Sweet kitchen

  • Home
  • Sweet kitchen

Sweet kitchen Bengali kitchen
(1)

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
23/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

বিমান দুর্ঘটনাটা কি  শুধু ই দুর্ঘটনা🥲নাকি পাইলটের ভুল 🥲 আপনারা কি মনে করেন??
23/07/2025

বিমান দুর্ঘটনাটা কি শুধু ই দুর্ঘটনা🥲
নাকি পাইলটের ভুল 🥲 আপনারা কি মনে করেন??

23/07/2025
যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
23/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
কপি পোস্ট**

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে ...
23/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফা*য়া*র ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফা*য়া*র ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!
💔💙🤲

সংগৃহিত

৬ মাস আগে বিয়ে করছিলেন রাজশাহীর পাইলট তৌকির সাজানো স্বপ্ন শেষ নিমিষেই, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক সকলেই বলে আমি,,,
23/07/2025

৬ মাস আগে বিয়ে করছিলেন রাজশাহীর পাইলট তৌকির সাজানো স্বপ্ন শেষ নিমিষেই, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক সকলেই বলে আমি,,,

পা'ই'লটের দে'হ ঘ'ট'নাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেছে শুনলাম! প্যারাসুট সহ বিল্ডিংয়ের ছাদে প'ড়ে গিয়েছিলেন উনি। উনি ইজেক্ট ...
23/07/2025

পা'ই'লটের দে'হ ঘ'ট'নাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেছে শুনলাম!
প্যারাসুট সহ বিল্ডিংয়ের ছাদে প'ড়ে গিয়েছিলেন উনি। উনি ইজেক্ট করেছিলেন, কিন্তু প্যারাসুট গাছে আটকে উনি ছিটকে টিনের চাল ভে*ঙে রুমের ভিতরে প'ড়েন।
তার মানে কি উনি আগেই ইজেক্ট করেন?
ধরে নিলাম উনি ইজেক্ট করেন নাই এবং প্লেনে ছিলেন, তাহলে তো ক্রাশ করার পর উনার লা! শ ই পাওয়া যেতো না, তাই নয় কি?

রুমে থাকা বা'চ্চা'দের লা! শ দেখেছেন নিশ্চই, টু' ক'রা টু'ক'রা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আর উনি টু'করা টু'করা হন নি,ছাইও হন নি।

এমন ক্রা' শের পর তো সাথে সাথে মা* রা যাওয়ার কথা তাই না?
ধরে নিলাম উনার ভাগ্য সহায়তা করেছিলো কিন্তু উনাকে হাসপাতালে নিয়ে অনেকক্ষণ লাইফ সাপোর্ট এও তো রাখা হয়েছিলো। তখন কার রিপোর্ট অথবা কোনো ছবি ভিডিও দেখছি না কোথাও! কেনো???

কি বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? অনেক প্রশ্ন ঘুরে মাথায়...কার কাছে উত্তর চাইবো?

পাইলট কি আসলেই শেষ পর্যন্ত চেষ্টা করেছিলো? তাহলে এসব কি আসলে? নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে...💔😰

সৌদি আরবে রাস্তায় একটা গাড়ি সামান্য কোনো ত্রুটি হলে অন্য সৌদিয়ান রা বলার আগে এগিয়ে আসে কিভাবে তার উপকার করা যায়..কিন্তু ...
22/07/2025

সৌদি আরবে রাস্তায় একটা গাড়ি সামান্য কোনো ত্রুটি হলে অন্য সৌদিয়ান রা বলার আগে এগিয়ে আসে কিভাবে তার উপকার করা যায়..
কিন্তু এমন এক হাইয়্যানের দেশে জন্মাইছি যেখানে বিপদের সময় ৬০ টাকার পানি ৬০০ টাকা চাওয়া হয়, ১০০ টাকার গাড়ি ভাড়া ১০০০ টাকা চাওয়া হয়..
লজ্জা হয় নিজেকে এই জাতি হিসেবে পরিচয় দিতে।
এই জাতির জন্য আমরা যারা প্রবাসে থাকি তারাও অন্য দেশীদের কাছে হেনস্তার স্বীকার হতে হয়। ধিক্কার জানাই এই বিবেকহীন জাতি কে

একটা অভিশপ্ত মাস "জুলাই"💔আজীবন অভিশপ্ত মাস নামেই পরিচিতি রয়ে যাবে🙂
21/07/2025

একটা অভিশপ্ত মাস "জুলাই"
💔
আজীবন অভিশপ্ত মাস নামেই পরিচিতি রয়ে যাবে
🙂

21/07/2025

ধি*ক্কা*র জানাই!
উত্তরা-উত্তর মেট্রোর নিচে থেকে মু্যুর আলি মেডিকেল যেতে ৩০-৪০ টাকার রিকশা ভাড়া এখন ১০০ টাকা চাচ্ছে! না দিলে যাবে না।
মাইলস্টোন কলেজ থেকে আধুনিক হাসপাতালে CNG ভাড়া ১০০০ টাকা চাইছে! এ কেমন মানবতা? এ কেমন দু*র্দ*শার সুযোগ নেওয়া?

তারপর আবার দেখলাম, একটা ভিডিওতে একজন অসহায় বাবা শিশুকে কোলে নিয়ে গাড়ি খুঁজছে, কিন্তু প্রাইভেটকার ওয়ালারা গাড়ি থামালো না!
মানুষের ভেতরের মানবতা কি একেবারেই ম*রে গেছে?

শুভ সন্ধ্যা
22/03/2025

শুভ সন্ধ্যা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweet kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share