Bakchar GVC

Bakchar GVC Content Creator

সবাইকে মহানবমীর শুভেচ্ছা 🙏🙏🙏
12/10/2024

সবাইকে মহানবমীর শুভেচ্ছা 🙏🙏🙏

26/08/2024
07/07/2024

জয় জগন্নাথ 🙏🙏🙏🙏
রাজশাহী ইসকন কতৃক আয়োজিত রথ যাত্রা ❤️

হিন্দুদের অস্তিত্ব  বিলিণের পথে 😭দয়া করে সবাই লেখাটা পড়বেন 🙏🙏🙏🙏ভারতের নাবী মুম্বাইতে একজন মুসলিম কসাই,  তার কসাই খানার স...
17/06/2024

হিন্দুদের অস্তিত্ব বিলিণের পথে 😭

দয়া করে সবাই লেখাটা পড়বেন 🙏🙏🙏🙏

ভারতের নাবী মুম্বাইতে একজন মুসলিম কসাই, তার কসাই খানার সামনে একটি ছাগল বিক্রি করতেছিলি। কতটা ন্যাক্কারজনক উদ্বেগের বিষয়, আপনি একজন হিন্দু হয়ে কিভাবে আসলেও এটা মেনে নিতে পারেন। তাই আমাদের উচিত যে যার যার স্ব স্ব স্থান থেকে এর প্রতিবাদ করা। কিছু হিন্দু লোকের চোখে পরে, কসাই ছাগলের গায়ে ভগবান শ্রী রামচন্দ্রের নাম লিখে কুরবানির জন্য বিক্রি করতেছে। এখন দেখুন সমস্ত পৃথিবীতে হিন্দুদের ক্ষমতা ক্ষীণ হতে শুরু করেছে দেখেই আজ হিন্দু অধ্যুষিত অঞ্চলে এমন ঘটনা ঘটছে। হিন্দুদের একটাই সমস্যা একাগ্রতা নেই। শুধু আমরা ভাবি আমার প্রতিবেশি হিন্দু বিপদে পড়েছে, ও আরো বিপদে পড়ুক, আমি তো সুরক্ষিত আছি। এভাবেই আমাদের হিন্দু সমাজটা চেষ হয়ে যাচ্ছে। আমাদের উচিত প্রতিটা হিন্দুকে তার প্রতিবেশি হোক বা আত্মীয়স্বজন হোক সবসময় ভালো কিছু প্রদানের আপ্রাণ চেষ্টা করা। এখনই সময় পৃথিবীর সমস্ত হিন্দুদের এক হওয়ার । সারা পৃথিবীতে ৫৭ টি মুসলিম কান্ট্রি আছে, এবং সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যা ১৯০ কোটি। আর সারা পৃথিবীতে হিন্দুর জনসংখ্যা আছে ১৩০ কোটি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় পৃথিবীতে কোন হিন্দু রাষ্ট্র নেই। তাই আজকে আমাদের এরকম করুন পরিনিতি।

যাইহোক এই মুসলিম যে কাজটা করছে,, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই
এবং এমন কর্ম কান্ড করার জন্য তার ফাঁসি চাই।

সবাই দয়া করে পোস্ট একটু শেয়ার করে প্রতিবাদ জানান 🙏🙏🙏🙏

জয় শ্রীরাম 🙏🙏🙏
জয় শ্রীরাম 🙏🙏🙏
জয় শ্রীরাম 🙏🙏🙏

ট্রেনে করে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ৪৩৭ জন নিরীহ মানুষকে কচুকাটা করা হয়েছিলো আজকের দিনে। সেদিন ছবির এই ক...
14/06/2024

ট্রেনে করে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ৪৩৭ জন নিরীহ মানুষকে কচুকাটা করা হয়েছিলো আজকের দিনে। সেদিন ছবির এই কালভার্ট আর রেললাইন পরিণত হয়েছিলো লাশের মহাসমুদ্রে। কুখ্যাত 'অপারেশন খরচাখাতা' এক ভয়ংকর অধ্যায়।

নীলফামারী জেলার সৈয়দপুর শহরে বাস করতেন বিপুল সংখ্যক মাড়োয়ারি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোক, যাঁরা ১৯৪৭ সালে দেশবিভাগের বহু আগেই ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক শহর সৈয়দপুরে এসে এই শহরে থেকে যান। এরা স্থানীয় হয়ে যান সৈয়দপুরেই।

মুক্তিযুদ্ধ শুরুর তিনদিন আগে ২৩ মার্চ রাত থেকে সৈয়দপুরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর সৈয়দপুরের বিহারিরা বাঙালি নিধন শুরু করে। মহল্লায়-মহল্লায় ঢুকে নেতৃস্থানীয় বাঙালিদের নির্বিচারে হত্যা করা হয়। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছিলো শহরের মাড়োয়ারিপট্টির বাসিন্দারা। ২৪ মার্চ থেকে সৈয়দপুর শহরের বাঙালি পরিবারগুলো পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

সৈয়দপুরের বিশিষ্টজনদের সঙ্গে স্থানীয় মাড়োয়ারি সম্প্রদায়ের শীর্ষব্যক্তিত্ব তুলসীরাম আগরওয়ালা, যমুনাপ্রসাদ কেডিয়া, রামেশ্বর লাল আগরওয়ালাকে ১২ এপ্রিল রংপুর সেনানিবাসের অদূরে নিসবেতগঞ্জ বধ্যভূমিতে নিয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী। মাড়োয়ারিপট্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিহারিরা মাড়োয়ারিদের বাসায় চালায় লুটতরাজ।

এর মধ্যে চলে এলো জুন মাস। জুন মাসের ৫ তারিখে হঠাৎই পাকিস্তানি বাহিনী মাইকে ঘোষণা শুরু করে। ঘোষণায় বলা হয়, "যাঁরা হিন্দু মাড়োয়ারি তাঁদের নিরাপদ স্থান ভারতে পৌঁছে দেওয়া হবে। একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটি ১৩ জুন মাড়োয়ারিদের বর্ডার অব্দি পৌঁছে দিবে।"

তখনো কেউই অনুমান করতে পারেনি কী হবে সামনে, কী ভয়ংকর অধ্যায় আসছে তাঁদের সামনে।

৫ দিন ঘোষণা চলে আর এদিকে নিরীহ মাড়োয়ারীরা বুক বেঁধেছে আশায়। আগের রাত থেকেই সাড়ে চারশর বেশি মাড়োয়ারি অপেক্ষমান সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনে যদি জায়গা না পাওয়া যায় সেই আশঙ্কায় আগেই হাজির হয়ে গিয়েছিলেন মাড়োয়ারিরা। ভোর পাঁচটার দিকে ট্রেন আসতেই ট্রেনের চারটি বগিতে গাদাগাদি, হুড়োহুড়ি করে উঠে পড়েন মাড়োয়ারিরা। বাক্স পেটারা আর মানুষে পূর্ণ তখন ট্রেন। অপেক্ষা কখন ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়ার আর কতো দেরি। অপেক্ষার তর সইছেনা তাদের। একদিকে উত্তেজনা, অন্যদিকে ভয় কাটিয়ে প্রাণভরে নিঃশ্বাস নেয়ার অপেক্ষা।

অবশেষে নির্ধারিত সকাল ১০টায় ট্রেনটি ছাড়ে। ট্রেন ছাড়ার পর সব জানালা-দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিলো। ট্রেনটি ধীরগতিতে দুই মাইলের মতো পথ অতিক্রম করার পর শহরের গোলাহাটের কাছে এসে থেমে যায়। সবাই আশ্চর্য হয়ে ভাবছে কী হলো, ট্রেন থেমে গেল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি! এক অজানা ভয় ও শঙ্কা দেখা দিলো তাদের চোখেমুখে।

অন্যদিকে বিহারী ও রাজাকার ইজাহার আহমেদ, বিহারী নেতা কাইয়ুম খান ও বিপুলসংখ্যক বিহারী ও পাকিস্তান সেনাবাহিনী সৈন্য উপস্থিত তখন গোলাহাটে সেই ট্রেনটিরই অপেক্ষায়। ট্রেন থামতেই প্রতিটি বগির দরজা খুলে ভেতরে রামদা হাতে কয়েকজন বিহারি প্রবেশ করে, বাইরে তখন ভারী আগ্নেয়াস্ত্র হাতে পাকিস্তান সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। যেন একজন মাড়োয়ারিও পালাতে না পারে। শুরু হয় রামদা দিয়ে কোপানো। মুহূর্তের মধ্যেই বীভৎস আর পৈশাচিক উৎসবে মেতে ওঠে বিহারীরা। কোনো কোনো লাশকে কয়েক টুকরো করে রেললাইনের চারপাশে ছুঁড়ে ফেলা হয়। নৃশংসভাবে হত্যা করা হয় শিশুদের।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শহীদ হন ৪৩৭ জন নিরীহ মানুষ। ওই হত্যাযজ্ঞ থেকে কোনোরকমে আশ্চর্যজনকভাবে সেদিন প্রাণে বেঁচে যান মাত্র ১০ জন যুবক। তারা ট্রেন থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিনাজপুরে যান।

আজ ১৩ই জুন। নীলফামারীর কুখ্যাত গোলাহাট গণহত্যা দিবস আজ। যাকে বলা হয় "অপারেশন খরচাখাতা" নামে। বিনম্র শ্রদ্ধা ও অসীম ভালোবাসা রইলো শহীদদের প্রতি।

(সংগৃহীত)

উজাড় করে আপনি দিয়েছেন ঢেলে আমাদেরই মাঝে জ্ঞানের আলো, প্রীতিরই বন্ধনে নিয়েছেন বেঁধে শাসন-স্নেহে বেসেছেন কত না ভালো। আজ...
05/06/2024

উজাড় করে আপনি দিয়েছেন ঢেলে আমাদেরই মাঝে জ্ঞানের আলো,
প্রীতিরই বন্ধনে নিয়েছেন বেঁধে শাসন-স্নেহে বেসেছেন কত না ভালো।
আজ আপনার এই বিদায়ী ক্ষণ
চোখে নামায় অঝোর শ্রাবণ
মনেতে ভাসে সব রঙিন স্মৃতি গুলো...।।
শিখিয়েছেন আপনি সত্যেরই পথে হাঁটতে চিরদিন চিরকাল,
জীবনের সকল বাঁধা সরিয়ে দূরে কীভাবে আনতে হয় সকাল।
ছিলেন তো আপনি এই শিক্ষায়াতনে আলো করে প্রতিটি ক্ষণে ক্ষণে ঘুচিয়ে দুর্দিনের সব আঁধার কালো ...।।
মেঘে মেঘে আজ মন খারাপি সুর ব্যথাতুর বুক করে খাঁ খাঁ,
চলার পথে পাথেয় হয়ে থাকবে
শুধু আপনারই এ আলোক রেখা।
মন চায় না ছাড়তে আপনাকে
তবুও ছাড়তে হবে যে হায়!
রেখেন নিজের খেয়াল আগামী দিন গুলো

#বিদায়প্রাণপ্রিয়স্যার 🙏🙏🙏

#বিদায়

With Red Pen – I just got recognised as one of their top fans! 🎉
12/05/2024

With Red Pen – I just got recognised as one of their top fans! 🎉

28/04/2024

দিনাজপুর কান্তজির মন্দিরে একযোগে ২০ হাজার লোকের গীতা পাঠ 🙏🙏

19/04/2024

গ্রামের পুকুর থেকে বড় বড় মাছ ধরার দৃশ্য 👁️👁️ ,

18/04/2024

অষ্ট কালী সংকীর্তন 🙏🙏🙏🙏🙏

হরে কৃষ্ণ

08/03/2024

Har Har Mahadev ❤️❤️❤️

28/02/2024

❤️❤️❤️

16/02/2024

মেলার মাঠে এমন দৃশ্য দেখে মনটা এমনিতেই ভরে গেলো।
যে ছেলেটি খায়ে দিচ্ছে সে আসলে, যে খাচ্ছে তার কোনো পরিচিত ব্যাক্তি নন, তারপরও দেখেন মানুষের জন্য মানুষের কতটা হৃদয় পোড়ে।
এমন ব্যাক্তিত্ব আছে দেখেই আজও পৃথিবী এতো সুন্দর।

ভালো লাগলে সবাই শেয়ার করবেন।

🙏🙏🙏

10/02/2024

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে 🙏🙏

বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেল মন্ত্রী
জনাব : জিল্লুল হাকিম (রাজবাড়ী -২) এর আগমন
স্থান : বকচর সার্বজনীন মন্দির প্রাঙ্গণ।
বকচর,বালিয়াকান্দি, রাজবাড়ী

09/02/2024

সকল জীবের মঙ্গল কামনায়,
সন্ধ্যা আরতিতে প্রদীপ প্রোজ্জ্বলন,,
স্থান : বকচর সার্বজনীন মন্দির প্রাঙ্গণ
বকচর, বালিয়াকান্দি, রাজবাড়ী।
হরে কৃষ্ণ,,

08/02/2024

Hare Krishna 🙏🙏🙏

08/02/2024

মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রস্তুতি চলছে,,
আপনারা সকলেই আমন্ত্রণত্রিত
হরে কৃষ্ণ 🙏🙏🙏

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bakchar GVC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bakchar GVC:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share