31/03/2022
আমাদের দেশে সাম্প্রতিক ই-কমার্স ব্যবসা নিয়ে নানা ধরনের প্রতারণা চলছে । বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহক প্রতারিত হচ্ছে । তার মধ্যে ফেসবুক/এফ-কমার্স প্রতারণার পরিমাণ অধিক । ফেসবুক পেজ অথবা ফেসবুক শপ থেকে পণ্য বিক্রয় বিষয়টি প্রতারনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে । বিশেষ করে ডিজিটাল পণ্য বিক্রয় এখন বিশাল একটা প্রতারনার মার্কেট ।
বেশিরভাগ সেলারদের নেই কোন রেজিস্টার্ড ওয়েবসাইট , ট্রেড লাইসেন্স , সরকার অনুমোদিত পেমেন্ট গেটওয়ে অথবা Digital Business Identity (DBID) ।
এসব না থাকাতে গ্রাহক যেকোন ধরনের প্রতারণার জন্য কোন রকম পুনরুদ্ধারের সুযোগ পায় না।
বিভিন্ন ধরনের মার্কেটিং বিজ্ঞাপন প্রচার করে, সস্তা অফার দিয়ে গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে ।
কখন ভুয়া পণ্য ডেলিভারি, কখন ক্র্যাক পণ্য বিক্রয় আবার কখন পেমেন্ট নিয়ে পণ্য ডেলিভারি না করা । কিছুদিন পরে দেখা যায় পেজটি গায়েব হয়ে গেছে অথবা গ্রাহকে ব্লক করা হয়েছে ।
আমরা মনে করি, আপনার যারা ডিজিটাল পণ্য ক্রেতা, তারা কখন না কখন, কম আর বেশী ডিজিটাল পণ্য কেনার ক্ষেত্রে প্রতারিত হয়েছেন । বিষয়টি দুঃখজনক ।
- আমরাও একটি ডিজিটাল পণ্য সেলার শপ – Deshi Digital Marketplace | https://deshidm.com
কিন্তু আমরা প্রতারক নই, আমরা একটি নিবন্ধিত কোম্পানি। আমরা নিশ্চিত করি - সঠিক পণ্য ডেলিভারি, বাংলাদেশ সরকার অনুমদিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে লেনদেন, সঠিক গ্রাহক সেবা এবং একটি প্রতারনা-বিহীন ব্যবসায়িক সম্পর্ক।
আপনার (গ্রাহক) সাথে একটি সু-সম্পর্ক আমাদের মূল লক্ষ্য ।