24/08/2024
তুমি কি বিচারক হইলা রে ভাই, পরকাল তো অনেক বাকি তুমি কেমন বিচারক তোমার বিচার এই দুনিয়ায় করতে হইতেছে। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা চিরতরে সত্য!!টাকার জন্য সত্যকে মিথ্যা মিথ্যা কে সত্য বানিয়েছো তোমার হাতে সংবিধান ক্ষমতা থাকার পরও তুমি অন্যের গোলামী করেছো কত মানুষের জীবন নষ্ট করেছো বিচারক হয়েও কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে !! নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী!
"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?''
মানিক আমাদের শিখালো 'ক্ষমতা,অহংকার অতি ক্ষুদ্র জিনিস! এই আছে তো এই নাই!
আল্লাহ ই দেয়, আল্লাহ ই নিয়ে নেন, চিরকালের জন্য কিছুই নেই!