18/01/2023
২০১৪ বিশ্বকাপের ফাইনালের শেষ বাশিঁ বাজার কিছু সেকেন্ড আগে ডি-বক্স এর বাইরে ফ্রিকিক পায় আর্জেন্টিনা।তখন ই পিটার ড্রুরির সেই বিখ্যাত কমেন্ট্রি
"A little boy from Rosario,Argentina on behalf of the every little boy wearing his shirt" রচিত হয়।স্টেডিয়াম এ উপস্থিত সকল আর্জেন্টিনা ফ্যানরা তখন কান্নায় বিভোর।মেসিও শেষ পর্যন্ত পারেন নি।আর তখন ই পিটার ড্রুরি বলে উঠেন "No no no,it's Gone Away,it's Gone Away". এই লাইন টিই হতে পারতো মেসির ক্যারিয়ার ডিফাইনিং লাইন।ক্যারিয়ারে সব কিছু জিতেছিলেন মেসি,শুধুমাত্র অধরা ছিলো বিশ্বকাপ।এত কিছুর পর ও সর্বকালের সেরার মাপকাঠি টা যে শুধুই নির্ভর করছিলো ওই সোনালী ট্রফি টার উপর।১৪ এর বিশ্বকাপে গোলডেন বল হাতে নিয়েও তাই তো মলিন মুখে মেসি দেখছিলেন সদ্য হারিয়ে যাওয়া সোনালী ট্রফি টা কে।১৪ তে যেই পিটার ড্রুরির আওয়াজ এ রচিত হয়েছিলো মেসির ক্যারিয়ারের সবচাইতে কালো অধ্যায়ের,সেই পিটার ড্রুরির কন্ঠেই সাড়ে ৮ বছর পর রচিত হলো " Argentina Champions Of the World,Again...Atlast.Scaloni will be feted,Messi will be sainted,france this time denied...defied.১৪ এর সেই বিখ্যাত কমেন্ট্রি তে ড্রুরি বলেছিলেন "Messi Potentially to crown his stellar career."শেষ পর্যন্ত মেসির ক্যারিয়ারে সেই " Potentially" কথা টা আর থাকলো না,কারন মেসি যে অবশেষে তা অর্জন করে ফেলেছে।ড্রুরির ভাষায় "potentially" word থেকে সর্বশেষে রচিত হলো "He was beautiful,he was the point of difference,he has always been,the point of difference...unparalleled.He has just pitched up in the heaven,he climbs up into a Galaxy of his own.Lionel Messi has shaken hands with paradise.He has his crowing moment..."এরপর ই ড্রুরির ভাষায় সেই বহুল অপেক্ষাকৃত লাইন " He has rendered himself today........the greatest of all time".
সেই ঐতিহাসিক রিডেম্পশনের আজ ১ মাস🥺💙