12/11/2024
If you love me yes I will love you.আমি তোমাকে care করবো, তোমার খোজ নিবো,তোমার সুবিধা অসুবিধা দেখবো,তোমাকে হাসি খুশি রাখবো,তোমাকে যতটা পারি সময় দিবো, সাপোর্ট দিবো।but যদি তুমি আমাকে ভালো না বাসো even care না করো,hate করো, খারাপ ব্যবহার করো,আমার নামে বদনাম রটাও,অপমান করো,সেই তুমি যত বড় কলিজার ভাই , বোন,বন্ধু, বান্ধব ,relatives হও না কেনো, সরি আমি তোমাকে মনে রাখতে পারছিনা,তুমি অলরেডি gone,তোমাদের চেয়ে সেই মানুষ গুলো আমার লাইফে গুরুত্ব পূর্ন,যারা আমাকে প্রত্যেক টা কাজে অনুপ্রেরণা দেয়,আমাকে খুশি রাখে, আমার ছোট ছোট কাজে সাপোর্ট দেয়,আমাকে কোনো কিছুতে বাধ্য করেনা,আমাকে সময় দেয়,আমার ভুলগুলো কে ওপর priority না দিয়ে আমার success টা celebrate করে, হ্যাঁ এরাই আমার কাছে দামি,এই মানুষজন আমাকে বাঁচতে শেখায়♥️আমার ভিতর এর "আমি "যে কতটা মূল্যবান সেটা বুঝতে শেখায় ❤️, এবং আমি বেছে বেছে তাদের সাথেই সময় পার করি,যারা আমার mental health এর জন্য উপকারী,তোমরা তোমাদের sick mentality নিয়ে মরো বাঁচো আমার কোনো headache নাই ।but,আমার সাথে ভালো ব্যবহার না করলে,ভুল করেও আমার কাছে ভালো,,,," আশা " করা বন্ধ রাখো prio 😐পশু পাখি এদের সাথে সারাজীবন থাকা যায়,but জীবনে এই সব মানুষ গুলো মন , দেহ, মস্তিষ্কের জন্য ক্ষতিকর .😐so,ignore them😐
(জাস্ট এপ্লাইন মায় ওল্ড হেড এক্সপেরিয়েন্স )