Arfat Hossain

  • Home
  • Arfat Hossain

Arfat Hossain I love all people and hate all evil forces that are against life and humanity. Come on!

I love all human beings in human brotherhood and always work for the welfare of human life.

17/06/2024

خُطْبَةُ الثَّانِيْ لِعِيْدِ الْاَضْحٰي

ﷲُ اَكْبَرُ ﷲُ اَكْبَرُ لَا اِلٰهَ اِلَّا ﷲُ وَﷲُ اَكْبَرُ ﷲ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدِ. ٧

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الْكَرِيْمِ النَّعِيْمِ اَلَّذِيْ اَرْسَلَ رَسُوْلَهُ رَحْمَةً لِّلْعَالَمِيْنَ بِِالْهُدٰي وَدِيْنِ الْحَقِّ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْراً وَبِاالْمُؤْمِنِيْنَ رَؤُوْفُ الرَّحِيْمُ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَي حَبِيْبِ اللهِ الْعَظِيْمِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَي اَهْلِ رَسُوْلِهِ الْمُطَهَّرِيْنَ وَخُلَفَائِهِ الرَّاشِدِيْنَ وَاَصْحَابِهِ الْمَقْبُوْلِيْنَ وَعَلَي اَئِمَّةِ الدِّيْنِ وَاَوْلِيَاءِ الْمُقَرَّبِيْنَ الْمُحْسِنِيْنَ الصَّادِقِيْنَ اَجْمَعِيْنَ.

اِعْلَمُوْا اَنَّ اللهَ عَزَّ وَجَلَّ اَمَرَالْمُؤْمِنِيْنَ فِيْ الْقُرْاٰنِ الْعَظِيْمِ لِاَداَءِ الصَّلَاةِ وَالسَّلَام عَلَي النَّبِيِّ الْاَكْرَمِ بِالْمُحَبَّةِ وَالتَّعْظِيْمِ وَالْاِكْرَامِ.
بِسْمِ ﷲِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ-

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اَلّٰلهُمَّ صَلِّ عَلَي نَبِيِّنَا نُوْرِاللهِ الْعَظِيْمِ وَعَلَي اٰلِهِ وَاَصْحَابِهِ وَ بَارِكْ وَ سَلَّمْ…

خُصُوْصًا مِّنْهُمْ آبَائِهِ النَّبِيِّ صَلَّي اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ حضرت عَبْدُ اللّٰهِ واُمِّ الْاَئِمَّةِ حضرت آمِنَةَ عَلَيْهُمَا السَّلَامْ وَمِّنْهُمْ اَهْلِ الرِّدَاءِ وَاَهْلِ بَيْتِ النَّبِيِّ صلَّی اللهُ علیهِ وسَلَّمَ اَيْ سَيِّدَةَ نِسَاءِ الْعَالَمِيْنَ وَلِاَهْلِ الْجَنَّةِ وَاِبِنْةِ النَّبِيِّ مِنْ اَوَّلِ زَوْجَاتِهِ اُمِّ الْمُؤْمِنِيْنَ خَدِيْجَةَ بِنْتِ خُوَيْلِدْ و زَوْجَةِ مَوْلَاءِ اَعْلَي وَاُمِّ السَّبْطَيْنِ الْحَسَنِ وَالْحُسُيْنِ وَبَضْعَةِ الرَّسُوْلِ وزَوْجَةِ الْبَتُوْلِ اَلطَّاهِرَةِ اَلصَّادِقَةِ اُمِّ الْاَئِمَّةِ وَنُوْرٍمِّنْ نُوْرِاللهِ فَاطِمَةَ اَلزَّهْرَاءِ عَلَيْهَا السَّلَامْ- رَضِيَ اللهُ تعالي عَنْهَا.

وَعَلَي اَسَدِ اللهِ في الدُّنيَا وَالْاٰخِرَةِ وَاِمَامِ الْمَشْرِقَيْنِ وَالْمَغْرِبَيْنِ وَبَابِ الْعِلْمِ وَالْحِكْمَةِ وَفَاتِحِ الْخَيْبَرِ حُبُّهُ اِيْمَانٌ وَ بُغْضُهُ نِفَاقٌ ذِكْرُهُ وَ نَظْرُهُ عِبَادَةٌ وَعَدُوُّهُ عُدُواللهِ وَرَسُوْلُهُ وَحَبِيْبُهُ حَبِيْبُ اللهِ وَرَسُوْلُهُ وَقَاتِلُ النَّاكِثِيْنَ وَالْقَاسِطِيْنَ وَالمَارِقِيْنَ اَمِيْرِالْمُؤْمِنِيْنَ خَلِيْفَةُ الرَّسُوْلِ وَالْاِنْسَانِيَّةِ وَالْاِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ ومَوْلَي الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ يُحِبُّ اللهُ وَرَسُوْلُهُ وَيُحِبُّهُ اللهَ وَرَسُوْلَهُ وَقِبْلَةُ الْحَقِّ وَالْاِسْلَامِ وَالنَّجَاةِ والْهِدَايَةِ وَنُوْرٍمِّنْ نُوْرِاللهِ سَيِّدِنَا وَسَنَدِنَا مَوْلَاءِ اَعْلَي مَوْلَي عَلِيٍّ ابْنِ اَبِي طاَلِبٍ كَرَّمَ اللهُ وَجْهَهُ وَتَعَالَي عَلَيْهِ السَّلَام- رَضِيَ اللهُ تعالي عَنْهُ.

وَعَلَي اِبْنَيْهِمَا الْكَرِيْمَيْنِ الطَّيِّبَيْنِ الطَّاهِرَيْنِ وَرَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا والْجَنَّةِ وَسَيِّدَا شَبَابِ لِاَهْلِ الْجَنَّةِ حُبُّهُمَا مِنَ الْاِيْمَانِ وبُغْضُهُمَا مِنَ الْكُفْرِ وَعَدُوُّهُمَا عَدُوُّ اللهِ وَرَسُوْلِهِ وَ مُحِبُّهُمَا مُحِبُّ اللهِ وَرَسُوْلِهِ وَنُوْرِهِمَا مِنْ نُوْرِاللهِ خَلِيْفَةِ الرَّسُوْلِ وَالْاِنْسَانِيَّةِ وَالْاِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ اِمَامِ اَكْبَرْ اِمَامْ حَسَنْ عَلَيْهِ السَّلَامْ وَسَيِّدِ الشُّهَدَاءِ خَلِيْفَةِ الرَّسُوْلِ وَالْاِنْسَانِيَّةِ وَالْاِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ اِمَامِ اِكْبَرْ اِمَامْ حُسَيْنْ عَلَيْهِ السَّلَامْ.

وَعَلَي اِمَامِ الصِّدِّيْقِيْنَ وَالْمُجَاهِدِيْنَ لِرَبِّ الْعَالَمِيْنَ صَاحِبِ الْهِجْرَةِ فِيْ الدُّنْيَا وَصَاحِبِ الْكَوْثَرِ فِيْ الْاٰخِرَةِ وَثَانِيَ اثْنَيْنِ فِيْ الْغَارِ اَمِيْرِالْمُؤْمِنِيْنَ خَلِيْفَةِ الرَّسُوْلِ وَالْاِنْسَانِيَّةِ وَالْاِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ خَلِيْلُ الرَّسُوْلِ وَ اَبُ اُمِّ الْمُؤْمِنِيْنَ عَائِشَةَ الصِّدِّيْقَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا سَيِّدِنَا وَسَنَدِنَا اَبُو بَكَرْ اَلصِّدِّيْقْ رَضِيَ اللهُ تعالي عَنْهُ. وَعَلَي مُفَرِّقٌ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ وَاِمَامِ المُتَّقِيْنَ وَغَيْظِ الْمُنَافِقِيْنَ اَمِيْرِالْمُؤْمِنِيْنَ خَلِيْفَةِ الرَّسُولِ وَالْاِنْسَانِيَّةِ وَالْاِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ سَيِّدِنَا وَسَنَدِنَا عُمَرْ اَلْفَارُوْقِ رَضِيَ اللهُ تعالي عَنْهُ. وَعَلَي اَوَّلُ الْمُهَاجِرِيْنَ واَحَدُ العَشْرَةِ الْمَشْهُوْدِ لَهُمْ بِالْجَنَّةِ وَجَامِعِ الْقُرْاٰنِ كَامِلِ الْحَيَاءِ وَالْاِيْمَانِ اَمِيْرِالْمُؤْمِنِيْنَ خَلِيْفَةِ الرَّسُولِ وَالْاِنْسَانِيَّةِ وَالْاِسْلَامِ وَالْمُسْلِمِيْنَ غَنِيٌّ حَقٌّ فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ سَيِّدِنَا وَسَنَدِنَا عُثْمَانَ ذِي النُّوْرَيْنِ وَذِي الْهِجْرَتَيْنِ رَضِيَ اللهُ تعالي عَنْهُ.

وَعَلَي عَمَّيْهِ الْمُعَظَّمَيْنِ عِنْدَ النَّاسِ سَيِّدُ الشُّهَدَاءِ حَضْرَتْ اَمِيْر حَمْزَةَ وَحَضْرَتْ عَبَّاسِ ابْنِ عَبْدِ الْمُطَّلِبْ رَضِىَ اللهُ عَنْهُمَا. وَعَلَي اُمِّهَاتِ الْمُؤْمِنِيْنَ وَاَصْحَابِهِ الْمَقْبُوْلِيْنَ وَاَحْبَابِهِ الْمَطْلُوْبِيْنَ وَعَلَي تَمَامِ عَشْرَةِ الْمُبَشَّرَةِ وَعَلَي اَصْحَابِ وَشُهَدَاءِ الْبَدْرِ وَالْاُحُدِ وَالْخَنْدَقِ وَالْخَيْبَرِ وَالصِّفِّيْنَ وَ كَرْبَلَا وَغَيْرَةْ ذٰلِكَ خُصُوصًا مِّنْهُمْ اِبْنِ سُمَيَّةَ عَمَّارِبْنِ يَاسِرِ رَضِيَ اللّٰهُ عَنْهُ الَّذِيْ قَتَلَهُ فِي الصِّفِّيْنِ بِحُكْمِ الْبَاغِيِ الظَّالِمِ مُعَاوِيَةَ عَلَيْهِ الَّعْنَةِ مِنَ اللّٰهِ وَمِنْ رَسُوْلِهِ وَمَلَائِكَتِهِ وَمنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ اِلَي يَوْمِ الْقِيَامَةِ وَعَلَي اَهْلِ جَنَّةِ الْمُعَلَّةِ وَجَنَّة ِالْبَقِيْعِ وَاَئِمَّةِ الدِّيْنِ الْحَقِّ وَاَوْلِيَاءِ الصَّالِحِيْنَ وَالْمُؤمِنِيْنَ اَجْمَعِيْنَ.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ. اَللَّهُمَّ اَرِنَ الْحَقَّ حَقًّا فَنَتَّبِعَهُ وَاَرِنَ الْبَاطِلَ بَاطِلاً فَنَتَجَنَّبَهُ بِرَحْمَتِكَ وَبِنُوْرِ نَبِيِّكَ وَبِنُوْرِ اَهْلِ رَسُوْلِكَ صَلَّي ﷲُ عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلّمَ. وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيرًا.

اَلَّهُمَّ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَاالضَّالِّينَ. اَلّٰهُمَّ اَسْئَلُكَ الرَّحْمَةَ وَالنِّعْمَةَ وَالسَّلَامَةَ وَالْقُوَّةَ لِدَفعِ الْكُفْرِ وَالظُّلُمِ وَالْمُلُكِيَّاتِ الْعَصَبِيّاتِ وَمُلُكِيّاتِ الْمُعَاوِيَّةِ الْيَزِيْدِيَّةِ وَمُلُكِيَّاتِ الدِّيْنِ الْبَاطِلَةِ اَيْ مُلُكِيَّاتِ الْوَهَبِيَّةِ الْخَارِجِيَّةِ الشِّيْعِيَّةِ السَّلَفِيَّةِ وَمُلُكِيَّاتِ الْمُلْحِدُوْنَ الْمُشْرِكُوْنَ الْكَافِرُوْنَ الْمُنَافِقُوْنَ الْقَاتِلُوْنَ الظَّالِمُوْنَ النَّاصِبُوْنَ وَلِِاِقَامَةِ الدِّيْنِ وَالْاِيْمَانِ وَالْخِلَافَةِ الْاِنْسَانِيَّةِ فِيْ الدُّنْيَا لِلْمُسْلِمِيْنَ وَالنَّاسِ اَجْمَعِيْنَ.

بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ اَعُوْذُ باِللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ. بِسْمِ ﷲِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ- إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَقَالَ اللّٰهُ تَعالي اَيْضًا وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ….اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكَافِرِيْنَ الظَّالِمِيْنَ الْمُفْسِدِيْنَ الْمُعْتَدِيْنَ الْمُنَافِقِيْنَ بَلِ اللّٰهُ وَلِيُّ الْمُؤْمِنِيْنَ المُتَّقِيْنَ الْمُحْسِنِيْنَ
وَاذْكُرُوْا اللهَ ذِكْرًا كَثِيْرًا يَذْكُرُكُمُ اللّٰهُ
وَادْعُوْهُ وَسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا يَسْتَجِبْ لَكُمُ اللّٰهُ وَلَذِكْرُ اللهِ تَعَالَى وَاَعْلَي وَاَعَزُّ وَاَجَلُّ وَاَهَمُّ وَاَتَمُّ وَاَكْبَرُ.

17/06/2024

خُطْبَةُ الْاَوَّلِ لِعِيْدِ الْاَضْحٰي

ﷲُ اَكْبَرُ ﷲُ اَكْبَرُ لَا اِلٰهَ اِلَّا ﷲُ وَﷲُ اَكْبَرُ ﷲ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدِ. (٩)

اِنَّ الْحَمْدَ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاۃُ وَالسَّلَامُ عَلَي مَحْبُوْبِهِ الْكَرِيْمِ وَنُوْرِﷲِ الْعَظِيْمِ وَعَلَي اَهْلِ رَسُوْلِ ﷲِ وَعَلَي خُلَفَائِهِ واَصْحَابِهِ وَاَئِمَّةِ دِيْنِهِ وَاَوْلِيَاءِ مِلَّتِهِ وَالْمِؤْمِنِيْنَ الصَّالِحِيْنَ الْمُجَاهِدِيْنَ اَجْمَعِيْنَ.

اَمّا بَعْدُ- يَا مَعْشَرَالْمُصَلِّيْنَ الْمُؤْمِنِيْنَ اَقْرِبُوْا اِلَي اللّٰهِ وَرَسُوْلِهِ قُرْبًا كَامِلًا وَادْخُلُوْا وَاقْبُلُوا الْاِسْلاَمَ كَافّةً وَاَحِبُّوْا ﷲَ وَرَسُوْلَهُ صَلَّي ﷲُ عَلَيْهِ وَاٰلِهِ وَ سَلَّمَ حُبًّا جِدًّا وَاَطِيْعُوْا ﷲَ وَرَسُوْلَهُ صَلَّي ﷲُ عَلَيْهِ وَاٰلِهِ وَسَلَّمَ اِطَاعَةً كَامِلَةً صَالِحَةً نَافِعَةً وَجَاهِدُوْا لِلّٰهِ وَرَسُوْلِهِ بِاالْاَمْوَالِ وَالْاَنْفُسِ جِهَادًا كَبِيْرًا لِاِقَامَةِ الدِّيْنِ الْحَقِّ وَالْخِلَافَةِ الْاِنْسَانِيَّةِ فِيْ الدُّنْيَا لِلنَّاسِ.

يَا مَعْشَرَالْمُسْلِمِيْنَ اَقِيْمُوْا الدِّيْنَ عَلَي الدُّنْيَا لِحُصُوْلِ رِضَاءِ ﷲِ وَرَسُوْلِهِ صَلَّي ﷲُ عَلَيْهِ وَاٰلِهِ وَسَلَّمَ لِاَنَّ الدِّيْنَ الْاِسْلَامِ هُوَ دِيْنٌ مَقْبُوْلٌ اِلَي ﷲِ تَعَالَي عَزَّ وَجَلَّ وَهُوَ دِيْنٌ كَامِلٌ اَيْضًا يُظْهِرَهُ ﷲُ عَلَي الدِّيْنِ كُلِّهِ. كَمَا جَاءَ فِيْ الْقُرْاٰنِ الْعَظِيْمِ…
بِسْمِ ﷲِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ-

هُوَالَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ. (سُوْرَۃٌ اَلتَّوْبَةِ- ٣٣)

وَجَاءَ اَيْضًا فِيْ الْفُرْقَانِ الْحَكِيْمِ…
بِسْمِ ﷲِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ-

وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ.
(سُوْرَۃُ اٰلِ عِمْرَانَ- ٨٥)

يَا مَعْشَرَ الْحَاضِرِيْنَ- اِعْلَمُوْا اَنَّ هٰذَا الْيَوْمُ يَوْمٌ عَظِيْمٌ و يَوْمٌ عيْدٌ لِّلْمُوْمِنِيْنَ. و هٰذَا يَوْمُ الْاضْحٰی. اِنَّ المُضَحِّي يَلْتَزِمُ أَمْرَ اللهِ تعالى: "فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ" وَيَلْتَزِمُ أَمْرَ سَيِّدِنَا رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: «مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»

وَجَبَ ﷲ تَعَالٰي عَزَّ وَ جَلَّ عَليَ الْمُسْلِمِيْنَ الْاُضْحِيَ كَيْ يَذْكُرَ الْمُسْلِمِيْنَ قُرْبَانَ سَیِّدِنَا اِسْمَاعِيْلَ عَلَيْهِ السَّلَام مِنْ اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامِ و يُوَدُّوْنَ سُنَّةَ اِبْراهِيْمَ عَلَيْهِ السَّلَام.
جَاءَ فِيْ الْقُرْاٰنِ الْكَرِيْمِ- "فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ. فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ- وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ- قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ- إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ- وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ- وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ- سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ".

وَ جَاءَ فِيْ الحَدِيْثِ الشَّرِيْفِ- " عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: «سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ».قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ». قَالُوا: فَالصُّوفُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَةٌ»".

اِنَّ ﷲَ يَتَقَبَّلُ الْاُضْحِيَ اي القربان مِنَ الْمُتَّقِيْنَ وَ المُحْسِنِيْنَ. ويَنَالُ ﷲَ التَّقْوٰي لَا يَنَالُهُ اللَّحْمَ وَ الدَّمَ كَمَا جَاءَ فِيْ الْقُرْاٰنِ الْعَظِيْمِ- "قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ". وَجَاءَ اَيْضًا "لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ".

اِنَّ الْبُدْنَ مِنْ شَعَائِرِ ﷲِ كَمَا فِيْ الْفُرْقَانِ "وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ".

لَا يَتَقَبَّلُ الْاُضْحِيَ اِلّا لِيَذْكُرَ اسْمَ ﷲِ عَزَّ وَ جَلَّ كَمَا جَاءَ فِيْ القُرْاٰنِ
"وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ".

المُضَحِّي أَتَى بِأَحَبِّ الأَعْمَالِ إلى اللهِ تعالى يَوْمَ النَّحْرِ، وَتَكُونُ في مِيزَانِ حَسَنَاتِ المُضَحِّي يَوْمَ القِيَامَةِ، روى الترمذي عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ قَالَ: «مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، إِنَّهُ لَيَأْتِي يَوْمَ القِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا، وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسَاً».

يُغْفَرُ للمُضَحِّي مَا سَلَفَ مِنْ ذُنُوبِهِ، روى الحاكم عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ عَلَيْهَا الصَّلَاةُ وَالسَّلَامُ: «قَوْمِي إِلَى أُضْحِيَّتِكَ فَاشْهَدِيهَا، فَإِنَّ لَكِ بِأَوَّلِ قَطْرَةٍ تَقْطُرُ مِنْ دَمِهَا يُغْفَرُ لَكِ مَا سَلَفَ مِنْ ذُنُوْبِكِ قَالَتْ: يَا رَسُولَ اللهِ، هَذَا لَنَا أَهْلَ الْبَيْتِ خَاصَّةً، أَوْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً؟ قَالَ: «بَلْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً».

فَعَلَيْنَا اَنْ نُضَحِّيَ نَفْسَنَا وَ حَيَاتَنَا عَلَي حَقِّ اللهِ تَعٰلَي وَ رَسُوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ اَوَّلًا وَ بَعْدًا نُضَحِّيَ الْاَنْعَامَ لِحُصُوْلِ رِضَاءَ ﷲِ وَ رَسُوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ.

بَرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرّٰحِمِيْنَ وَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ ﷲِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ- "قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ". اِنَّهُ تَعَالَي جَوّادٌ كَرِيْمٌ مَلِكٌ بَرُّالرَّؤُوْفِ الرَّحِيْمِ اَسْتَغْفِرُ ﷲَ لِيْ وَلَكُمْ وَلِسَائِرِ الْمُوْمِنِيْنَ وَالْمُوْمِنَاتِ اِنَّهُ هُوَالتَوّابُ الرَّحِيْمُ بِوَسِيْلَةِ نُوْرِاللّٰهِ وَنُوْرِ اَهْلِ رَسُوْلِهِ الْعَظِيْمِ.

ফিলিস্তিনের বাচ্চার করুণ আকুতি আমাদেরকে কি শিক্ষা দেয়? রাষ্ট্রে ও দুনিয়ায় ইনসানিয়াত কায়েম করতেই হবে।ইনসানিয়াত বিপ্লবের ক...
11/06/2024

ফিলিস্তিনের বাচ্চার করুণ আকুতি আমাদেরকে কি শিক্ষা দেয়?

রাষ্ট্রে ও দুনিয়ায় ইনসানিয়াত কায়েম করতেই হবে।
ইনসানিয়াত বিপ্লবের কাজ করে দুনিয়ার প্রত্যেক মানুষকে, প্রত্যেক রাষ্ট্রকে এবং দুনিয়াকে বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতি ও গোষ্ঠীবাদী অপরাজনীতির মুলুকিয়ত উৎখাত করে সত্য ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাণপণে কাজ করতে হবে।

কিন্তু আমরা কি তা করি?
নাকি বারবার ফিলিস্তিনের বাচ্চার কষ্টের বাক্যটা পোষ্ট করে আবেগ অনুভূতি প্রকাশ করি?

তো! এই প্রকাশ অর্থহীন হবে না? যদি এই প্রকাশের মূলকে উদ্ধার না কি?

তাই আমরা সবাই রক্তের সাগর থেকে মানবতাকে উদ্ধার করার লক্ষে আসুন! আমরা এগিয়ে যায়, কাজ করি, অন্যমানুষকে বোঝায় এবং যারা বোঝাচ্ছে তাদেরকে উৎসাহ করি, সহযোগিতা করি এবং তাদের পাশে দাঁড়াই।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিশায় লিখা-

হাফেজ আরফাত হোছাইন

04/06/2024

নম্রতা, ভদ্রতা ও বিশ্বস্ততা লোকেরা হারে না শুধু কষ্ট পায়।

26/04/2024

#প্রাণের_সালাতু_সালাম

শাওয়াল মাসের ৩য় জুমআ' মোবারক
============> ০৪ই আগস্ট, ২০২৩

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

26/04/2024

🔴 সরাসরি সম্প্রচার

শাওয়াল মাসের তৃতীয় জুমআ'

ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ এবং আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকে দ্বীনের পূর্ণাঙ্গ ধারায় পবিত্র কলেমার আলোকে পবিত্র কোরআন ও হাদিস শরীফের ভিত্তিতে ঈমানী আলোচনা ও জুমার খুৎবা উপস্থাপন।

আলোচনা ও খুৎবা পরিবেশনে:
হাফেজ মাওলানা আরফাত হোসাইন
প্রধান শিক্ষক - রাহে নূর সুন্নী একাডেমি।

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

🔴  সরাসরি সম্প্রচারশাওয়াল মাসের তৃতীয় জুমআ'ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ এবং আল্লামা ইমাম হায়...
26/04/2024

🔴 সরাসরি সম্প্রচার

শাওয়াল মাসের তৃতীয় জুমআ'

ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ এবং আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকে দ্বীনের পূর্ণাঙ্গ ধারায় পবিত্র কলেমার আলোকে পবিত্র কোরআন ও হাদিসের শরীফের ভিত্তিতে ঈমানী আলোচনা ও জুমার খুৎবা উপস্থাপন।

খুৎবা পরিবেশনে:
হাফেজ মাওলানা আরফাত হোসাইন
প্রধান শিক্ষক - রাহে নূর সুন্নী একাডেমি।

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

🔴LIVE ধারাবাহিক লাইভ অনুষ্ঠান  #প্রথম_পর্ব আমন্ত্রণ জানাচ্ছি আমাদের  ধারাবাহিক লাইভ অনুষ্ঠান  #মেসেজ_অব_হিউম্যানিটির বিশ...
01/04/2024

🔴LIVE ধারাবাহিক লাইভ অনুষ্ঠান
#প্রথম_পর্ব
আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক লাইভ অনুষ্ঠান #মেসেজ_অব_হিউম্যানিটির বিশেষ আয়োজনের #প্রথম_পর্ব । আজকের পর্বে আমাদের সাথে আলোচনায় অতিথি উপস্থিত থাকবেনঃ
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর কেন্দ্রীয় নেতাঃ
#আল্লামা_শেখ_নাঈমুদ্দীন
উপস্থাপনাঃ হাফেজ মাওলানা আরফাত হোসাইন


Message of Humanity

08/03/2024

🔴 Live / সরাসরি জুমার বয়ান সম্প্রচার হচ্ছে।

#শাবান শেষ জুমা'

#আলোচকঃ
#মাওলানা হাফেজ আরফাত হোসাইন
#প্রধন শিক্ষক রাহে নূর সুন্নী একাডেমি, পটিয়া চট্টগ্রাম।

স্থানঃ মাহাদাবাদ শাহী জামে মসজিদ, পটিয়া চট্টগ্রাম।

15/12/2023

🔴 সরাসরি সম্প্রচার

জমাদিউল আখের ১ম জুমআ'

ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ এবং আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকে দ্বীনের পূর্ণাঙ্গ ধারায় পবিত্র কলেমার আলোকে পবিত্র কোরআন ও হাদিসের শরীফের ভিত্তিতে ঈমানী বিপ্লবী জুমার খুৎবা উপস্থাপন।

খুৎবা প্রণয়ন ও পরিবেশনে:
হাফেজ মাওলানা আরফাত হোসাইন
প্রধান শিক্ষক - রাহে নূর সুন্নী একাডেমি।

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

06/11/2023

ইনসানিয়াতের সংগীত

26/10/2023
19/09/2023

মানুষকে কোথায় থেকে বিচ্ছিন্ন করেছিলো?
সে বিষয়ে-
গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন,

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা; আল্লামা আবু আরেফ সারতাজ সাহেব

I've received 800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
05/08/2023

I've received 800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

05/08/2023

এ যুগে কলেমার চেতনা- ঈমান- দ্বীন- খেলাফত- জীবন ও ইনসানিয়াতের অস্তিত্বের সব কিছুই আড়াল হয়ে যাওয়ার পর মাআবুদ আল্লাহ প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের রহমতে প্রাণপ্রিয় আহলে রাসুল আলাইহিমুস সালামগণের অসিলায় ঈমানের ইমামের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

World sunni movement

04/08/2023

#প্রাণের_সালাতু_সালাম

মহররম মাসের ৩য় জুমআ' মোবারক
============> ০৪ই আগস্ট, ২০২৩

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

04/08/2023

🔴 সরাসরি সম্প্রচার

মহররম মাসের ৩য় জুমআ' মোবারক

বিষয়: “ ১০ই মহররম মুসলিম মিল্লাতের শহীদ দিবসের শিক্ষা যে হৃদয়ে থাকবে না, সে হৃদয় মুমিনের হৃদয় হতে পারে না"।

আলোচনায়ঃ হাফেজ মওলানা আরফাত হোছাইন

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
21/07/2023

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

21/07/2023

🔴 সরাসরি সম্প্রচার

মহররম মাসের ১ম জুমআ' মোবারক

বিষয়: “মহররম ঈমানী শোক ও শপথের মাস, আনন্দ উদযাপনের নয়”।

আলোচনায়ঃ মওলানা হাফেজ আরফাত হোছাইন

স্থান: জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।

11/07/2023

ঈমান ও ঈমানদারের সংজ্ঞা এক নয়!!

ঈমান হচ্ছে- শানে তাওহীদের জাতে পাকের নূর শানে রেসালাত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শানে রেসালাত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হচ্ছেন প্রাণের আহলে বায়েত রাদিআল্লাহু আনহুম সেই হকের বন্ধন খেলাফত- ইমামত ও বেলায়তের ধারাকে (বিশুদ্ধভাবে) ঈমানসম্মতভাবে বিশ্বাস করার নাম ঈমান।

আর, ঈমানদার হচ্ছে- সর্ব বাতেলের মূল বস্তুবাদী মতবাদ থেকে মুক্ত হয়ে এবং সেই বস্তুবাদী মতবাদের সৃষ্ট বিভিন্ন বাতেল ফেরকা (সেটা সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন নামে আসে সময় বস্তুর ভিত্তিতে আত্মা ও জীবন গঠন করার নামে আবার সময় ইসলামের বিভিন্ন নামেও আসে) থেকে মুক্ত হয়ে হকের ধারা বদর উহোদ সিফফিন কারবালার শিক্ষায় প্রাণপণে উৎসর্গতার সহিত নিয়ে সর্ব বাতেলের বিরুদ্ধে চির আপোষহীন আদর্শিক সংগ্রামী হওয়াই হচ্ছে ঈমানদার তথা ঈমানদারের বৈশিষ্ট্য।

শিক্ষক দাবী করলে শিক্ষক হয় না! পড়াতে জানতে হয়!! পড়াতে না জানলে, টিচিং দিতে না জানলে শিক্ষক দাবী সম্পূর্ণ অসার!!

ড্রাইভার দাবী করে ড্রাইভিং করতে গেলে অবশ্যই এক্সিডেন করে যাত্রীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। তাই ঈমান ও ঈমানদারের সংজ্ঞা বুঝতে শিখুন!

নির্ভেজাল ও বিশুদ্ধ আকিদা থাকলেও ঈমানদার হবে না।
সেই নির্ভেজাল ও বিশুদ্ধ আকিদার প্রকৃত ইসলামকে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করার সময় সংকট আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে সবকিছুকে উপেক্ষা করে সর্ববাতেলের বিরুদ্ধে চির আপোষহীন আদর্শিক সংগ্রামী হয়েই কাজ করতে হবে। সেটা যখন যেভাবে কাজের পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন সেটা সেভাবে হবে।

নিরবতা, অবহেলা, অবজ্ঞা, অলসতা সবকিছুকে পায়ের নিচে দিয়ে হকের ধারাকে বদর উহোদ সিফফিন কারবালার রক্তভেজা আমানতকে জীবনের বিনিময়ে হলেও প্রতিষ্ঠা করার সংগ্রামী হতে হবে। এছাড়া দুনিয়াতে ঈমানদার সৈনিক অমুক তমুক দাবী করলেও আখিরাতে খেয়ানতকারী হিসেবে প্রমাণিত হবেন।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিশা-
জীবনের উর্ধ্বে ঈমান, এই মহা
দিশা বুঝতে হবে। জীবনের উর্ধ্বে ঈমান বলতে সববস্তুকে পায়ের নিচে রাখতে হবে। ঈমান দ্বীনের সংকটময় মুহূর্তে বস্তুর আপ্রাণ ভালবেসে নিজেকে বিলিয়ে দেওয়া কুফরি। বস্তু কোরবানি নয়! হকের জন্য জীবন কোরবানি দিতে হবে সেটাই বদর উহোদ সিফফিন কারবালার মহা আমানত ও শিক্ষা। কিন্তু সামান্য বস্তু কোরবানি দিতেও অনেক কষ্টও হয় যেটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়!! আসতাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিশার আলোকে ঈমানের পূর্বে ঈমানের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি।

আগামিতে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা দিশায় এবং ঈমানী ভাইবোনদের দোয়া ও ভালোবাসায় ঈমানের বিভিন্ন পর্বে ছোট্ট ছোট্ট আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়া রাসুলিহিল কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

28/06/2023

কুরবানির পশু জবাইয়ের রয়েছে নিয়ম-পদ্ধতি ও দোয়াঃ- #১বার_পড়ুন!

অধিকাংশ মানুষ কুরবানি নিয়ম-পদ্ধতি ও দোয়া না জানার কারণেই নিজের কুরবানি নিজেরা করেন না। অথচ কুরবানির নিয়ম-পদ্ধতি ও দোয়া সহজ। তবে পশু জবাইয়ের সময় সুন্নাতের অনুসরণে জবাই করাই উত্তম। তাহলো-১. পশু জবেহ করার সময় 'بِسْمِ الله:বিসমিল্লাহ' বলে জবেহ করা। অর্থাৎ বিসমিল্লাহ বলেই ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ করা না হয় সে বিষয়টি খেয়াল রাখা।

২. পশু জবেহ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেয়া। এ নালীগুলে কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যায়।

৩. পশু জবেহ করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে। যাতে জবেহ করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন। সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়। তাই ছুরিতে ধার দিয়ে নেওয়া উত্তম। হাদিসে এসেছে-'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'পশু জবেহ করার আগে ছুরি-চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেয়া।' (মুসলিম)

৪. একটি পশুর সামনে অন্য পশুর জবেহ না করা। পশুর সামনে ছুরি-চাকুতে ধার না দেওয়া। এতে পশু ভয় পেয়ে যায়। এটি পশুকে কষ্ট দেওয়ারও শামিল।

৫. কুরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো। সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে।

৬. পশু জবাইয়ের দোয়াকুরবানির পশু জবেহ করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া। দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে। যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মতপার্থক্য করেছেন। তবে এ দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে। দোয়াটি হলো-اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ - إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ - بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَউচ্চারণ- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।

৭. যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এ অংশটুকু পড়বেন-بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَউচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।

৮. নিজের পশু নিজে কুরবানি করলে পশু জবেহ করার পর এ দোয়া পড়া-اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْمউচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।'

৯. অন্য কেউ কুরবানি বা অন্য কারো কুরবানি করলে এ দোয়া পড়া-اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْمউচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম’ কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।'

উল্লেখ্য, যদি কেউ একাকি কুরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে মিন্নি; আর অন্যের কুরবানির পশু জবাই করার সময় ‘মিনকা-মিনকুম’ বলে যারা কুরবানি আদায় করছে তাদের নাম বলা।

আরফাত হোছাইন

20/06/2023

💝শানে রেসালাত সংগীত💝

🔴বেয়াদবি করার আগে মিথ্যাচারীদের ইতিহাস জানা উচিৎ***************************************************🔴আল্লামা সৈয়দ সাইফুর ...
29/05/2023

🔴বেয়াদবি করার আগে মিথ্যাচারীদের ইতিহাস জানা উচিৎ
***************************************************
🔴আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ ১৯৫২ সালে যার সাথে চট্টগ্রামে আল্লামা সৈয়দ আহমদ সিরিকোটি রাহমাতুল্লাহি আলাইহি রাহমার সাক্ষাৎ হয় এবং সেদিন তিনি সুন্নীয়তের মহান এই রাহবারকে বলেছিলেন- "তোমহারি তারাফ এক আলেম মেরে মাদ্রাসাকা লিয়ে জরুরতহে"।
ঐদিন প্রত্যুত্তরে নিজামী শাহ কেবলা ও বলেছিলেন - "হাম জরুর আপকা মাদ্রাসাকা মুহাদ্দিস বানুঙ্গে"।

🔴পরবর্তীতে জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসায় জন্য যখন প্রথম মুহাদ্দিস নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ সহ অনেক প্রার্থী সেখানে ছিল কিন্তু যখনি প্রচার হয় আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি ইন্টারভিউ নিবেন একমাত্র নিজামী শাহ ব্যতীত সবাই পালিয়ে যায়।

🔴আজ যারা সুন্নীয়তের মাঠের উজ্জ্বল এই নক্ষত্র আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ এর সমালোচনা করছেন তারা একটিবার চিন্তা করুন -

★ আপনি কি সুন্নীয়তকে ভালবাসেন?
★ আপনি কি নবীপ্রেমকে সর্বোচ্চ স্হান দিয়ে সুন্নীয়তের রাহবারগনকে সাথে নিয়ে সামনে আগাতে চান?

তাহলে প্রমানবিহীন মিথ্যাচার না করে আসুন দ্বীন মিলাত মানবতার সংকটে সুন্নীয়তকে ভালবেসে বিশুদ্ধ নেতৃত্বের তত্বাবধানে সঠিক প্লাটফর্মের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের পথ নিজেরাই তৈরী করি।

সূত্র: কালামুল্লাহ শরীফের ব্যাখ্যাগ্রন্থ তাফসীরে মাশাহিদুল ঈমান ও বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ব্যাখ্যাগ্রন্থ তাফহীমুল বুখারীর প্রণেতা, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রধান উপদেষ্টা, প্রবীণ বজুর্গ, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলীয়ে রাব্বানী, হাফেজ ক্বারী হযরাতুল আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ (আগ্রবাদের মহান মুর্শিদ কেবলা, চট্টগ্রাম)

Allama Imam Hayat
World sunni movement
World humanity revolution - বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

 #প্রশ্ন: ইনসানিয়াত কি? #উত্তর: ইনসানিয়াত বিপ্লব (humanity revolution) কে সংক্ষেপে ইনসানিয়াত বলা হয়। মানবসত্তা, মানবাধিক...
25/01/2023

#প্রশ্ন: ইনসানিয়াত কি?

#উত্তর: ইনসানিয়াত বিপ্লব (humanity revolution) কে সংক্ষেপে ইনসানিয়াত বলা হয়। মানবসত্তা, মানবাধিকার ও মানবতার রাষ্ট্র এই তিন টি বিষয় নিয়ে ইনসানিয়াত বিপ্লব।

এটার প্রথম বিষয় রাজনীতি নয়, জীবনের সংজ্ঞা ও ব্যাখ্যা, জীবনের সত্য উপলব্ধি, জীবন নীতি বা মানবসত্তা রক্ষা করা, ভাষা-গোত্র-লিংগ-বর্ণ-বর্ডার-দেশ-রাষ্ট্র সকল বস্তুর ঊর্ধ্বে ও সকল গন্ডীর ঊর্ধ্বে মানবসত্তার উপলব্ধি, জীবন সব কিছুর ঊর্ধ্বে- জীবনের ঊর্ধ্বে জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান আলো মহান রেসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কিছু নেই।

জীবনের এ সত্য ও মানবসত্তার পর ইনসানিয়াতের মূল বিষয় জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার মালিকানা, জীবনের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদা, মানবিক দৃষ্টি-গুণাবলী-বৈশিষ্ট্য এবং মানবিক দায়িত্ব ও মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান।

এ দুটি বিষয়ের পর ইনসানিয়াতের রাজনীতি মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্ব খেলাফতে ইনসানিয়াত (authority of life & state & world of humanity) তথা একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া মানবতার বিশ্ব গড়ে তোলার বিপ্লব।

বর্তমান বিশ্বে দুইটি রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা আছে- ধর্মের নামে অধর্ম উগ্রবাদি রাজনীতি যার লক্ষ্য এক ধর্মের নামে রাষ্ট্র আর জাতীয়তাবাদী রাজনীতি ও জাতিরাষ্ট্র, যা মানবতাকে খন্ড বিখন্ড করে পরস্পরের শত্রু করে।

জাতীয়তাবাদ বস্তুবাদি মতবাদের একটি মেকানিজম যা মানবসত্তাকে বস্তুবাদি সত্তায় পরিণত করে মানুষকে মিথ্যা মূর্খতার ধারক ও অমানুষে পরিণত করে দুনিয়াকে কারাগার কসাইখানায় পরিণত করে।

এই দুই অপরাজনীতি থেকে মুক্তির একমাত্র প্রাকৃতিক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্হার দিকদর্শন মানবতার রাজনীতি যার লক্ষ্য সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত মানবতার অখণ্ড অবিভাজ্য বিশ্বব্যবস্হা খেলাফতে ইনসানিয়াত (authority of life and state and world of universal humanity)।

ইনসানিয়াত জীবনের দল জীবননীতির ধারক এবং মানবতার রাজনীতির দিকদর্শন ও মানবতার রাষ্ট্রের রূপরেখা। যদিও নিছক রাজনৈতিক দল নয় জীবনের সার্বিক দর্শন, তারপরও রাজনৈতিক ময়দানে ইনসানিয়াত বিপ্লব মানবতা ভিত্তিক রাজনীতির দর্শন ও মানবতাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

______________________
#আল্লামা_ইমাম_হায়াত
(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)

08/01/2023

ইনসানিয়াত আনতে হবে
নইলে জুলুম কায়েম হবে।

-আল্লামা ইমাম হায়াত

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
10/10/2022

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

04/10/2022

💙প্রেমময় শানে রেসালাত সংগীত💙

Address


Alerts

Be the first to know and let us send you an email when Arfat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arfat Hossain:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share