
23/03/2023
রহমত আর বরকতের মাস রমজান, আমাদের একেবারেই দারপ্রান্তে আল্লাহর কাছে সময় এমনিতেই খুব দামি তাই তো তিনি সময়ের কসম করেছেন কুরআনুল কারীমে... আর এই দিকে রমজান মাস ও আল্লাহর কাছে খুব দামি তাই তো রমজান মাসের নাম আল্লাহ নিজেই রেখেছে আর বাকি ১১ মাসের নাম রেখেছে মানুষ। তাই আসন্ন রমজানের একটা সময় ও যেন আমারা অনর্থক গল্প গুজব এ না কাটাই মিথ্যা গিবত শেকায়েত অশ্লিল ছবি গান দেখা ইত্যাদী গুনাহের কাজে ব্যায় না করে কমপক্ষে হাদিসে বর্ণিত আমল গুলাতে সময় গুলা ব্যায় করার বা কাটানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ
আল্লাহ আমাদের জন্য সহায়ক হোক এবং আমাদের কে রাসূলে কারীমের সুন্নত অনুযায়ী এই রমজান মাস কাটানোর তাওফিক দান করুক ও কুরআন হাদীসের সহিহ বুঝ দান করুক। আমিন আমিন আমিন।
রমাদান মোবারক