29/02/2024
বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ, আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা।
আর তাই, নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে 'Odd Dot Selfie'. যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের 'টিপ'।
কপালের এই টিপ মাঝখানে না পরে আশপাশে সরিয়ে দিয়ে সেলফি তুলে লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে।
বি.দ্র. 'নারী নির্যাতনের বিরুদ্ধে আমার প্রতিবাদের ভাষা ' লেখাটি ক্যাপশন হিসেবে ব্যবহার করুন এবং অন্যদেরকেও এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানান।