Rajib Nath

Rajib Nath

আপনার আঞ্চলিক ভাষায় এটা কি বলে ডাকে??🥰
03/05/2023

আপনার আঞ্চলিক ভাষায় এটা কি বলে ডাকে??🥰

Congratulations Argentina...🇦🇷Argentina- 03 Final Done 🇧🇩🇦🇷💪
13/12/2022

Congratulations Argentina...
🇦🇷Argentina- 03

Final Done 🇧🇩🇦🇷💪

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জীপ)উল্টো গেছে। ভ্রমণে এসে এমন দুর্ঘটনা বড় বেদনাদায়ক !
19/10/2022

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জীপ)উল্টো গেছে। ভ্রমণে এসে এমন দুর্ঘটনা বড় বেদনাদায়ক !

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা...❣️❣️  ❣️❣️Travel Lovers of Bangladesh এর পক্ষ হতে অভিনন্দন বাংলার বাঘিনীদের ❤️❤️
21/09/2022

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা...❣️❣️
❣️❣️
Travel Lovers of Bangladesh এর পক্ষ হতে
অভিনন্দন বাংলার বাঘিনীদের ❤️❤️

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল !নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ।
19/09/2022

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল !
নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ।

17/09/2022

ভূটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। ❤️

24/08/2022

😀😀😃

শেরপুর জেলার নালিতাবাড়ীউপজেলার কাকরকান্দি ইউনিয়নের মেয়ে তৃষ্ণাদিও। তৃষ্ণা দিও অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি পে...
24/08/2022

শেরপুর জেলার নালিতাবাড়ী

উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মেয়ে তৃষ্ণা

দিও। তৃষ্ণা দিও অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েও তা ফিরিয়ে দেন। নিজ গ্রাম কাকরকান্দিতেই বসবাস করেন। শুরু করেন ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ। এই কাজ করেই বৈদেশিক মুদ্রা আয় করছেন তিনি।

 #২ টি ঘটনা: ১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল ২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল কি শিখলাম:...
24/08/2022

#২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

#আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

#আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

#আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

#২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না। জয় নিশ্চিত।

23/08/2022

*মনে পড়ে কি...?

* সেই হারিয়ে যাওয়া দিন গুলোর কথা

*ইস আবার যদি ফিরে পেতাম সেই দিন গুলো

10/08/2022

চোখ জুড়ানো জায়গা 🥰🥰

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা।...
23/07/2022

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'

ছেলেটা বললো, 'একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে যারা তোমার সত্যিকার মূল্য বুঝবে..।

❤️❤️
18/07/2022

❤️❤️

17/07/2022

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তিব্র যানজট গরমে মানুষের তৃষ্ণা মেটাতে পানি খাওয়াচ্ছে স্থানীয় যুবকরা...!"❤️

মানুষ মানুষের জন্য ❤️
জয় হোক মানবতার.❤️

বর্তমানে ক্যারিয়ার জগতে বহুল আলোচিত একটা সাইট হচ্ছে ফ্রিল্যান্সিং। এই বিষয়ে সবারই কম বেশি আগ্রহ থাকলেও সিদ্ধান্তহীনতায় ভ...
14/07/2022

বর্তমানে ক্যারিয়ার জগতে বহুল আলোচিত একটা সাইট হচ্ছে ফ্রিল্যান্সিং। এই বিষয়ে সবারই কম বেশি আগ্রহ থাকলেও সিদ্ধান্তহীনতায় ভুগছেন অনেকেই। কেউ হয়তো বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন। কেউ হয়তো বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না। কেউ আবার ভাবছেন সঠিক গাইডলাইন নিয়ে। তাদের জন্যই মূলত আমাদের এই মাস্টার ক্লাস। ফ্রিল্যান্সিং এর খুটিনাটি বিষয়াবলি আলোচনা এবং ক্লাসে অংশগ্রহণকারী কিছু ভাইবোন দের প্রশ্নের উত্তর দিতে সাথে থাকবেন FutureNet এর CEO Monjurul Karim Khan
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://forms.gle/j1eP3bGjz5gdhCZc8

ফ্রিল্যান্সিং নিয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো পেতে এখনই রেজিষ্ট্রেশন করে সিট কনফার্ম করে নিন।
সুযোগ আপনার হাতের সামনেই,শুধু সাহস করে সেটা লুফে নেওয়াটাই বাকি.



12/07/2022

যা দেখবো তাই খাই খাই করলে তো এমন হবেই 😆😆

12/07/2022

আপু হট গার্ল পারফিউম নাই শিমুল ভালো হবে না কোনোদিন 😂😂😂

10/07/2022

বুঝা নেহি পায়েগা😂😆

08/07/2022
05/07/2022

ওমা গো🙆‍♂️✌️😀

Skill Development কি?Skill Development হলো আপনার দক্ষতার ত্রুটি সনাক্তকরণ এবং দক্ষতার বিকাশ নিশ্চিত করার একটি প্রসেস।স্ক...
03/07/2022

Skill Development কি?

Skill Development হলো আপনার দক্ষতার ত্রুটি সনাক্তকরণ এবং দক্ষতার বিকাশ নিশ্চিত করার একটি প্রসেস।

স্কিল ডেভেলপমেন্ট মানুষের ক্ষমতায়ন, তাদের ভবিষ্যতের সুরক্ষা এবং একজন ব্যক্তির সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি আজকের এই বিশ্বায়নে কর্মসংস্থানের সূযোগ অনেক গুনে বাড়ায়।

Skill Development কেন দরকার?
দক্ষতা বর্তমানে একাডেমিক স্ট্যাটাসের মতোই অত্যাবশ্যক। স্কিল আপনার সুন্দর ক্যারিয়ার গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং লক্ষ্য অর্জন করতে বিশেষ ভূমিকা রাখে। তাই, শিক্ষা এবং দক্ষতা এখন একই সাথে অর্জন করা জরুরী।

মানুষ এখন হন্যে হয়ে ক্যারিয়ারের পেছনে ছুটছে। আর পছন্দমত ক্যারিয়ারে যেতে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশেষ করে প্রতিযোগিতার এমন যুগে, যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ নয়। আপনি যত আপনার দক্ষতা বাড়াতে পারবেন, ততই আপনার কাজের পরিধি বাড়ানো সম্ভব হবে।তাই এখনই সময় নিজের দক্ষতাকে বাড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকার।

Skill Development কত প্রকার?
যেকোন প্রতিষ্ঠান কিংবা নিয়োগদাতা সাধারণত দুই ধরনের স্কিল বা দক্ষতার ভিত্তিতে কর্মী নিয়োগ দিয়ে থাকেন। তা হলো:

হার্ড স্কিল (Hard Skill) ও
সফট স্কিল (Soft Skill)।
এক্ষেত্রে আপনি কোন ধরনের ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রিতে যেতে চান, তার ওপর প্রয়োজনীয় স্কিলের তালিকা নির্ভর করে।

☘️পরিশ্রম ☘️🚵‍♀️🚵‍♂️পরিশ্রম হলো এমন এক জিনিস, যার দ্বারা মানুষের উপকার ছাড়া কোন ক্ষতি সাধিত হয় না । সঠিক ভাবে পরিশ্রম কর...
29/06/2022

☘️পরিশ্রম ☘️

🚵‍♀️🚵‍♂️পরিশ্রম হলো এমন এক জিনিস, যার দ্বারা মানুষের উপকার ছাড়া কোন ক্ষতি সাধিত হয় না । সঠিক ভাবে পরিশ্রম করে গেলে যেকেউ সফল হতে পারে ।

🏋️‍♀️কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করতে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় এবং সবকিছুতে হতোদ্যম তাঁদের জীবনে সাফল্য প্রায় অসম্ভব।কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আর ও কঠোর পরিশ্রম এবং মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব।সফল মানুষেরা শুধু শুধুই সফল হয় না বরং তারা পরিশ্রম করে বিধায় তারা সফল।পরিশ্রম সর্বদাই সাফল্যের নিশ্চয়তা দিবে যদি তুমি ধৈর্য্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো।
🗣️সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা হল জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।

29/06/2022

১১ বছরের প্রোগ্রামার,চিন্তা করা যায়!🔥🙂

শুভ সকাল।ঘাসের ওপর বসা সোনালি রঙের ফড়িং।
29/06/2022

শুভ সকাল।
ঘাসের ওপর বসা সোনালি রঙের ফড়িং।

24/06/2022

২২ সেকেন্ডে ভালোবাসার সংজ্ঞা🥀❤️

কোটিপতির সন্তান, যার খাবার ৪ জন এনে টেবিলে রাখে! তার কাঁধে মানবতার বোঝা ভালোবাসা বেড়ে গেল.!' 🖤❤️
23/06/2022

কোটিপতির সন্তান, যার খাবার ৪ জন এনে টেবিলে রাখে! তার কাঁধে মানবতার বোঝা ভালোবাসা বেড়ে গেল.!' 🖤❤️

23/06/2022

সিলেটের বন্যা পরিস্থিতি। কি বলেছেন ব্যারিস্টার সুমন। barrister Sumon, sylhet

24/05/2022

১৫ বছর পড়াশোনা করেও আপনি বেকার তারপরও আপনি নিজে কিছু করা করার চিন্তা করছেন না। কারন আমরা অভস্ত্য মাস শেষে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতেই পারলেই হবে প্রতিদিন ১২ ঘন্টা ডিউটি করার বিনিময়ে।

আপনি চাইলেই কিন্তু ব্যবসা, ফ্রিল্যান্সিং বা নিজ উদ্যোগে যেকোন একটা কিছু শুরু করতে পারেন।

প্রতি বছর ফ্রিল্যান্সাররা বাসায় বসে নিজের ইচ্ছে মতো কাজ করে ২৫০ থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করে নিয়ে আসছে দেশে। যেখানে রয়েছে নিজের সম্পূর্ণ স্বাধীনতা।

অন্যদিকে ব্যবসা করে একজন আয় করছে প্রতি মাসে ২০-৩০ হাজার টাকা। এখানেও রয়েছে নিজের সম্পূর্ণ স্বাধীনতা।

এইদিকে আপনি আমি ১০-১৫ বছরের শিক্ষা অর্জন করে বেকার বসে আছি, অন্যদিকে একজন আপনার মতই একজন মানুষ ফ্রিল্যান্সিং বা ব্যবসা করে নিজের সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনি আমি আপসোস করছি।

তাই সময় থাকতে নিজেকে কাজে লাগান কে আপনাকে একটা চাকরি দিলো কি দিলো না সেটার আশা না করে নিজে কিছু করে নিজেকে সফলতার কাছে নিয়ে আসুন।

আপনার পকেটে টাকা থাকলে আপনি সেরা। 😎




13/05/2022

দৃষ্টি ভংগি বদলান।
জীবন বদলে যাবে।

ফ্রিল্যান্সার নাদিয়া....চমৎকার একটা নাটক। নাটকটি যে যে দেখতে পারেননি, অবশ্যই দেখবেন প্লিজ।  একেবারেই বাস্তব জীবনের গল্প...
12/05/2022

ফ্রিল্যান্সার নাদিয়া....
চমৎকার একটা নাটক।

নাটকটি যে যে দেখতে পারেননি, অবশ্যই দেখবেন প্লিজ। একেবারেই বাস্তব জীবনের গল্প। হর- হামেশাই আমাদের সমাজে বিভিন্ন পরিবারে ঘটে যাওয়া ঘটনা।

অভাবের তাড়নায় মেধাবী হয়েও পড়াশোনা চালাতে না পেরে অল্প বয়সেই কোনরকম পড়ালেখা জানা স্বল্প বেতনে ছোটখাট চাকুরীজীবী যুবকের হাত ধরে শ্বশুরবাড়ি চলে যেতে হয় নাদিয়াকে।

সেখানেও অনেক হিসাবের মাঝে সবাই কে ভালো রাখা ,শ্বশুর- শ্বাশুরির অমানবিক আচরণ সহ্য করা , হাঁড়ভাঙা খাটুনি -----

আজও অনেক মধ্যবিত্ত , নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক মেয়েদের মুখ বুঝে নীরবে সয়ে যেতে হয়।

কিন্ত আশার কথা ,নাদিয়া হাল ছাড়েনি। তার পরিবারের সদস্যদের কথা ভেবে , ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা ছিল প্রবল। তার বান্ধবীর সাথে বিষয়টি শেয়ার করতেই পথ খুঁজে পায় সে।
তারপরও খুব সহজ ছিল না দশ দিনের ট্রেনিং নেয়া , কম্পিউটার ব্যবহার করা।
স্বামীর সহযোগিতায় ল্যাপটপ আর বান্ধবীর কাছ থেকে মডেম (ইন্টারনেট ব্যবহার) এর জন্য পেয়ে নাদিয়া সারাদিন সংসার সামলে , সারারাত জেগে ফ্রিল্যান্সিং করে । একসময় শ্বাশুরি মার হাতে তার আয়করা টাকাও তুলে দেয় সংসারের কাজে ব্যবহার করার জন্য।
নাটক: 'ফ্রিল্যান্সার নাদিয়া' টেলিফিল্ম লিংক: https://tu.bongobd.com/FreelancerNadia

08/05/2022

হাতি


maximus indicus

27/04/2022

Good mooring

চটপটি বিক্রেতা থেকে ফ্রিল্যান্সার!❤️❤️
24/04/2022

চটপটি বিক্রেতা থেকে ফ্রিল্যান্সার!❤️❤️

আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয়৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো৷ কতিপয় বিজ্ঞানী সে আসামী...
23/04/2022

আমেরিকার বোস্টনে ১৯৮৬ সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয়৷ এক ফাঁসির আসামীকে ফাঁসির সাজা শোনানো হলো৷ কতিপয় বিজ্ঞানী সে আসামীর উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন। কয়েদীকে শোনানো হলো ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দংশন করিয়ে হত্যা করা হবে।

কয়েদীকে চেয়ারে বসিয়ে তার হাত-পা বেঁধে দেয়া হলো, তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফ্টি পিন ফুটানো হলো। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো ৷ পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে। প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো, যা ঐ কয়েদীর প্রাণ কেড়ে নিল?

বলা হয়, সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপন্ন হয়েছিল। আমাদের সংকল্প থেকে positive এবং negative এনার্জির সৃষ্টি হয়। আর সে এনার্জি আমাদের শরীরে হরমোন উৎপাদন করে ৷ ৭৫% রোগের মূল কারণ হলো আমাদের negative চিন্তাধারা। মানুষ নিজের চিন্তাধারা থেকে ভস্মাসূর হয়ে নিজ প্রজাতিকে বিনাশ করছে।

২৫ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে ‘মানুষ কি মনে করবে!' ৫০ বছর আমরা ভয় পাই ‘মানুষ কি ভাববে!' ৫০ বছর পরে আমরা বুঝতে পারি ‘কেউ আমার কথা চিন্তাই করেনি৷' কিন্তু তখন তেমন কিছু করার থাকে না!

আপনার চিন্তাধারা সর্বদা positive রাখুন এবং খুশী থাকুন।

আজকের ট্রেনিং করে অনেক শিখতে পারলাম। আজকের ট্রেনিং এর ট্রেইনার ছিলেন প্রতিষ্ঠান এর ম্যানেজিং ডিরেক্টর  আদনান হোসেন আলামি...
19/04/2022

আজকের ট্রেনিং করে অনেক শিখতে পারলাম।
আজকের ট্রেনিং এর ট্রেইনার ছিলেন প্রতিষ্ঠান এর ম্যানেজিং ডিরেক্টর আদনান হোসেন আলামিন " স্যার এর দারুন একটা ট্রেনিং সেশন ছিল

দারুন কিছু বিষয় শিখতে পেরেছি।

ধন্যবাদ জানাই Monjurul Karim Khan Sir এবং
Md Asadul Islam ভাইয়াকে আমাকে এত সুন্দর একটি সেশন এ সুযোগ করে দেওয়া জন্য।



Address


Telephone

+8801870824302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib Nath:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share