nimai_chandra_barai

  • Home
  • nimai_chandra_barai

nimai_chandra_barai Think something different
(7)

Answer it
28/01/2025

Answer it

আমাদের সব কিছু
16/11/2024

আমাদের সব কিছু

19/07/2024

টাকা ইনকামের জন্য ফেসবুক একটা নতুন ফন্দি বের করেছে যার নাম ⭐️monetization. শুরুর দিকে শর্ত ছিলো যে, যেসব পেজে একহাজার ফলোয়ার থাকবে তারা এই ⭐️মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর ব্যাঙ্ক একাউন্ট যুক্ত করে ⭐️ সেট আপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। ব্যাস তারপর থেকেই ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটারদের মধ্যে হুড়োহুড়ি পরে গেলো। অনেকেই ফেসবুক থেকে টাকা পাওয়ার আশায় দিন রাত এক করে কাজ করতে শুরু করে দিল। কয়েকমাস পরে কনটেন্ট ক্রিয়েটররা জানতে পারলো ⭐️একটা আকাম বস্তু। স্টার পাওয়া অত সহজ নয়।

⭐️ কি জিনিস?? : ফেসবুকে আমরা কিছু পোস্ট করলে অনেকেই তাতে কমেন্ট করে, রিয়েক্ট করে। এবার থেকে শুধুমাত্র লাইক কমেন্ট ছাড়াও কেউ কেউ পোস্ট দেখে আপনাকে ⭐️ পাঠাতে পারবে। সেগুলো মনিটাইজেশন টুলে জমতে থাকবে।এরকম ১০০ টি ⭐️পেলে তারপর এক ডলার হবে। এবং যেদিন আপনার ১০০ ডলার পুর্ন হবে সেদিন ব্যাঙ্কে টাকা ঢুকবে।

⭐️ কোথায় পাওয়া যায়?? : যে ব্যাক্তি আপনাকে স্টার দেবেন তাকে আবার এই ⭐️ টাকা দিয়ে ফেসবুকের কাছ থেকে কিনতে হবে। মোটামুটি ভারতীয় ১০০ টাকায় ৫৫ টি ⭐️ কেনা যায়। এগুলোর জন্য ফেসবুকে একটা ওয়ালেট বানাতে হয়। দেশ ভিন্নে ⭐️ দাম হেরফের হয়। তবে এই বিশেষ ⭐️ ফেসবুক ছাড়া অন্য কোথায় কিনতে পাবেন না। ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড দিয়ে ⭐️কিনতে হয়।

⭐️ কারা দেয়?? : সাধারণত যাদের টাকায় চুলকায় তারা প্রথমে ফেসবুক থেকে ⭐️ কিনে ওয়ালেটে রাখে। তারপর সেগুলো বিলিয়ে দেয়। লাইক, কমেন্ট, রিয়াক্ট তো সবাই দেয় কিন্তু ⭐️দেয় শুধুমাত্র বড়লোক। ⭐️ বিলিয়ে বড়লোক প্রমান করা ব্যাক্তিরা বেশিরভাগ সময় মহিলা কনটেন্ট ক্রিয়েটরদের ⭐️ দিয়ে থাকেন। মহিলারা কেউ কেউ ⭐️পেয়ে ⭐️ দাতাকে বিভিন্ন ভাবে খুশি করতে চেষ্টা করেন। এ এক সাসপিশাস সিক্রেট গেম😜

⭐️ কারা বেশি পায়??? খুব ভালো কনটেন্ট ক্রিয়েটর না হলে পুরুষ মানুষের কপালে ⭐️জোটে না। আমি গত ২ বছরে আমার পেজে একটাও ⭐️পাইনি। কিন্তু পাশের বাড়ির টেপির মা ড্যান্স ভিডিও বানিয়ে প্রতি মাসে হাজার হাজার ⭐️ পাচ্ছেন। বিশেষ করে ড্যান্সার লেডিদের নৃত্য প্রদর্শনী দেখে দেশি বিদেশি দর্শকরা ⭐️দিয়ে থাকে। অনেকটা গভীর রাতে পাড়ার মোড়ের ফাংশনে ড্যান্সারদেরকে যেসব মানুষ টাকা দেয়, সেরকম ফেসবুকে কিছু মানুষ পোস্টে ⭐️ দেয়।

তবে আগেই বলেছি পুরুষ কনটেন্ট ক্রিয়েটরদের খুব ভালো কাজে কেউ কেউ ⭐️ দিয়ে থাকে। তবে তাদের সংখ্যা অনেক কম।🙏🙏

পোস্ট টি থেকে কিছু শিখে থাকলে কোনো ⭐️ দিতে হবে না। শুধুমাত্র একটা লাইক কমেন্ট আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন 🙏🙏🥀🥀
ধন্যবাদ 🙏🙏

কাউকে ইচ্ছাকৃত ভাবে দুঃখ দিতে বা কাউকে উদ্দেশ্য করে পোষ্টটি করিনি,তবুও কেউ মনে দুঃখ পেলে ক্ষমা চাইছি আন্তরিক ভাবে 🙏🙏

আপনারা আমার আইডি ফলো করতে পারেন এমনি তথ্যবহুল পোস্ট পেতে।



nimai_barai
nimai_chandra_barai

10/07/2024

fans nimai_chandra_barai রূপা বাড়ৈ Rupa Barai নিমাই চন্দ্র বাড়ৈ দর্পণ:- Mirror Classroom of NCB Village Life -গ্রাম্য জীবন Nimai Chandra Barai rupabarai2022 nimai_barai Kalpana Mondal Gouri Mondal

10/07/2024
10/07/2024

কে লিখেছেন জানিনা, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * নমস্কার জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!!

সংগৃহীত
শুভ সন্ধ্যা।
nimai_chandra_barai nimai_barai দর্পণ:- Mirror নিমাই চন্দ্র বাড়ৈ Nimai Chandra Barai rupabarai2022 Kalpana Mondal Gouri Mondal Village Life -গ্রাম্য জীবন Khushi-খুশি Enjoy the Life Classroom of NCB

19/10/2023

চন্দন বাড়ৈ LIVE

18/09/2023

I am proud of you Romantic LIFE Khushi-খুশি Riya Dey Enjoy the Life Baishakhi Banerjee Kalpana Mondal Anamika Biswas দর্পণ:- Mirror Gouri Mondal nimai_barai nimai_chandra_barai rupabarai2022 Nimai Chandra Barai Village Life -গ্রাম্য জীবন Classroom of NCB রূপা বাড়ৈ

nimai_chandra_barai
29/07/2023

nimai_chandra_barai

ঠিক না ভুল?
04/07/2023

ঠিক না ভুল?

26/06/2023

জলপান/তেলপান দর্পণ:- Mirror

17/06/2023

My love my life rupabarai2022

07/06/2023

মঙ্গল করো হে মঙ্গলময়
Khushi-খুশি

Address

Village Life/গ্রাম্য জীবন

Alerts

Be the first to know and let us send you an email when nimai_chandra_barai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share