22/09/2023
কাউকে কষ্ট দিচ্ছেন
☺ সমস্যা নাই। কষ্ট পেতে পেতে মানুষটার মন শক্ত হয়ে যাচ্ছে।
পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে মানুষটা একদিন ড্যাম কেয়ার টাইপ কেউ হয়ে হাসিমুখে চলা শিখে যাবে। কাউকে অবহেলা করছেন
সমস্যা নাই।
আপনার অবহেলা মানুষটার সেলফ রেসপেক্ট বাড়াচ্ছে। নিজের প্রতি যত্নশীল হওয়ার সুযোগ করে দিচ্ছে। কারো সাহায্য ছাড়াই মানুষটা বেঁচে থাকা শিখছে।
কাউকে ঠকাচ্ছেন
সমস্যা নাই।
আপনি আসলে প্রমাণ করছেন, ঐ মানুষটা আপনার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। নিজেকে সরিয়ে আপনি ঐ মানুষটার লাইফে বেস্ট কাউকে আসার সুযোগ করে দিচ্ছেন।
ইউ আর ডুয়িং আ গ্রেট জব
কিন্তু কারো সাথে প্রতারণা করতে গিয়ে নিজেকে ঠকালে সমস্যা।
আপনি এমন একজনকে ঠকালেন, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো।
আপনার লাইফে আসা বেস্ট গিফট ছিলো সেই মানুষটা। আপনি আসলে তাকে ঠকাননি। লাইফের বেস্ট গিফট.টা হারিয়ে নিজেকে ঠকিয়েছেন। আর নিজেকে ঠকালেই সমস্যা।
লাইফটা বুমেরাং এর মতো। আপনি যা দিবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। হিসেব একচুলও এদিক সেদিক হবেনা। আপনি সেদিন বুঝবেন, ঠকে যাওয়ার অনুভূতি।
#গল্প : ঠকে যাওয়ার অনুভুতি
#গল্পের_শহর_poetry
#জ্বীন_রহস্য
#গল্পঃসারপ্রাইজ__poetry_কাব্য
#রহস্য___poetry_কাব্য
#সাইকোর_রোমান্টিক_অত্যাচার_পর্ব