15/05/2022
"বাংলাদেশ মোটরসাইকেল দিবস"
এতো এতো দিবস আছে? আমাদের বাইকার দের জন্য কোন দিবস আছে ? না নাই...
প্রথমবারের মতো আমরা উদ্যোগ নিয়েছি "বাংলাদেশ মোটরসাইকেল দিবস"/ (Bangladesh Motorcycle Day) উদযাপন করার... আমরা প্রতি বছর ১লা নভেম্বর এই "বাংলাদেশ মোটরসাইকেল দিবস" উদযাপন করবো...
আমাদের ২০২২ সালের এই দিবসের স্লোগান হচ্ছে "আইন মানবো, নিরাপদে বাইক চালাবো" ...
কেন? এই দিবসের কি দরকার আবার?
আরে ভাই/বোন এতো চিন্তা পাশে ফেলে রেখে আসেন না একটা দিন নিজেদের ভেবে কাটাই... আমরা সব বাইকার'ই বলি রাস্তায় আমাদের একটা গাড়ি ভেবে পাত্তা ই দেয় না... চাপ দিয়ে ফেলে দিয়ে যায়... তারপর লেগে যাই, এই অধিকার, সেই অধিকার আদায় এর বিষয়ে... আরে আমরা নিজেরাই তো এক না... এক করতে গেলে ও নানা মুনির নানা মতের কারনে কিছু হয়ে উঠে নি ... (বাইকার কমিউনিটির লোকজন এটা ভালো জানে)... আগে সবাই মিলে নিজেদের জন্য একটা দিবস উদযাপন করি... সবাই এক হলে অনেক কিছু করা যাবে... আপনারা কি বলেন... অন্তত এটা তো সম্ভব? সম্ভব না...??
কি কি করা যায় এই দিবসে... আপনাদের সাজেশন চাই... কমেন্ট করুন...
সবাইকে জানিয়ে দিন ... Yes, WE exist....... আসছে...
© Asraful Islam vaia ❤️