22/07/2022
# freelancing
১. ফ্রিল্যান্সিং কি ?
▪️ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম বা উপায় যার
দ্বারা অনলাইনে কাজ করে টাকা আয় করা যায় । ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীনভাবে কাজ করা বা মুক্তপেশা ।
২. ফ্রিল্যান্সিং কেন করা দরকার ?
▪️ বতর্মানে ফ্রিল্যান্সিং অধিক জনপ্রিয় । কারণ কাজের মধ্যে স্বাধীনতা আছে । বর্তমানে সকলে চায় গতানুগতিক কাজের বাহিরে গিয়ে নতুন কিছু করতে।
আর ফ্রিল্যান্সিং এর মাধ্যমে রয়েছে এই সুযোগ ।
ফ্রিল্যান্সিং এ একজন ব্যাক্তি তার বুদ্ধিমত্তা এবং দক্ষতা সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারে ।
ফ্রিল্যান্সিং এর কাজের জন্য অফিসে গিয়ে সকাল থেকে বিকাল বা নির্ধারিত সময় পর্যন্ত কাজ করতে হয় না। নিজের সুবিধা মতো ঘরে বসে অনলাইনে কাজ করা যায় ।
বর্তমানে ফ্রিল্যান্সিং করে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। পড়াশোনায় থাকা অবস্থায় নিজের খরচ চালানোর অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং । এতে করে দক্ষতা ও বাড়ছে উপার্জন ও করা যাচ্ছে ।
বেকারত্ব কমিয়ে নিজের স্বপ্ন পূরণে ফ্রিল্যান্সিং নিয়ে এগিয়ে যাওয়া উচিত । এর পাশাপাশি যারা চাকরি করছে তারা অবসর সময়ে একা একা বসে না থেকে ফ্রিল্যান্সিং এ সময় দেওয়া প্রয়োজন। এর ফলে একাকিত্ব কাটিয়ে উঠতে পারে ।
৩.ফ্রিল্যান্সিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ ?
▪️ বর্তমান সময়ে বিশ্বের সব জায়গায় ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন ভিত্তিক বিপনন ব্যবস্থা।
মানুষ এখন যেকোনো পন্য ক্রয় করার আগে অনলাইনে ওই পন্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে বুঝে তারপর ক্রয় করে। যেমন গুগল, ফেইসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব ডিজিটাল মার্কেটের অন্তর্ভুক্ত।
এসবের মাধ্যমে পন্যের বিজ্ঞাপন প্রচার করা একধরনের ডিজিটাল মার্কেটিং। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে।
তাই অনলাইনে পন্যের মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিহার্য। ফ্রিল্যান্সিং সেক্টরের অন্যতম সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং।