Thinking Lamp

  • Home
  • Thinking Lamp

Thinking Lamp Coffee may not solve my problems, but it's worth a shot. ☕
(1)

09/06/2024

25/10/2023

তোমার যত্নে পড়া টিপ, আর কাজল কালো চোখ,
অগোছালো শাড়ি সব আমার নামেই হোক...❣️💚

25/10/2023

নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়
শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়
শরীর তো ধর্ষকও ছোঁয়।

পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়।
দেহদানের পরেই যে নারী ব'লে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ
পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়
শরীর তো বেশ্যাও দেয়।
— নীরেন্দ্রনাথ চক্রবর্তী

💜 গতকাল ছিল কবির জন্মদিন। 💜

03/03/2023

ব্রেকিং নিউজ
৪৮ ঘন্টার ব্যবধানে শীর্ষ ধনীর অবস্থান হারালেন ইলন মাস্ক!

22/02/2023
16/12/2022

Win the favorite teams to win ⚽️

Argentina 🇦🇷 ❤
Brazil 🇧🇷 😮
France 🇫🇷 😡
Germany 🇩🇪 😄
Qatar 🇶🇦 🥰
Spain 🇪🇸 👍
Portugal 🇵🇹 😥

18/11/2022

ছেলেদের পালার জন্য অপেক্ষা করুন*🤣🤣🖤🔥
মেয়ে Vs ছেলে😆🤣
Wait for boys😆😆
Bhedaimma 🍂🌈🌟
Follow For more🌹💐
://m.facebook.com/Thinking-Lamp-101084588792441/🖤🌼🌻
Funny Videos
F U N N Y
Keep smiling 😅🖤🌻🌼💐

04/11/2022

😆😆😆

27/10/2022


02/10/2022

অভদ্র হয়েছে কু**ত্তা গুলো 🙂

12/08/2022

🖤

05/02/2022
29/12/2021

রবীন্দ্রনাথ চাইলেই কিন্তু সুভার সাথে প্রতাপের প্রেম করিয়ে দিতে পারতেন!
কিন্তু দেননি!
সবাই স্বা-র্থপর!🙂

28/12/2021

"বিয়ে কবে করবে?" is Normal
but "তোমারটা কবে খাবো?" What is this behavior বইন!?

https://thenewsportal24.com/archives/13132
27/12/2021

https://thenewsportal24.com/archives/13132

ছয় বছর আগে মা’রা যাওয়া এক মে’য়েকে ভার্চুয়াল বাস্তবাতায় মায়ের সঙ্গে সাক্ষাৎ করালেন দক্ষিণ কোরিয়ার তথ

26/12/2021

ব্যক্তিগত জীবনে প্রচুর হতাশ এবং অসুখী মানুষ রাই হতাশা ছড়িয়ে দিয়ে অন্যদেরকে অসুখী দেখতে পছন্দ করে;যেমন :-বিজ্ঞানীরা😊

26/12/2021

🇺🇲 : She is my crush.
🇧🇩 :ঐটা তোগোর ভাবি 🙂

26/12/2021

তুমি যা প্রার্থনা করবে আল্লাহ তায়ালা সেটা তার প্ল্যান অনুযায়ী সবচেয়ে সুন্দরতম উপায়ে তোমাকে দিবেন কারণ তিনিই সর্বোত্তম প্ল্যানার, ইনশাআল্লাহ।❤️

- মিজানুর রহমান আজহারী।

26/12/2021

Koshto koira Namota shikhlam ekhon dekhi shobai calculator use kore..🙂

26/12/2021

চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে ভবিষ্যতের টিউশন বিজ্ঞপ্তিগুলোঃ

টিউশন অফার-১ঃ
১ বছরের এক শিশুর জন্যে ঢাবির বাংলা ডিপার্টমেন্ট থেকে সিজি ৩.৫+ নিয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন। যত্ন সহকারে বাচ্চাকে বাংলা বলা শিখাতে হবে। যেসব প্রার্থীর ১/২ টা বাংলা উপন্যাস ইতোমধ্যে বাজারে বেরিয়েছে তারা অগ্রাধিকার পাবে৷
স্থানঃ আপেলবাগান, ঢাকা
বেতনঃ ১০০০
দিনঃ ৪
কোডঃ আমি কি কাউকে গালি দিয়েছি?

টিউশন অফার-২ঃ
৪ বছরের এক শিশুর জন্যে ঢাবির ইংরেজি ডিপার্টমেন্ট এর একজন অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন৷ সিজি ৩.৫+ থাকার পাশাপাশি সাইফুর্স বা IELTS এর কোর্সে ৮+ অর্জন করা প্রার্থী অগ্রাধিকার পাবেন। স্টুডেন্টকে যত্ন সহকারে Capital and Small letters লেখা শিখাতে হবে৷
স্থানঃ ইয়োলো রোড, ফার্মগেট
বেতনঃ ১৫০০
দিনঃ৫
কোডঃ টিউশন করবি কিনা বল?

টিউশন অফার ৩ঃ
ক্লাস ১ এ পড়া এক বাচ্চার জন্যে বুয়েট বা ঢাবির ম্যাথ কিংবা ফিজিক্স ডিপার্টমেন্ট এর অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন৷ হাই সিজি থাকার পাশাপাশি বিভিন্ন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে পুরষ্কার জেতা প্রার্থীরা এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে৷ ছাত্রকে যত্ন সহকারে যোগ, বিয়োগ,গুণ, ভাগ শেখাতে হবে।
স্থানঃ ডেইলি রোড, ঢাকা
বেতনঃ ২০০০
দিনঃ ৬
কোডঃ তুমি দিবে কিছু আমি দিব কিছু!

টিউশন অফার ৪ঃ
ক্লাস ৫ এর এক স্টুডেন্ট এর জন্যে ঢাবির ইংলিশ ডিপার্টমেন্ট এর একজন অভিজ্ঞ ইংরেজি শিক্ষক প্রয়োজন। বিসিএস ফরেন বা প্রশাসনিক ক্যাডার প্রার্থী এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে৷ ছাত্রকে যত্ন সহকারে Sentence এর প্রকারভেদ শেখাতে হবে।
স্থানঃ জাজিমপুর, ঢাকা
বেতনঃ ২০০০
দিনঃ ৫
কোডঃ পাছায় অনেক কারেন্ট!

টিউশন অফার ৫ঃ
ক্লাস ৪ এ পড়ুয়া এক ছাত্রের জন্যে ডিএমসির অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন৷ ইন্টার্ন হলে বেশি ভালো হয়। মানব শরীরে যে হাড়ের সংখ্যা ২০৬ খানা তা ছাত্রের কোনমতেই মনে থাকে না। যত্নসহকারে তাকে সেটা পড়াতে হবে। দরকার হলে শিক্ষকের নিজের দেহের হাড় একেকটা খুলে খুলে প্রমাণ করতে হবে দেহের হাড়সংখ্যা ২০৬। তবুও ছাত্রকে এই সংখ্যা মুখস্থ করাতেই হবে৷
স্থানঃ বড়লোকিরাপুল, ঢাকা
বেতনঃ হাড় খুলতে আর দেহে আবার লাগাতে যেই খরচ পড়বে তা অভিভাবক বহন করবেন। মাঝে মাঝে শিক্ষকের সুস্থতা কামনা করে অভিভাবক বোনাস হিসেবে দোয়াও করবেন।
দিনঃ শিক্ষক হাড় খোলা আর লাগানোর ফলে ধকল সহ্য করে যতদিন বাঁচতে পারেন আর কি!
কোডঃ রাখে আ

23/12/2021

Hsc পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ছাএদের অবস্থা 🤩
just Chill 🤟🤟
.s.c

20/12/2021

ম্যাথ পরীক্ষা তাতে কি হয়েছে, লিখে আসলাম "উদ্দীপকের গুরুত্ব অপরিসীম"🙂।

18/12/2021

Read, it's s interesting🥴 and educational post♥
------------------
Maths - এর টিচার কে যখন
স্টুডেন্ট প্রশ্ন করে যে,,,🤔🤔

স্যার Love Marriage উত্তম ❣️
নাকি Arrange Marriage উত্তম...?❤️

টিচার,,,🤓
আমারা জানি বিবাহ দুই প্রকার✌️
1.Love Marriage &❣️
2.Arrange Marriage❤️

Love Marriage এর অপর নাম Pream Marriage❣️

মনে করি,
Arrange Marriage= AM....(1)
Prem Marriage=PM....(2)

এখন,
🕓AM মানে রাত ১২ থেকে দিন ১২ পর্যন্ত।

অর্থাৎ,যার শুরু অন্ধকার,
কিন্তু শেষ হয় উজ্জল আলোয়।

🕓PMমানে দিন ১২থেকে রাত ১২পর্যন্ত।

অর্থাৎ, যার শুরুতে থাকে উজ্জ্বল আলো,
কিন্তু শেষ হয় ঘুটঘুটে অন্ধকার দিয়ে।

এখন,
(1)নং সমীকরণ কে AM এবং(2)নং সমীকরণ কে PM এর সাথে তুলনা করে পাই,

Arrange Marriage এর শুরুতে অন্ধকার থাকলেও শেষ হয় উজ্জল আলোয়। ❤️
অন্যদিকে,
Prem Marriage এর শুরুতে উজ্জ্বল আলো থাকলেও শেষ হয় ঘুটঘুটে অন্ধকারে।😭

তাই আমরা বলতে পারি...

Love Marriage এর অপেক্ষা 👈
Arrange Marriage উত্তম। ❤️

Copy post

16/12/2021

🍀 ধীরে ধীরে রাসুল (সাঃ) এর অনেক হাদিস আমরা ভুলেই যাচ্ছিঃ-🥺

১। ❝মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।❞
(সহীহ মুসলিম- ৮৯৮)

২। ❝রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।❞
(বুখারী- ৫২১১)

৩। ❝বৃষ্টি আসলে দোয়া করা।❞
(সহীহ বুখারী- ১০৩২)

৪। ❝স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।❞
(মুসলিম- ২০৬৪)

৫। ❝কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।❞
(বায়হাকী- ১৭৫৯৫)

৬। ❝মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।❞
(মুসলিম- ২৫৩১)

৭। ❝খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।❞
(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)

৮। ❝ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।❞
(বায়হাকি-৪২৮)

৯। ❝নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।❞
(বুখারী- ৭৩১)

১০। ❝বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।❞
(মুসনাদে বাযযার- ৮৫৬৭)

১১। ❝দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা। বিশেষ করে শু জুতা (স্যান্ডেল না)।❞
(আবু দাউদ- ৪১৩৫)

১২। ❝যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।❞
(তিরমিযী- ২৪৭৮)

১৩। ❝ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।❞
(আরশিফু মুলতাকা- ৪৫৬৯)

১৪। ❝দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।❞
(মুসনাদে আহমাদ- ২১৬১৮)

১৫। ❝বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।❞
(তাবরানী- ৬১৩৯)

১৬। ❝মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।❞
(মুসনাদে আহমাদ- ২৭৫০৮)

১৭। ❝রাতে অজু অবস্থায় ঘুমানো।❞
(ফাতহুল বারি- ১১/১১০)

১৮। ❝মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।❞
(আবু দাউদ- ৪১৬০)

১৯। ❝যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।❞
(বুখারি, হাদিস নং: ৫৬৮৪)

২০। ❝যে মানুষের উপকার করে, সেই সবচেয়ে ভালো মানুষ।❞
(সুনানে দারাকুতনি)

২১।❝রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃ আমি টেক (হেলান) লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না।❞
(বুখারি, হাদিস) 🥀

14/12/2021

অল্প বয়সে বিয়ে করলে কি উপকার আপনি কি জানতে চান!।

কারণ হচ্ছে যৌবন এক ধরণের ক্ষুদা।
ক্ষুদা লাগলে যেমন খাবারের দরকার হয়,
ঠিক তেমন যৌবনের ক্ষুদা লাগলে বিয়ের দরকার হয়।

কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও।
তারপর বিয়ের পিড়িতে বসো।

অথচ এই আয়াতে আল্লাহ বলেন :
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
বিয়ে করো,তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি
আল্লাহর....!!!!!অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।❤

আবার রাসুল (সা.) বলেছেন, ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।
১। আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী,

২। চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়

৩। ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

হাদিসটি পাবেন

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি, সুনানুল) 💚

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু
সময় পাওয়া যায়।কেন এতো বিয়ে করতে দেরি
করছেন।আল্লাহ তো অফার দিয়ে রাখছেন।
আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেবেন তার
ওয়াদা দিয়েছেন।
শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুণ......
যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল
অফার টাকে গ্রহণ করুণ।
বিয়ে করুণ

বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো

১। লজ্জা স্থানের হেফাজত হয়

২। বিবাহ চক্ষু নিচু করে

৩। তাড়াতাড়ি ধনি হওয়া যায়।

৪। ইমান পরিপূর্ণ হয়

৫। অসুস্থতা দূর হয়।

৬। ইবাদতে মজা পাওয়া যায়।

৭। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

৮। মানসিক তৃপ্তি পাওয়া যায়।
এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন
যেনা করতে গিয়েও তা পাবেন না।

৯। মেজাজ ঠান্ডা থাকে।মাথা কখনো হট হবেনা।

১০। যৌবনের ক্ষুদা নিবারণ হয়।

আরো অনেক উপকারিতা আছে।

খাবার না পেলে যখন ক্ষুদার যন্ত্রনায় হারাম
ভক্ষণ করে ফেলে।ঠিক সেই রকম বউ না থাকলে যৌবনের ক্ষুদার তাড়নায় অনেকে লজ্জা স্থান দিয়ে পর নারীর সাথে যিনা করে ফেলে।

বিয়েকে সহজ করুণ,দেখবেন সমাজ থেকে
অনেক জিনা ব্যাভিচার কমে যাবে।

ছেলেমেয়েদের অভিবাবকদের বলি অল্

09/12/2021

আমরা বাঙালি স্টুডেন্ট আমরা স্যারকে hello স্যার বলিনা,

আমরা বলি ওওওও saar.🙂

পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ একাউন্টে ৫,০০০ টাকা উপহার দিচ্ছে।করোনা পরিস্থিতি...
17/04/2021

পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ একাউন্টে ৫,০০০ টাকা উপহার দিচ্ছে।

করোনা পরিস্থিতির কারনে সাধারণ মানুষ অনেক আর্থিক সমস্যায় পড়েছেন। তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে সরকার দেশের সবাইকে ৫,০০০ টাকা করে
সরকারী অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্যাশ আউট চার্জ ফ্রি।

আমি এইমাত্র আমার বিকাশ নম্বরে ৫,০০০ টাকা পেলাম। আমার মত আপনিও খুব সহজে এই টাকা নিতে পারবেন। নিচের লিংকে ঢুকে আপনার বিকাশ অথবা নগদ একাউন্ট নম্বরে দিলেই সাথে সাথে টাকা চলে যাবে আপনার নম্বরে। কোনো পিন নম্বর দিতে হবেনা।

অনেকের হয়তো অবিশ্বাস হচ্ছে, অবিশ্বাস করার আগে ১বার চেষ্টা তো করে দেখুন।
টাকা পেতে এই লিংকে ক্লিক করুনঃ http://34.87.215.54

রমজান মাস উপলক্ষে আমাদের মহামান্য রাষ্ট্রপতি দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশের সবাইকে ৫,০০০ টাকা করে অনু...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Thinking Lamp posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share