ARHAM Voice

ARHAM Voice ARHAM Voice

06/12/2023
04/12/2023

আজিলৈকে এটা কথা বুজি নাপালো মই যিমানবোৰ Election ত #বিজেপি জিকে আৰু #কংগ্ৰেছ হাৰে তেতিয়া সদায়ে #এইউডিএফৰ মানুহবিলাকে ইমান আনন্দ উল্লাস কিয় কৰে ?

আল আকসা মসজিদ : কুব্বাত আস-সাখরা এবং আল-কিবলি মসজিদ ফিলিস্তিন বিষয়ক কোন ইস্যু সামনে এলেই ফেসবুকে একটা কথা খুব ভাইরাল হয়ঃ...
18/10/2023

আল আকসা মসজিদ : কুব্বাত আস-সাখরা এবং আল-কিবলি মসজিদ

ফিলিস্তিন বিষয়ক কোন ইস্যু সামনে এলেই ফেসবুকে একটা কথা খুব ভাইরাল হয়ঃ সোনালী গম্বুজের মসজিদটা নাকি মসজিদুল আকসা না, কালো গম্বুজের মসজিদটাই নাকি আল আকসা। ‘ষড়যন্ত্র’ করে নাকি ভিন্ন মসজিদকে আল আকসা বলে চালানো হয়! অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে অধিকাংশ মুসলিমেরই ধারণা নেই “মসজিদুল আকসা” আসলে কী। আমরা কোনটা ‘ষড়যন্ত্র’ আর কোনটা ‘অজ্ঞতা’ সেটাই বুঝি না। তাই ভুলভাল তথ্যে ভরা ষড়যন্ত্র তত্ত্বগুলো ভাইরাল হয়।
‘মসজিদুল আকসা’ যে আসলে কী, সেটা কুরআনেই আছে। আমরা খেয়াল করে পড়ি না বিধায় বুঝি না। কালো গম্বুজের মসজিদটা প্রথম নির্মাণ করেন উমার(রা.), তাঁর খিলাফতকালে ফিলিস্তিন বিজয়ের পরে। সোনালী গম্বুজের মসজিদটা (কুব্বাতুস সাখরা/Dome of Rock) নির্মাণ করেন উমাইয়া শাসক আব্দুল মালিক বিন মারওয়ান, ৭২ হিজরিতে। [১] এর একটা মসজিদও রাসুল(ﷺ) এর জীবদ্দশায় ছিলো না। অথচ রাসুল(ﷺ) মসজিদুল আকসায় গিয়েছেন বলে কুরআনে উল্লেখ আছে! তিনি মসজিদুল আকসায় গিয়েছিলেন ইসরা-মিরাজের রাতে।
“পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে #মসজিদুল_আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।”
[আল কুরআন, বনী ইস্রাঈল (ইসরা) ১৭ : ১]
কালো গম্বুজ বা সোনালী গম্বুজ - এই ২ মসজিদ নির্মানেরও আগে থেকে “মসজিদুল আকসা” ছিল বলে আল কুরআন থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে! “মসজিদুল আকসা” তাহলে কোনটা?
শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া(র.) বলেছেন,
“মসজিদুল আকসা সেই পুরো এলাকার নাম, যেখানে সুলাইমান(আ.) মসজিদ বানিয়েছিলেন।”
[মাজমু’আতুর রাসাইল আল কুবরা ২/৬১]
ফিলিস্তিন বিষয়ক বিশ্বকোষ ‘মাউসুআতুল ফিলাসতিনিয়্যাহ’তে বলা হয়েছে,
“”মসজিদুল আকসা” এই নামটি ঐতিহাসিকভাবে পুরো হারাম শারিফ এলাকাটিকে এবং এর মাঝের ইমারতগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে।”
[মাউসুআতুল ফিলাসতিনিয়্যাহ ৪/২০৩] [২]
Islamqa (Hanafi) ওয়েবসাইটের এক ফতোয়াতে অনেক পূর্বযুগের উলামার রেফারেন্স উল্লেখ করে বলা হয়েছেঃ
Masjid al-Aqsa covers one-sixth of the south east area of old Jerusalem. The whole area within the compound walls (a total area of 144,000 m2) is Masjid al-Aqsa. Masjid al-Qibli, Dome of the Rock, Masjid al-Buraq are all inside the compound of Masjid al-Aqsa. Some people have a misconception that Masjid a-Qibli is only the Masjid. This is incorrect. The entire compound is a Masjid.
অর্থঃ পুরাতন জেরুজালেমের দক্ষিণ-পূর্ব দিকের এলাকার ৬ ভাগের ১ অংশ জুড়ে মসজিদুল আকসা অবস্থিত। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা পুরো এলাকাটিই (মোট ১৪৪,০০০ বর্গমিটার) ‘মসজিদুল আকসা’। মসজিদুল কিবলি, কুব্বাতুস সাখরা, মসজিদুল বুরাক এই সবগুলোই ‘মসজিদুল আকসা’ এলাকার মধ্যে অবস্থিত। কারো কারো একটি ভুল ধারণা আছে যে মসজিদুল কিবলি (কালো গম্বুজের) বুঝি একমাত্র , মসজিদ (আল আকসা)। এমন ধারণা সঠিক নয়। পুরো এলাকাটিই মসজিদ (আল আকসা)। [৩]
অর্থাৎ, নির্দিষ্ট কোনো ইমারত না বরং পুরো এলাকাটিই ‘মসজিদুল আকসা’। এর মাঝের যে কোনো ইমারত বা মসজিদ, খালি জায়গা – সবই ‘মসজিদুল আকসা’র অন্তর্ভুক্ত। ঠিক যেমন মক্কায় মসজিদুল হারাম একটা নির্দিষ্ট এলাকা জুড়ে অবস্থিত। এই এলাকার মধ্যে কাবা ঘর আছে, ইমারত আছে, খালি জায়গাও আছে। এই নির্দিষ্ট এলাকার মধ্যে সবটাই ‘মসজিদুল হারাম’। মসজিদুল আকসার ক্ষেত্রেও ঠিক তাই। রাসুল(ﷺ) ইসরা-মিরাজের রাতে যখন মসজিদুল আকসায় গিয়েছিলেন, তখন কিন্তু সেখানে কোনো ইমারত ছিলো না। সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা খালি স্থানটিই ছিলো 'মসজিদ'। [৩.৫] ঐ স্থানেই বহুকাল পূর্বে সুলাইমান(আ.) এবং বনী ইস্রাঈলের নবীদের মসজিদ ছিলো। মসজিদুল আকসা এলাকার মধ্যেই উমার(রা.) একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদেরই বর্তমান রূপ কালো গম্বুজের মসজিদটি। এই মসজিদটি উমারী মসজিদ ও কিবলি মসজিদ নামে পরিচিত। সোনালী গম্বুজের মসজিদটির নাম কুব্বাতুস সাখরা (Dome of Rock)। উমারী মসজিদ, কুব্বাতুস সাখরা – উভয়ই মসজিদুল আকসা এলাকার মাঝে। কাজেই এর যে কোনোটিতে সলাত আদায় মানেই ‘মসজিদুল আকসা’তে সলাত আদায় করা। এমনকি ঐ এলাকার মাঝের খালিও জায়গায় সলাত আদায় করলেও তা ‘মসজিদুল আকসা’তে সলাত আদায় রূপে গণ্য হবে। বাইতুল মুকাদ্দাস/বাইতুল মাকদিস কথাটি মসজিদুল আকসাকে বোঝাতেই ব্যবহৃত হয়।
The Palestinian Academic Society for the Study of International Affairs (PASSIA) থেকে প্রকাশিত ট্র্যাভেল গাইডেও জনসাধারণের এই ভুল ধারণার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ট্র্যাভেল গাইডের ৪-৫ নং পৃষ্ঠায় পুরো আল আকসা এলাকার ছবি উল্লেখ করে এর নিচে বলা হয়েছেঃ
“Al-Aqsa Mosque is often confused with the silver domed Al-Qibly Mosque which from an Islamic point of view is incorrect as it comprises the entire compound.” [৪]
কাজেই ফেসবুক বা অন্যান্য স্থানে যেভাবে বলা হয়ঃ কালো মসজিসদটাই ‘আসল’ আল আকসা মসজিদ, অন্য মসজিদটা না!” – এমন কথা নিতান্তই অজ্ঞতাপ্রসূত। উভয় মসজিদই আল আকসা এলাকার ভেতরে। আফসোসের বিষয় হলো আমরা জেরুজালেম ও ফিলিস্তিন বিজয় করতে চাই অথচ আল আকসা মসজিদ কী এটাই জানি না! আমাদের প্রথম কিবলা যে কেমন ছিলো এই ধরণের বেসিক জ্ঞানই আমরা অনেকে আজ পর্যন্ত অর্জন করিনি।
__ __ __
[১] https://islamqa.info/en/20903/
[২] https://www.palestinapedia.net//المسجد-الأقصى/
[৩] https://islamqa.org/hanafi/askimam/127616
[৩.৫] এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেই খালি জায়গা যদি মসজিদুল আকসা হয়, তাহলে ইসরা-মিরাজের পরে রাসুল(ﷺ) এর কাছে কুরাঈশরা কোন 'দরজা'র কথা জিজ্ঞেস করেছিলো যদি সেখানে তখন কোনো মসজিদের ইমারত না থেকে থাকে?
এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছেঃ সেখানে পুরো আল আকসা এলাকা যে সীমানাপ্রাচীর দ্বারা ঘেরা ছিল, সেই সীমানাপ্রাচীরের দরজার কথা বলা হয়েছে। এ ব্যাপারে দলিলসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানেঃ https://is.gd/2yRYYs
[৪]http://www.passia.org/.../5d18192f.../aqsa-en-compressed.pdf
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

06/10/2023

#কুৰআনৰ কথা👇

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنْفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانْفُذُوا ۚ لَا تَنْفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
হে জিন আৰু মানৱ সম্প্ৰদায়! আকাশমণ্ডল আৰু পৃথিৱীৰ সীমা যদি তোমালোকে অতিক্ৰম কৰিব পাৰা তেন্তে অতিক্ৰম কৰা, কিন্তু তোমালোকে (আল্লাহৰ) শক্তি অবিহনে অতিক্ৰম কৰিব নোৱাৰিবা।

ডাঙৰ পুত্ৰ থাকে কেলিফৰ্ণিয়াত, সৰু পুত্ৰ থাকে গেংটকত আৰু মানসিকভাৱে বিকাৰ গ্ৰস্ত জীয়াৰী থাকে কাষৰ ৰুমত।এগৰাকী জন্মদাত্ৰী...
04/10/2023

ডাঙৰ পুত্ৰ থাকে কেলিফৰ্ণিয়াত, সৰু পুত্ৰ থাকে গেংটকত আৰু মানসিকভাৱে বিকাৰ গ্ৰস্ত জীয়াৰী থাকে কাষৰ ৰুমত।এগৰাকী জন্মদাত্ৰী মাতৃৰ এইদৰে কৰুণ মৃত্যু অসহনীয়। কোনদিশে গতি কৰি আছে আজিৰ সমাজৰ একাংশ লোক। ধিক মানৱতা!

26/09/2023

#আছাদুদ্দিন_অৱাইছিয়ে কৈছে ৰাহুল গান্ধীৰ যদি দম আছে হায়দৰাবাদৰ পৰা খেলক! challenge দিব লাগিছিল মোডীক যে মুছলমানৰ ভোট নালাগে যদি হায়দৰাবাদৰ পৰা জিকি দেখুৱাওক, challenge দিছে ৰাহুলক 😆
ৰাইজ কিবা বুজি পাইছেনে?

20/09/2023

গুৰুত্ব পূৰ্ণ কথা।

19/09/2023

ASSALAMU ALAIKUM

তলা চাবি, পদুম ফুল, ভাই ভাই মুছলমান সকলৰ ইয়াত স্থান নাইএই তলাৰ চাবি কাৰ হাতত??????👇
17/07/2023

তলা চাবি, পদুম ফুল, ভাই ভাই মুছলমান সকলৰ ইয়াত স্থান নাই
এই তলাৰ চাবি কাৰ হাতত??????👇

12/07/2023

' #কংগ্ৰেছ সহ ১১ ৰাজনৈতিক দল হৈছে এটা ফুটবল টীম। নিৰ্বাচন আহিলে ৰাইজে এটা এটা লাথ দিব ফুটবলৰ ওপৰত, ক'ত যাব কোনেও নাজানে। ক্ৰিকেট বল হ'লে ৰাইজে ছিক্স মাৰিব বাউণ্ডাৰীৰ বাহিৰত যাব'- #বদৰুদ্দিন_আজমল

বিৰোধী একগোট হোৱাত এওঁৰ মাথা ইমানকৈ গৰম হৈছে যে ব্যৱসায়টো বন্ধ হোৱাৰ ভয়ত নেকি?
কোনে কাক লাথ মাৰিব সময়ত দেখা যাৱ। কাৰ নিৰ্দেশত যে কথাখিনি কৈছে ৰাইজৰ বুজিবলৈ বাকী নাই

09/12/2022

Q. শুই থকাৰ সময়ত মোবাইলটো কিমান দূৰত ৰাখিব লাগে ?
A. বিচনাৰ পৰা কমেও তিনিফুট দূৰত মোবাইল ফোনটো ৰাখিলে বিপদজনক বিকিৰণৰ পৰা হাত সাৰিব পাৰি। মোবাইল ফোনৰ লগত জড়িত ৰেডিঅ’ ফ্ৰিকুৱেন্সি ইলেক্ট্ৰ’-মেগনেটিক ফিল্ডৰ শক্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কৈছে যে ফোনটোৰ পৰা নিৰ্গত হোৱা আৰ এফ ৰেডিয়চনৰ ফলত মগজুৰ কৰ্কট ৰোগ হ’ব পাৰে।
Dr.Ashraful Hoque-লক্ষীপুৰ

02/12/2022

জুম্মাহ মোবাৰক।
جمعہ مبارک

03/10/2022
02/10/2022

ভাৰতৰ কিছু প্ৰখ্যাত #বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতিষ্ঠাতা কোন আছিল আমি জানে নে? হয়তো নিশ্চয় নেজানো! বিশেষকৈ আজি আলিম-ওলামা সমাজক যিদৰে গালি-শপনি দিয়া হৈ আছে যে তেওঁলোকে আধুনিক শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব নিদিয়ে। কিন্তু irony হ'ল যে ভাৰতৰ ৩% আলিম সমাজে আমাক যিমান উচ্চ শিক্ষাৰ বাবে অনুষ্ঠান গঢ়ি দিছে সেই অনুপাতে আমি ৯৭% জেনেৰেল শিক্ষিতসকলে নজিৰ ৰাখিব পাৰিছোঁ নে, হয়তো নহয়! কিছু বিশেষ অনুষ্ঠান যাৰ প্ৰতিষ্ঠাতাসকল হ'ল :

দিল্লী:
১. #জামিয়া_মিলিয়া_ইছলামীয়া - ৰাষ্ট্ৰীয় ইছলামিক বিশ্ববিদ্যালয়।
Founder: মৌলনা মাহমুদুল হাছান, মৌলনা মোহাম্মদ আলী জহৰ, ড° জাকিৰ হুছেইন, ডাঃ আজমল খাঁ ইত্যাদি।

২. #জামিয়া_হামদৰ্দ_বিশ্ববিদ্যালয়
Founder: হাকিম ডাঃ আব্দুল হামিদ

উত্তৰ প্ৰদেশ:
৩. #আলিগঢ়_মুছলিম_বিশ্ববিদ্যালয়
Founder: ছাৰ চৈয়দ আহমদ খান

৪. Integral #বিশ্ববিদ্যালয়_লক্ষ্ণৌ
Founder: মৌলনা আলি মিঞা নাদবী

৫. Era #বিশ্ববিদ্যালয়_লক্ষ্ণৌ
Founder: মৌলনা কল্বে ছাদিক

৬.
Founder: হাজী মোহাম্মদ ইকবাল

৭. িনা একাডেমী অফ মেডিভেল মেডিচিন এণ্ড চাইন্স, আলিগঢ়
Founder: হাকিম চৈয়দ জিল্লুৰ ৰহমান

পশ্চিম বংগ:
৮. #আলিয়া_বিশ্ববিদ্যালয়, কলকাতা
Founder: মৌলনা আবুল কালাম আজাদ

তেলেঙ্গনা:
৯. #উচমানীয়া_বিশ্ববিদ্যালয়, হায়দৰাবাদ
Founder: মীৰ উচমান আলী খান

কাশ্মীৰ:
১০. #ইছলামিক_বিশ্ববিদ্যালয়, আৱান্তিপুৰা
Founder: মুছলিম ৱক্‌ফ ব'ৰ্ড, জম্মু আৰু কাশ্মীৰ

#মৌলনা_গুলাম_আহমদ_বস্তানৱীৰ বহুতো কলেজ আছে। ইয়াৰ মাজত #মেডিকেল_কলেজ, #ইঞ্জিনীয়াৰিং_কলেজ ইত্যাদি! বিশ্ববিদ্যালয়ৰ বাবে পৰিকল্পনা চলি আছে। (মহাৰাষ্ট্ৰ)
*******************************************
আৰু বহুতো কলেজ আৰু education centre ৰ প্ৰতিষ্ঠাতা আলিম সমাজ, লিষ্টখন দীঘলীয়া হ'ব। লিবাৰেলবোৰে এনেই পেকপেকাই থাকি লাভ নাই, নিজে কি কৰিছে সেইটো চাওক। আলিম সমাজৰ কাম কোৰাণ,হাদীছ, ফিক্‌হ, উচুল, আক্বীদাক ব্ৰতী ৰখা, সংৰক্ষণ কৰি ৰখা, যিটো তেওঁলোকে কৰিছে আৰু কৰি থাকিব। আমি জেনেৰেল শিক্ষিতসকল কেইজন বিজ্ঞানী হ'লো, কিমান IAS, IPS হ'লো, কিমানজনে সমাজ আৰু জাতিক ঠিক কৰিবলগা পদ এটাত গৈ আমাৰ কৰ্তব্য পালন কৰিলোঁ চিন্তা এইটো হে কৰিব লাগে। আত্মসমালোচনাৰ প্ৰয়োজন আমাৰ!

ইছলামৰ ইতিহাসত যিমান Astrologer, বিজ্ঞানী, দাৰ্শনিক, Mathematician ইত্যাদি হৈছে সোণালী যুগৰ পৰা আৰম্ভ কৰি আজিলৈ, ইয়াৰো এক বৃহৎ অংশ আলিম সমাজেই হয়।

~ ধন্যবাদ কপি কৰা পোষ্ট

09/08/2022

চলন্ত ৰেলৰ লগত চেল্ফি লোৱাৰ ফল 😀😥👇

(বিডিও কালেক্ট)

১৯৫০ চনৰ  #দাৰুল_উলুম_দেওবন্দৰ এখন ছবি যত বহি দৰছ দি আছে  #শেখুল_ইছলাম হুছেইন আহমদ মাদানী (ৰহ:)য়ে।👇
30/07/2022

১৯৫০ চনৰ #দাৰুল_উলুম_দেওবন্দৰ এখন ছবি যত বহি দৰছ দি আছে #শেখুল_ইছলাম হুছেইন আহমদ মাদানী (ৰহ:)য়ে।👇

23/01/2022

ربنا اصرف عنا عذاب جهنم . (قرآن)
হে আমাৰ প্রতিপালক! আমি সকলোকে জাহান্নামৰ (নৰক)ৰ শাস্তিৰ পৰা ৰক্ষা কৰক।😭

20/10/2021

#ভারতে_স্বাধীনতা_সংগ্রামে_মুসলিমদের_অবদান_সবচেয়ে_বেশি।
যিনি তথ্যগুলো তুলে ধরেছেন তাকে আবার মুসলিম ভাববেন না, তিনি ভারতে একজন বিশিষ্ট ইতিহাসবিদ, তার নাম শ্রী সুকৃতি রঞ্জন বিশ্বাস।

খুবই মূল্যবান তথ্য। এক সময় ভারতে ১০০ জন মানুষের মধ্যে ৫৪ জন মুসলমান ছিল, ৫৪ জন মুসলমানের মধ্যে সরকারি চাকরি করত ৩৫ জন। আর এখন ১০০ জনে ২ জন মুসলমান ভারতে সরকারি চাকরি করে।😭

হিন্দুরা বলে তারা দিন দিন অত্যাচারিত হচ্ছে, পরিসংখ্যান কি বলে দেখুন। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি।

#মুসলিম #ভারত

18/10/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ARHAM Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share