Ahmed Tamim

Ahmed Tamim I am a video creator.

01/03/2024

এ শহর যাদুর শহর
এখানে পিশাচেরা ঘরে স্যুট বুটে
ওরা খেতে চায় মানুষের আর্তনাদ
মানুষের চিৎকার দুঃখ বেদনার ভিডিও ধারণ করাই
ওদের তিন বেলার আহার
আজ যদি রাস্তায় পড়ে থাকি নিথর এই দেহখানা নিয়ে
কাল তা কুকুরে খাবে মানুষ নামের জড় বস্তুর সামনে দিয়ে
কেউ যন্ত্রণায় করে ছটফট
‌ কেউ তা দেখে জল্লাতি হাসি হাসে খট্ ঘট
সম্পর্ক বিক্রি হয় এখানে স্বার্থের বাজারে
‌ মানুষের মত একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না
না লাখে না হাজারে।

🇧🇩 **Boycott India Products: A Call for Sovereignty** 🚫Dear fellow Bangladeshis,In light of recent events and the ongoin...
27/01/2024

🇧🇩 **Boycott India Products: A Call for Sovereignty** 🚫

Dear fellow Bangladeshis,

In light of recent events and the ongoing geopolitical dynamics, it's time for us to reflect on our economic ties with India. 🤔 The decision to boycott Indian products isn't just about consumer choices; it's about safeguarding our national interests and asserting our sovereignty.

**1. Foreign Policy Strains:**
India's foreign policy has often posed challenges for Bangladesh. From historical tensions to conflicting interests, our neighbor's approach hasn't always been conducive to fostering a harmonious relationship. 🌐 It's time to reassess the impact of such policies on our nation.

**2. Muslim Rights Concerns:**
Instances of religious abuses cannot be overlooked. As responsible consumers, we must question our support for a country whose track record on the treatment of Muslims raises serious concerns. 🕌 Human rights should be a shared value that transcends borders.

**3. Economic Exploitation:**
The economic imbalances in our trade relations with India demand our attention. It's essential to recognize when we're being taken advantage of. Let's foster economic partnerships that prioritize mutual benefits rather than perpetuating imbalances. 💼

**4. Historical Context:**
Reflecting on our shared history, it's crucial to remember that independence came at a great cost. The sacrifices of 1971 remind us of the need to safeguard our sovereignty and not compromise it for economic gains that disproportionately favor India. 🇧🇩

In boycotting Indian products, we send a powerful message — a call for self-reliance, dignity, and a commitment to shaping a future where our nation's interests come first. Let's make informed choices that align with our values and aspirations. 🙌 Together, we can foster a Bangladesh that stands tall on the global stage with integrity.

Certainly! Here's a list of alternative Bangladeshi products you can consider as substitutes for various Indian products:

1. **Spices and Seasonings:**
- Bangladeshi brands like Pran, ACI, and Square offer a diverse range of high-quality spices, ensuring a flavorful culinary experience.

2. **Textiles and Clothing:**
- Explore local textile industries for clothing needs. Brands like Aarong, Deshi Dosh, and Bibiana offer a variety of fashionable and traditional options.

3. **Electronics:**
- Look for locally produced electronic appliances and gadgets. Walton, Marcel, and Minister are reputable Bangladeshi brands providing a range of electronics.

4. **Automobiles:**
- Support the growing Bangladeshi automobile industry. Brands like Walton, Runner, and Keya offer various vehicles, from motorcycles to electric rickshaws.

5. **Cosmetics and Personal Care:**
- Choose from a variety of Bangladeshi cosmetic brands like Square Toiletries, Keya Cosmetics, and Aromatic for your skincare and personal care needs.

6. **Pharmaceuticals:**
- Opt for locally manufactured pharmaceuticals by companies like Square Pharmaceuticals, Beximco Pharmaceuticals, and Renata Limited.

7. **Tea and Beverages:**
- Enjoy locally produced teas from brands such as Finlay, Duncan, and M. M. Ispahani, which offer a rich variety of flavors.

8. **Snacks and Packaged Foods:**
- Try snacks from Bangladeshi brands like Pran, Bombay Sweets, and Olympic for delicious and locally-made alternatives.

9. **Footwear:**
- Support local shoemakers with brands like Apex, Fortuna, and Bay Emporium, providing a diverse range of footwear options.

10. **Rice and Grains:**
- Purchase Bangladeshi rice varieties, such as Basmoti, Minicate, and Chinigura, for a taste of local agriculture.

11. **Jute and Handicrafts:**
- Explore the rich heritage of Bangladesh through jute products and handicrafts, available from various local artisans and markets.

12. **Mobile Apps and Tech Services:**
- Support locally developed apps and tech services that cater to your needs, fostering the growth of the Bangladeshi tech industry.

Remember, choosing local products not only supports the national economy but also contributes to sustainable development and job creation within Bangladesh.

🇧🇩

🇧🇩

𝑰𝒏 𝒕𝒉𝒆 𝑬𝒄𝒉𝒐𝒆𝒔 𝒐𝒇 𝑯𝒚𝒑𝒐𝒄𝒓𝒊𝒔𝒚: 𝑼𝒏𝒗𝒆𝒊𝒍𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝑪𝒐𝒏𝒕𝒓𝒂𝒅𝒊𝒄𝒕𝒊𝒐𝒏𝒔 𝒊𝒏 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉'𝒔 𝑴𝒖𝒔𝒊𝒄𝒂𝒍 𝑳𝒂𝒏𝒅𝒔𝒄𝒂𝒑𝒆In the heart of Bangladesh, wh...
28/12/2023

𝑰𝒏 𝒕𝒉𝒆 𝑬𝒄𝒉𝒐𝒆𝒔 𝒐𝒇 𝑯𝒚𝒑𝒐𝒄𝒓𝒊𝒔𝒚: 𝑼𝒏𝒗𝒆𝒊𝒍𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝑪𝒐𝒏𝒕𝒓𝒂𝒅𝒊𝒄𝒕𝒊𝒐𝒏𝒔 𝒊𝒏 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉'𝒔 𝑴𝒖𝒔𝒊𝒄𝒂𝒍 𝑳𝒂𝒏𝒅𝒔𝒄𝒂𝒑𝒆

In the heart of Bangladesh, where the rhythms of music resonate with the beats of collective emotions, a tale unfolds — a tale of contradictions, of selective convictions. The recent Coke Studio concert painted a vivid picture of solidarity, with its seats filled and the air alive with musical enchantment. Yet, beneath the surface, a paradox lurked – a boycott against Coca-Cola, an echo of disapproval for its ties to Israel.

Fast forward to the present, where the spotlight shifts to the anticipation surrounding Charlie Puth's concert. The excitement is palpable, the fervor infectious. But, unbeknownst to many, the melodies of celebration are accompanied by the discordant notes of hypocrisy. Charlie Puth, a global sensation, proudly stands as a supporter of Israel – a fact conveniently overlooked by those who once boycotted a beverage brand for similar reasons.

In the grand theater of public sentiment, this juxtaposition demands introspection. How can a nation, unified in its support for Gaza, turn a blind eye to an artist aligned with a cause contrary to its deeply held religious beliefs? The contradictions are stark, the emotions tangled.

This article peels back the layers of collective consciousness, urging Bangladeshis to confront the incongruity within their own hearts. The Coke Studio concert served as a testament to the power of unity against perceived injustices, yet the selective amnesia regarding Charlie Puth's affiliations raises poignant questions about the authenticity of this unity.

It's time to reflect, to reconcile the tunes of moral standpoints with the beats of true conviction. As Charlie Puth takes the stage, the audience stands at a crossroads — a crossroads where principles meet practice, and where the echoes of hypocrisy are drowned out by the call for genuine solidarity. Will the music of conscience prevail, or will the contradictions continue to dance in the shadows of Bangladesh's musical landscape? The stage is set for a symphony of introspection, and the spotlight awaits an honest, unwavering response.

04/09/2023

The final of Asia cup will be
- India🇮🇳 vs Sri Lanka 🇱🇰 or
-Pakistan 🇵🇰 vs Sri Lanka 🇱🇰

Most probably Pakistan 🇵🇰 vs Sri Lanka 🇱🇰

-Predictions

22/08/2023

পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?

28/07/2023

বিরহ মোর প্রাণ কারে
আবেগ মোর তোমার যুক্তিতে হারে
ভালো আমি কইবো কারে
বিবেকের বাধা মনের কাছে বারংবার হারে ।

26/07/2023

অতঃপর আপনি একদিন বুঝবেন,
অপেক্ষার যন্ত্রণা কতোটা কঠিন।
অবহেলার পাত্র হলে,কতোটা শেম লাগে।
কতোটা আক্রোশে মরে যেতে হয়।

আপনিও একদিন বুঝবেন,
রাস্তায় হেঁটে যাওয়া কোনো মানুষের
পিছনে তাকানোর আকুতি কতোটা কষ্টদায়ক।

একদিন আপনিও রাস্তায় দাঁড়িয়ে থাকবেন,
কারো ফিরে আসার আকাঙ্ক্ষা ভেতরে ভেতর পুষবেন।
কোনো পাত্তা পাবেন না।

আপনিও একদিন বুঝবেন,
চ্যাটলিস্ট থেকে ব্লক করলে,
কতোটা আকস্ম্যাৎ মৃত্যু হয় সরল আত্মার।
পুরনো কনভারসেশন কতোটা দামি,
আপনিও একদিন টের পাবেন।

আপনিও একদিন কাঁদবেন,
আপনার প্রিয় মানুষের আইডি আপনিও একদিন ঘাটবেন।
কতোটা আক্রোশে মরে যেতে হয়।

অতঃপর আপনিও একদিন হাসবেন,
যেখানে অভিযোগের কোন দাম নেই,
সেখানে অভিমান করাও বৃথা।
আপনার সকল এক্সপেকটেশন হেসে উড়ে দিবেন।

তারপর একদিন বুঝবেন,
জীবনের টানাপোড়েনের জালে,
সব কিছু ছাই দিয়ে ঢাকতে হয়।
প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।

~ হৃ দ য়

26/07/2023

যদি মৃত্যুপুরীর দুয়ারে গিয়ে দাঁড়ানোর সর্তে,
তোমাকে পেয়ে যাই,
তবে তা অনায়াসেই লুফে নেবো।
তোমাকে একবার পাওয়া হয়ে গেলে,
স্বাচ্ছন্দ্যে সে দুয়ার খুলে দেবো।
আমার মৃত্যু জানবে তা কতোটা সুখের হবে,
তুমিও কি আমাকে দেখে তার কিছুটা টের পাবে...?

26/07/2023

বহু বিষাদ বাদে,কোনো এক সাক্ষাতে তবে
চলে যাবে শূন্যে হেসে,
আমার পুষে রাখা অভিমান সব জমে রবে
বহু নিরব সন্ধ্যা মিশে!

11/07/2023

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……

সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর………..বহুদূর…………বহুদূর

All time classic. My favourite one.

25/06/2023

মানুষের উপর থেকে বিশ্বাস তারাই উঠিয়ে দিয়েছে, যাদের জন্য একটা সময় আমরা বলতাম সব
মানুষ এক নয়৷

11/06/2023

তাকে এখনো চাই
কিন্তু বলতে পারিনা 🙃💖

25/05/2023

এখন বুঝি সে আমাকে কখনো ভালোইবাসিনি সে আমার কোনদিন মায়ার চোখে সরলতার চোখে দেখেনি।
আমার প্রতি যেটুকু ছিলো শুধু তার দয়া আর মানবতার খাতির ,,, আমি আমার বুজ বা অবুঝ ঙ্গানে হোক সর্বদা তাকে আমি আমার ভেতর তাকে লালন করেছি
আর সে তার অবুজ ঙ্গানে আমাকে ব্যাবহার করেছে আর সঙ্গানে আমাকে অপমান করেছে,,,
এখন সে হয়তো অন্য কারোর মায়ায় আবদ্ধ,,,
সেও কাউকে প্রচন্ড ভালোবাসে,,
তবে ভালো থাকুক,,,আশা করি আমিও আমার অযথা হাসি মুখ,, আর আমার এই আত্মার মধ্য এই দীর্ঘশ্বাস জনিত জীবানু নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে পারবো
আসলে মায়ার মত এই বিষ নিয়ে নিজেকে বাচিয়ে রাখা খুবিই কঠিন,,,তবুও যেভাবেই হোক জীবন কেটে যাবে।

18/05/2023

09/05/2023
09/05/2023

This song gives me another level of peace !! 🖤✨️

Raghav Chaitanya ✨

29/04/2023

Pov: Obsessed with This kind of weather 🥺❤️😍
📍Mirpur Love Road ✨

29/04/2023

হাজারও মানুষের ভিড়ে" আমার কাছে তুমি অন্যরকম..🖤

🎬বাবুই পাখির বাসা

Tazmin Ahmed Semon

29/04/2023

চাঁদের মতো সুন্দর তুমি 🌙
কত প্রতিষ্ঠিত ছেলে তোমার পিছে ঘুরবে।

আমার ভালোবাসা এক তওফা-ই,
একা আমার আকাশে উড়বে...! 😊✨

17/04/2023

Haven on earth 🌍💖

13/04/2023

وہ چلے گۓ محُبتیں باقی رہ گیں 🥹

07/04/2023

@شمن

04/04/2023

দাঁড়িয়ে আমি নদীর পাড়ে
‌ চড়ই তাহার ডানা নারে
তাহার ডনার আলতো হাওয়ায়
বোতলের কর্ক গড়িয়ে পড়ে।
নদীতে ঢেউ শব্দ করে
পারে এসে ছড়িয়ে পড়ে

রোদের তেজ আলতো করে
লুকায় গিয়ে বাদল পাছে
আম পেকেছে নদীর ধারের সেই পুরান গাছে

সূর্যের গন্তব্য যে দিগন্তের ওই নীল হ্রদে
নদীপাড়ের ধুলা আমার পদে।

তুমি বাদে শত চোখ চোখে পড়ে
চোখ মোর তোমায় দেখার বায়না করে
বছর খানেকের ক্লান্ত চোখ
তবুও রোজ আবদার ধরে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share