Vagabond Al Mamun

  • Home
  • Vagabond Al Mamun

Vagabond Al Mamun ইনশাআল্লাহ একদিন মৃত্যু আমার অনিবার্য
একজন সমাধাণ মানুষ

17/05/2020

ব্যর্থ চেস্টা
হ্মেপা ছেড়ে গেলে মনের মানুষ আর ত পাবো না..

16/05/2020

তরুণ প্রজন্মরা কখনোই মাজার পুজা করবে না। ভিডিওটি দেখলেই বুঝবেন।
এই ভিডিওটি ভন্ডদের উদ্দেশে
https://youtu.be/i_y4GTZPOJI

15/05/2020

এরে বাটপার...
একজন পাতিনেতা ও ভাল অভিনেতা,
আমি চাইছিলাম না রোজার দিনে কাউকে রোস্ট করতে।

03/05/2020

যারা আরবি বুঝেন

03/05/2020

wait for end :D

care react© Al Mamun
01/05/2020

care react
© Al Mamun

01/05/2020

একটা বাসায় দুইটা কবুতর চারটি ডিম পাড়ে, কিন্ত নারী সরদার কবুতরটি একাই চারটি ডিম ফুটিয়ে আমাকে চারটি বাঁচ্চা উপহার দেয় সাবাস রাণী।

“গোধুলীতো সব প্রান্তেই অস্তমিত হয় ;তবু কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,কোন কোন বিকেল বিষন্ন কুহেলী।ksa© Al Mamun           ...
01/05/2020

“গোধুলীতো সব প্রান্তেই অস্তমিত হয় ;
তবু কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,
কোন কোন বিকেল বিষন্ন কুহেলী।
ksa
© Al Mamun

21/04/2020
21/04/2020

মালদ্বীপ প্রবাসীদের হোম কোয়ারেন্টিন এর কি অবস্থা? নিজ চোখে একবার দেখুন।
https://youtu.be/PIsrAOrqGvg

how to celebrated bengali new year in home quarantine, how is feeling boys and girls( Vagabond Al Mamun )Subscribe my yo...
14/04/2020

how to celebrated bengali new year in home quarantine, how is feeling boys and girls
( Vagabond Al Mamun )
Subscribe my youtube channel
https://youtu.be/vAHYhdUBims

👉 দুই সরকারকে একসাথে জেলে ঢুকাতে দেখেছি। 👉 শত মাস্তানকে পুকুরের ঠান্ডা পানিতে চুবাইতে দেখেছি। 👉 ছাত্রদল ও ছাত্রলীগের সোন...
14/04/2020

👉 দুই সরকারকে একসাথে জেলে ঢুকাতে দেখেছি।
👉 শত মাস্তানকে পুকুরের ঠান্ডা পানিতে চুবাইতে দেখেছি।
👉 ছাত্রদল ও ছাত্রলীগের সোনার ছেলেদের পিটিয়ে পাছার ছাল তুলতে দেখেছি।
👉 দুর্নীতিবাজ, ঘুষখোর, দালালদের ইঁদুরের মত কাঁপতে দেখেছি।
👉 যতদিন ক্ষমতায় ছিলেন মানুষকে সন্ত্রাসীদের কাছে থেকে নিরাপদ রাখতে দেখেছি।

🇧🇩 ড. ফখরুদ্দীন স্যার!
আপনার ২ বছরের শাসনামল ছিলো, আমার দেখা বাংলার স্বর্ণযুগীয় শাসন।

14/04/2020

We are Proud of চাল চোর।
একদিন বাঙ্গালী গর্ব করে বলবে!!
একদিন চাল চোর ছিলাম রে ...
গানটা একদম RAW তে গাইছি

13/04/2020

take a brake from '' হোম কোয়ারেন্টিন '',
here's some আতর গোলাপ শোয়া চন্দন মন ভাল করুন for you. remix version

13/04/2020

আই Bfdc তে ডুকুম তাই ঢাকা যামু..

13/04/2020

আপনারা দেখতে থাকুন বাটপার কত প্রকার
আর আমি যাচ্ছি বিষ কিনতে 🤣🤣

13/04/2020

খেজুর।
কালোটা আজুয়া যার মাঝে রাসুল (সা) এর অনেক ইতিহাস আছে।

তোমার দেশ আমার দেশ চাল চুরির দেশ বাংলাদেশ 🙂
13/04/2020

তোমার দেশ আমার দেশ
চাল চুরির দেশ বাংলাদেশ 🙂

13/04/2020

পৃথিবী যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শান্তিপুর গ্রামের মানুষ টেটা যুদ্ধে ব্যস্ত!
তাদের এই দাঙ্গা-হাংগামা পৌরাণিক কাহিনীর যুদ্ধকে ও হার মানাবে!
কিছুদিন আগে ও সরাইল থানায় লুডু খেলাকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মদ্ধে তুমুল দাঙ্গা সংগঠিত হয়েছিলো।
#ব্রাহ্মণবাড়িয়া_ঐতিহাসিক_টেটা_যুদ্ধ!!
আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য😐

ঘুরে আসতে পারেনhttps://youtu.be/JFA7zMP5oWk
12/04/2020

ঘুরে আসতে পারেন
https://youtu.be/JFA7zMP5oWk

পৃথিবী যখন করোনা মহামারিতে আক্রান্ত তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শান্তিপুর গ্রামের মা....

Channai indian
11/04/2020

Channai indian

10/04/2020
09/04/2020

চাউল চোর FREESTYLE hip hop 2 don't miss this song

09/04/2020

❓❓❓

08/04/2020

চাউল চোর
This is my first free style hip hop

07/04/2020

দুর্নীতিবাজদের এভাবে,সমাজের মানুষের মুখোমুখি করলে,
হয়তো বা সমাজ থেকে দুর্নীতি কমে আসবে।

07/04/2020

চাউল চুর

04/04/2020

মুদিজি 😂😂😂😂

04/04/2020

dube dube valobashi...
s_tanjib bro ♥

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়...
03/04/2020

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়...

02/04/2020

মানুষ মানুষের জন্যে...

02/04/2020

ছেলেদের পকেটের সব টাকা শেষ করে ব্যাকআপের পর ওরা ঘরের মাঝে যা করে।

01/04/2020

নিজ কন্ঠে আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম ভুল হলে হ্মমার দৃষ্টিতে দেখবেন।

পবিত্র কোরআনে বিশেষ বিশেষ কিছু আয়াত ও সূরা রয়েছে, যা খুবই ফজিলতপূর্ণ। তন্মধ্যে আয়াতুল কুরসি অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে।

ইমাম আহমদ (রহ.) বর্ণনা করেন, একদিন উবাই ইবনে কাবকে নবী করিম (সা.) জিজ্ঞেস করেন, কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলই তা বেশি জানেন। নবী করিম (সা.) আবার জিজ্ঞেস করলে তিনি বলেন, আয়াতুল কুরসি। অতঃপর রাসূলুল্লাহ (সা.) বলেন, হে আবুল মানজার! তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। সেই সত্তার কসম, যার হাতে আমার আত্মা। এর একটি জিহ্বা ও দু’টি ঠোঁট রয়েছে, যা দিয়ে সে আরশের অধিকারীর পবিত্রতা বর্ণনা করে।

নিয়মিত আয়াতুল কুরসি পাঠে দুষ্টু জিনদের কবল থেকে হেফাজতে থাকা যায় বলে হাদিসে বর্ণনা এসেছে। আয়াতুল কুরসি কোরআনের এক-চতুর্থাংশ।

হজরত আবু যর জুনদুব ইবনে জানাদাহ (রা.) বলেন, একদিন আমি নবী (সা.)-এর কাছে এলে তাকে মসজিদে বসা দেখি এবং আমিও গিয়ে তার কাছে বসি। এরপর নবী (সা.) বলেন, হে আবু যর! নামাজ পড়েছ? আমি বললাম, না। তিনি বললেন, ওঠো, নামাজ পড়ো। আমি উঠে নামাজ পড়ে আবারও গিয়ে বসলাম। রাসূলুল্লাহ (সা.) আমাকে তখন বলেন, মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল! মানুষও শয়তান হয় নাকি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, হে আল্লাহর রাসূল! নামাজ সম্বন্ধে আপনি কী বলেন? তিনি বললেন, এটা একটি উত্তম বিষয়। তবে যার ইচ্ছা বেশি অংশ নিতে পারে এবং যার ইচ্ছা কম অংশ নিতে পারে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আর রোজা? তিনি বললেন, এটি একটি উত্তম ফরজ এবং তা আল্লাহর কাছে অতিরিক্ত হিসেবে জমা থাকবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সাদকা? তিনি বললেন, এটা বহুগুণ বিনিময় আদায়কারী। আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন দান সবচেয়ে উত্তম? তিনি বললেন, অল্প সংগতি থাকতে বেশি দেয়ার সাহস করা এবং দুস্থ মানুষকে গোপনে সাহায্য-সহযোগিতা করা। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সর্বপ্রথম নবী কে? তিনি বললেন, হজরত আদম (আ.)। আমি বললাম, হে আল্লাহর রাসূল! তিনি কি নবী ছিলেন? রাসূল (সা.) বললেন, হ্যাঁ, তিনি আল্লাহর সঙ্গে কথোপকথনকারী নবী ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! রাসূল কতজন ছিলেন? তিনি বললেন, তারা হলেন ৩১০-এরও কিছু বেশি। তবে অন্য সময় রাসূল (সা.) বলেছিলেন, তারা ছিলেন ৩১৫ জন। এরপর আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল (সা.) বললেন, ‘আয়াতুল কুরসি।’ -নাসায়ি

হজরত আবু হুরায়রা (রা.) বললেন, একটি বন্দি জিন আমাকে বলেছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন, তখন ‘আয়াতুল কুরসি’র প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্যও আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না। আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরন্তু সেই রাতে যা কিছু হবে, সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূল (সা.) বললেন, সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্যই বলেছে। তবে হে আবু হুরায়রা! জানো কি, তুমি এ তিন রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, না। রাসূল (সা.) বললেন, সে ছিল শয়তান।

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে, যে আয়াতটি পুরো কোরআনের নেতাস্বরূপ। তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। তা হলো- ‘আয়াতুল কুরসি’।

অন্য একটি হাদিসে আবু ইমামা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু বেহেশতে যেতে বাধা দেয় না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Vagabond Al Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vagabond Al Mamun:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share