উপকার করবি? যাক সিংহটি তাকে ছেড়ে দিল।

এর কিছুদিন পরের ঘটনা। সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল। ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগল। গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল। সিংহের বিপদ দেখে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করল। কারণ যারা ফাঁদ পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে।

ইঁদুরটি এবার তার কাজ শুরু করল। সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল। অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সংগে বলল, তোকে আমি অবজ্ঞা করেছিলাম। কিন্তু বুঝলাম, কাউকে অবজ্ঞা করতে নেই।

শিক্ষা : ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। বিপদে যে কেউ উপকারে আসতে পারে।

#গল্পের
#অনুগল্প

17/02/2023
10/02/2023

Me And My Problem...🤪😟

07/02/2023

- অসাধারণ একটি লাভ স্টোরি 💔🙂

03/02/2023

- কিছু মানুষ রাত জাগা শিখিয়ে দিয়ে।🙂

- নিজে নিশ্চিন্তে ঘুমায়।💔😔🥀

03/02/2023

কষ্টকর অনূভুতি হচ্ছে আপনার প্রিয় মানুষের মুখে তার প্রিয় মানুষের গল্প শোনা,!!🖤

30/01/2023
30/01/2023

- আপনার ঘরের সবচেয়ে দামি দুইটা জিনিস

আল কুরআন ও জায়নামাজ.!🖤🥰

26/01/2023

- তোমারে বিশ্বাস কইরা ফ্রেন্ড লিস্টে এড করলাম.!

- আর সেই তুমিই কেমনে আমারে থ্রি-পিস বে-চার গ্রুপে ইনভাইট দাও.?🙂

26/01/2023

—সব অনুভূতি হয়না প্রকাশিত।😔


❤︎ —থাক না কিছু ব্যক্তিগত। 🌸🙂🙂

25/01/2023

❣️🥀 আলহামদুলিল্লাহ ❣️🥀

-------> 1k Followers ❣️🥀

25/01/2023

তোমাকে ছাড়া আমি বাচঁবো না 😥
এই চাপা কে বেশি দেয়..!🙂

⭕ছেলে👮🏻‍♂️ ⭕মেয়ে🙅🏻

25/01/2023

- মানুষ যে কিভাবে এতো ফোন টি"পে.!🤷‍♀️

- আমি তো 24 ঘন্টার বেশি টি"প"তেই পারি না.!🙂

25/01/2023

অল্প বয়সে বড্ড ক্লান্ত আমি!😥
তার পরও মূখে একরাশ হাসি নিয়ে বলতে হয়,আমি অনেক ভালো আছি!!🖤🥰

25/01/2023

সৌন্দর্য দিয়ে ভালোলাগা হয়, ভালোবাসা নয় 💙💫

25/01/2023

মায়ের সাথে ৫ মিনিট হাসলে; দুনিয়ার সকল Depression কেটে যায়!!🥰

ফলো--= M S R F

25/01/2023

- সবথেকে বড় ধাক্কা লাগে তখনই🤨

- যখন দেখি আমার Best Friend আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলে!🙄

25/01/2023

- আমি এক অপ্রিয় মানুষ!🙃🌸🥀

24/01/2023

ভেবেছিলাম সব শেষ কিন্তু আমার আল্লাহ বলেছেন!
যার দুঃখ বেশি তার প্রতি আমার রহমত ও বেশি! 🇸🇦
-আলহামদুলিল্লাহ.🤲

24/01/2023

❝শূন্য পকেটে যে নারী পাশে থাকে...!🌺
❝সাফল্যে শেষে সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে🌺

24/01/2023

- ব্রেকিং নিউজ.!😳

-আপনার চ্যাটলিষ্টের ৩য় ব্যাক্তি এক মাস হলো গোসল করে না.!!😦🐒🐒

24/01/2023

নবীকে ভালোবাসেন

হ্যা না
✅ ❎

24/01/2023

- যার ফ্যামেলি প্রবলেম আছে,😓

- সেই একমাত্র ডিপ্রেশনের আসল সংজ্ঞা বুঝে.!🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when M S R F posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share