World In Bangladesh । সংগীত

  • Home
  • World In Bangladesh । সংগীত

World In Bangladesh । সংগীত সত্যের সাথে...
আগামীর পথ চলার অঙ্গীকার ?

নবি (সা.) এর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে🖤
31/10/2021

নবি (সা.) এর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে🖤

31/10/2021
কুরআন মুসলমানদের হৃৎপিন্ড!❤💚
31/10/2021

কুরআন মুসলমানদের হৃৎপিন্ড!❤💚

রাসুল (সা.)-এর প্রিয় ফল ছিল খেজুর
31/10/2021

রাসুল (সা.)-এর প্রিয় ফল ছিল খেজুর

তাসকিনের সেলফিতে 💙❤💚
31/10/2021

তাসকিনের সেলফিতে 💙❤💚

সবার ইচ্ছে হয় খেতে🥀🥀
31/10/2021

সবার ইচ্ছে হয় খেতে🥀🥀

আল্লাহ তাআলা এরশাদ করেন। আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা ক...
31/10/2021

আল্লাহ তাআলা এরশাদ করেন।

আমি রয়েছি সন্নিকটে।
যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই,
যখন আমার কাছে প্রার্থনা করে।
কাজেই আমার হুকুম মান্য করা এবং
আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য।
যাতে তারা সৎপথে আসতে পারে।

দুনিয়া সুন্দর মানুষ সুন্দরআসমান সুন্দর জমিন সুন্দরসুন্দরে সুন্দরে পাল্লাজানিনা কত সুন্দর তুমি আল্লাহ.!!!❤🥀
31/10/2021

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ.!!!❤🥀

তাসকিন ভাই ও ভাবি
31/10/2021

তাসকিন ভাই ও ভাবি

সবার দোয়ায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন অধিনায়কের বাবা। দ্রুত সুস্থ হয়ে উঠুন ❤
30/10/2021

সবার দোয়ায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন অধিনায়কের বাবা। দ্রুত সুস্থ হয়ে উঠুন ❤

এক ৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।পরে তার বাবা আর একটা বিয়ে করল।একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেসকরল...বাবা, বলতো তোম...
30/10/2021

এক ৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।
পরে তার বাবা আর একটা বিয়ে করল।
একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস
করল...
বাবা, বলতো তোমার
নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?
বাচ্চাটি বলল, আমার
নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।
বাবা তার ছেলের
কথা শুনে চমকে গেল
এবং বলল কেন বাবা...?? তোমার যেই মা
তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?
বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি
করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন
দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া
দাওয়া বন্ধ করে দিব।
তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন
সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে
নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো।
আর আমার নতুন মা বলে তুই যদি
এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।
সত্যি সত্যি আজ তিন দিন যাবত
আমাকে কোন খাবার দেয়া হয় নি😢😢

নিজের মায়ের মত মা, পৃথিবীতে
কেউ হতে পারে না.............
Love you ma...💕💕💕

♥️যমজ সন্তান আল্লাহ্ তালায়ার এক বড় নেয়ামত 💛। 👇👇👇♥️সুবহানাল্লাহ,,, 🥰🥰
30/10/2021

♥️যমজ সন্তান আল্লাহ্ তালায়ার এক বড় নেয়ামত 💛। 👇👇👇♥️
সুবহানাল্লাহ,,, 🥰🥰

♥মাশাল্লাহ♥,,,প্রতিটি টাকার নোটে এ কথাটা লেখা   থাকলে কতই না ভাল হতো,,,,,।"" এসো নামাজ পড়ি""🥰🖤
30/10/2021

♥মাশাল্লাহ♥
,,,প্রতিটি টাকার নোটে এ কথাটা লেখা
থাকলে কতই না ভাল হতো,,,,,।
"" এসো নামাজ পড়ি""🥰🖤

মোস্তাফিজুর রহমান ও ভাবি
30/10/2021

মোস্তাফিজুর রহমান ও ভাবি

ওয়ানডের পর এবার টি২০ অলরাউন্ডার র‍্যাংকিং এর শির্ষে আমাদের সাকিব আল হাসান💜
30/10/2021

ওয়ানডের পর এবার টি২০ অলরাউন্ডার র‍্যাংকিং এর শির্ষে আমাদের সাকিব আল হাসান💜

নিশ্চয় এই কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ।(সূরা-আশ-শূ'আরা-আয়াত-১৯২)
30/10/2021

নিশ্চয় এই কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ।

(সূরা-আশ-শূ'আরা-আয়াত-১৯২)

জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে তাসকিনের চোখে জল,আর এই অশ্রুসিক্ত নয়ন মনে করিয়ে দেয় ক্রিকেট শুধু একটা খেলাই নয়।ক্রিকেট আমাদের...
30/10/2021

জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে তাসকিনের চোখে জল,আর এই অশ্রুসিক্ত নয়ন মনে করিয়ে দেয় ক্রিকেট শুধু একটা খেলাই নয়।ক্রিকেট আমাদের আবেগ ভালোবাসা এবং সম্মান,গৌরব,অহংকার।🌺

আমার সোনার বাংলা 🇧🇩
আমি তোমায় ভালোবাসি 🥰

এক ব্যাক্তি রাসূল (সাঃ) কে জিজ্ঞেস করলেন, ইসলামে কোন অভ্যাসটি উওম?রাসূল (সাঃ) বললেন, অন্যকে খবার খাওয়ানো এবং পরিচিত ও অপ...
30/10/2021

এক ব্যাক্তি রাসূল (সাঃ) কে জিজ্ঞেস করলেন, ইসলামে কোন অভ্যাসটি উওম?
রাসূল (সাঃ) বললেন, অন্যকে খবার খাওয়ানো এবং পরিচিত ও অপরিচিত সকল ( মুসলিমকে) সালাম প্রদান করা।
( সহীহ বুখারী-১২)

মা বিজিবি এলাকার ভেতরে বিসিএস পরীক্ষার কেন্দ্রে। বাইরে আরেক পরীক্ষার্থীর স্ত্রীর কোলে কাঁদছে শিশু ইমরুল আজিজ।শুক্রবার দু...
30/10/2021

মা বিজিবি এলাকার ভেতরে বিসিএস পরীক্ষার কেন্দ্রে। বাইরে আরেক পরীক্ষার্থীর স্ত্রীর কোলে কাঁদছে শিশু ইমরুল আজিজ।
শুক্রবার দুপুরে এ ছবি তুলেছেন মনিরুজ্জামান উজ্জ্বল

সাকিবের বিকল্প তো পুরো বিশ্বেই নাই ভাই, আপনি তার বিকল্প দেশে কিভাবে খুজেন! বাংলাদেশে সাকিবই একমাত্র প্লেয়ার যে ক্যারিয়ার...
30/10/2021

সাকিবের বিকল্প তো পুরো বিশ্বেই নাই ভাই, আপনি তার বিকল্প দেশে কিভাবে খুজেন! বাংলাদেশে সাকিবই একমাত্র প্লেয়ার যে ক্যারিয়ারের শুরু থেকেই বাঘের মতো খেলেছে আর এখনও খেলতেছে!😎

🗣️ মাশরাফি 🖤

নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা।
30/10/2021

নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা।

অসাধারণ লুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফুদ্দিনের সেলফিতে মাশরাফি বিন মুর্তজা!!
30/10/2021

অসাধারণ লুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফুদ্দিনের সেলফিতে মাশরাফি বিন মুর্তজা!!

ভাই আর ভাবি 🥰
30/10/2021

ভাই আর ভাবি 🥰

২০১৯ সালের ২৯ অক্টোবর ; মনে আছে কি দিনটির কথা?দেখতে দেখতে পার হয়ে গেলো ২ টি বছর।একজন সাকিব আল হাসান কখনো থেমে গেছেন কিঞ্...
30/10/2021

২০১৯ সালের ২৯ অক্টোবর ; মনে আছে কি দিনটির কথা?
দেখতে দেখতে পার হয়ে গেলো ২ টি বছর।

একজন সাকিব আল হাসান কখনো থেমে গেছেন কিঞ্চিৎ হোচট খেয়ে, আবার কখনো গর্জে উঠেছেন সময়ের কঠিন প্রয়োজনে। সাকিব থেমেছেন বহুবার, তবে ভুলে যাননি তার গন্তব্য।

দুঃখবিজড়িত সেই চেহারার ২৯ শে অক্টোবর কখনো ভুলে যাবার নয়! আইসিসি থেকে নিষেধাজ্ঞা ছিল ২ বছরের, যদিও ১ বছর শিথিল করা হয়, আজ সম্পুর্ণরূপে নিষেধাজ্ঞামুক্ত তিনি।

আমিন
30/10/2021

আমিন

Address


Alerts

Be the first to know and let us send you an email when World In Bangladesh । সংগীত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share