DURGAPUR KHADI MELA, CHATURANGA MAIDAN CITY CENTRE, DURGAPUR
DURGAPUR KHADI MELA, CHATURANGA MAIDAN CITY CENTRE, DURGAPUR
RARHESWAR SIVA TEMPLE 900 YEARS OLD SHIV TEMPLE
Google Map : https://goo.gl/maps/Y2PiezxJT4S87gie6
রাড়েশ্বর শিব মন্দির
নগর শৈলীতে মাকড়াপাথর ও বেলেপাথরে নির্মিত
এই রাড়েশ্বর শিব মন্দির গর্ভগৃহে প্রতিষ্ঠিত বিশাল শিবলিঙ্গের জন্য বিখ্যাত । প্রারম্বিক পর্বে চুনের পলস্তারায় আবৃত আনুমানিক দ্বাদশ শতকে নির্মিত এই মন্দিরটির বহির্ভাগে বহুল পরিবর্তন সাধিত হইয়াছে ।
সপ্তরথ মন্দিরটির মুল বৈশিষ্ট হইল ইহার শিখরভাগ যাহার বহির্গাত্র এই অঞ্চলের সমসাময়িক মন্দিরগুলির ন্যায় গোলাকার না হয়ে তীক্ষ্ণ ।
(ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ )
RARHESWAR SIVA TEMPLE
BUILT IN THE NAGARA STYLE WITH LATERITE AND SAND STONE IS FAMOUS FOR ITS HUGE LINGAM ENSHRINED IN ITS SANCTUM-SANCTORUM. ORIGINALLY PLASTERED WITH LIME, TRACES OF WHICH CAN STILL BE SEEN AT PLACES, THIS RECTANGULAR TEMPLE HAS UNDERGONE A SEA-CHANGE SINCE ITS CONSTRUCTION, APPROXIMATELY IN THE TWELVE CENTURY AD. MAIN FEATURE OF THIS SAPTARATHA TEMPLE IS ITS SHIKHARA WHICH UNLIKE OTHER CONTEMPORARY TEMPLES OF THE REGION, HAS SHARP CORNERS.
(ARCHAEOLOGICAL SURVEY OF INDIA)
চায়ের রকমারি বড়িয়া চায় বেলিয়াতোড় বাঁকুড়া #Tea_receipe_Beliatore_Bariya_Cha #Beliatortea #differenttaste #drinktea
চায়ের রকমারি,
বড়িয়া চায়,
বেলিয়াতোড়, বাঁকুড়া
#Tea_receipe_Beliatore_Bariya_Cha
#Beliatortea
#differenttaste
#drinktea
FREE SAMPLE FROM SMARTPICK
Free sample from @smartpick.co.in
#smartpick
Thanks #smartpick
Thanks Hindustanunilevernetwork
*Mangala #kali #jaymaakali #maamangalakali
Happy international yoga day 2021
বিচিত্র সাধ- রবীন্দ্রনাথ ঠাকুর
বিচিত্র সাধ
- রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যখন পাঠশালাতে যাই
আমাদের এই বাড়ির গলি দিয়ে,
দশটা বেলায় রোজ দেখতে পাই
ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে।
"চুড়ি চা--ই, চুড়ি চাই' সে হাঁকে,
চীনের পুতুল ঝুড়িতে তার থাকে,
যায় সে চলে যে পথে তার খুশি,
যখন খুশি খায় সে বাড়ি গিয়ে।
দশটা বাজে, সাড়ে দশটা বাজে,
নাইকো তাড়া হয় বা পাছে দেরি।
ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে
অম্নি করে বেড়াই নিয়ে ফেরি।
আমি যখন হাতে মেখে কালি
ঘরে ফিরি, সাড়ে চারটে বাজে,
কোদাল নিয়ে মাটি কোপায় মালী
বাবুদের ওই ফুল-বাগানের মাঝে।
কেউ তো তারে মানা নাহি করে
কোদাল পাছে পড়ে পায়ের 'পরে।
গায়ে মাথায় লাগছে কত ধুলো,
কেউ তো এসে বকে না তার কাজে।
মা তারে তো পরায় না সাফ জামা,
ধুয়ে দিতে চায় না ধুলোবালি।
ইচ্ছে করে আমি হতেম যদি
বাবুদের ওই ফুল-বাগানের মালী।
একটু বেশি রাত না হতে হতে
মা আমারে ঘুম পাড়াতে চায়।
জানলা দিয়ে দেখি চেয়ে পথ
প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
মা গো, আমায় ছুটি দিতে বল্,
সকাল থেকে পড়েছি যে মেলা।
এখন আমি তোমার ঘরে ব'সে
করব শুধু পড়া-পড়া খেলা।
তুমি বলছ দুপুর এখন সবে,
নাহয় যেন সত্যি হল তাই,
একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হল মনে করতে নাই?
আমি তো বেশ ভাবতে পারি মনে
সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,
বাগ্দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুর-ধারে এসে।
আঁধার হল মাদার-গাছের তলা,
কালি হয়ে এল দিঘির জল,
হাটের থেকে সবাই এল ফিরে,
মাঠের থেকে এল চাষির দল।
মনে কর্-না উঠল সাঁঝের তারা,
মনে কর্-না সন্ধে হল যেন।
রাতের বেলা দুপুর যদি হয়
দুপুর বেলা রাত হবে না কেন।