পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস

  • Home
  • পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস

পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস Official Page

ভর্তি পরীক্ষার আসন বন্টন ২০২২-২০২৩
17/08/2023

ভর্তি পরীক্ষার আসন বন্টন ২০২২-২০২৩

04/08/2023

📛নোটিশ📛

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে

♻️ছাত্রদের সাধারণ গণিত বা উচ্চতার গণিতে জিপি ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।

♻️ছাত্রীদের সাধারণ গণিত বা উচ্চতার গণিতে জিপি ২.০০ সহ কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

আবেদন ফিঃ
প্রথম শিফট:১৬০ টাকা
দ্বিতীয় শিফট: ১৬০ টাকা
উভয় শিফট: ৩২০ টাকা

02/08/2023

💥নিউজ💥

ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে মোট আসন সংখ্যা।
▶️ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মোট আসন সংখ্যা (সরকারি) ৪২,৭০০ টি এবং (বেসরকারি) ১,২৮,৯৫০ টি

▶️ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মোট আসন সংখ্যা (সরকারি) ২,৭৫০ টি এবং (বেসরকারি) ৩৬,২৫০ টি।

▶️ডিপ্লোমা ইন এগ্রিকালচার মোট আসন সংখ্যা (সরকারি) ৩,৯০০ টি এবং (বেসরকারি) ১০,০০০ টি।

▶️ ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং মোট আসন সংখ্যা (সরকারি) ৬০০ টি।

▶️ডিপ্লোমা ইন ফরেস্ট্রি মোট আসন সংখ্যা (সরকারি) ৫০ টি।

▶️ডিপ্লোমা ইন ফিসারিজ মোট আসন সংখ্যা (সরকারি) ২০০ টি এবং (বেসরকারি) ২,৭০০ টি।

▶️ডিপ্লোমা ইন লাইভস্টক মোট আসন সংখ্যা (সরকারি) ২৫০ টি।

© পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤 পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস

30/07/2023

📛নিউজ📛

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সরকারি) পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রম এবং শিক্ষাক্রমসমূহের টেকনোলজিসমূহ।

✅ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংঃ
০১. অটোমোবাইল।
০২. আর্কিটেকচার।
০৩. সিরামিক্স।
০৪. কেমিক্যাল।
০৫. সিভিল।
০৬. সিভিল (উড)।
০৭. কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
০৮. কনস্ট্রাকশন।
০৯. ইলেকট্রিক্যাল।
১০. ইলেক্ট্রোমেডিকেল।
১১. ইলেকট্রনিক্স।
১২. এনভায়রনমেন্টাল।
১৩. ফুড।
১৪. গ্লাস।
১৫. গ্রাফিক্স ডিজাইন।
১৬. মেকাট্রনিক্স।
১৭. মেকানিক্যাল।
১৮. মাইনিং অ্যান্ড মাইন সার্ভে।
১৯. পাওয়ার।
২০. প্রিন্টিং।
২১. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন।
২২. সার্ভেয়িং।
২৩. টেলিকমিউনিকেশন।

✅ডিপ্লোমা-ইন-টেক্সটাইল-ইঞ্জিনিয়ারিংঃ
০১. ওয়েট প্রসেসিং।
০২. ইয়ার্ন ম্যানুফেকচারিং।
০৩. ফেব্রিক ম্যানুফেকচারিং।
০৪. অ্যাপারেল ম্যানুফেকচারিং।
০৫. জুট।
০৬. টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স।
০৭. মার্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং।
০৮. ফ্যাশন ডিজাইন।

✅ডিপ্লোমা-ইন-মেরিন-ইঞ্জিনিয়ারিংঃ
০১. মেরিন।
০২. শিপ বিল্ডিং।

✅ডিপ্লোমা-ইন-এগ্রিকালচারঃ
০১. এগ্রিকালচার।

✅ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রিঃ
০১. ফরেস্ট্রি।

✅ডিপ্লোমা-ইন-ফিসারিজঃ
০১. ফিসারিজ।

✅ডিপ্লোমা-ইন-লাইভস্টকঃ
০১. লাইভস্টক।

©️ পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤
পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস

25/07/2023

ডিপ্লোমা করার পরে যে সকল
ইউনিভার্সিটি তে বিএসসি করা
যাবে।
১) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, ( DUET), গাজীপুর
২) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (SUST)
৩)যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (JUST)
৪)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ইউনিভার্সিটি (JKKNIU)
৫) Bangabandhu Textile Engineering College ,
Tangail (শুধুমাত্র টেক্সটাইল এর
ডিপ্লোমা স্টুডেন্টের জন্য)
৬) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭) ইঞ্জিনিয়ারিং মেম্বারশীপ
পরীক্ষা Associate Membership of the
Institution of Engineers (AMIE) যা বিএসসি
ইঞ্জিনিয়ারিং সমমান।
*Rangamati Science & Technology University তে
প্রথম বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের
সুযোগ দিলেও পরের বার থেকে আর
দেয়া হইনি।
*Rajshahi ও Khulna University তে ডিপ্লোমা
পরীক্ষা দিতে পারে।
* Technical Teachers Training Center (TTTC)
থেকে BSc in Technical Education ডিগ্রী
দেয়, যা বিএসসি ইঞ্জিনিয়ারিং
ডিগ্রী না। এটি মুলত শিক্ষকদের কোর্স
তবে ছাত্রদের করার সুযোগ আছে।
জেনারেল স্যার দের জন্য BSc in Education
আর টেকনিক্যাল স্যারদের জন্য BSc in
Technical Education (Btec)। যাদের
ডিপ্লোমা ডিগ্রী তাদের আগে
Diploma in Technical Education পড়তে হয়,
তারপর BSc in Technical Education পড়তে হয়।
ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল সিভিল
এর এই কোর্স করা যাবে।
Diploma in Technical Education এর পরে BSc in
Technical Education করতে মোট তিন বছর
সময় লাগে। এই ডিগ্রী শিক্ষকতা
পেশা ব্যতীত অন্য কোথাও কাজে
লাগে না। তবে ছাত্ররা করতে পারে।
যদিও ইঞ্জিনিয়ারিং ডিগ্রী না
তারপরেও ব্যাচেলর ডিগ্রী তো।
যারা ভাবেন উচ্চশিক্ষা নিলেই হবে
তারাও করতে পারেন। এই কোর্স দুই
জায়গায় করা যায়।
১) টেকনিক্যাল টিচার্স ট্রেনিং
সেন্টার (TTTC), তেজগাঁও, ঢাকা।
২) ইসলামিক ইউনিভার্সিটি অব
টেকনোলজি (IUT), গাজীপুর ।
সকলের একই প্রশ্নের উত্তরের জন্য
পোস্টটি এডিট করা হল।
# সরকারী_ইউনিভার্সিটিত # সরকারী_ইউনিভার্
সিটিতে_বিএসসি
# আসন_সংখ্যা_ও_বিস্তারিত
১)ডুয়েট, গাজীপুর (৬৫০)
২)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (SUST), সিলেট (১২০০)
৩)যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (JUST), যশোর (৭০০)
৪)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ইউনিভার্সিটি (JKKNIU), ময়মনসিংহ
(১৩০)
৫) Bangabandhu Textile Engineering College
(Btec)

22/07/2023

📛পলিটেকনিক/মনোটেকনিক📛

৫০টি সরকারি পলিটেকনিক/মনোটোনিক ইন্সটিটিউট এর প্রতিষ্ঠা সন।

০১. ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউট — ১৮৯৮
০২. বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট — ১৯১৪
০৩. বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স — ১৯৫১
০৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৫৫
০৫. চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
০৬. কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
০৭. বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
০৮. সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
০৯. পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
১০. বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
১১. রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬২
১২. বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৩
১৩. রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৩
১৪. ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৩
১৫. খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৩
১৬. ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৩
১৭. দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৪
১৮. ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৪
১৯. যশোর পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৪
২০. কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৬৪
২১. গ্রাফিক আর্টস ইনস্টিটিউট — ১৯৬৭
২২. ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৮৫
২৩. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৮৯
২৪. টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট — ১৯৯১
২৫. নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০০
২৬. শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০১
২৭. গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০১
২৮. সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০২
২৯. ফেনী কম্পিউটার ইনস্টিটিউট — ২০০৩
৩০. রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৩
৩১. ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৪
৩২. ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৪
৩৩. সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৪
৩৪. শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৪
৩৫. কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৪
৩৬. চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৩৭. কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৩৮. ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৩৯. খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৪০. চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৪১. ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৪২. হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৫
৪৩. বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৬
৪৪. নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৬
৪৫. লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৬
৪৬. মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট — ২০০৬
৪৭. চাঁপাইনবান

কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়েন?

19/07/2023

এসএসসি রেজাল্ট এর
আর মাত্র বাকি ৮ দিন.
শুভ কামনা রইলো।

12/07/2023

🔥 নিউজ 🔥
পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করার চেষ্টা করায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

05/07/2023

ছাত্রজীবনেই ৪টি কাজ করুন➤

✪ পাসপোর্ট যাদের নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলুন।

✪একটা ব্যাংক আ্যকাউন্ট খুলে প্রতি মাসে অল্প অল্প করে সেভিংস করুন। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট আ্যকাউন্ট ভালো।

✪ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

✪ ম্যাথ এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

04/07/2023

Diploma শব্দের অর্থ ও বিশ্লেষণ কী?

উত্তর:-
D=Development ➖ উন্নয়ন
I=Improvement ➖ অর্জনের
P=Preparation ➖ প্রস্তুতি
L=Leadership ➖ নেতৃত্ব
O=Organizational ➖ সাংগঠনিক
M=Management ➖ ম্যানেজমেন্ট
A=Achievement ➖ কৃতিত্ব

DIPLOMA= Development Important Preparation Leadership Organizational for Management Achievement.

অর্থাৎ, উন্নয়ন অর্জনের জন্য প্রস্তুত নেতৃত্বের কৃতিত্ব অর্জনের সংগঠন।🙂✌️

Join: পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤

04/07/2023

আপনার দেখায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর পলিটেকনিক ইনস্টিটিউট কোনটি??

03/07/2023

পলিটেকনিকে ২ বছরের ইয়ার লস। সিজিপিএ ২.৮১ ছিল।
বর্তমান কর্মস্থল
উপ সহকারী প্রকৌশলী
(স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর)

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গ্রুপের সকল সদস্যদের জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। ❤️পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤 (Gr...
26/06/2023

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গ্রুপের সকল সদস্যদের জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। ❤️

পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤 (Group)

26/06/2023

তো ৩য় সেমিস্টারে টাকা কে কে পাইলেন?🙂👍

25/06/2023

যারা বিকাশ / রকেটে এখনো পাননি! বিকাশে প্রেরণ কার্যক্রম চলমান -আজ না হয়
আগামীকাল আশাবাদী পাওয়ার সম্ভাবনা রয়েছে! যেহেতু ব্যাংকিং কার্যক্রম সেহেতু সময় লাগবেই!!

25/06/2023

💥উপবৃত্তি নিউজ💥

৩য়,৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীদের একাউন্টে খুব শীঘ্রই উপবৃত্তির টাকা প্রবেশ করবে। ২/১ দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন সবাই।

23/06/2023

📛উপবৃত্তি সংক্রান্ত📛
ডিপ্লোমা ৩য়, ৫ম ও ৭ম পর্বের উপবৃত্তি রবি-সোমবার প্রেরন কার্যক্রম শুরু হওয়ার সম্ভবনা রয়েছে।
উল্লেখ্য যে, জুনে অর্থবছরের ক্লোজিং। বকেয়া টাকা পরিশোধ করে নতুন অর্থ বছরের কার্যক্রম শুরু হবে।

22/06/2023

উপবৃত্তির টাকা দিয়ে কে কে কি করলেন?

20/06/2023

📛১ম পর্বের শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা আগে দেওয়া হচ্ছে।তাই বাকি পর্বের ভাইয়েরা ধৈর্য ধরুন ইনশাআল্লাহ পেমেন্ট অতি শীঘ্রই একাউন্টে ঢুকবে। ✅
➡️এডমিন

ডিপ্লোমা পর্যায়ের ১ম,৩য়,৫ম,৭ম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তির পেমেন্ট আজ ১৯/০৬/২৩ইং তারিখ হতে আগামী ২৩/০৬/২৩ইং তারিখের ম...
19/06/2023

ডিপ্লোমা পর্যায়ের ১ম,৩য়,৫ম,৭ম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তির পেমেন্ট আজ ১৯/০৬/২৩ইং তারিখ হতে আগামী ২৩/০৬/২৩ইং তারিখের মধ্যে যেকোনো দিন সচল অ্যাকাউন্টে ডুকতে পারে।

19/06/2023

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) ফেসবুক পেইজ হ্যাকড করেছে ভিয়েতনামী হ্যাকাররা।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভুক্ত ১ম, ৩য়, ৫ম, ৭ম প...
18/06/2023

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভুক্ত ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব নিয়মিত ও ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভুক্ত ৩য়, ৫ম, ৭ম পর্ব নিয়মিত ও ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ এর সময়সূচি নিম্নে প্রকাশ করা হলো।

রুটিন লিংক:
http://www.bteb.gov.bd/sites/default/files/files/bteb.portal.gov.bd/notices/df229808_b092_4b04_941c_1b2cbe2c6fdb/5060.pdf

মেনশন করুন আপনার সেই মীরজাফর বন্ধুকে।🐸
18/06/2023

মেনশন করুন আপনার সেই মীরজাফর বন্ধুকে।🐸

17/06/2023

আসসালামু আলাইকুম/আদাব,
আশা করি সবাই ভালো আছেন। 💝
আমাদের এই পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস গ্রুপ টা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সকল ডিপার্টমেন্ট এর সকল তথ্য শেয়ার করা। সকল পলিটেকনিক এর তথ্য শেয়ার করা। আবার নতুন শিক্ষার্থী যারা পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক তাদের সঠিক পরামর্শ দেওয়া। সকল ডিপার্টমেন্ট সম্পর্কে সঠিক তথ্য দিয়ে তাদের সাহায্য করা। গ্রুপের সকল সদস্য সকল সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে এডমিন, মডারেটর ও গ্রুপ এক্সপার্ট।
সবাই দয়া করে আপনাদের বন্ধুদের আমাদের গ্রুপে ইনভাইট দিবেন যাতে তার জানার থাকলে তা গ্রুপের মাধ্যমে জানতে পারবে।
যেসব পোস্ট/কাজ গ্রুপে এপ্রুভ হবে নাঃ
* কোন ধরনের রাজনৈতিক পোস্ট গ্রুপে এপ্রুভ হবে না।
* কারো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করা পোস্ট এপ্রুভ হবে না
*বাংলিশ লেখা পোস্ট এপ্রুভ হবে। পোস্টদাতা কে অবশ্যই বাংলা অথবা ইংরেজিতে লিখে পোস্ট করতে হবে।
* কেউ বাজে কমেন্ট করলে তাকে গ্রুপ থেকে ব্যান করা হবে।
* গ্রুপে তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হতে হবে যে তথ্যটি সঠিক নাকি।
* কোন ধরনের গুজব ছড়ানো যাবে না।

ধন্যবাদ সবাইকে 💕
Sifat Ullah
Founder & Admin

Page link: পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস
Group Link: পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤

17/06/2023

📛উপবৃত্তি সংক্রান্ত📛

আশাকরি আর কোনো কনফিউশান থাকবে না।

কোন সেমিস্টার এর উপবৃত্তি কোন সেমিস্টার এর রেজাল্ট/পাশের উপর নির্ভর করে দেওয়া হয়।

১ম পর্ব- এসএসসি রেজাল্ট
২য় পর্ব- ১ম পর্বের রেজাল্ট
৩য় পর্ব- ২য় পর্বের রেজাল্ট
৪র্থ পর্ব- ৩য় পর্বের রেজাল্ট
৫ম পর্ব- ৪র্থ পর্বের রেজাল্ট
৬ষ্ঠ পর্ব- ৫ম পর্বের রেজাল্ট
৭ম পর্ব- ৬ষ্ঠ পর্বের রেজাল্ট
৮ম পর্ব- ৭ম পর্বের রেজাল্ট

পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস🖤

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when পলিটেকনিক বিনোদন এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share