18/07/2020
২৫ তারিখ গেমস খেলা বন্ধ রাখার আগে পোস্ট মনোযোগ দিয়ে একবার পড়ুন 🙂
২৫ তারিখ সবাই গেমস খেলা বন্ধ রাখতে চাচ্ছেন তাতে আমার কোনো আপত্তি নেই । আমিও গেমস খেলা বন্ধ রাখবো কারণ ২৪ ঘন্টা গেমস না খেললে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবেনা । 🙂
কিন্তু এতে লাভের লাভ কতটা হবে ?
একবার ফ্রি ডায়মন্ডের লোভে কত আন্দোলন করে ইন্ডিয়া সার্ভারে আসলেন কিন্তু লাভ কি হয়েছিল ? ফ্রি ডায়মন্ডের যায়গায় পেয়েছিলেন পিং প্রবলেম আর ফালতু কাস্টমার সার্ভিস !!
২৫ তারিখ খেলা বন্ধ রেখে ২৬ তারিখ সকাল বেলা হাজার হাজার পোলাপাইন বস্তাভর্তি ডায়মন্ড টপ করে নতুন কিছু আনলক করে গ্রুপে পোস্ট করবে "বাংলাদেশে আমিই প্রথম ভ*দ" 🤬
এইভাবে Garena'র বিরূদ্ধে আন্দোলন করবেন ?
পারলে টপ আপ বন্ধ রাখেন ৭ দিন । একটা ইভেন্ট চলে গেলে আপনি Noob হয়ে যাবেন না । কিন্তু সেটাতো আপনাদের দ্বারা সম্ভব না ।
শুধু পারেন তো একটা পোস্টকে কপি করে হাজার হাজার বার পোস্ট করা । নিউজফিড একই পোস্টে ভরিয়ে ফেলছেন "আইডি বেনড,ডায়মন্ড সমস্যা, অমুক তমুক। "
আরে ভাই কয়জন গ্যারেনার কাস্টমার কেয়ারে মেসেজ দিছেন ? কয়জনে প্লেস্টোরের রিভিউতে গিয়ে রেটিং ডাউন করছেন ?
আরে ভাই আপডেট আসার ৭ দিন আগে থেকেই প্রতিবার গ্রুপে তোলপাড় হয় "আপডেটের পর ১ জিবির ফোনে কি আর গেমস খেলা যাবেনা? " এই পোস্ট নিয়ে ..
তবুও আপডেটের দিন একগাদা পোস্ট দেখা যায় যে, "আজকে গেমসে ঢুকা যাচ্ছেনা কেন ? আমার আইডি কি ব্যান হয়েছে ইত্যাদি ইত্যাদি।"
এই সমস্ত প্লেয়ারদের নিয়ে আন্দোলনে নামবেন? 🙄
আরে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে সিংহভাগ প্লেয়ার জানেই না যে ফেসবুকে গেমসের একটা কমিউনিটি আছে আর আপনারা বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে আন্দোলন করতে চাচ্ছেন 😐
আমরা এমন দেশে বাস করি যেই দেশের প্লেয়াররা নিজেরাই সবকিছু ফ্রিতে চায় আবার Gaming Subrata, Icon Paul কে নিয়ে ট্রল করে 😅
গ্যারেনার পেজে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম করেন অমুক জিনিস ব্যাক দেন, তমুক ইভেন্ট ব্যাক দেন । দুইদিন পর যখন গ্যারেনা ওইসব জিনিস ব্যাক দেয় তখন আবার চুলকানী উঠে "জরিনা শুধু টাকা চিনে,প্রো প্লেয়ারদের মূল্য রইল না,গেমস খেলা ছেড়ে দিবো আরও কত বা* ছা*"
আমরা নতুন সব জিনিসও চাই আবার ১ জিবির র্যামে স্মুথ গেমসও চাই । কিন্তু একবার ভেবে দেখিনা যে নতুন জিনিস আসলেই গেমসটা আস্তে আস্তে বড় হবে 🙂
তাই আন্দোলন করার আগে সবকিছু ভেবে দেখবেন কারণ পরে হয়তো দেখবেন হুদাই সময় নষ্ট করছেন ।
আমি আন্দোলনের বিরূদ্ধে না কিংবা বাংলাদেশ সার্ভার না হওয়ার পক্ষেও না । আমার মতামত গুলো আমি জাস্ট পোস্টে তুলে ধরার চেষ্টা করেছি এখন সিদ্ধান্ত আপনাদের