Golpo Ghor

Golpo Ghor This page is an entertainment and educational cartoon platform.. Thank you for visit us and follow us

04/04/2022

নিজের_সন্তানকেও_সুযোগ_দিন,_সবসময়_পরিস্থিতির_শিকার_হতে_দেবেন_না,,

15/03/2022

ছেলেকে_ভাল_পথে_আনতে_বাবার_দারুন_একটি_কৌশল,,,

25/02/2022

চাকরির_ভাইভা_নিতে_গিয়ে_অবশেষে_ভাইভার_স্যারই_অজ্ঞান_হয়ে_গেল

13/02/2022

অবশেষে_ছোট_ভাইয়ের_কথা_শুনে_অবাক_হয়ে_গেলাম

07/02/2022

যেমন_রোগী_তেমন_ডাক্তার,_হাসতে_হাসতে_বুকে_ব্যথা😂😂,,

28/01/2022

সততার_পুরস্কার_দেখে_আমি_অবাক_হয়ে_গেলাম

23/01/2022

সব_পুলিশই_যদি_এরকম_ভালো_হতো_তাহলে_কেমন_হতো?

🤗🤗🤗
14/01/2022

🤗🤗🤗

12/01/2022

-আপনাকে ইমোজি দিয়ে একটা গান শুনাই 😊😊,
👦👫👦⛪🔛💏🚶💔💔
কি বুঝলেন না তো😒
বুঝিয়ে দিচ্ছি😑

👇

-👦= বন্ধু যখন, 👫= বৌ লইয়া 👧= আমার⛪= বাড়ির, 🔛= সামনে দিয়া,,, 💏= রঙ্গ কইরা 🚶‍♀️🚶= হাইট্টা যাই, 💔= ফাইট্টা যায়, 💔= বুকটা ফাইট্টা যায়,🤣😑🙈

01/01/2022

একদিন বল্টু
হঠাৎ তার ভাবীকে ধরে প্রচুর
মারধোর করতে লাগলো!
সবাই অবাক
হয়ে বল্টুকে থামালো আর জিজ্ঞেস
করল,তুমি তোমার ভাবীকে মারছ
কেন???
তখন বল্টু বলেঃআমার ভাবী ভাল
মহিলা না!
সবাই বলল: তুমি কিভাবে বুঝলা?
বল্টু: আর বইলেননা!আমি আমার যেই
বন্ধুকেই
ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস
করি,কার
সাথে কথা বলিস?সেই বন্ধুই উত্তর
দেয়
তোর ভাবীর সাথে!!!!

31/12/2021

বাবা vsছেলে
বাবাঃআমার জন্য দোকান থেকে একটা
drinks নিয়ে আসতো😉
ছেলেঃবাবা, ঠান্ডা নাকি গরম?
বাবাঃ অবশ্যই ঠান্ডা 😉
ছেলেঃ বাবা, পেপসি নাকি কোক?
বাবাঃপেপসি নিয়ে আয়
ছেলেঃ টিনের নাকি বোতলের?😏
বাবাঃ টিনের😉
ছেলেঃ নরমাল নাকি ডুয়েট? 😏
বাবাঃ যা লাগবে না পানি নিয়ে আয়😉
ছেলেঃ খাওয়ার জন্য নাকি ওজুর জন্য
বাবাঃ খাওয়ার জন্য 😤
ছেলেঃ গ্লাসে করে নাকি জগে করে?😏
বাবাঃ তুই আমার চোখের সামনে থেকে যা
ছেলেঃ এখন যাবো নাকি পরে? 😏
বাবাঃএখখনি যা😤😤
ছেলেঃ দূর দিয়ে নাকি পায়ে হেটে
বাবাঃ তোকে আমি মেরে ফেলবো
ছেলেঃ দা দিয়ে নাকি বটি দিয়ে
বাবাঃবটি দিয়ে 😥
ছেলেঃ টুকরো টুকরো নাকি এমনিতে
বাবাঃ তুই আমার চোখের সামনে থেকে সর😠😤
ছেলেঃএকা যাবো নাকি তোমাকে নিয়ে ?
বাবাঃ তর উপর গজব পড়ুক😠
ছেলেঃ ঠাডা নাকি ভূমিকম্প?
বাবাঃ আল্লাহ, আমার হার্টে পেইন হচ্ছে
ছেলেঃ বাবা, হসপিটাল এ নিয়ে যাবো নাকি
ডক্টর ডাকবো?😏
বাবাঃ আমাকে একটু পানি দে😥
ছেলেঃ ঠান্ডা নাকি গরম?😏
বাবাঃ কেউ ওর মুখ টিপে ধর😥😡😠
ছেলেঃ মা ধরবে নাকি তুমি? 😏

বাবাতো বেহুশ হয়ে পরে গেলো
তখন ছেলে গিয়ে বল্লো
মারা গেছো নাকি ঘুম পেয়েছে 😣😣
😂😂😂😂😂😂😂

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্...
31/12/2021

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।
হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।
তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"
কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।"
জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"
কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"
জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে?
রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"
তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।
আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।
আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালব কীভাবে? এই কারণে প্রথমবারই বলেছি এটা আমার স্ত্রী।"
Colected

31/12/2021

আপনার_ভোটটাও_সৎ_ও_যোগ্য লোককে_দিচ্ছেন_তো?....

30/12/2021

আইডি চেক আপ করুন,,
Gg লিখলে গোলাপি কালার হবে,
যাদের আইডি সমস্যা তাদের হবেনা..

27/12/2021

পিতা_হারা_সন্তানের_কঠিন_জীবন_পর্ব_২...

26/12/2021

-Single দের জন্য,
-একটা কবিতা লিখলাম...
""""""""""""""'"""'"""""""""""""'"""""""""
-আমরা Single তাই...!🥰

-Knock করার কেউ নাই...!😏

-তবু Messenger এ ঘুরে বেড়াই...!🙃

-আমরা Single তাই...!🥰

-Hi, Hello দিয়ে যাই...!😌

-কোনো Reply নাই...!😒

-আমরা Single তাই...!🥰

-কত Post করে যাই...!🤷‍♀

-কোনো Meyer react নাই...!🥺

-আমরা Single তাই...!🥰

-নিজের মতো চলি ভাই...!🤗

--বউ এর চাপ নাই...!😎

-আমরা Single তাই...!🥰

-একা মনে হেটে যাই...!😇

-হাত ধরার কেউ নাই...!🤧

-আমরা Single তাই...!🥰

-ফোনে Disturb করার কেউ নাই...!🧐

-Relax এ ঘুমিয়ে যাই...!😴

-আমরা Single তাই...!🥰😇😘

23/12/2021

পিতা_হারা_সন্তানের_কঠিন_জীবন_পর্ব_১...

22/12/2021

আগে ১৫ টাকার বল কিনার জন্য !
১১ জন বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম 🥰
আর আজ বল একাই আনতে পারি! ............. কিন্তুু..........?
১১ জন বন্ধুকে আর একসাথে পাইনা 😔

22/12/2021

স্ত্রী:_____ওই
স্বামী:______কি?

স্ত্রী:______ কি কর?
স্বামী:_______কথা বলি

স্ত্রী:____কার সাথে?
স্বামী:____একটা মেয়ের সাথে

স্ত্রী:_____কে সে?
স্বামী:______তুমি ছাড়া আর কে।

স্ত্রী:____হি হি হি
স্বামী:______এখন বলো নামাজ পড়ছো?

স্ত্রী:_____না
স্বামী:_____কেনো?

স্ত্রী:_____ভালো লাগে নাই।
স্বামী:______বাই ভালো থাকো।

স্ত্রী:_____ওই
স্বামী:______............„

স্ত্রী:_____ওই
স্বামী:_______………....„

কিছুক্ষণ পর--
স্ত্রী:____আসসালামুয়ালাইকুম।
স্বামী:_______ওয়ালাইকুমমুসসালাম।

স্ত্রী:_____নামাজ পড়ছি কিন্তু।
স্বামী:________আগে পড়লে সমস্যাটা কি হত?

স্ত্রী:_____তোমার বকা শুনতে পারতাম না।
স্বামী:_________তুমি একটা পাগলি...

স্ত্রী:_____হুমম তোমারই তো।
স্ত্রী:___________জানো কালকে ছোট মামার বিয়ে।
স্বামী:_____তো??

স্ত্রী:_____আমি যাব?
স্বামী:______যাওয়াটা কি অনেক দরকার?

স্ত্রী:____হুমমম
স্বামী:_____আমার থেকে বেশি?

স্ত্রী:_____না
স্বামী:_____তাহলে যেতে হবে না

স্ত্রী:____ঠিক আছে.. (নিশ্চুপ)
স্বামী:_____এই যে…

স্ত্রী:___…………„
স্বামী:______শুনতে পারছো না?

স্ত্রী:____হুমম বলো।
স্বামী:_______মন খারাপ??

স্ত্রী:___না„
স্বামী:____আচ্ছা ঠিক আছে বিয়েতে যাইও„

স্ত্রী:____না বিয়ে খাওয়ার জন্য তো তোমাকে হারাতে পারবো না।
স্বামী:__পাগলি হারাতে হবে না আমি পারমিশন দিচ্ছি।

স্ত্রী:____সত্যি!!
স্বামী:______হা তবে কিছু শর্ত আছে..

স্ত্রী:____বলো
স্বামী:_____শাড়ি পড়া চলবে না,সাজতে পারবেন না, বোরকা হিজাব পড়ে থাকতে হবে পারবেন?

স্ত্রী:_____তোমার জন্য সব পারবো
স্বামী:_____হুমম।
থাকুক না এমন ভালবাসা সবার♥♥♥♥♥
💙💙💙

21/12/2021

অহংকার পতনের মূল

21/12/2021

/___°°°বুক চিন চিন করছে হায়
Bf chai Bf চাই****😍😍
**** আমরা দুজন দুজনারি
facebook দুনিয়ায় °°°😊😊 😍😍
****তুমি মেসেজ দিলে হায়
///___°°°মোবাইল হ্যাং হয়ে যায়😔😹🐸

19/12/2021

ক্লাসে পড়া না পারলে স্যার আমাকে
মুরগি বানায়-আর পরিক্ষার খাতায়
স্যার নিজেই ডিম দেই😂

19/12/2021

আজব_এক_রোগীর_কথা_শুনে_হাসতে_হাসতে_শেষ....

18/12/2021

----- 🥰Best Friend 🥰-----

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

রক্তের সম্পর্ক নয়..!⛔

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

আত্মার সাথে জড়িয়ে থাকা অটুট বন্ধুত্ব..! 💕

😘''বেস্টফ্রেন্ড '' মানে😘

হঠাৎ মনে হওয়া নয়..! 🤔

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

সারাক্ষণ মিস করা..!🤗

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

সুখের দিনে কাছে আসা নয়..! ☺️

😘'' বেস্টফ্রেন্ড ''মানে😘

যেকোনো বিপদেও পাশে থাকা..!👬

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

গফ/ বফ পেয়ে ভুলে যাওয়া নয়..!😇

😘'' বেস্ট ফ্রেন্ড '' মানে 😘

মনের এক কোণে যত্ন করে রাখা নাম..!❤️

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

পচানো হলেও অপমান নয়..!🙂

'' বেস্টফ্রেন্ড '' মানেই কেয়ার..!😍

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

মাঝ পথে ভেঙে দেওয়া নয়..!☺️

😘'' বেস্টফ্রেন্ড '' মানে 😘

ভেঙে পড়লে টেনে তুলে ধরা...!🤝

😘'' বেস্টফ্রেন্ড '' মানে😘

জিএফ/ বিএফ এর মতো আলগা পিরিত নয়..!❌

😘'' বেস্টফ্রেন্ড'' মানে😘

বাবা- মার পরে শাসন করার মতোন কেউ..! 🥰💫

সারাটা জীবন পাশে চাই তোকে... 🥰💝🥀

18/12/2021

স্যার_আমি_বড়_হয়ে_মুরাদ_টাকলা_হতে_চাই...

17/12/2021

হিজড়া_এখন_গাড়ির_ড্রাইভার_তারপর_ঘটল_এক_আজব_ঘটনা...

আমাদের নির্দিষ্ট কোনো চাওয়া নেই!⛔বিবাহিত? সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!অবিবাহিত? সারাক্ষণ বি...
17/12/2021

আমাদের নির্দিষ্ট কোনো চাওয়া নেই!
⛔বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

⛔ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

⛔শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

⛔সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জিবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

⛔চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!

বেকার?
কবে যে একটা চাকুরী হবে!

⛔সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!

সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

👉এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।
কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ বলে, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।❤️❤️

#আলহামদুলিল্লাহ।

This page is an entertainment and educational cartoon platform..

Thank you for visit us and follow us

Math এর টিচার কে যখনস্টুডেন্ট প্রশ্ন করে যে,,,🤔🤔স্যার Love Marriage উত্তম ❣️নাকি Arrange Marriage উত্তম...?❤️টিচার,,,🤓আম...
16/12/2021

Math এর টিচার কে যখন
স্টুডেন্ট প্রশ্ন করে যে,,,🤔🤔

স্যার Love Marriage উত্তম ❣️
নাকি Arrange Marriage উত্তম...?❤️

টিচার,,,🤓
আমারা জানি বিবাহ দুই প্রকার✌️
1.Love Marriage &❣️
2.Arrange Marriage❤️

Love Marriage এর অপর নাম Pream Marriage❣️

মনে করি,
Arrange Marriage= AM....(1)
Prem Marriage=PM....(2)

এখন,
🕓AM মানে রাত ১২ থেকে দিন ১২ পর্যন্ত।

অর্থাৎ,যার শুরু অন্ধকার,
কিন্তু শেষ হয় উজ্জল আলোয়।

🕓PMমানে দিন ১২থেকে রাত ১২পর্যন্ত।

অর্থাৎ, যার শুরুতে থাকে উজ্জ্বল আলো,
কিন্তু শেষ হয় ঘুটঘুটে অন্ধকার দিয়ে।

এখন,
(1)নং সমীকরণ কে AM এবং(2)নং সমীকরণ কে PM এর সাথে তুলনা করে পাই,

Arrange Marriage এর শুরুতে অন্ধকার থাকলেও শেষ হয় উজ্জল আলোয়। ❤️
অন্যদিকে,
Prem Marriage এর শুরুতে উজ্জ্বল আলো থাকলেও শেষ হয় ঘুটঘুটে অন্ধকারে। 🤣

তাই আমরা বলতে পারি...

Love Marriage এর অপেক্ষা 👈
Arrange Marriage উত্তম। ❤️

(প্রমানিত)

This page is an entertainment and educational cartoon platform..

Thank you for visit us and follow us

15/12/2021

আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা সেটা আমি জানি না😳😳😳।।।।

কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি🤗🤗🤗
,
,
,
,
,
,
,
,
,
,
,
,



যে প্রতি বছর শীত কালেই ঠান্ডা পরে😜😜😜।।।।

15/12/2021

পরিবারের_বড়_ছেলের_কথা_শুনে_চোখে_জল_চলে_আসলো😭😭😭

15/12/2021

মন খারাপ থাকলে গল্পটা পড়ুন মন ভালো হয়ে যাবে ☺️☺️

স্ত্রীঃ এই যে!
আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না!😒😒

স্বামীঃ মানে!
কি বুঝলাম না!😵😳

স্ত্রীঃ বুঝতে হবে না!
আপনি আমাকে টাচ করবেন না!
করলে কিন্তু আমি কান্না করবো!😭😭

স্বামীঃ ওকে, তাও কান্না করতে হবে না!
এখন আপনি একটু সরে বসেন আমি ঘুমাবো!
এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে!😐😐

স্ত্রীঃ শোনেন আমি আপনার ৫ বছরের ছোট!
তাই আমাকে আপনি বলবেন না!
আমাকে তুমি করে বলবেন
আর আমি আপনাকে আপনি করে বলবো!😒😒

স্বামীঃ কেনো এমনটা হবে!
হয় দুজনে তুমি বলবো না হয় আপনি!😏😏

স্ত্রীঃ দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো এমনি আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে!😕😕

স্বামীঃ কি আজব!
কথায় কথায় কাদতে হবে নাকি!😒😒

স্ত্রীঃ না!
আগে বলেন রাজি কিনা!😏😏😎

স্বামীঃ ওকে রাজি তুমি ঘুমাবে না!😶😶

স্ত্রীঃ শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না!😌😌

স্বামীঃ কেনো!😒😒

স্ত্রীঃ আমি না সারা জীবন কোন প্রেম করিনি!
সব সময় ভেবেছি যাকে বিয়ে করবো তার সাথেই প্রেম করবো!
আর যত দিন পর্যন্ত তাকে ভালবাসতে পারবো না ততদিন তাকে টাচ করতে দিব না!😊😊

স্বামীঃ ওহহ আচ্ছা!
এর সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না!😟😟

স্ত্রীঃ আপনি আজ ঘুমাবেন না!
আজ সারা রাত আপনার সাথে গল্প করবো!😑😑

স্বামীঃ কি গল্প!😦😦

স্ত্রীঃ আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি…সেই গল্প!😇😇

স্বামীঃ এ আমি না আজ খুব ক্লান্ত!
কাল গল্প করি!😪😪

স্ত্রীঃ না…আজকেই!
আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো!😬😬

স্বামীঃ কয় কি! (এই শীতের রাতে)
না থাক তার চেয়ে বরং গল্প করি!
বলো কি বলবে!😳😳

স্ত্রীঃ আপনি তো আচ্ছা বরিং মানুষ!
কথা বলতেও পারেন না ঠিক ভাবে!
আমার নাম জিজ্ঞেস করেন!😏😏

স্বমীঃ ওহহ আচ্ছা তোমার নামতো মুক্তি, তাই না!😃😃

স্ত্রীঃ আরে দুর এভাবে কি কেউ জিজ্ঞেস করে!😤😤

স্বামীঃ তাহলে কি ভাবে জিজ্ঞেস করে!😯😯

স্ত্রীঃ বলবেন…তোমার নাম কি!😐😐

স্বামীঃ কিন্তু আমি তো তোমার নাম জানি!😳😳

স্ত্রীঃ উফ…আপনাকে কিন্তু যা বলতে বলছি তাই বলেন!😑😑

স্বামীঃ ওকে….তোমার নাম কি!😇

স্ত্রী–আমি মুক্তি!😑

স্বামী–কিসে পড়ো!😶

স্ত্রী–অনার্স প্রথম বর্ষ!😐

স্বামী–আর কি!😦

স্ত্রী– দূর ছাই কি বরিং মানুষ আপনি!😥😥

স্বামী–আবার কি করলাম!😐😐

স্ত্রী–ওকে আপনার প্রশ্ন করতে হবে না!আমি নিজে থেকেই বলছি!
যানেন আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো!
কিন্তু আমি করতাম না!😢😢

স্বামী–কেনো!😯

স্ত্রী–কারণ আমি আমার বরের দুষ্ট মিষ্টি বউ হতে চাইছি সব সময়!😁😁

স্বামী–কি রকম!😴

স্ত্রী–আমি সব সময় চাইছি!
আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিবো!
আর ওকে খুব জ্বালাবো!😬😬

স্বামী–কি রকম!😦

স্ত্রী–জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য!
আমার বাড়ি/গাড়ি/ভালো-পোশাক/দামি ফার্নিচার কিছুই চাইনা!😑😑

স্বামী–তাহলে কি চাই!🤔🤔

স্ত্রী–রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দিবেন!😘😘

স্বামী–আর কি!🙊🙊

স্ত্রী–দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন!
না হলে আমি না খেয়েই থাকবো!😶😐

স্বামী–ওকে দিবো!
আর কি!🤔🤔

স্ত্রী–অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট\আইসক্রিম/ফুসকা/কিছু না কিছু আনতে হবে!😇😉

স্বামী–আর কি!🤔🤔

স্ত্রী–যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো!😶😶

স্বামী–ওকে আনবো!
আর কি!😑😑

স্ত্রী–আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে!
তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে!
ব্যস্ত থাকলে বলবো না!😪😪

স্বামী–ওকে!🥰🥰

স্ত্রী–মাঝে মাঝে চাদনী রাতে!
বেল কোনিতে বসে এক কাপে দুজন কফি খাবো!😌

স্বামী–এক কাপে কেন!😳😲

স্ত্রী–হুম এক কাপেই খাবো!😋😋

স্বামী–ওকে, আর!🤔🤔

স্ত্রী–মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজনে ভিজবো!
আর তুমি কদম ফুল দিয়ে আমায় প্রপোজ করবে!😍😍

স্বামী–এই শহরে কদম ফুল কোথায় পাবো!😕😟

স্ত্রী–আমি জানি না!
আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে!😏😏

স্বামী–এটাতো রিতিমত টর্চার!
সারা বছর কদম ফুল কই পাবো!😟😟

স্ত্রী–আমি জানি না!🤨🤨

স্বামী–আচ্ছা অন্য ফুলের কথা বলো!😕😕

স্ত্রী–না!
কদম ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে!
যতখন মন ভালো হয়নি ততখন কোলে নিয়ে থাকতে হবে!☺☺

স্বামী–এই ৪৮ কেজির বস্তারে কোলে নিলে আমি বাচবো!😵😵

স্ত্রী–আমি জানি না!
কদিন পর আরো মোটা হবো!
তবুও কোলে নিতে হবে!😬😬

স্বামী–বলেকি!
প্রথমের গুলাইতো ভালো ছিল!😥😥

স্ত্রী–সব গুলাই ভালো!
কোলে নিবে কিনা বলেন!😳😳

স্বামী–ওকে বাবা নিবো!😇😇

স্ত্রী–শোনেন!😟😟

স্বামী–হুম বলো!🤔😪

স্ত্রী–আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন!😏😏

স্বামী–কেনো!🥴

স্ত্রী–আপনাকে দেখবো!
এত মোটা ফ্রেমের চশমা পড়েন!
এখনো ভালো করে আপনাকে দেখি নাই !😱😱

স্বামী–আচ্ছা আমি ঘুমাবো!
চলো আগে তাহাজ্জুদ নামাজ পড়ে নিই কাল কথা হবে গুড নাইট!😷😷

স্ত্রী–এই যে শোনেন এখানে তো একটা বালিশ আমি কোথায় ঘুমাবো!😨😨

স্বামী–আমার বুকের উপর!😋😋

স্ত্রী–মানে কি!😐😐

স্বামী–তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন!
ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন!
আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে!
সারাদিন যত রাগ ঝগড়াই হোক!
রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে এই হলো প্রেম!😇🥀
-----------------------
স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকাটা এটাও একটা সুন্নত!
গল্পটা কেমন লাগলো???কমেন্ট বক্সে জানিয়ে দিবেন
💖💖 ডব্লিউ এক্স টি 💖💖,

14/12/2021

শিক্ষনীয় পোষ্ট,পড়ার অনুরোধ রইলো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এক গ্রামে একজন কৃষক ছিলেন.. তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে।

কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল। যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক।

মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে ১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।

পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন..
''বেরিয়ে যাও আমার দোকান থেকে। এইবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করো। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। ৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা।”

কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন- ”দাদা! দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ, দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম।”

শিক্ষণীয় বিষয়:
আপনি অপরকে যেটা দেবেন, সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে। তা সেটা সম্মান হোক বা ঘৃণা!!

14/12/2021

রোগী: আমি একটা কলম গিলে ফেলেছি। ডাক্তার: কিছু কাগজ গিলে ফেলেন। রোগী: কেন ডাক্তার? ডাক্তার: কবিতা গল্প উপন্যাস বের হয়ে আসবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Golpo Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golpo Ghor:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share